somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিন্দা লাশ

১৭ ই আগস্ট, ২০১২ রাত ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হেই সকাল থাইক্কা শুইয়া আছি
অহন মইধ্য দুপুর
সময় যেন আর কাটে না
অপেক্ষা মৃত্যুর
যেন কোন এক বাইল্যকাল থাইক্কা শুইয়া রইছি সাগর পারে
আসমানের তলে লেংটা খালিগায়ে
কাপর চোপর সব দিসি বিসর্জন আইজকা
আদিম মানুষ হইয়া মরুম খেয়াল জাগছিল কেন জানি মনে
যেইদিন থাইক্কা ফালাইয়া গেছিলা একলা আমারে সাগর পারে
উষ্টা দিসিলা আমারে তুমি তোমার প্রতি অন্ধ প্রেমে
অহন এই দুপুর বেলায় সাগর পারে রইছি আমি শুইয়া
মৃত্যুর প্রতিক্ষায় আসমানের দিকে থাকি চাইয়া
রইদ পড়ে চোখের উপর
চোখ ঝলসাইয়া যায়
ইশশ, একটা যদি গামছা পাইতাম
চোক্ষের উপর দিয়া হুইত্তা থাকতাম
যাউজ্ঞা
লেংটার আবার কাপরের খোয়াব!
রইদ মাথার উপরে উইঠ্ঠা আসে চিড়বিড়াইয়া
আমার শরির জ্বলতে থাকে
রইদের লগে বালুর গরমে
একটু মনে হয় তোমার ছেকা দেওয়া প্রেমে
লাশের লাহান পইড়া রই যেন তপ্ত কড়াইয়ে ফুটতাছে খৈ
শরিল গেল পুইড়া তবু আমি থাকি শুইয়া
একলা একলা সাগর পারে বালু ভাজা হইয়া
বদ কয়েকটা গাংচিল মাথার উপরে দিয়া উড়াউড়ি করতাছে
জোড়ায় জোড়ায় কতগুলি যেন প্রেমের হুড়াহুড়ি খেলতাছে
অসইহ্য লাগে দেকতে প্রেমের মাখামাখি বদ গাংচিল গুলির
হিংসায় গা যাইতাছে জ্বইল্লা
মনে পইড়া যায় একসময় তুমিও আমারে এমনে কইরাই
ডলাডলি করতা ভালোবাসার খেলা খেলতা
যহন তোমার খায়েশ হইত।
আমার খায়েশরে দেহাইতা কলা ছুইট্টা যাইতা চইল্লা
নারির ছলনায় যাইতাম আমি ভুইল্লা
আইজকা আমি পইরা রইছি রোইদ্দের মইদ্ধে একলা
লাশের লাহান বেডা লেংটা হইয়া
যাউজ্ঞা, দেকব কেডায় আমি একলা
আইজকা এই নিরব বালুকাবেলায়।
দুপুরের জোয়ারটার বেশি জোর আছাল না
লাশটারে টানদিসাল একটুহানি পানির লগে
ভাসায় লইয়া যাইতে পারে নাই
অহনো তাই মরি নাই
পেন্ডুলামের ঘড়ির মত রইছি আমি ঝুইল্লা।
আস্তে আস্তে সইন্ধ্যা নামে ধরাচর জুইড়া
আন্ধার আইসা চাইরদিক থাইকা শরিল দিল জুরাইয়া
রাইত নামেরে রাইত নামেরে কইরা রাইতটা গেল আসলেও নাইম্মা
আহহারে কাটফাটা গরম থাইকা শরিলডা যেন গেল জুড়াইয়া
আসমানেতে তাঁরা ফুইট্টা গেছে কত্তগুলি অহনই
আইজ আমাবইস্যার রাইতে
কেউ কোনহানে নাই এই বালুতটে
রইদ নাই
বিস্টি নাই
গরম নাই
তবু মনের মইধ্যে খুইজ্জা বেড়াই
যদি তোমার দেহা পাই
হায় হায় এইডা কি অইল?
আইজকা মনে হয় তুমিও কোনহানে নাই
মনের ভিতরে
কিংবা মগজের মইধ্যে।
আছে খালি চারিদিকে অন্ধার রাইত
তাঁরা কতগুলা মিটমিট করতাছে আসমানেতে
আমার দিকে চাইয়া
আর আছে সাগরের কুলকুল ধ্বনি শব্দ
বাড়ি মারতাছে একটু পর পর
কানের পর্দা ফাটাইয়া
আছে হালকা একটু বাতাস
শরিলডারে দিতাছে জুড়াইয়া
আমি ভাবি আর ভাবি
শুইয়া আকাশের তারারাশির নীচে
শরিরের নীচে ভিজা বালুর বোধোদয়
জোয়ারের পানি কুলকুল বয়
ভিজাইতাছে আমারে একটু একটু কইরা
যেমনে ভিজাইছিলা তুমি আমারে
চউক্ষের জলে ভইরা
জীবনের কত কথা মনের মইদ্ধ্যে উঁকি মারতাছে আইয়া
কবে হইছিল জন্ম আমার
কবে হইছিল বোধোদয়
কোন একদিন তুমি আইছিলা আমার কাছে মনে হয়
শিখাইছিলা ভালোবাসা
শিখাইছিলা প্রেম
হেইদিন থাইকা যেন আমি তোমার হলেম
হায় নারী ছলনা
অহন উষ্টা দিয়া গেছ চইলা সাগর পারে থুইয়া
একলা একলা আমারে ফালাইয়া
অপেক্ষায় অতৃপ্ত জিন্দালাশের শরীর
মৃত্যুর অপেক্ষা।
ধুত ছাই
কেন মনে হইতাছে তোমার কতা আইজকা
লাশের লাহান শুইয়া
আইজকাও কেন ধোঁয়া ধোঁয়া অস্পষ্ট আন্ধারের লাহান
তোমার চেহারা ভাসে মনের মইধ্যে
থুক্কু চউক্ষের মইদ্ধ্যে
বেটা জিন্দা লাশ হইয়া পইড়া আছে লেংটা
সাগর পাড়ে বালু সাতরাইয়া
সারাদিন ধইরা খৈ ভাজা হইয়া
হেই সকাল থাইক্কা আন্ধার রাইত তরি
লাশ হইয়া সাগর জলে ভাসার লাগি।
কত কথা যে ফ্ল্যাশব্যক মনের মইধ্যে
তোমারে লইয়া
দুপুরে জোয়ার আইছিল এট্টুখানি
টাইন্না নিছিল লাশটারে পানির ভিতর অল্পখানি
অহন মরাকাটালের পুরা জোয়ার
একটু পরেই ভাসাইয়া লইয়া যাইব আমারে
সাগরে
টাইন্না নিব তার বুকের মইধ্যে
চিরকালের তরে
তোমার মত ফালাইয়া দিব না কোনদিন
ভালোবাসার খেলা খেলতে খেলতে
উস্টা মাইরা ভিজা বালুর পরে
জিন্দা লাশের কবর হইবই আইজ
সাগরের গহীন জলে।
যাওনের আগে একখান কতা কইয়া যাই
খুব মন দিয়া শুইন কইল তুমি
আসলেও তোমারে কিন্তু
হৃদয় দিয়া ভালোবাসছিলাম আমি।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আকুতি

লিখেছেন অধীতি, ১৮ ই মে, ২০২৪ বিকাল ৪:৩০

দেবোলীনা!
হাত রাখো হাতে।
আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে বিষাদ নেমে আসুক।
ঝড়াপাতার গন্ধে বসন্ত পাখি ডেকে উঠুক।
বিকেলের কমলা রঙের রোদ তুলে নাও আঁচল জুড়ে।
সন্ধেবেলা শুকতারার সাথে কথা বলো,
অকৃত্রিম আলোয় মেশাও দেহ,
উষ্ণতা ছড়াও কোমল শরীরে,
বহুদিন... ...বাকিটুকু পড়ুন

ক- এর নুডুলস

লিখেছেন করুণাধারা, ১৮ ই মে, ২০২৪ রাত ৮:৫২



অনেকেই জানেন, তবু ক এর গল্পটা দিয়ে শুরু করলাম, কারণ আমার আজকের পোস্ট পুরোটাই ক বিষয়ক।


একজন পরীক্ষক এসএসসি পরীক্ষার অংক খাতা দেখতে গিয়ে একটা মোটাসোটা খাতা পেলেন । খুলে দেখলেন,... ...বাকিটুকু পড়ুন

কারবারটা যেমন তেমন : ব্যাপারটা হইলো কি ???

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই মে, ২০২৪ রাত ৯:০২

কারবারটা যেমন তেমন : ব্যাপারটা হইলো কি ???



আপনারা যারা আখাউড়ার কাছাকাছি বসবাস করে থাকেন
তবে এই কথাটা শুনেও থাকতে পারেন ।
আজকে তেমন একটি বাস্তব ঘটনা বলব !
আমরা সবাই... ...বাকিটুকু পড়ুন

স্প্রিং মোল্লার কোরআন পাঠ : সূরা নং - ২ : আল-বাকারা : আয়াত নং - ১

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৮ ই মে, ২০২৪ রাত ১০:১৬

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল্লাহর নামের সাথে যিনি একমাত্র দাতা একমাত্র দয়ালু

২-১ : আলিফ-লাম-মীম


আল-বাকারা (গাভী) সূরাটি কোরআনের দ্বিতীয় এবং বৃহত্তম সূরা। সূরাটি শুরু হয়েছে আলিফ, লাম, মীম হরফ তিনটি দিয়ে।
... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধুর স্বপ্ন আর আদর্শ কতটুকু বাস্তবায়ন হচ্ছে

লিখেছেন এম ডি মুসা, ১৯ শে মে, ২০২৪ সকাল ১১:৩৭

তার বিশেষ কিছু উক্তিঃ

১)বঙ্গবন্ধু বলেছেন, সোনার মানুষ যদি পয়দা করতে পারি আমি দেখে না যেতে পারি, আমার এ দেশ সোনার বাংলা হবেই একদিন ইনশাল্লাহ।
২) স্বাধীনতা বৃথা হয়ে যাবে যদি... ...বাকিটুকু পড়ুন

×