somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ লেখার কোন অর্থ নাই !!

২৯ শে মে, ২০১২ রাত ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কালকে সকাল সাড়ে দশটায় আমার পরীক্ষা । কিছু পড়া হয় নি । এমন কি কিছু পড়তে ইচ্ছা করছে না । আমার ফেসবুকের নোট গুলা পড়ছিলাম । আগে তো আর সামুতে ছিলাম না । মনের কথা গুলা ফেইসবুক নোটে লিখতাম । কি সব কথা !! কে জানে তখন কি মনে হয়েছিল বলে লিখেছিলাম । ৯৫টা নোট লেখা আছে ! অল্প কয়েকটা পোষ্ট করলাম ।

ইহা সত্য
Wednesday, November 17, 2010 at 12:55pm
অদুর অতীত হইতেই আমি তাহাকে ভালবাসিয়া আসিতেছি বিনিময়ে কিছু পাইবার অথবা চাইবার প্রয়াসে নহে বরং আপনার সমস্ত কিছুই তাহার পদধূলিতে লুটাইবার নিমিত্তে কিন্তু তবুও তাহার এই বাক্য ভূলিবার অবকাশ নাই যে আমি নিজেও একজন মানব আর এও ভূলিয়া যাওয়া উচিত্‍ হইবে না যে এক হস্তে তালি বাজাইতে যাওয়া কেবল নির্বুদ্ধিতাই নয় বরং সময়ের অপচয় আর অসম্ভবও বটে |


I Love U

December 31, 2010 at 12:55am
তোমার উঠানে আমি এনে দিবো সাতটি অমরাবতী


In the end of 2010

December 31, 2010 at 6:38pm
২০১০ শেষ হয়ে গেল | এখন শেষ হিসাবের সময় এসেছে কি কি পেলাম আর কি কি হারালাম | এ বছরে সব চেয়ে কষ্টের ঘটনা ঘটেছে মলির মারা যাওয়া | এতো তরতাজা একটা প্রান এতো তাড়াতাড়ি চলে যাওয়া, বড় কষ্টের......


টিয়াপাখি
December 31, 2010 at 9:42pm
আমার বন্ধুরা বলে যে আমি অসামাজিক প্রাণী | সত্যিই তাই আমি সব সময় নিজের মধ্যে থাকতে পছন্দ করি | অন্য কারো কথা ভাবিও না | কিন্তু সব আর আগের মত রইল না | এই মেয়েটা আমার জীবনে আসার পর সব কিছুই যেন পরিবর্তন হয়ে গেল | এখন আর এই মেয়েকে ছাড়া আর কিছুই ভাবি না | আসলে ভাবতে পারি না |


It's about mee
Saturday January 1, 2011 at 12:29pm
কিভাবে আমি দিন কাটাচ্ছি আমি জানি না | আমি বুঝতাছি না আমি এমন কেন আর এমন কেনই বা আমার সাথে হচ্ছে | আমি একটু শান্তিতে থাকতে চাই | এই বিষন্নতাকে পাশে রেখে একটু আনন্দে থাকতে চাই | চাই | চাই ||


সে
Saturday, January 1, 2011 at 10:46pm
মানুষ কিভাবে মানুষের ভালবাসা কে উপেক্ষা করে ?? সে কিভাবে পারে ?? আমার জন্য কি তার একটু মায়াও করে না ?? বুকের মাঝে হাহাকার টা কিছুতেই চেপে রাখা যাচ্ছে না |


A beloved friend
Friday, January 7, 2011 at 7:04pm
আমার মানুষ জন খুব কম পছন্দ হয় | আর পছন্দের মানুষ গুলোর সাথেও কথা হয় খুব কম | এমন অনেক বার হয়েছে যে তাদের সাথে আমার কোনদিন কথাই হয় নাই | সেই দিক দিয়ে আমার এই বন্ধুটির সাথে এমন হয় নি | কোন দিন ভাবিও নাই যে তার সাথে আমার কথা হবে !! কিন্তু হয়েছে | ভাল || অনেক ভাল | কিন্তু ........
এই জন্য আমি মানুষের সাথে মিশতে চাই না | মানুষের সাথে বন্ধুত্ব করতেও আমার ভাল লাগে না | কারন পছন্দের মানুষ গুলো যখন দুরে চলে যায় তখন মোটেই ভাল লাগে না !! মোটেই ভাল লাগে না !! অনেক দুরে গেছ, জানি না কতদিন আমার কথা তোমার মনে থাকবে তবে বাঁনদু তোমার কথা আমার মনে থাকবে | আর তুমি বলেছিলে সামাজিক হতে ! আমি ট্রাই করতেছি হবার | আর যেখানেই থাকো আবশ্যই ভাল থাকো..... এই কামনায়.....|


Confession
Sunday, January 9, 2011 at 11:29am
বলিতে লজ্জা নাই যে এ জীবত্‍ দশায় আমি বহুবার প্রেমে পড়িয়াছি | কাল বৈশাখীর কালে যেরুপে বৃক্ষ হইতে Mengo পতিত হয় আমিও সেই রুপে সুন্দরী তরুণীদের প্রেমে পড়িয়াছি | এবং এখনও পড়িতেছি It is present continuous tense. কিন্তু আমি কেবল তাহাকেই ভালবাসিয়াছি | এবং এই ভালবাসাই আমার কাল হইয়া দাড়াইল!!!


আবারওটিয়াপাখি
Sunday, January 9, 2011 at 9:58pm
তুমি কল্পনাও করতে পারবে না যখন তুমি আমার সাথে কথা বল আমার কি পরিমান ভাল লাগে !!! কিন্তু তুমি এতো দিন পর পর ফোন কর ।।। বল আমি কিভাবে ভাল থাকি?? তুমি চাওনা যে আমি ভাল থাকি?? প্লিজ, টিয়াপাখি, তোমার কন্ঠস্বর সোনার জন্য আমাকে খুব বেশিক্ষন অপেক্ষা করিও না ।।


আমি
Friday, February 4, 2011 at 10:34pm
আমি ঠিক জানি না আমি এমন কেন । অন্য সব মানুষ জন সব সময় ট্রায় করে যে তারা যাদের কে পছন্দ করে তাদের সাথেই বেশি বেশি কথা বলতে চায় কিন্তু আমার বেলায় তেমন টা হয় না মোটেও । আমি যাদের কে পছন্দ করি সবসময় তাদের কাছ থেকে দুরে দুরে থাকতে পছন্দ করি । বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে । আমাদের ক্লাসে একটা মেয়ে আছে যাকে আমি খুবই পছন্দ করি কিন্তু এই দুবছরে আমি তার সাথে মাত্র একবার কথা বলেছি । তাও মাত্র একটা ওয়ার্ড । কিন্তু তারা মনে করে আমি হয়তো তাদের কে পছন্দ করি না । কিন্তু তা মোটেও ঠিক নয় । Why am I like this!!


Love to be beloved
Saturday, February 5, 2011 at 9:48pm
আমি সব সময় চেয়েছি ভালবাসা পেতে । সব সময় আশা করেছি এই পৃথিবীতে অন্তত একজন থাকুক যে আমাকে আমার মত করে ভালবাসবে । কিন্তু......


She loves me
Thursday, February 10, 2011 at 9:36pm
Today is really a very happy day for me. টিয়াপাখি has kept her promise. I was afraid that she was not gonna keep that but fainally she made me very very happy.... I can't xplain, right now how much happy I am.... It's all because she loves me... And she made me feel that she loves me....really she does....!


একটি গল্পের বই এবং একটি মেয়ে
Sunday, February 13, 2011 at 12:50pm ·
আমি একটি গল্পের বই কিনেছি । একুশের বই মেলা থেকে । আমি বইটা কিনেছি আমাদের ক্লাসের একটা মেয়ে জন্য । কিন্তু কেনাই সার, আমি জানি কোনদিন আমি বইটা মেয়ে টি কে দিতে পারব না । যদিও মেয়ে টাকে আমি খুবই পছন্দ করি তবুও ওর সাথে আমি আজ পর্যন্ত কথা বলতে পারি নি । নিজের সংকোচের কারনে । এখানে একটা বিষয় বলে রাখা ভাল যে মেয়ে টি কে পছন্দ করি তার মানে এই নয় যে আমি তার প্রেমে হাবুডুবু খাচ্ছি । কেবল তাকে ভাল লাগে । তবে আমার অল্প কিছু পছন্দের মানুষের মধ্যে সে একজন ।
কয়েক দিন আগে মেয়েটিকে একটা মেইল পাটিয়েছিলাম । এই বলে যে সে আমার পছন্দের একজন মানুষ । খানিকটা কাব্য আকারে । সে কোন উত্তর দেয়নি । হয়তো বুঝতে পারেনি অথবা সে এইটা পছন্দ করে নি । কি আর করা !! তবে বইটা তাকে দিতে পারলে ভাল লাগতো !!


ফোনালাপ
Friday, February 18, 2011 at 10:05pm ·
জীবনের আনন্দময় ঘটনাগুলোর মধ্যে একটা হল টিয়াপাখির সাথে ফোনালাপ । ওর সাথে কথা বলার সময় অন্য রকম এক আনন্দ অনুভব করি । মনে হয় যেন _____ । কি যে মনে হয় বলতে পারব না । তবে অসম্ভব ভাল লাগে । মনে হয় সারা দিন ওর সাথে কথা বলি ! আমরা এমন তো নয় আহামরি কিছু বলি , সাধারন কথা বার্তায় বলি কিন্তু এর অনুভূতি অন্যরকম , স্বর্গীয় ।। আমরা কত রকম কথা বলি । অদ্ভুদ কত কথা । কেবল বলতে পারি ভাল লাগে । আর আমি জানি টিয়াপাখিরও অনেক ভাল লাগে । কথা শেষে কারই ফোন রাখতে ইচ্ছা হয় না । কিন্তু ফোন রাখার এই অপ্রিয় কাজ টা প্রতিবার আমাকেই করতে হয় ।।


22 Feb 2010
Tuesday, February 22, 2011 at 1:24pm
This is one special day.... On this day for the first time I hold a girl's hand, her beautiful soft hand. Isn't it special for me?? Ofcourse it is..!!


আমি
Saturday, March 5, 2011 at 9:22am
মিন্টু রোডের ৪ নং বাংলোর সামনে দাড়িয়ে আছি । দাড়িয়ে দাড়িয়ে গাড়ী চলাচল দেখছি । সবাই কত ব্যস্ত !! কেবল আমার হাতে প্রচুর অবসর । দাড়িয়ে দাড়িয়ে বাদাম খাচ্ছি । আর ট্রাফিক পুলিসদের কার্যকলাত দেখছি । মাঝে মাঝে যখন চারিদিকে জটলা বেঁধে যাচ্ছে তখন বেচারাদের বড় অসহায় মনে হচ্ছে । এসব দেখতে দেখতে মনে হল আমি বড় বেমানান এই শহরে । সবাই কত সচল আর আমি কেমন নিস্চল , বেকার । আমি তাহলে যাই কই !!


তোমাকে ছাড়া
Wednesday, April 27, 2011 at 3:47pm
তোমাকে ছাড়া ভাল লাগে না কিছুই ।।
তোমাকে ছাড়া ভাল লাগে না কিছুই ।।
তোমাকে ছাড়া ভাল লাগে না কিছুই ।।
তোমাকে ছাড়া ভাল লাগে না কিছুই ।।
তোমাকে ছাড়া ভাল লাগে না কিছুই ।।
তোমাকে ছাড়া ভাল লাগে না কিছুই ।।
তোমাকে ছাড়া ভাল লাগে না কিছুই ।।
তোমাকে ছাড়া ভাল লাগে না কিছুই ।।
তোমাকে ছাড়া ভাল লাগে না কিছুই ।।
তোমাকে ছাড়া ভাল লাগে না কিছুই ।।
তোমাকে ছাড়া ভাল লাগে না কিছুই ।।
তোমাকে ছাড়া ভাল লাগে না কিছুই ।।
তোমাকে ছাড়া ভাল লাগে না কিছুই ।।
তোমাকে ছাড়া ভাল লাগে না কিছুই ।।
তোমাকে ছাড়া ভাল লাগে না কিছুই ।।
তোমাকে ছাড়া ভাল লাগে না কিছুই ।।
তোমাকে ছাড়া ভাল লাগে না কিছুই ।।
তোমাকে ছাড়া ভাল লাগে না কিছুই ।।
তোমাকে ছাড়া ভাল লাগে না কিছুই ।।
তোমাকে ছাড়া ভাল লাগে না কিছুই ।।
তোমাকে ছাড়া ভাল লাগে না কিছুই ।।
তোমাকে ছাড়া ভাল লাগে না কিছুই ।।
তোমাকে ছাড়া ভাল লাগে না কিছুই ।।
তোমাকে ছাড়া ভাল লাগে না কিছুই ।।
তোমাকে ছাড়া ভাল লাগে না কিছুই ।।
তোমাকে ছাড়া ভাল লাগে না কিছুই ।।
তোমাকে ছাড়া ভাল লাগে না কিছুই ।।
তোমাকে ছাড়া ভাল লাগে না কিছুই ।।
তোমাকে ছাড়া ভাল লাগে না কিছুই ।।
তোমাকে ছাড়া ভাল লাগে না কিছুই ।।

সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১২ দুপুর ২:১০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যু ডেকে নিয়ে যায়; অদৃষ্টের ইশারায়

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৭ ই মে, ২০২৪ সকাল ৮:৩৯

১৯৩৩ সালে প্রখ্যাত সাহিত্যিক উইলিয়াম সমারসেট মম বাগদাদের একটা গল্প লিখেছিলেন৷ গল্পের নাম দ্য অ্যাপয়েন্টমেন্ট ইন সামারা বা সামারায় সাক্ষাৎ৷

চলুন গল্পটা শুনে আসি৷

বাগদাদে এক ব্যবসায়ী ছিলেন৷ তিনি তার... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো রাফসান দি ছোট ভাই

লিখেছেন আবদুর রব শরীফ, ১৭ ই মে, ২০২৪ দুপুর ২:৩৮

রাফসানের বাবার ঋণ খেলাপির পোস্ট আমিও শেয়ার করেছি । কথা হলো এমন শত ঋণ খেলাপির কথা আমরা জানি না । ভাইরাল হয় না । হয়েছে মূলতো রাফসানের কারণে । কারণ... ...বাকিটুকু পড়ুন

কুমীরের কাছে শিয়ালের আলু ও ধান চাষের গল্প।

লিখেছেন সোনাগাজী, ১৭ ই মে, ২০২৪ বিকাল ৩:৪০



ইহা নিউইয়র্কের ১জন মোটামুটি বড় বাংগালী ব্যবসায়ীর নিজমুখে বলা কাহিনী। আমি উনাকে ঘনিষ্টভাবে জানতাম; উনি ইমোশানেল হয়ে মাঝেমাঝে নিজকে নিয়ে ও নিজের পরিবারকে নিয়ে রূপকথা বলে... ...বাকিটুকু পড়ুন

সভ্য জাপানীদের তিমি শিকার!!

লিখেছেন শেরজা তপন, ১৭ ই মে, ২০২৪ রাত ৯:০৫

~ স্পার্ম হোয়েল
প্রথমে আমরা এই নীল গ্রহের অন্যতম বৃহৎ স্তন্যপায়ী প্রাণীটির এই ভিডিওটা একটু দেখে আসি;
হাম্পব্যাক হোয়েল'স
ধারনা করা হয় যে, বিগত শতাব্দীতে সারা পৃথিবীতে মানুষ প্রায় ৩ মিলিয়ন... ...বাকিটুকু পড়ুন

রূপকথা নয়, জীবনের গল্প বলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৭ ই মে, ২০২৪ রাত ১০:৩২


রূপকথার কাহিনী শুনেছি অনেক,
সেসবে এখন আর কৌতূহল নাই;
জীবন কণ্টকশয্যা- কেড়েছে আবেগ;
ভাই শত্রু, শত্রু এখন আপন ভাই।
ফুলবন জ্বলেপুড়ে হয়ে গেছে ছাই,
সুনীল আকাশে সহসা জমেছে মেঘ-
বৃষ্টি হয়ে নামবে সে; এও টের... ...বাকিটুকু পড়ুন

×