somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বান্দরবানে বর্ষা বিলাস !

২৮ শে আগস্ট, ২০১২ সকাল ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভ্রমণের বিস্তারিত :
যাত্রা শুরুর দিন ০৬/০৯/১২ তারিখ বৃহঃস্পতিবার
যাত্রা শেষ দিন- ১১/০৯/১২ তারিখ মঙ্গলবার

রেজিট্রেশন ফি :
ঢাকা থেকে : ৪৩০০/= (চারহাজার তিনশত টাকা)
বান্দরবান থেকে : ৩০০০/= (তিন হাজার টাকা)
রেজিট্রেশনের শেষ দিন : ০৩/০৯/২০১২ (১৫০০টাকা দিয়ে রেজিট্রেশন করতে হবে । )

দিন-০ : ঢাকা হতে রাতের বাসে বান্দরবানের দিকে রওনা ।
দিন-১ : সকালে বান্দরবানে পৌছানো। চাঁন্দের গাড়ীতে অথবা রুটের বাসে কাইক্ষ্যাংঝিরি। নৌকা করে কাইক্ষ্যাংঝিরি থেকে রুমাবাজার। রুমা বাজারে দুপুরের লাঞ্চ এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশান। রুমা বাজার থেকে লাঞ্চের পরে চাঁন্দের গাড়িতে যাত্রা, যাত্রী ছাউনি পর্যন্ত। পায়ে হেটে বগালেকে পৌছে গোসল, খাওয়া দাওয়া এবং বিরতী। দার্জিলিংপাড়া পর্যন্ত ট্রেকিং এবং রাত্রীবাস।
দিন-২ : ভোর বেলা উঠে দার্জিলিং পাড়া থেকে ট্রেক শুরু। কেওক্রাডং এর চুঁড়ায় বিরতী। জাদিপাই পাড়ায় লাঞ্চ। জাদিপাই ফলস। জাদিফাই থেকে বিকেলে যাত্রা শুরু, পার্সিং পাড়া হয়ে রুমানা পাড়া/ সুংসাং পাড়ায় ডিনার এবং রাত্রীবাস।
দিন-৩ : রুমানা পাড়া/ সুংসাং পাড়া থেকে যাত্রা শুরু। রুমানা পাড়া ফলস। ট্রেক শুরু, কেওকারাডং অথবা পার্সিং পাড়ায় লাঞ্চ। বগালেকে রেস্ট এবং রাত্রীবাস।
দিন-৪ : সকালে বগালেক থেকে যাত্রা শুরু, ঝিরির পথে ট্রেক করে রুমা বাজারে ফিরে আসা। বাস/ চাঁন্দের গাড়িতে করে বান্দরবান শহরে ফেরত আসা। রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা।

* প্রতিদিনরে কাপড় আলাদা আলাদ পলিথিনের ব্যাগে নিতে হবে ।
* আমরা শুকনো খাবার হিসেবে খেজুর+ম্যাংগোবার+চকলেট+গ্লুকোজ+চিনি টোষ্ট দিবো ।
* প্রাথমিক চিকিৎসার কিছু ওষধ আমাদের কাছে থাকবে ।

যে কোন ব্যাপারে যোগাযোগঃ সৌম্য (০১৭১৬-৯৩৯৩৯১)
[email protected]
&
[email protected]



কি কি নিতে হবে- Thinks to Carry
১) ব্যাগ- Bag
২) গামছা- Gamsa
৩) রেইন কোট + ছাতা- Umbrella
৪) টুথপেষ্ট+ সাবান+শ্যম্পু (Toothpaste + Tooth Brush+ Bath Soap + Shampoo )
৫) অতিরিক্ত 2(দুই) সেট কাপড়- Extra 2 Set Cloth (থ্রি কোয়াটার প্যান্ট হলে ভাল + শার্ট পরা যাবে না + টি-শার্ট সুতি ছাড়া অন্য যে কোন কাপড়ের হলে ভাল )
৬) পানির বোতল- Water Bottle
৭) ছোট মাল্টিপ্লাগ (Multi plug, small size )
৮) কেডস/ বুট/ মোটা মোজা (Shocks )
৯) ক্যামেরা+ব্যাটারী+চার্জার (Camera + Films + Battery + Mamore Card + Charger )
১০) পলিথিন (Polythene)
১১) সানক্যাপ (Cap)
১২) সানগ্লাস (Sunglasses )
১৩) সানব্লক ( Sun block)
১৪) টিস্যু (Tissue/Toilet Paper )
১৫) ব্যক্তিগত ঔষধ (Personal Emergency Medicine )
১৬) টর্চ লাইট + অতিরিক্ত ব্যাটারী+ লাইটার (Torch+ Extra Battery+ )



Carry warm Jackets/Pullover for protection from cold.

ভ্রমণ বাংলাদেশ পরিবারের সাথে ভ্রমণ করতে হলে যে যে নিয়ম মানতে হবে ।
Rules To Be Maintained While Traveling with VROMON BANGLADESH Family:

১. সর্ব অবস্থায় দলনেতার কথা মানতে হবে । ভ্রমণ বাংলাদেশ যেহেতু কোন বানিজ্যিক প্রতিষ্ঠান নয় তাই সকল ভ্রমণে সব কাজে সকল বন্ধুকে সহযোগীতা করতে হবে !
1. Orders from team leader must be followed in every situation. As Vromon Bangladesh is not a commercial organization, every one must cooperate each other.

২. ভ্রমণ বাংলাদেশ সকল ধর্মের প্রতি সমান সন্মান প্রর্দশন করে । তাই ধর্মীয় আলোচনা করার ক্ষেত্রে সকল বিষয়ে লক্ষ্য রাখতে হবে ।
2. Vromon Bangladesh respects every religious view, so discussing about religious topics must be concerned.

৩. ভ্রমণ বাংলাদেশ একটি পরিবার তাই বড়দের সন্মান ও ছোটদের স্নেহ করে চলতে হবে ।
3. Vromon Bangladesh is a Family, so elders must be respected and younger must be adored.

৪. স্বাস্থ্যর জন্য ক্ষতিকর কোন কিছু ভ্রমণ বাংলাদেশের ট্যুরে গ্রহন করা থেকে বিরত থাকতে হবে ।
4. Carrying unhealthy & illegal substances must be avoided.

৫. ভ্রমণ বাংলাদেশ এর ট্যুরে কোন প্রকার রাজনৈতিক আলোচনা করা যাবে না । তবে দেশের প্রয়োজনীয় সমাধান মূলক কোন পরার্মশ আলোচনা করা যাবে ।
5. Political discussion is not allowed during tour but subjects concerning a solution for our country can be discussed.

৬. যে কোন প্রয়োজন আয়োজকদেরকে জানাতে হবে ।
6. Any needs must be informed to the organizer.

৭. পরিবেশের জন্য ক্ষতিকর কোন কিছু করা যাবে না ।
7. Things which might cause harm to the nature must be avoided.

৮. স্থানীয়দের সাথে সুসর্ম্পক তৈরি করতে হবে ।
8. Good relation must be maintained with the locals.

৯. ট্যুরের জন্য কোন প্রয়োজনীয় জিনিস প্রয়োজন হলে আগে থেকে জানাতে হবে ।
9. Any material required regarding the tour must be informed.

১০ ট্যুরের সকল তথ্য আয়োজকদের সাথে কথা বলে ভালভাবে জেনে নিতে হবে ।
10. Every information regarding the tour must be accumulated from the organizer.

১১. সময়মত সকল কাজ করতে হবে । যাত্রা শুরুর সময় কোন প্রকার দেরি করা যাবে না ।
11. Works must be done on time. There can not be any delay while starting the journey.

১২. নিয়মিত শারীরিক অনুশীলন করে শরীরকে সুস্থ্য রাখতে হবে । শারীরিক সুস্থ্যতার জন্য যে কোন প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে ।
12. Regular physical exercise must be done to keep the body fit. Any information regarding physical health can be shared.

১৩. কোন ট্যুরেই নতুন জুতা/স্যান্ডেল পরা যাবে না ।
13. New sandals/shoes can not be worn in any tour.

১৪. অনুমতি ছাড়া কারো কোন ছবি প্রকাশ করা যাবে না ।
14. No photos can not be flashed without permission.

১৫. সকল প্রয়োজন একটি পরিবারের অংশ হিসেবে আন্তরিকতার সাথে মেটানোর চেষ্টা করতে হবে ।
15. Every need must be cooperated as a part of a family.

১৬. দল নির্বাচনের ক্ষেত্রে ভ্রমণ বাংলাদেশ এর সিদ্ধান্ত চূড়াঁন্ত হবে ।
16. Decision from Vromon Bangladesh regarding the selection of team leader will be finalized.

১৭. ব্যক্তিগত ঔষধ নিজ দায়িত্বে রাখতে হবে । যে কোন ধরনের অসুখ থাকলে দল নেতাকে অবহিত করতে হবে ।
17. Drugs and medicines must be with individuals' responsibility. Team leader must be informed regarding any sort of sicknesses.

১৮. ভ্রমণ বাংলাদেশ এর ট্যুরে কোন প্রকার বিঞ্জাপনযুক্ত টি-শার্ট বা ক্যাপ পরা যাবে না ।
18. In the Tour of Vromon Bangladesh , advertising T-Shirts or Cap are not allowed to wear.

১৯.বাসের টিকেট আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দেয়া হবে ।
19. Bus tickets will be distributed as first comer gets first.

N.B :- Any Requirements Must be Informed Before.
বি:দ্র: কোন কিছু প্রয়োজন হলে আগে থেকে জানাতে হবে ।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১২ সকাল ১১:০৭
১৩টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাফসান দ্য ছোট ভাই এর এক আউডি গাড়ি আপনাদের হৃদয় অশান্ত কইরা ফেলল!

লিখেছেন ব্রাত্য রাইসু, ১৫ ই মে, ২০২৪ সকাল ১০:৫২

রাফসান দ্য ছোট ভাইয়ের প্রতি আপনাদের ঈর্ষার কোনো কারণ দেখি না।

আউডি গাড়ি কিনছে ইনফ্লুয়েন্সার হইয়া, তো তার বাবা ঋণখেলাপী কিনা এই লইয়া এখন আপনারা নিজেদের অক্ষমতারে জাস্টিফাই করতে নামছেন!

এই... ...বাকিটুকু পড়ুন

বাঁচতে হয় নিজের কাছে!

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৫ ই মে, ২০২৪ সকাল ১১:২৮

চলুন নৈতিকতা বিষয়ক দুইটি সমস্যা তুলে ধরি। দুটিই গল্প। প্রথম গল্পটি দি প্যারবল অব দ্যা সাধু।  লিখেছেন বোয়েন ম্যাককয়। এটি প্রথম প্রকাশিত হয় হার্ভার্ড বিজনেস রিভিউ জার্নালের ১৯৮৩ সালের সেপ্টেম্বর-অক্টোবর সংখ্যায়। গল্পটা সংক্ষেপে... ...বাকিটুকু পড়ুন

আমার অন্যরকম আমি এবং কিছু মুক্তকথা

লিখেছেন জানা, ১৫ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:০৬



২০১৯, ডিসেম্বরের একটি লেখা যা ড্রাফটে ছিল এতদিন। নানা কারণে যা পোস্ট করা হয়নি। আজ হঠাৎ চোখে পড়ায় প্রকাশ করতে ইচ্ছে হলো। আমার এই ভিডিওটাও ঐ বছরের মাঝামাঝি সময়ের।... ...বাকিটুকু পড়ুন

নিউ ইয়র্কের পথে.... ২

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই মে, ২০২৪ রাত ৯:০২


Almost at half distance, on flight CX830.

পূর্বের পর্ব এখানেঃ নিউ ইয়র্কের পথে.... ১

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন থেকে বোর্ডিং ব্রীজে নেমেই কানেক্টিং ফ্লাইট ধরার জন্য যাত্রীদের মাঝে নাভিশ্বাস উঠে গেল।... ...বাকিটুকু পড়ুন

সামুতে আপনার হিট কত?

লিখেছেন অপু তানভীর, ১৫ ই মে, ২০২৪ রাত ৯:০৩



প্রথমে মনে হল বর্তমান ব্লগাদের হিটের সংখ্যা নিয়ে একটা পোস্ট করা যাক । তারপর মনে পড়ল আমাদের ব্লগের পরিসংখ্যানবিদ ব্লগার আমি তুমি আমরা এমন পোস্ট আগেই দিয়ে দিয়েছেন ।... ...বাকিটুকু পড়ুন

×