somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাহারার পুলিশ এখন ফুর্তিতে মত্ত ।

২৯ শে মে, ২০১২ সকাল ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কলগার্ল সাথীকে নিয়ে নিজ বাসায় ফুর্তিতে মত্ত ছিলেন ওসি মোকসেদুল মোমিন। এমন সময় সন্তানসহ বাসায় হাজির স্ত্রী। নক করতেই দরজা খোলেন ওসি মোমিন। এ সময় ঘরের ভেতরে অর্ধ উলঙ্গ অবস্থায় ছিলেন তিনি ও সাথী। এ দৃশ্য দেখেই রেগে যান স্ত্রী। তিনি চিৎকার করতেই স্ত্রীর মুখে টিপে ধরেন ওসি। নিয়ে যান ঘরের ভেতরে। এরপর কলগার্লের সামনেই স্ত্রীকে বেদম মারপিট করতে থাকেন। স্ত্রীর আর্তনাদে ছুটে আসেন থানার অন্য কর্মকর্তারা। ছুটে আসেন এলাকার মানুষও। এদৃশ্য দেখে সাধারণ মানুষ ক্ষেপে উঠলে কলগার্লকে নিয়ে পালাতে থাকেন ওসি। আর শ’ শ’ মানুষ তার পিছু ধাওয়া করে প্রায় আধঘণ্টা কলগার্লসহ আটকে রাখে তাকে। সিলেটের গোয়াইনঘাট থানায় রোববার রাতে এ ঘটনা ঘটে।
সিলেটের গোয়াইনঘাট থানার ওসি মোকসেদুল মোমিন রোববার সকালে থানা কম্পাউন্ডের পাশে তার বাসায় নিয়ে আসেন কলগার্ল সাথীকে। দিনভর তাকে নিয়ে আমোদ ফুর্তিতে মত্ত ছিলেন। এ খবর পৌঁছে যায় ঢাকা থাকায় তার স্ত্রীর কাছে। তিনি অষ্টম শ্রেণীতে পড়ুয়া সন্তানকে নিয়ে ছুটে আসেন সিলেটে। রাত ৯টার দিকে গোয়াইনঘাটে গিয়ে পৌঁছেন। তারপর সন্তানকে নিয়ে হাজির হন বাসায়। রাতে ওসির স্ত্রী সাংবাদিকদের জানান, তিনি মেয়ে নিয়ে ফুর্তি করছেন এ খবর পেয়ে সিলেটে আসেন। টোকা দিতেই দরজা খোলেন মোমিন। ওই সময় ঘরের ভেতরে সাথীকে অর্ধ উলঙ্গ অবস্থায় পাওয়া যায়। তিনি এ দৃশ্য দেখে ক্ষেপে গেলে ওসি মোমিন তাকে মারধর শুরু করেন। পরে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। এদিকে স্থানীয় লোকজন এ দৃশ্য দেখে ক্ষেপে যান। তারা ঘটনার প্রতিবাদে মিছিল শুরু করলে ওই কলগার্লসহ বাসা থেকে রাত পৌনে ১০টায় সিএনজি অটোরিকশাযোগে পালাতে থাকেন তিনি। রাত ১০টার দিকে উপজেলার বাঘের সড়ক এলাকায় জনতা রাস্তায় ব্যারিকেড দিয়ে তাদের আটক করে। ওখানে স্থানীয় লোকজনের হাতে প্রায় আধঘণ্টা আটক ছিলেন ওসি। পরে খবর পেয়ে গোয়াইনঘাট থেকে পুলিশ গিয়ে জনতার কবল থেকে তাকে উদ্ধার করে। এ সময় সাথীকে নিয়ে সিলেট তামাবিল মহাসড়কে এসে অন্য একটি যাত্রীবাহী গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন ওসি। খোঁজ নিয়ে জানা গেছে, ওসির সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় পাওয়া কলগার্লের নাম খাদিজা আক্তার সাথী ওরফে সুখী। সে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার হাজারবিঘা গ্রামের ইসমাইল শিকদারের মেয়ে। বছর খানেক আগে জাফলং লাখেরপার গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সাদ্দাম হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। পরে ডিভোর্সও হয় বলে স্থানীয় লোকজন জানান। এদিকে ওসি মোকসেদুল মোমিনের অপসারণ দাবিতে গোয়াইনঘাট বাজারে কয়েক শ’ মানুষ বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা থানা ঘেরাওয়ের চেষ্টা চালালে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান মাস্টার এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির জন্য পুলিশের ঊর্ধ্বতন প্রশাসনে সুপারিশ করা হবে জানিয়ে জনগণকে আশস্ত করেন। ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানায় ছুটে যান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন মাস্টার, নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরী। মধ্যরাতে সিলেটের এডিশনাল এসপি মো. ইব্রাহিম, এএসপি সার্কেল উত্তর বীণা রাণী দাশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গোয়াইনঘাট থানা পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাত সাড়ে ১২টায় সিলেটের এডিশনাল এসপি মো. ইব্রাহিম সাংবাদিকদের জানান, আপাতত তাকে ক্লোজ করা হয়েছে। তদন্ত করে ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। বাঘের সড়ক এলাকায় জনতা কর্তৃক অবরুদ্ধকালে ওসি মোকসেদুল মোমিন গোয়াইনঘাটের সাংবাদিকদের জানান, সাথে থাকা মহিলা তার স্ত্রী। চার বছর আগে তাদের বিয়ে হয়েছে। বিয়েই যদি হয়েছে তবে রাতের বেলা পালিয়ে এলেন কেন- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর দেননি তিনি। এ ব্যাপারে তার স্ত্রী সাংবাদিকদের জানান, ওই কলগার্লসহ একাধিক নারী নিয়ে সে দীর্ঘদিন থেকে আমোদ ফুর্তি করে আসছে। রোববারের ঘটনা তারই একটি অংশ। তিনি দাবি করেন, ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীন আছেন। স্থানীয় লোকজন জানান, গত বছরের ২৮শে ডিসেম্বর গোয়াইনঘাটে তার যোগদানের পর হতে প্রায় প্রতি রাতেই তিনি থানা অভ্যন্তরের বাসভবনে তিনি নেশাগ্রস্ত হয়ে কলগার্লদের নিয়ে ফুর্তি আমোদ করে আসছিলেন। আর তাকে এসব অপকর্মে সার্বিক সহায়তা করতো গোয়াইনঘাট থানার কিছু দালাল। সমপ্রতি জাফলংয়ের হোটেল প্যারিস থেকে আটকৃত এক পতিতাকে নিয়েও ওসি মোকসেদুল বাসায় রাত কাটিয়েছেন বলে জানা যায়। ওসির এই অপকর্মের ব্যাপারে অন্য অফিসারদের জানা থাকলেও কেউ মুখ খুলে কখনও প্রতিবাদ করেননি। ইতিপূর্বে হবিগঞ্জের বানিয়াচং থানার ওসি থাকাকালেও নারীঘটিত কারণে তিনি বদলি হন বলে জানা গেছে।
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঝিনুক ফোটা সাগর বেলায় কারো হাত না ধরে (ছবি ব্লগ)

লিখেছেন জুন, ০৩ রা মে, ২০২৪ রাত ৮:০৯

ঐ নীল নীলান্তে দূর দুরান্তে কিছু জানতে না জানতে শান্ত শান্ত মন অশান্ত হয়ে যায়। ১৯২৯ সালে রবার্ট মোস নামে এক ব্যাক্তি লং আইল্যান্ড এর বিস্তীর্ণ সমুদ্র... ...বাকিটুকু পড়ুন

মামুনুলের মুক্তির খবরে কাল বৃষ্টি নেমেছিল

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৩ রা মে, ২০২৪ রাত ৯:৪৯


হেফাজত নেতা মামুনুল হক কারামুক্ত হওয়ায় তার অনুসারীদের মধ্যে খুশির জোয়ার বয়ে যাচ্ছে। কেউ কেউ তো বলল, তার মুক্তির খবরে কাল রাতে বৃষ্টি নেমেছিল। কিন্তু পিছিয়ে যাওয়ায় আজ গাজীপুরে... ...বাকিটুকু পড়ুন

'চুরি তো চুরি, আবার সিনাজুরি'

লিখেছেন এমজেডএফ, ০৩ রা মে, ২০২৪ রাত ১০:৪৮


নীলসাধুকে চকলেট বিতরণের দায়িত্ব দিয়ে প্রবাসী ব্লগার সোহানীর যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তা বিলম্বে হলেও আমরা জেনেছি। যাদেরকে চকলেট দেওয়ার কথা ছিল তাদের একজনকেও তিনি চকলেট দেননি। এমতাবস্থায় প্রায়... ...বাকিটুকু পড়ুন

বরাবর ব্লগ কর্তৃপক্ষ

লিখেছেন নীলসাধু, ০৩ রা মে, ২০২৪ রাত ১১:২২

আমি ব্লগে নিয়মিত নই।
মাঝে মাঝে আসি। নিজের লেখা পোষ্ট করি আবার চলে যাই।
মাঝেমাঝে সহ ব্লগারদের পোষ্টে মন্তব্য করি
তাদের লেখা পড়ি।
এই ব্লগের কয়েকজন ব্লগার নিজ নিক ও ফেইক... ...বাকিটুকু পড়ুন

ছাঁদ কুঠরির কাব্যঃ অপেক্ষা

লিখেছেন রানার ব্লগ, ০৩ রা মে, ২০২৪ রাত ১১:২৩



গরমের সময় ক্লাশ গুলো বেশ লম্বা মনে হয়, তার উপর সানোয়ার স্যারের ক্লাশ এমনিতেই লম্বা হয় । তার একটা মুদ্রা দোষ আছে প্যারা প্রতি একটা শব্দ তিনি করেন, ব্যাস... ...বাকিটুকু পড়ুন

×