somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাবধান !! বান্দরবানের গাছে আম পাকিলে তাতে বান্দরের কি?

৩০ শে জুন, ২০১২ সকাল ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইহা কি চিনেন?



হা! ইহা বান্দর!
এবার বলেন ইহা কি খায়?



হা! বান্দর কলা খায়।
উহাই বেশী চাষ হতো বান্দরবানে। তাই বান্দর চাষী সবার মুখেই হাসি থাকতো। লিন্ক



সম্প্রতি বান্দরবানের চাষীদের হাসি থাকলেও বান্দরদের হাসি নাই। তারা যারপরানায় চিন্তিত।
কারন আর কিছু নয়,


আম! এই আমের কারনে তাদের ঘাম ঝড়ে যাচ্ছে।
সংবাদে প্রকাশ
"বান্দরবানে আমের বাম্পার ফলন বদলে যাচ্ছে কৃষকের জীবনযাত্রা"

বান্দরবানে আমের বাম্পার ফলন হয়েছে। পাহাড়ের চাষিরা এখন জুম চাষের পরিবর্তে মিশ্র ফলের চাষের প্রতি ঝুঁকেছে।

পাহাড়ে আম্রপালি, ল্যাংড়া, গোপালভোগ এবং রাংগোয়াই চার জাতের আম চাষ করে ভাগ্য বদলেছে অনেক পাহাড়ি-বাঙালি চাষি।
জানা গেছে, চলতি মৌসুমে পাহাড়ি জেলা বান্দরবানে আম্রপালি ও রাংগৈ আম চাষের বাম্পার ফলন হয়েছে। খেতে খুবই সুস্বাদু, পোকার আক্রমণ কম এবং স্বল্প সময়ে অধিক লাভজনক হওয়ায় এই আমের চাষ বান্দরবানে বাড়ছে দিনদিন।

এ বছর অনুকূল আবহাওয়ার কারণে আমের এ বাম্পার ফলন হয়। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এলাকাসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় শত শত একর জমিতে আম্রপালি ও রাংগৈ বাগান করা হয়েছে।

উৎপাদিত বাগানের গাছে গাছে বিপুল পরিমাণ আমের বাম্পার ফলন ধরেছে। এতে কৃষকদের জীবনযাত্রা বদলে দিয়েছে মৌসুমি ফল আম্রপালি ও রাংগৈ। আর্থিকভাবে প্রচুর লাভবান হয়েছে কৃষকরা।
বিশেষ করে, এ উৎপাদিত আম চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। প্রতি কেজি আম ব্যবসায়ীরা বিক্রি করা হচ্ছে ৬৫-৭০ টাকা। বান্দরবান জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে বান্দরবান জেলায় ২ হাজার ৮০০ হেক্টর পাহাড়ি জমিতে আমের চাষ হয়েছে।

উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৩ হাজার আটশ ৫০ মেট্রিক টন। স্বল্পমেয়াদি এসব ফল চাষে অধিক লাভবান হচ্ছেন কৃষকরা। ফলে কৃষকরা আম্রপালি ও রাংগৈ উৎপাদানের উপর ঝুঁকেছে।

তবে ব্যবসায়ীরা বলছে হিমাগার না থাকায় পার্বত্যাঞ্চলের পচনশীল ফলগুলোর ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকরা। ব্যবসায়ীরা প্রতিকেজি ৬০-৭০ টাকায় ক্রয় করে। আর বাজারে খুচরা ব্যবসায়ীরা ৯০-১০০ টাকায় বিক্রি করছে। পাহাড়ি বান্দরবানের হাট-বাজারগুলোতে এখন রাংগৈসহ স্থানীয়ভাবে উৎপাদিত আমে সয়লাব হয়ে গেছে।

স্থানীয়দের চাহিদা মিটিয়ে প্রতি সপ্তাহে বান্দরবান থেকে ৮-৯ মিনি ট্রাক আম চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা।
এদিকে উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার বলেছেন, পার্বত্য জেলা পরিষদ চত্বর এলাকায় প্রায় ৭০০ আম গাছ আছে বর্তমানে। তার মধ্যে আম্রপালি, গোপালভোগ ও যেটা বার্মার জাত বলা হয় রাংগৈ।

এ বছর মোটামুটি আমের ভালো ফলন হয়েছে। জেলা পরিষদ ইনকামট্যাক্স ও ভ্যাটসহ প্রায় ২ লাখ টাকার আম ফল বিক্রি করেছে চলতি মৌসুমে।

তিনি আরও বলেন, পার্বত্য বান্দরবানে উপজাতীয়রা জীবনযাত্রা বদলে যাচ্ছে, জুমের বদলে তারা এখন মৌসুমি ফলের চাষ করছেন। আম্রপালি, রাংগৈ ও মলি্লকা আমের বাম্পার ফলন হওয়ায় কৃষকরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন।

তবে মৌসুম হিসেবে আমের দাম তুলনামূলকভাবে বেড়েছে বলে তিনি স্বীকার করেন।


বলেনতো, বান্দরবানের গাছে আম পাকিলে তাতে বান্দরের কি?

তাই কলাবাদী বান্দর দল সরকারের এই কাজের প্রতিবাদে রোজার পুর্বে কলা গুম ও ঈদের পর কঠোর কর্মসুচী দেবার পরিকল্প্না করছে।






সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১২ সকাল ১০:২৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যবহারে বংশের পরিচয় নয় ব্যক্তিক পরিচয়।

লিখেছেন এম ডি মুসা, ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:১৫

১ম ধাপঃ

দৈনন্দিন জীবনে চলার পথে কত মানুষের সাথে দেখা হয়। মানুষের প্রকৃত বৈশিষ্ট্য আসলেই লুকিয়ে রাখে। এভাবেই চলাফেরা করে। মানুষের আভিজাত্য বৈশিষ্ট্য তার বৈশিষ্ট্য। সময়ের সাথে সাথে কেউ কেউ সম্পূর্ণ... ...বাকিটুকু পড়ুন

মহিলা আম্পায়ার, কিছু খেলোয়ারদের নারী বিদ্বেষী মনোভাব লুকানো যায় নি

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:০৯



গত বৃহস্পতিবার ২৫ এপ্রিল প্রাইম ব্যাংক ও মোহামেডানের ম্যাচে আম্পায়ার হিসেবে ছিলেন সাথিরা জাকির জেসি। অভিযোগ উঠেছে, লিগে দুইয়ে থাকা মোহামেডান ও পাঁচে থাকা প্রাইমের মধ্যকার ম্যাচে নারী আম্পায়ার... ...বাকিটুকু পড়ুন

জানা আপুর আপডেট

লিখেছেন আরাফআহনাফ, ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৫৭

জানা আপুর কোন আপডেট পাচ্ছি না অনেকদিন!
কেমন আছেন তিনি - জানলে কেউ কী জানবেন -প্লিজ?
প্রিয় আপুর জন্য অজস্র শুভ কামনা।



বি:দ্র:
নেটে খুঁজে পেলাম এই লিন্ক টা - সবার প্রোফাইল... ...বাকিটুকু পড়ুন

বন্ধুর বউ কে শাড়ি উপহার দিলেন ব্যারিস্টার সুমন। বাটার প্লাই এফেক্ট এর সুন্দর উদাহারন।

লিখেছেন নাহল তরকারি, ২৯ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:০৭



এক দেশে ছিলো এক ছেলে। তিনি ছিলেন ব্যারিস্টার। তার নাম ব্যারিস্টার সুমন। তিনি একজন সম্মানিত আইনসভার সদস্য। তিনি সরকার কতৃক কিছু শাড়ি পায়, তার জনগণের মাঝে বিলি করার জন্য।... ...বাকিটুকু পড়ুন

অধুনা পাল্টে যাওয়া গ্রাম বা মফঃস্বল আর ভ্যাবাচ্যাকা খাওয়া শহুরে মানুষ!!

লিখেছেন শেরজা তপন, ২৯ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:০০


দেশের দ্রব্যমুল্যের বাজারে আগুন। মধ্যবিত্তরা তো বটেই উচ্চবিত্তরা পর্যন্ত বাজারে গিয়ে আয়ের সাথে ব্যায়ের তাল মেলাতে হিমসিম খাচ্ছে- - একদিকে বাইরে সুর্য আগুনে উত্তাপ ছড়াচ্ছে অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য... ...বাকিটুকু পড়ুন

×