somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শান্তিপুর ইউনয়িনের ৫নং ওয়ার্ড..

০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শান্তিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কমিশনার মাওলানা রহমত উল্যাহ। তিনি তার মহল্লার মসজিদের ইমাম। আজীবন সমাজসেবী এই ধর্মভীরু মানুষটি তার মুসুল্লীদের পরকালীন মুক্তির পথ দেখানোর পাশাপাশি দুনিয়ায় কল্যাণ লাভের রাস্তাও বাতলান। তিনি নিজে একজন স্বল্প আয়ের মানুষ। মসজিদের ইমামতির পাশাপাশি নিজের সামান্য কিছু জমিনে চাষাবাদ করেই চলে তার সংসার। তবে আধুনিক মনমানসিকতার এই পরীশ্রমী লোকটি নিয়মিত যোগাযোগ রাখেন কৃষি অফিসের মাঠকর্মীদের সাথে। আধুনিক প্রযুক্তি ও উপায় উপকরণ নিজের চাষাবাদেও প্রয়োগ করেন আর অন্যদেরও এ ব্যাপারে উৎসাহিত করেন।

প্রতিদিন আসরের পর মসজিদে এসব নিয়ে অন্যান্য কৃষকদের সাথে তার নিয়মিত আলাপ আলোচনা হয়। শুধু কৃষি বিষয়েই নয় এলাকার সকল মানুষের সুখ, দু:খের খোজ খবর নেন তিনি। গত সপ্তাহে খবর পেলেন উত্তর পাড়ার মহরম আলী গুরুতর অসুস্থ। বেচারা রিক্সা চালায়। এই মসজিদেরই নিয়মিত একজন মুসুল্লী। তিনি তৎক্ষণাৎ আরও দু’জনকে সাথে নিয়ে চলে যান মহরম আলীর বাড়ি। গিয়ে দেখেন তার রিক্সাটি ঘরের সামনে তালা দেয়া। এটি তারই উদ্দোগে এলাকার কয়েকজন অবস্থাসম্পন্ন মানুষ মহরম আলীকে কিনে দিয়েছিল। ভেতরে গিয়ে দেখেন মহরম আলী বিচানায় কাৎরাচ্ছে। খোজ নিয়ে জানলেন পেটে প্রচন্ড ব্যাথা। রমিজ মিয়াকে বল্লেন তাকে ইউনিয়ন স্বাস্থ্য কম্প্লেক্সে নিয়ে যেতে। সেখানকার ডাক্তার অত্যন্ত ভালো মানুষ। ইনশআল্লাহ রহমত মিয়ার সুচিকিৎসা হবে।

মহরম আলীর স্ত্রীর একটি ছোট হাসের খামার আছে। গত বছর ইমাম সাহেব মসজিদের যাকাত ফান্ড হতে তাকে এ খামারটি করার জন্য এককালীন ৫ হাজার টাকা সাহায্য দিয়েছিলেন। হাসগুলো এখন ডিম পাড়ে। আপাতত মহরম মিয়া দু’ চারদিন অসুস্থ থাকলেও তার স্ত্রী কোন রকমে সংসার চালিয়ে নিতে পারবেন।

যাকাত ফান্ডও তার সমাজ সেবার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি জানতেন প্রিয় নবী (স.) এবং সাহাবাগণ কীভাবে খরা পীড়িত আরবের জনগণকে দারিদ্রমুক্ত করেছিলেন। তাই তিনি যখন তার এলাকার দরীদ্র মানুষের দু:খ দেখতেন তখন অযথা হা হুতাশ করে কিম্বা না দেখার ভান করে এড়িয়ে না গিয়ে রাসূল (স.) প্রদর্শিত পদ্ধতিতেই সমাজের দূর্দশাগ্রস্ত মানুষকে সাহায্য করার পরিকল্পনা করেন। তিনি তার এলাকার ধনী ব্যক্তিদের বুঝিয়ে মসজিদকে কেন্দ্র করে একটি যাকাত ফান্ড গঠন করেন। তারা পূর্বেও যাকাত দিতেন। কিন্তু অনেকেই সঠিক হিসেব করে দিতেন না আবার দিলেও বিচ্ছিন্ন ও অপরিকল্পিতভাবে দেয়ায় তাতে সমাজের দরীদ্র জনগোষ্ঠীর অবস্থার পরিবর্তন হতো না। গত বছরই প্রথম তারা এ ফান্ড গঠন করেন। এর রয়েছে একটি পরিচালনা কমিটি। এই কমিটির অনুসন্ধান ও পরিকল্পনার ভিত্তিতে কয়েকজন দরীদ্র ব্যক্তিকে উৎপাদনশীল খাতে সাহায্য প্রদান করা হয়। কমিটির পক্ষ হতে তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ ও অন্যান্য সহায়তাও প্রদান করা হয় যাতে তারা প্রাপ্ত সাহায্য কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারে। ইতিমধ্যই তাদের অবস্থার পরিবর্তন হতে শুরু করেছে।

গ্রামের দরীদ্র ছাত্রদের তালিকা তৈরী করে এ ফান্ড হতে তাদের পড়াশোনার জন্যও সাহায্য প্রদান করা হয়।

তিনি গ্রামের অবস্থাসম্পন্ন ব্যক্তিদের কর্জে হাসানাহ বা সুদমুক্ত ঋণ দানের ফজিলত বুঝান। এতে উদ্ভুদ্ধ হয়ে অনেকেই প্রকাশ্যে ও গোপনে বিপদগ্রস্ত মানুষকে কর্জে হাসানাহ দিয়ে সাহয্য করছে। এতে করে বিভিন্ন এনজিও ও মহাজনদের কাছ থেকে সুদে টাকা নিয়ে বিপদে পড়া মানুষের সংখ্যাও তার এলাকা হতে কমছে।

তার ওয়ার্ডে কিছু অমুসলিমও আছেন। তারাও এসকল কল্যাণমূলক উদ্দোগ হতে সুবিধা লাভ করেন।

গত ইউপি নির্বাচনে তার ওয়ার্ডের মানুষ জোর করে মাওলানা সাহেবকে কমিশনার বানিয়ে দেন। স্বীয় পারিবারিক ও অন্যান্য কাজ করার পর এ কাজটি করা যদিও তার জন্য বেশ কঠিন তবুও তিনি এ দায়িত্বকে জনগনের আমানত মনে করে আল্লাহ প্রদত্ত দায়িত্ব হিসেবে মেনে নেন। আল্লাহর মেহেরবানীতে এলাকার মানুষের সাহায্য নিয়ে তার ওয়ার্ডকে তিনি একটি কল্যাণপূর্ণ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত শান্তির ওয়ার্ড হিসেবে গড়ে তোলার কাজ করে যাচ্ছেন। তার জনগণ তাকে নিয়ে সন্তুষ্ট।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৎ মানুষ দেশে নেই,ব্লগে আছে তো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১:৪৮








আশেপাশে সৎ মানুষ কেমন দেখা যায়? উনারা তো নাকি একা থাকে, সময় সুযোগে সৃষ্টিকর্তা নিজের কাছে তুলে নেয় যা আমাদের ডেফিনিশনে তাড়াতাড়ি চলে যাওয়া বলে। আপনি জীবনে যতগুলো বসন্ত... ...বাকিটুকু পড়ুন

গরমান্ত দুপুরের আলাপ

লিখেছেন কালো যাদুকর, ২৮ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৫৯




মাঝে মাঝে মনে হয় ব্লগে কেন আসি? সোজা উত্তর- আড্ডা দেয়ার জন্য। এই যে ২০/২৫ জন ব্লগারদের নাম দেখা যাচ্ছে, অথচ একজন আরেক জনের সাথে সরাসরি কথা... ...বাকিটুকু পড়ুন

রাজীব নূর কোথায়?

লিখেছেন অধীতি, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:২৪

আমি ব্লগে আসার পর প্রথম যাদের মন্তব্য পাই এবং যাদেরকে ব্লগে নিয়মিত দেখি তাদের মধ্যে রাজীব নূর অন্যতম। ব্যস্ততার মধ্যে ব্লগে কম আসা হয় তাই খোঁজ-খবর জানিনা। হঠাৎ দু'একদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টির জন্য নামাজ পড়তে চায়।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩৮



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গত বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বৃষ্টি নামানোর জন্য ইসতিসকার নামাজ পড়বে তার অনুমতি নিতে গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটির অনুমতি দেয়নি, যার জন্য তারা সোশ্যাল... ...বাকিটুকু পড়ুন

=তুমি সুলতান সুলেমান-আমি হুররাম=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৬



©কাজী ফাতেমা ছবি

মন প্রাসাদের রাজা তুমি, রাণী তোমার আমি
সোনার প্রাসাদ নাই বা গড়লে, প্রেমের প্রাসাদ দামী।

হও সুলেমান তুমি আমার , হুররাম আমি হবো
মন হেরেমে সংগোপনে, তুমি আমি রবো।

ছোট্ট প্রাসাদ দেবে... ...বাকিটুকু পড়ুন

×