somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

1 message received!

০৩ রা আগস্ট, ২০১২ রাত ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিং টিং,টিং টিং!

এই অবেলায় মেসেজ! কেমিস্ট্রি ক্লাসের অখন্ড মনসংযোগ এ বাগড়া দিল এই মরার মোবাইল টা! মেজাজটা খারাপ হয়ে গেল রিসানের, গুহ স্যারের চমৎকার রসায়ন ক্লাস,শীতের দিনে সকাল সকাল স্যারের রস মেশানো এই ক্লাসটা রিসানের অসম্ভব রকম ভালো লাগে,এইচএসসির রসায়নের কুখ্যাতি রিসান অনেক আগে থেকেই শুনে আসছে,যদিও ওর কেমিস্ট্রি জিনিষটা ভালই লাগে তবুও গুরুজনদের উপদেশ শুনে সে আগে থেকেই প্রস্তুত। কলেজের মাত্র এক সপ্তাহ ক্লাস হল,এর মধ্যেই রিসানের এই কেমিস্ট্রি সব থেকে পছন্দ হয়েছে,এর মূল কারন গুহ স্যার। কেমনে কেমনে জানি কলেজ ফার্ষ্ট ইয়ারে পড়া একটা ছেলের মনে কি থাকে তা তিনি বুঝে যান,ঠিক মোক্ষম উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন জটিল টপিক গুলা। আজ কেবল ক্লাস শুরু হতে না হতেই পকেটে ভাইব্রেশন মোড এ রাখা মোবাইল খানা কাপাকাপি করে উঠলো। মোবাইল জিনিষটা এমনই যে একবার কেপে উঠলে কে মেসেজ করল তা না দেখা পর্যন্ত শান্তি লাগে না,আবার বাংলালিঙ্ক এর আজাইরা মেসেজের ও তো কমতি নাই। রিসান ভাবলো এটা সেই আজাইরা মেসেজই।ক্লাসটা শেষ হোক তারপর দেখা যাবেনে,কিন্তু……ও হ্যা,এখন তো বাংলালিঙ্কের ফ্রী মেসেজের সময়!১৫ টাকায় ৫০০০ মেসেজ……ঝট করে মাথায় খেলে গেল ব্যপারটা! তাহলে তো দেখতেই হয় মোবাইলের স্ক্রীনটা!!!

পকেট থেকে বের করে মেসেজটা দেখলো ও



hi risan,kamon achen?

from:+880….



অচেনা নাম্বার! মোবাইল ব্যবহার করে সে ৬মাস ও হবে না,খুব কাছের কিছু মানুষ আর কলেজের বন্ধুরা ছাড়া আর তো কারো জানার কথা না ওর নাম্বার,…তবুও হতেই পারে কোন বন্ধু অন্য কোন নাম্বার দিয়ে মেসেজ করেছে।স্কুল ছেড়ে আসার পর তেমন কারো খোজ সে জানে না,হতে পারে কোন স্কুল ফ্রেন্ড খবর নিচ্ছে।কিন্তু স্কুলের কেউ ওকে আপনি করে বলবে কেন? সবার সাথে তো ওর তুইতোকারি সম্পর্ক। হমম,চিন্তার বিষয়। সাত সকালের এই ঘটনার পর কলেজে সারাটা সময় অস্থির কাটালো ও।কলেজে তেমন ঘনিষ্টতা হয়নি এখনও কারো সাথে,এটা যে শেয়ার করবে তার ও উপায় নাই। বাসায় এসে ভাবতে লাগলো

রিসান…কি রিপ্লাই দেয়া যায়,



Hello,um fine Alhamdulillah.

But,sorry I do not have your number saved in my cell,so may I know in which name this number should be saved in my contact list?



বাহ,নিজের রিপ্লাইটা দেখে খুশি হলো ও,অফেন্ডিং ও হয়নি আবার ইনফরমাল ও হয়নি। যাক,দেখা যাক এবার কি আসে। রাতের বেলা ঘুমানোর সময় আবার

টিং টিং,টিং টিং

Nam jana ta ki khub important? Ami apnar sathe friendship korte chai…J



মানে কি?? সাত সকালে একবার,এখন রাতের বেলা আবার এই রহস্য? মশকারি নাকি?



Yes,I want 2 knw who u r



স্ট্রেটকাট মেসেজ……রিসানের অপেক্ষা……

টিং টিং,টিং টিং!



Okay,my name is antu.



অন্তু?হাহাহা,আরে এ তো আমার স্কুলের বন্ধু……অন্য নাম্বার থেকে ফাজলামি,না? রিসানের মুখে হাসি



Are beta antu! Notun kore f’shp?? Faizlami korish shala? School e atodin taile ki korsi?? Amare to bhoy e paway disili!k na k abar msg dilo amare! Thabra diya faizlami chutay dibo bujhli? Jakga,asis kamon? Kothay admission nili?



শুয়ে পড়লো রিসান। যাক,অন্তু বেটার খোজ পাওয়া গেলো। একসাথে যে কত্ত বান্দ্রামি করসে ওরা স্কুলে থা্তে……পানির বোতল দিয়ে ফুটবল,পিটি ফাকি দিয়ে টেরর হাওলাদার স্যারের রেইডে ধরা না পড়ার জন্য এ ক্লাস থেকে ওই ক্লাসে পলায়ন সব কিছুতেই রিসান আর অন্তু একসাথে। একই কলেজ়ে না চান্স না পাওয়ায় অন্তুর খবর ও নেওয়া হয়নি,যাক এবার ভাল হলো,শুক্রবার দিন হলেও দেখা করে আড্ডা মারা যাবে,বেটাকে ইচ্ছামতন ঝাড়তে হবে,অচেনা নাম্বার নিয়ে আমাকে বোকা বানানোর চেষ্টা না? এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেল রিসান।কাল আবার ভোরে ক্লাস…সকাল সকাল উঠতে হবে……

টিং টিং,টিং টিং!

1 message received. শব্দে ঘুম ভাঙ্গে রিসানের,ঘড়ি দেখে ও ২.৪৪!এত রাতে আবার মেসেজ? এটা একটু বেশি হয়ে গেলো না? ঘুম ঘুম চোখে মেসেজ দেখলো ও…



Hahaha,my nickname is antu. My actual name is sania…..:)



কি?? এইটা কি হলো?? আরে আজবতো,রিসান উঠে বসে,কি জালায় পড়া গেল! সানিয়াটা আবার কে!! এই নাম তো জীবনেও শুনি নাই,…ভাবলো রিসান। একেতো চেনেনা উপরন্তু কত কি বলে ফেলসে সে অন্তু ভেবে…ইশশ কি আজেবাজে কথা,তাও আবার একটা মেয়েকে!! নাহ,সিচুয়েশন ঠিক করতে হবে…



Mmm excuse me,um sorry that I mistook u as one of ma school friends,plz don mind. N ya I think I haven’t heard ur name ever so there must be a wrong number.



হবে তো? মেয়েটার খারাপ লাগে নি তো? লাগলেও কি এই মেসেজটায় কাজ হবে? কি জানি,এর থেকে দেখি কি জবাব আসে,



Its okay,I didn’t mind. But wrng num kan hobe? Ami to apnar e sathe frndshp korte chai.



মুশকিল এ পড়া গেল তো! নিশ্চয়ই কারো মশকরা।না আসলেই কেউ আছে সানিয়া নামে? কি করি কি করি ভেবে রিসান রিপ্লাই করলো,



Look,I am not the typ of guy u thought,I have a lot of things to do so um afraid that I can’t hlp u with ur frnd making process. Have a nyc day ahead and take care.



যাক,এ যাত্রা মনে হয় বাচা গেলো,রঙ নাম্বার ই হবে। মেয়ে বন্ধু নিয়ে রিসানের আপত্তি নাই,কিন্তু এভাবে কেন? জানি না চিনি না,আন্দাজেই বন্ধু?? আর সময় তো আছেই,কেবল কলেজ শুরু হলো,দিন তো পড়েই আছে। এতো জলদির কি আছে,…আবার ঘুমাতে যাবে ও এমন সময়, আবার মেসেজ



Babbah,apni to besh bhab dhoren,bhaloi to kotha bolchilen,kintu ami meye shunar por thekei kothin kothin English bolchen!! Haha



রিসানের মাথা আর কাজ করছে না…টেনসিতো মন নিয়ে ঘুমিয়ে গেল ও…



সকাল থেকেই ব্যপারটা বেমালুম ভুলেই গেলো যেন রিসান,রিপ্লাই দেয়নি ও,আর কোন মেসেজ ও আসেনি,যাক…তাহলে এভাবেই সলুশন? ভালইতো! উটকো ঝামেলা গেল তাহলে…বিকাল ওর ধারনা ভুল প্রমানিত হল,

টিং টিং,টিং টিং!



Hi naughty boy,koren ki?



আরে!এ দেখা যায় পিছু ছাড়েনি! রিসান কিছুই না বলে চুপ থাকল।

রাতে আবার মেসেজের ব্যপারটা কারো সাথে শেয়ার করার কথা ভাবলো রিসান। কাকে বলা যায়?.........হ্যা,আরিয়ান! ঠিক,আরিয়ানকেই বলা যায় ব্যপারটা। স্কুলে থাকতে যাবতীয় মেয়েঘটীত ব্যপারে জড়িত থাকতো ও। এসব জিনিষে ওরেই ভরসা করা যায়,যেই ভাবা সেই কাজ…সাথে সাথেই আরিয়ানকে ফোন দিল রিসান। ঘটনা শুনার পর তো আরিয়ানের উত্তেজনার শেষ নাই।নানান রকম উদ্ভট প্ল্যান এর কথা বলতে লাগলো সে,কিন্তু রিসান ভাবলো মেসেজ যে করছে সে আসলেই একটা মেয়ে কিনা জানা উচিৎ।

আরিয়ানকে কনফারেন্সে রেখে ফোন দিলো ও,

-হ্যালো,

-জি,হ্যালো। (মেয়ের গলা!!!)



-এক্সকিউজ মি,এই নাম্বারটা থেকে খালি মিসকল আর মেসেজ আসছে,আমার সামনে পরীক্ষা,so অনেক ডিস্ট্রার্ব হচ্ছে,ব্যপারটা একটু………

-জী আসলে আমিই দিচ্ছি অগুলা…(রিসানের মুখের কথা কেড়ে নিয়ে)

-কিন্তু কেন?

-বলেছিই তো,friendship করতে চাই আপনার সাথে।

-শোন,তুমি চাইলে আমি আমার অন্যান্য বন্ধুদের বলতে পারি তোমার কথা,তুমি কথা বলার সঙ্গী পেয়ে যাবা

-আপনি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন নাম্বার,আমি শুধু আপনার জন্যই এই নাম্বারটা ইউজ করি!



রিসান লাইনটা কেটে দিল,আসলেই তো একটা মেয়ে! অহহো,কি যন্ত্রনা! আরিয়ানকে বলল রিসান,

-দোস্ত,কি মনে হল?

-হমমম,আমাদের থেকে ছোট হবে মেয়েটা।বেটা তুই তো লাকি রে! আমরা চেষ্টা করেও বন্ধু বানাতে পারি না আর তোরে যেচে পড়ে সাধে?? হাহাহা

-মশকরা বন্ধ কর ভাই,কি করা যায় তাই বল,তুই তো জানিস আমার এইসব ভাল্লাগেনা।

-আচ্ছা,ঠিক আছে বাবা,এখন বলতো,কাউকে কি সন্দেহ হয় তোর?

-না রে,কিসের কি!

-মমম,আইডিয়া পাইসিরে!

-কি? বল

-দোস্ত,রীতু কে দিয়ে প্রব্লেমটা সল্ভ করা যায়!

-রীতু?ফেসবুকের ওই মেয়েটা? ও কি করবে আবার? ভাই,পায়ে পড়ি ঝামেলা পাকাইস না আর,এম্নিতেই পেরায় আছি

-আরে বেটা শোন,রীতুকে নিয়ে কনফারেন্সে হবে,আর রীতু হবে তোর gf,তারপর কষায় ঝাড়ি মারবে ওই পিচ্চিরে,ব্যস…কাহিনী খতম!

-জোস তো! ভাল প্ল্যান,তাহলে এক কাজ কর, তুই রীতুকে জানা total kahini,আমি ওয়েট করছি!

-ওকে দোস্ত! বাই।



ফোন ছাড়লো রিসান……মাথায় আরেকটা বুদ্ধি খেল্লো ওর,অনিক,ওর আরেক বন্ধু কে ফোন দিলো ও

-হ্যালো অনিক,বন্ধু একটা নাম্বার লেখ,

-মানে??

-আরে লেখ না,আগে লেখ তারপর বলি

-আচ্ছা বল

নাম্বার টুকে নিলো অনিক,

-এবার বলতো কাহিনি কি?

-শোন কাহিনি কাল বলবো,তুই just একটা কাজ কর,এই নাম্বারে ফোন দিয়ে খালি বলবি “হ্যালো মৌ?”

-তাতে কি হবে?

-খালি রিএকশন টা জানাবি আমাকে,পারবি না? মানে মৌ হলে তো নিশ্চয়ই রেস্পন্স করবে,তাইনা?

-হায়রে,তোর পাগ্লামির জন্য কবে যে মাইর খাবো আমি! আচ্ছা করতেসি রাখ…বাই



হমমমম,মৌ রিসানের ফেসবুকের এক ফ্রেন্ড,খুব ঘনিষ্ট না হলেও ওর কথাই মনে হচ্ছে এখন রিসানের। দেখা যাক কি হয়!



টিং টিং,টিং টিং!

1 message received!

? কে পাঠালো এখন? আরিয়ানের তো ফোন দেয়ার কথা!



Haha,um not mou,I am sania! Only sania



মেয়ে তো হেব্বি চাল্লু!!বুঝে ফেলসে যে আমি করাইসি ফোন!...অহহো,এখন কি করা যায়?এমন সময় আরিয়ানের ফোন,



-দোস্ত রীতু আছে,প্ল্যান সেট,কথা বল,

-হাই রীতু,কেম্ন আছো?

-এইতো ভালো,তুমি তো মিয়া পুরাই সেই! মজার মধুর সমস্যায় পড়সো দেখা যায়!(রীতু)

-হাহা,কি যে বলো…আরিয়ান বলসে না তোমাকে কি অবস্থা?

-হ্যা,আমি জানি কি করতে হবে তুমি ওরে ফোন দাও তো

-আচ্ছা,কিন্তু আরিয়ান আর রীতু…আগে তোমরা কথা বলো না,আমি কিছুক্ষন কথা বলি তারপর কথা বইলো ওকে?

-আচ্ছা আমরা চুপ এখন!



রিসান ফোন দিলো আবার ওদেরকে কনফারেন্সে রেখে

-হ্যালো,

-জী বলেন,

-আচ্ছা,আমাকে তুমি কেমনে চিনো?

-মানিক স্যারের কোচিং থেকে আপনাকে প্রথমে দেখেছি!

-মানিক স্যার?? হাহাহা,now I caught u,মানিকের ওখানে এই নামে কেউ পড়তো না,আমার সাথে আমার স্কুলের ফ্রেণ্ড্ররাই পড়তো!

-(নীঃশব্দ)

-তো সানিয়া,আমি জানি তুমি সানিয়া না…এখন বল তুমি কে আসলে?

-আচ্ছা,আগে আমাকে বন্ধু বানান,তারপর বলবো আমি কে!

-হাহাহা,আচ্ছা আমরা বন্ধু ওকে? এখন বল তুমি কে?

-নাহ,আপনি আমাকে মন থেকে মেনে নেননি,আমি বল্বো না আমি কে!

-আরে কি মুশকিল!!

-এই মেয়ে!!!(রীতুর আগমন)

-জী আপনি?

-আমি রিসানের gf,বুঝছ? কেনো আমার বয়ফ্রেণ্ড কে জালাচ্ছো?

-আমি তো উনার খালি ফ্রেণ্ড হতে চাই………

-চুপ!!! খবরদার,ওকে আর জালাবা না…কক্ষনো যাতে না শুনি,পড়াশনা নাই তোমার?? ফাইজলামি কর ফোনে ফোনে!!আর যদি…………



টাকা শেষ রিসানের,সবার ফোন কেটে গেল……শেষটা ভালো হলো না বুঝলো রিসান,কিন্তু যাহোক না কেন এইবার তো ঝামেলা গেলো,নাকি!! বাচলাম!!!

প্রশান্তিময় ঘুমের জন্য প্রশ্তুতি নিচ্ছিলো রিসান…



টিং টিং,টিং টিং!

Ami to bhabsilam ami apnar sathe f’shp korbo,ami apnake onk bhalo bhabsilam…kintu..ami apnake ar distrb korbo na. amake apnar ar shojjo kora lagbe na. amake j apnar number dse she kalkei apnake bolbe ami k ar kanoi ba amake apnar nmbr disilo o. Sorry for dstrbnce…have nyc life!



হতভম্ব রিসানের জীবনে সেই “কালকে” আজও আসে নি!সানিয়া রহস্য আজ অমিমাংসিত!



পুনশ্চঃ

কাহিনীর থিম আমার জীবন থেকে নেওয়া……অনিবার্য কারনবশত এই গল্প ভার্সনটা অনেক পরিমার্জিত ও সংশোধিত! একটু বোরিং হয়ে গেল সম্ভবত,কিন্তু কি করা বাস্তবতা অলঙ্ঘনীয়!

সকল চরিত্র বাস্তব,মেয়েদের নামগুলাও বাস্তব,কিন্তু ছেলেদের নামগুলা কাল্পনিক!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোরআন কী পোড়ানো যায়!

লিখেছেন সায়েমুজজ্জামান, ২০ শে মে, ২০২৪ সকাল ১০:৩৮

আমি বেশ কয়েকজন আরবীভাষী সহপাঠি পেয়েছি । তাদের মধ্যে দু'এক জন আবার নাস্তিক। একজনের সাথে কোরআন নিয়ে কথা হয়েছিল। সে আমাকে জানালো, কোরআনে অনেক ভুল আছে। তাকে বললাম, দেখাও কোথায় কোথায় ভুল... ...বাকিটুকু পড়ুন

সেঞ্চুরী’তম

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২০ শে মে, ২০২৪ সকাল ১১:১৪


লাকী দার ৫০তম জন্মদিনের লাল গোপালের শুভেচ্ছা

দক্ষিণা জানালাটা খুলে গেছে আজ
৫০তম বছর উকি ঝুকি, যাকে বলে
হাফ সেঞ্চুরি-হাফ সেঞ্চুরি;
রোজ বট ছায়া তলে বসে থাকতাম
আর ভিন্ন বাতাসের গন্ধ
নাকের এক স্বাদে... ...বাকিটুকু পড়ুন

ইরানের প্রেসিডেন্ট কি ইসরায়েলি হামলার শিকার? নাকি এর পিছে অতৃপ্ত আত্মা?

লিখেছেন ...নিপুণ কথন..., ২০ শে মে, ২০২৪ সকাল ১১:৩৯


ইরানের প্রেসিডেন্ট হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত!?

বাঙালি মুমিনরা যেমন সারাদিন ইহুদিদের গালি দেয়, তাও আবার ইহুদির ফেসবুকে এসেই! ইসরায়েল আর।আমেরিকাকে হুমকি দেয়া ইরানের প্রেসিডেন্টও তেমন ৪৫+ বছরের পুরাতন আমেরিকান হেলিকপ্টারে... ...বাকিটুকু পড়ুন

ভণ্ড মুসলমান

লিখেছেন এম ডি মুসা, ২০ শে মে, ২০২৪ দুপুর ১:২৬

ওরে মুসলিম ধর্ম তোমার টুপি পাঞ্জাবী মাথার মুকুট,
মনের ভেতর শয়তানি এক নিজের স্বার্থে চলে খুটখাট।
সবই যখন খোদার হুকুম শয়তানি করে কে?
খোদার উপর চাপিয়ে দিতেই খোদা কি-বলছে?

মানুষ ঠকিয়ে খোদার হুকুম শয়তানি... ...বাকিটুকু পড়ুন

কোথাও ছিলো না কেউ ....

লিখেছেন আহমেদ জী এস, ২০ শে মে, ২০২৪ রাত ১০:১৯




কখনো কোথাও ছিলো না কেউ
না ছিলো উত্তরে, না দক্ষিনে
শুধু তুমি নক্ষত্র হয়ে ছিলে উর্দ্ধাকাশে।

আকাশে আর কোন নক্ষত্র ছিলো না
খাল-বিল-পুকুরে আকাশের ছবি ছিলো না
বাতাসে কারো গন্ধ ছিলোনা
ছিলোনা... ...বাকিটুকু পড়ুন

×