somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রবিনের প্রান
--“সুহে থাকতে ভূতে কিলায়” মেন্টাল হসপিটাল--

মুহাম্মদ (স) কে যথাযথ সম্মান

০৯ ই জুলাই, ২০১২ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মুহাম্মদ (স) কে নিয়ে প্রচুর বাড়াবাড়ি দেখা যায় । উনাকে নিয়ে বাড়াবাড়ি করলে উনাকেই অসম্মানিত করা হয় । কোরানের আলোকে মুহাম্মদ (স) এর ব্যপারে আমরা জানবো এবং তাকে যথাযথভাবে সম্মানিত করবো-
**মুহাম্মদ (স) আল্লাহর নূর থেকে সৃষ্টি এবং মুহাম্মদ (স) এর নূর থেকে সব কিছু সৃষ্টি । মুহাম্মদ (স)কে ভক্তি জানানো হলে তা আল্লাহকেই জানানো হবে ।এটা মিথ্যা না সত্য ?
উত্তর – সুরা কাহাফ ১৮:১১০ – সুরা গা’শিয়া৮৮:২১-২২
১১০।(হে মুহাম্মদ) বলো , আমি তোমাদের মতোই একজন মানুষ , আমার ওপর প্রত্যাদেশ হয় যে আল্লাহই তোমাদের একমাত্র উপাস্য (আমি নই)। সুতরাং যে তার প্রতিপালকের সাক্ষাত কামনা করে সে যেন সতকর্ম করে ও তার প্রতিপালকের উপাসনায় কাউকেই (আমাকে) শরিক না করে ।
-
২১।অতএব তুমি উপদেশ দাও; তুমি তো শুধু একজন উপদেষ্টা ২২।ওদের কর্মের নিয়ন্ত্রনকারী নও।

**আল্লাহ , পৃথিবীকে মুহাম্মদ (স) এর জন্য সৃষ্টি করেছেন । এটা সত্য না মিথ্যা ?
উত্তর- আমি জ্বিন ও ইনসান কে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি (মুহাম্মদ (স)এর জন্য নয়) । - সুরা জারিয়াদ-৫৬

**মুহাম্মদ (স) কি তার উম্মতদের বেহেস্তে নিবেন ? হাসরের ময়দানে উম্মতের জন্যে সাফায়াত করলে , সেই সাফায়াত স্বিকৃত হবে কি আল্লাহ তায়ালার কাছে ?
উত্তর- সুরা আহকাফ ৪৬:৯ - সুরা বাকারা ২:৪৮ – সুরা ইউনুস ১০:১০৬
৯।(আল্লাহ, মুহাম্মদ (স) কে বলছেন- ) বলো , “আমি তো রসুলদের মধ্যে এমন নতুন কিছু নই । আর আমাকে আর তোমাদেরকে নিয়ে কী করা হবে আমি তা জানি না । আমার প্রতি যা প্রত্যাদেশ হয় আমি তা-ই অনুসরন করি । আমি এক স্পষ্ট সতর্ককারী মাত্র ।
-
৪৮।তোমরা সেই দিন কে ভয় করো , যেদিন কেউ কারও কোনো কাজে আসবে না , কারও সুপারিশ স্বীকৃত হবে না বা কারও কাছ থেকে ক্ষতিপূরন গৃহীত হবে না , আর কেউ কোনো রকম সাহায্য পাবে না ।
-
১০৬।আর আল্লাহ ছাড়া অন্য কাউকে (এমনকি নবীকেও না) ডাকবেনা , যা তোমার উপকারও করেনা , অপকারো করে না (কারন আল্লাহই একমাত্র সর্বশক্তিমান) , এ করলে তখন তুমি জালিমদের শামিল হবে ।

**মুহাম্মদ(স) কি রক্ষাকর্তা , অভিভাবক ?
উত্তর- সুরা আনআম ৬:১০৭
১০৭।আর যদি আল্লাহ ইচ্ছা করতেন তবে তারা শরিক করতো না । আর তাদের জন্য আমি তোমাকে রক্ষক নিযুক্ত করিনি , আর তুমি তাদের অভিভাবকও নও ।

**মুহাম্মদ(স)কি সারা দুনিয়ার জন্য সতর্ক কারী ?
উত্তর- সুরা শুরা ৪২:৭
৭।এইভাবে আমি তোমার কাছে আরবি ভাষায় কোরান অবতীর্ন করেছি , যাতে তুমি সতর্ক করতে পারো নগরমাতার (মক্কার) অধিবাসীদের কে ও তার আশ পাশে যারা বাস করে তাদের কে (আরবি ভাষা জানা মানুষকে) আর সতর্ক করতে পারো সমবেত হওয়ার দিন সম্পর্কে , যার ব্যপারে কোন সন্দেহ নেই । সে দিন একদল জান্নাত আর আরেকদল জাহান্নামে প্রবেশ করবে ।
[ওপরের আয়াত গুলো দ্বারা পরিষ্কার উনি সতর্ক কারী ছিলেন শুধুমাত্র মক্কা ও এর আশে পাশের এলাকা গুলোর জন্য ।]
**মুহাম্মদ(স) কি সম্পুর্ন নিষ্পাপ নির্দোষ ছিলেন ?
উত্তর- সুরা আ’রাফ ৭:১৮৮ - সুরা মুমিন ৪০:৫৫ - সুরা মুহাম্মদ ৪৭:১৯
১৮৮।(আল্লাহ, মুহাম্মদ (স) কে বলছেন- ) বলো , “আল্লাহর ইচ্ছা ছাড়া আমার নিজের ভালো মন্দের ওপরও আমার কোনো অধিকার নেই । আমি যদি অদৃশ্যের খবর জানতাম তবে তো আমার অনেক ভালো হতো আর মন্দ কোন কিছু আমাকে স্পর্শ করতো না । আমি তো বিশ্বাসী সম্প্রদায়ের জন্য একজন সতর্ককারী ও সুসংবাদ দাতা মাত্র”।
-
৫৫।অতএব তুমি ধৈর্য ধরো , আল্লাহর প্রতিশ্রুতি সত্য । তুমি তোমার পাপের জন্য ক্ষমা প্রার্থনা ও সকাল-সন্ধ্যায় তোমার প্রতিপালকের পবিত্র মহিমা ঘোষনা করো ।
-
১৯। সুতরাং তুমি জেনে রাখো , আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই । তুমি তোমার (মুহাম্মদ(স)) এবং বিশ্বাসী পুরুষ ও নারীদের ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো । তোমরা দিনে কোথায় যাও ও রাত্রিতে কোথায় থাকো তা আল্লাহ ভালো করেই জানেন ।

** মুহাম্মদ(স) কি রসুল দের মধ্যে সেরা ছিলেন ? কোরান কি সর্বসেরা আসমানি কিতাব ?
উত্তর- সুরা হা-মিম-সিজদা ৪১:৪৩ - সুরা মায়িদা ৫:৪৮ - সুরা নিসা ৪:১৩৬ - সুরা শুরা ৪২:১৩ –সুরা মায়িদা/৪৬ – সুরা ইউনুস/৯৪
৪৩।তোমার সম্বন্ধে তা-ই বলা হয় যা বলা হতো তোমার পূর্ববর্তী রসুলদের সম্বন্ধে । তোমার প্রতিপালক নিশ্চয় ক্ষমাশীল , আবার কঠিন শাস্তি দাতাও ।
-
৪৮।আর এর পূর্বে কিতাবের সমর্থক (সমান অর্থের) ও সংরক্ষকরূপে আমি তোমার ওপর সত্যসহ কিতাব (কোরান) অবতীর্ন করেছি ।
-
১৩৬।হে বিশ্বাসীগন! তোমরা আল্লাহ , তার রসুল , তার রসুলের ওপর তিনি যে কিতাব অবতীর্ন করেছেন তাতে এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ন করেছেন তাতে বিশ্বাস করো । আর আল্লাহ , তার ফেরেশ্তাদেরকে , তার কিতাব সমুহে , তার রসুলদেরকে এবং পরকালে অবিশ্বাস করবে সে ভীষনভাবে পথ ভ্রষ্ট হবে ।
-
১৩।আমি তোমাদের জন্য নির্ধারিত করেছি (সেই) ধর্ম যার নির্দেশ নুহ কে দিয়েছিলাম,- যা আমি প্রত্যাদেশ করেছি তোমাকে , - যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম , মুসা ও ঈসা কে এই বলে যে , “তোমরা ধর্ম কে প্রতিষ্ঠিত করো আর তার মধ্যে মতভেদ এনো না । তুমি অংশীবাদীদেরকে যার কাছে ডাকছো তাদের কাছে তা বড় কঠিন বলে মনে হয় । আল্লাহ যাকে ইচ্ছা ধর্মের দিকে টানেন , আর যে তার দিকে মুখ ফেরায় তাকে তিনি ধর্মের পথে পরিচালিত করেন ।
-
৪৬।সতর্ককারীদের জন্য পথের নির্দেশ আর উপদেশ হিসেবে তাকে (ঈসাকে) ইঞ্জিল দিয়েছিলাম; তার মধ্যে ছিল পথের নির্দেশ ও আলো ।
-
৯৪।আমি তোমার কাছে যা (কোরান) অবতীর্ন করেছি তাতে যদি সন্দেহ হয় তবে তোমার আগের কিতাব (ইঞ্জিল শরিফ সহ অন্যান্য আসমানি কিতাব) যারা পড়ে তাদেরকে জিজ্ঞেস করো ।


**মুহাম্মদ(স) ইহকাল পরকালের বাদশা ? তার হাতে সব ক্ষমতা ?
উত্তর- সুরা আনজাম/১৭-১৮ - সুরা জ্বিন/২১ - সুরা আল-ই-ইমরান ৩:১৪৪ – সুরা আললাইল/১৩ – আলহাদিস
১৭।আল্লাহ যদি তোমাকে কষ্ট দেন তবে তিনি ছাড়া আর কেউ তা দূর করতে পারবে না ।১৮।আর তিনি যদি তোমার ভাল করেন তবে তিনিই তো সর্বশক্তিমান । আর তিনি পরাক্রমশালী নিজের দাসদের ওপর । আর তিনি তত্বজ্ঞানি ও সবজান্তা ।
-
২১।(হে মুহাম্মদ) বলুন, আমি তোমাদের ক্ষতি করার ও ভালো পথে আনার মালিক নই (একমাত্র মালিক আল্লাহ) ।
-
১৪৪।মুহাম্মদ রসুল ছাড়া আর কিছুই নয় , তার পূর্বে বহু রসুল গত হয়েছে । সুতরাং সে যদি মারা যায় বা নিহত হয় তবে কি তোমরা পিঠ ফিরিয়ে পিছু হটবে ? আর যে পিঠ ফিরিয়ে সরে পরে সে কখনো আল্লাহর ক্ষতি করতে পারবে না । আর আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞ দের কে পুরষ্কৃত করবেন ।
-
১৩।আর নিশ্চই আমি (আল্লাহ) অবশ্যই ইহকাল ও পরকালের মালিক ।
-
মুহাম্মদ (স) বলেন , যখন তুমি প্রার্থনা করবে তখন আল্লাহর কাছে করবে (আমার কাছে নয়)। যখন সাহায্য চাবে তখন আল্লাহর কাছে চাবে (আমার কাছে নয় কারন আমি আল্লাহ নই।) – আল হাদিস – তিরমিজি/হাসান সহি
[সুপ্রিয় পাঠক , মুহাম্মদ(স) কে নিয়ে বারা বারি নয় । আসুন উনাকে যথাযথ সম্মানে সম্মানিত করি পবিত্র কোরানের আলোকে ।]
সূত্র- “কোরানশরিফ সরল বঙ্গানুবাদ” অনুবাদে মুহাম্মদ হাবিবুর রহামান , প্রকাশনায় –মাওলা ব্রাদার্স , ঢাকা / ইঞ্জিল শরিফ / গুনাহগারদের জন্য বেহেস্তে যাওয়ার পথ by রেভাঃ এস বাড়ৈ , প্রকাশনায় – দৃষ্টিপাত , টাংগাইল ।
সম্পাদনায় – আব্দুল গফুর (রবিন) / ইমেইল – [email protected]
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রজাতির শেষ জীবিত প্রাণ !

লিখেছেন অপু তানভীর, ১৩ ই মে, ২০২৪ সকাল ১০:৫১



বিবিসির একটা খবর চোখে এল সেদিন । উত্তরাঞ্চলীয় সাদা গন্ডার প্রজাতির শেষ পুরুষ গন্ডারটি মারা গেছে । তার নাম ছিল সুদান । মৃত্যুর সময় তার বয়স ৪৫। বিবিসির সংবাদটা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে সবচেয়ে ক্রিয়েটিভ এবং পরিমার্জিত কনটেন্ট ক্রিয়েটর মধ্যে সে একজন ।।

লিখেছেন সেলিনা জাহান প্রিয়া, ১৩ ই মে, ২০২৪ সকাল ১১:৩৯



আপনারা কতজন Umma Kulsum Popi চেনেন, আমি ঠিক জানি না। আমার পর্যবেক্ষণ মতে, বাংলাদেশে সবচেয়ে ক্রিয়েটিভ এবং পরিমার্জিত কনটেন্ট ক্রিয়েটরদের একজন হলেন উনি। যদি বলি দেশের সেরা পাঁচজন কনটেন্ট... ...বাকিটুকু পড়ুন

হাদিস অস্বীকার করে রাসূলের (সা.) আনুগত্য সম্ভব

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই মে, ২০২৪ দুপুর ২:৪৯



সূরাঃ ৪ নিসা, ৫৯ নং আয়াতের অনুবাদ-
৫৯। হে মুমিনগণ! যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস কর তবে তোমরা আনুগত্য কর আল্লাহর, আর আনুগত্য কর রাসুলের, আর যারা তোমাদের... ...বাকিটুকু পড়ুন

=কবিতাগুলো যেনো এক একটি মধুমঞ্জুরী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৩ ই মে, ২০২৪ বিকাল ৪:২০



©কাজী ফাতেমা ছবি
মনের মাধুরী মিশিয়ে যে কবিতা লিখি
কবিতাগুলো যেনো আমার এক একটি মঞ্জুরী লতা ফুল,
মনের ডালে ডালে রঙবাহারী রূপ নিয়ে
ঝুলে থাকে কবিতা দিবানিশি
যে কবিতার সাথে নিত্য বাস,
তাদের আমি... ...বাকিটুকু পড়ুন

পোষ্ট যদি ক্রমাগতভাবে ০, কিংবা ২/১'টি মন্তব্য পেতে থাকে, বুঝবেন যে, সোনাগাজী সেমি-ব্যানে আছে!

লিখেছেন সোনাগাজী, ১৩ ই মে, ২০২৪ বিকাল ৫:২৭



আপনার পোষ্ট যদি ক্রমাগতভাবে ০ কিংবা ১'টি মন্তব্য পেতে থাকে, তখন খোঁজ নিলে দেখবেন যে, সোনাগাজী সেমি-ব্যানে আছে!

কোন বিষয়ের উপর অনেক মানসম্পন্ন পোষ্ট লিখলেও সামুতে আপনি... ...বাকিটুকু পড়ুন

×