somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোড়ামন নিয়ে সমালোচনা শুনলাম, এবার কিছু আলোচনা শোনা যাক।

১৬ ই জুন, ২০১৩ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা বাংলাদেশকে ভালোবাসে এবং পোড়ামন দেখেছেন কিংবা বাংলাদেশের চলচ্চিত্রের বিকাশ প্রত্যাশা করেন তাদের কাছে অন্তত দু'মিনিট সময় চাচ্ছি।

আমাদের এই দেশ বাংলাদেশ। যখন এদেশের কোন ভালো সংবাদ শুনি মনটা আনন্দে উদ্বেলিত হয়। মন ততটাই পীড়িত হয় যখন এমন কোন সংবাদ শুনি যেটা দেশের জন্য কল্যাণকর নয়। ভালোবাসি বাংলাদেশ ভালোবাসি।

পোড়ামন চলচ্চিত্র নিয়ে কিছু সমালোচনা শুনলাম। এর প্রেক্ষিতে আমার মন্তব্যই মূলত এই পোস্টের বিষয়বস্তু।

লেখার প্রথম দিকে বুঝতে একটু অসুবিধা হতে পারে কারণ, এটা মূলত একটা মন্তব্য। লেখার ভিতরে যেতে থাকলে ক্রমান্বয়ে বিষয়গুলো পরিষ্কার হতে থাকবে।




১। ফেসবুকে মেহদি হাসান কে খুঁজে পাইনি। লিংক দিলে ভালো হয়।
২। হিন্দি রিমেক তৈরী হচ্ছে যেটা প্রডিউস করবে Fox Star Studios যারা My Name is Khan প্রডিউস করেছিল।
৩। ছবি এবং এর কলাকুশলীদের অনেকেই পুরস্কৃত হয়েছিল।
৪। পোড়ামনের ঘটনার ঘনঘটার সাথে হুবুহু মিলে যায়

তবে লেখার শেষ প্যারার জন্য আমার মন্তব্যের বাকি অংশ পর্যন্ত আমি লেখককে তুমি সম্বোধন করব। তুমি সম্বোধন ব্লগে আমার একটা কঠিন প্রতিবাদের ভাষা। আজকেই এটা আবিষ্কার করলাম। এবং এই মাত্র এর প্রয়োগ শুরু করলাম। গালির বিপরীতে তুমি ব্যবহার মন্দ হবেনা বলেই মনে হয়।

১। বাংলাদেশ কোনভাবেই ভারতের কোন অঙ্গরাজ্য নয়। এই ব্যাপারে অনলাইনের সকল সিনেমা বোদ্ধা ও রিভিউয়ারদের দৃষ্টি আকর্ষন করা হচ্ছে।
একথার মানে কি? এর মানে যদি ভালো তথা স্বকীয় সিনেমা বানানোর জন্য বলা হয় তবে আমার কোন কথা নেই। তবে অন্য কিছু হলে সেটা জানতে চাই।

২। আগেই বলেছি, সিনেমার ঘনঘটা প্রায় একই রকম, কিন্তু পোড়ামনের
ক। চিত্রায়ণ ও দৃশ্যায়ণ
খ। গানের কথা, সুর, গায়িকার আবেগ সাথে নায়িকার অভিনয়
গ। মাত্র দ্বিতীয় ছবিতেই সাইমনের হৃদয় ছোঁয়া অভিনয়
ঘ। মিলনের এক্সিডেন্টের অনন্য উপস্থাপন, ভাই বলে সাইমনকে জড়িয়ে ধরার দৃশ্য
ঙ। সাইকেলের চেন ছিড়ে যাওয়ার পর সাইমনের করুন চাহনি
চ। পরীর হাত পুরে যাওয়ার পর সাইমন পরীর পরস্পরের প্রতি চেয়ে থাকা
ছ। শিশু শিল্পীদের অসাধারণ সাবলীলতা
জ। জ্বলে জ্বলে জোনাকি গানে জোনাকি'র ইফেক্ট
ঞ। শিল্পীদের পোশাক, সংলাপ কিছুই কি ব্যতিক্রম হয় নি
ট। গান গুলো তো আর কপি-পেস্ট করা হয়নি।
ঠ। সাইমন-পরীর চোখ জুড়ানো ভালোবাসা কিছুই কি চোখে পড়ল না
ড। সব কিছু বাদ ও যদি দেই শুধু পোড়ামন গানের জন্যই পরিচালক ও সংশ্লিষ্ট সকলকে অসংখ্যবার ধন্যবাদ দেয়া যায়।


সমালোচনা করা ভালো, তবে সমালোচনা মানে শুধু বিরোধীতা নয়, ভালো দিকগুলোর প্রতি দৃষ্টি দিলে সমালোচনা সার্থক হয়।

আর আমরা কপি-পেস্ট সবাই করি। যেমন তোমার শেষ প্যারায় তুমি যে স্ল্যাং ব্যবহার করেছ, সেটা তোমার নিজের ভাষা না, নিজের ভাবও না, কপি পেস্টকে হয়তো কিছুটা নিজের মত করে নিয়েছ।

কপি-পেস্ট করলে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়, যদি সেটাকে সঠিকভাবে উপস্থাপন করা যায়। আমীর খানের বিখ্যাত 'থ্রি ইডিয়টস' সম্পর্কেও কপি-পেস্টের অভিযোগ পাওয়া যায়, তাই বলে কি এটা বিখ্যাত হয়নি। বিষয়টা হচ্ছে উপস্থাপনের। তাই বলছি গালি দেয়ার আগে একটু ভেবে নেবে। ভাল মন্দ সবদিক বিবেচনায় রাখবে। আমাদের চলচ্চিত্র শিল্প ভয়াবহ প্রতিকূলতার সাথে লড়াই সংগ্রাম করে এখনো টিকে আছে এটাই একটা আশ্চর্য বিষয়। বিশ্বের অন্যান্য দেশের চলচ্চিত্রের সাথে যারা আমাদের চলচ্চিত্রের মানের সাথে তুলনা করে তাদের প্রসংগে বলছিঃ

অনেকে আমাদের চলচ্চিত্রের বাজেটকে চলচ্চিত্রের দূরাবস্থার একটা কারণ হিসেবে উল্লেখ করেন। কিন্তু আমি মনেকরি এর চেয়ে বড় কারণ হচ্ছে অন্যান্য দেশে চলচ্চিত্র শিল্পে যেরকম সুযোগ-সুবিধা থাকে তার প্রায় কিছুই আমাদের নেই। চলচ্চিত্র ফ্লপ করলেও তার ক্ষতি পুষিয়ে নেয়ার যে সুযোগ থাকে তা আমাদের দেশে কল্পনাও করা যায়না। একজন পরিচালককে নতুন কোন সিনেমাতে হাত দেয়ার আগে এমন অনেক কিছুই বিবেচনায় রাখতে হয় যেটা অন্য দেশে করতে হয়না। যে খরচে বিদেশি ছবিগুলো তৈরী হয়, তারচেয়ে অনেক কম খরচে প্রায় তার সমমানের সিনেমাই এদেশে তৈরী করা সম্ভব যদি এ শিল্পের ওপর থেকে ষড়যন্ত্রের কালো চাদরকে সরিয়ে দেয়া যায়। ভাবতে অবাক লাগে, একটা শিল্পকে প্রায় মৃতপ্রায় রাখার ষড়যন্ত্র চলছে বছরের পর বছর ধরে, আর আমরা কেবল সমালোচনাই করে যাচ্ছি। সমালোচনার আগে আমাদের উচিত লজ্জায় কয়েকবার মাথা নিচু করা অথবা নিজের অপারগতা অক্ষমতার কারণে দু'চোখের অশ্রু বিসর্জন দেয়া।

আরো অনেক দিকই বোধহয় বাদ পড়ে গেল। ছবিগুলো দুয়েকদিনের মধ্যেই হয়তো দেখব। তারপর আরো কিছু মন্তব্য আসতে পারে।



ও আরেকটা কথা, আমার লেখা পড়ে আমাকে পোড়ামন বা এর সাথে সংশ্লিষ্ট কোন কিছুর সাথে সম্পৃক্ত মনে করার কোনই কারণ নেই। স্রেফ বাংলাদেশের আরো অসংখ্য সাধারণ মানুষের মত মনে করলেই খুশি হব।






বালক ভালো থেকো
বেকার যুবক


I want to live for my country. If I cannot, I don't want to live anymore.

জনৈক বালক৪২০ এর লেখায় করা মন্তব্য।

পোড়ামন ছবির কান্ড কাহিনি


পোড়ামন গানের লিরিকঃ
পোড়ামন পোড়ামন তোর প্রেমে পোড়ামন
দিবানিশি এ মনে এমনি দহন
মুখে যায়না কহন বুকে যায়না সহন

ভালো লাগে তোর এই পিরিতি
এই পিরিতে মরণও মেনে নেব
শুধু মরণকালে তোকে প্রাণহীন দেহ মাঝে এনে নেব

এ পারে ওপারে দুপারে হব আপন

পোড়ামন পোড়ামন তোর প্রেমে পোড়ামন
দিবানিশি এ মনে এমনি দহন
মুখে যায়না কহন বুকে যায়না সহন

ভালোবাসি তোকে ভালোবাসি
বিধাতা জানে তা কতখানি
বুঝি বিধাতার অন্তরে ভালোবাসা রয়েছে যতখানি

আঁধারে আলোতে তোকে নিয়ে দেখি স্বপন

পোড়ামন পোড়ামন তোর প্রেমে পোড়ামন
দিবানিশি এ মনে এমনি দহন
মুখে যায়না কহন বুকে যায়না সহন






সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেট্রোরেল পেয়েছি অথচ হলি আর্টিজানে নিহত জাপানিজদের ভুলে গেছি

লিখেছেন সায়েমুজজ্জামান, ২৫ শে মে, ২০২৪ সকাল ৯:১১

জাপানে লেখাপড়া করেছেন এমন একজনের কাছে গল্পটা শোনা৷ তিনি জাপানে মাস্টার্স করেছিলেন৷ এ কারণে তার অনেক জাপানিজ বন্ধু-বান্ধব জুটে যায়৷ জাপান থেকে চলে আসার পরেও জাপানি বন্ধুদের সাথে তার যোগাযোগ... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধে নিহত মনোজ দা’র বাবা

লিখেছেন প্রামানিক, ২৫ শে মে, ২০২৪ বিকাল ৩:৩৫


শহীদুল ইসলাম প্রামানিক

১৯৭১ সালের এপ্রিলের ছব্বিশ তারিখ। দেশে তখন ব্যাপক হত্যাযজ্ঞ শুরু হয়েছে। উচ্চ শিক্ষিত এবং কলেজ পড়ুয়া ছাত্রদের নিয়েই বেশি সমস্যা। তাদেরকে খুঁজে খুঁজে ধরে নিয়ে হত্যা করছে।... ...বাকিটুকু পড়ুন

বিয়ে থেতে ভাল্লাগে।

লিখেছেন নাহল তরকারি, ২৫ শে মে, ২০২৪ বিকাল ৪:১৯

আমার বিয়ে বাড়ির খাবার খেতে ভালো লাগে। আমাকে কেউ বিয়ের দাওয়াত দিলে আমার খুসি লাগে। বিয়ের দিন আমি সেজে গুজে বিয়ে বাড়িতে আয়োজন করা খাবার থেতে যাই। আমাদের এলাকায় বর্তমানে... ...বাকিটুকু পড়ুন

সামুর সামনের পাতার ৯টি পোষ্টে শুন্য (০ ) মন্তব্য।

লিখেছেন সোনাগাজী, ২৫ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:০০



আজকে সকালে একটু দেরীতে ( নিউইয়র্ক সময়, সকাল ৮:২১ ) সামুতে লগিন করলাম; লগিন করে আজকাল প্রথমে নিজের লগিন স্ট্যাটাস পরীক্ষা করি: এখনো সেমিব্যানে আছি। মোট... ...বাকিটুকু পড়ুন

উসমানীয় সাম্রাজ্যের উসমান এখন বাংলাদেশে

লিখেছেন ঢাবিয়ান, ২৫ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:২০



জনপ্রিয় ''কুরুলুস উসমান'' সিরিজের নায়ক Burak Ozcivit এখন বাংলাদেশে। বিগত কয়েক বছর ধরে তার্কির অটোমান সাম্রাজ্যের বিভিন্ন সুলতানদের নিয়ে নির্মিত সিরিজগুলো বিশ্বব্যপী বেশ সারা ফেলেছে। মুসলিমদের মাঝেতো বটেই... ...বাকিটুকু পড়ুন

×