somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারের ৪০ মাসে সাড়ে ১৩ হাজার খুন, ব্যর্থ হাসিনা সরকারের পদত্যাগ চাই

১১ ই মে, ২০১২ সকাল ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারের ৪০ মাসে দেশে প্রায় সাড়ে ১৩ হাজার লোক খুন হয়েছেন। এর মধ্যে ছাত্র-শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী, বিদেশী কূটনীতিক এবং সাধারণ মানুষও রয়েছেন। পুলিশ সদর দফতর ও মানবাধিকার সংগঠন সূত্রে এ তথ্য জানা যায়। অধিকাংশ চাঞ্চল্যকর মামলারই তদন্ত চলছে বছরের পর বছর। একটি সংস্থা ঘটনার কু উদঘাটন করতে না পারলে তা তদন্তের দায়িত্ব দেয়া হচ্ছে অন্য কোনো সংস্থাকে। কোনো কোনো ঘটনার কু উদঘাটন করতে না পেরে শেষ পর্যন্ত দেয়া হচ্ছে ফাইনাল রিপোর্ট। ফলে পার পেয়ে যাচ্ছে অপরাধীরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের ৪০ মাসে রাজধানীসহ সারা দেশে খুনের ঘটনা ঘটেছে সাড়ে ১৩ হাজারের মতো। পরিসংখ্যান অনুযায়ী ২০০৯ সালে সারা দেশে চার হাজার ২১৯ জন খুন হয়েছেন। ২০১০ সালে তিন হাজার ৯৮৮ জন, ২০১১ সালে তিন হাজার ৯৭০ জন। ২০১২ সালের প্রথম চার মাসে খুন হয়েছে প্রায় ১৩০০। পরিসংখ্যান অনুযায়ী গত বছরের জানুয়ারিতে খুন হয়েছেন ২৭৮ জন, ফেব্রুয়ারিতে ২৮০, মার্চে ৩১৬, এপ্রিলে ৩২৭, মে’তে ৩২৫, জুনে ৩৩৬, জুলাইয়ে ৩৪১, আগস্টে ৩৮০, সেপ্টেম্বরে ৩৫৮, অক্টোবরে ৩৫৬, নভেম্বরে ৩৪৬ এবং ডিসেম্বরে খুন হয়েছেন ৩২৭ জন। চলতি বছরও এই খুনের সংখ্যা কমেনি। চলতি বছরের জানুয়ারি মাসে ৩০৪, ফেব্রুয়ারিতে ৩২০, মার্চে ৩৩৮ ও এপ্রিলে ৩৪১ জন খুন হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব খুনের মধ্যে অনেকই ব্যাপক আলোচিত ও চাঞ্চল্যকর। ২০০৯ সালের জানুয়ারিতে খুন হয়েছেন লালবাগের রিফাত এন্টারপ্রাইজের মালিক আলী আজগর। দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশটি ১৫ টুকরা করে বিভিন্ন স্থানে ফেলে রাখে। জুনে নিজ বাসায় গুলিতে নিহত হন আওয়ামী লীগের সংসদ সদস্য টিপু মুন্সির ছেলে অপু মুন্সি। মার্চে ঢাকা মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আসাদ ওরফে রাজিব নিজ দলের ক্যাডারদের হাতে নিহত হন। ২৬ জুন কাওরানবাজারে ট্রিপল হত্যার ঘটনা ঘটে। সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ফারুক মোল্লা ওরফে এলসি ফারুক, আশরাফ মিয়া ও নূর উদ্দিন সরকার জুয়েল। নাটোরের বড়াইবাড়ি উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ বাবুকে নৃশংসভাবে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা করা হয় ২০১০ সালের ৮ অক্টোবর। নরসিংদী পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমান খুন হন গত বছরের ১ নভেম্বর। যশোর জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও ঝিকরগাছা উপজেলা সভাপতি নাজমুল ইসলাম গত বছরের ১৪ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর থেকে অপহৃত হন। পরদিন গাজীপুরের দণি সালনা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ২৩ ফেব্রুয়ারি রাজধানীর জুরাইন কমিশনার রোডে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে কদমতলী-শ্যামপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ ও তার গাড়িচালক হারুন-উর রশিদকে। এ ছাড়া ঢাকায় সংসদ ভবন এলাকায় যুবলীগ নেতা ইব্রাহীম হত্যা, যাত্রাবাড়ীতে ব্যবসায়ী দম্পতিসহ ট্রিপল মার্ডার, গুলশানে বাসায় ঢুকে মা ও মেয়েকে গুলি করে হত্যা, যুবদলের ঢাকা মহানগর (দণি) সভাপতি ও ৭০ নম্বর ওয়ার্ড কমিশনার হাজী আহমেদ হোসেন হত্যা এবং চলতি বছরের ১০ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নিহত হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান সরকারের আমলে ১৪ জন সাংবাদিক খুন হয়েছেন। গত ৫ মার্চ রাজধানীর গুলশানে নৃশংসভাবে খুন করা হয় সৌদি কূটনীতিক খালাফ আল আলীকে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঞ্চল্যকর এসব মামলার অধিকাংশ ঝুলে রয়েছে। তদন্তের নামে কালক্ষেপণেরও অভিযোগ রয়েছে কোনো কোনো মামলায়। যেসব ঘটনার সাথে সরকারদলীয় নেতাকর্মীরা জড়িত তার অধিকাংশ ক্ষেত্রেই মামলা ভিন্ন খাতে প্রবাহিত করারও অভিযোগ রয়েছে। অনেক ঘটনায় প্রকাশ্যে খুন করতে দেখা গেলেও খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলা ও সৌদি কূটনীতিক খালাফ হত্যার ঘটনায় ব্যাপক তোলপাড় হয়। সরকার ও প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তিরা এই খুনের ঘটনা নিয়ে নানা সময়ে নানা বক্তব্য দেন। কিন্তু এখন পর্যন্ত আলোচিত এই খুন দু’টির কু উদঘাটন করা সম্ভব হয়নি। সাগর-রুনি হত্যার তদন্ত শুরু করেছিল থানা পুলিশ। তাদের ব্যর্থতার পর তদন্ত দেয়া হয় ডিবি পুলিশকে। ডিবি দীর্ঘ দিন তদন্ত শেষে তাদের ব্যর্থতার কথা স্বীকার করলে উচ্চতর আদালত মামলাটির তদন্ত দেয় অ্যালিট ফোর্স র‌্যাবকে। র‌্যাবও প্রায় ২০ দিন ধরে তদন্ত করছে। কিন্তু কোনো কূলকিনারা হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অনেক মামলার তদন্তই থেমে আছে। বছরের পর পর পার হয়ে গেলেও ওই সব মামলায় কোনো আসামি গ্রেফতার নেই। তদন্তেও কোনো অগ্রগতি নেই।
সূত্র-নয়া দিগন্ত

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টির জন্য নামাজ পড়তে চায়।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩৮



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গত বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বৃষ্টি নামানোর জন্য ইসতিসকার নামাজ পড়বে তার অনুমতি নিতে গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটির অনুমতি দেয়নি, যার জন্য তারা সোশ্যাল... ...বাকিটুকু পড়ুন

=তুমি সুলতান সুলেমান-আমি হুররাম=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৬



©কাজী ফাতেমা ছবি

মন প্রাসাদের রাজা তুমি, রাণী তোমার আমি
সোনার প্রাসাদ নাই বা গড়লে, প্রেমের প্রাসাদ দামী।

হও সুলেমান তুমি আমার , হুররাম আমি হবো
মন হেরেমে সংগোপনে, তুমি আমি রবো।

ছোট্ট প্রাসাদ দেবে... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:০২



ইউটিউব হুজুর বললেন, মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে। তখন নাকি নিজ যোগ্যতায় ঈমান রক্ষা করতে হয়। আল্লাহ নাকি তখন মুমিনের সহায়তায় এগিয়ে আসেন না। তাই শুনে... ...বাকিটুকু পড়ুন

মহিলা আম্পায়ার, কিছু খেলোয়ারদের নারী বিদ্বেষী মনোভাব লুকানো যায় নি

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:০৯



গত বৃহস্পতিবার ২৫ এপ্রিল প্রাইম ব্যাংক ও মোহামেডানের ম্যাচে আম্পায়ার হিসেবে ছিলেন সাথিরা জাকির জেসি। অভিযোগ উঠেছে, লিগে দুইয়ে থাকা মোহামেডান ও পাঁচে থাকা প্রাইমের মধ্যকার ম্যাচে নারী আম্পায়ার... ...বাকিটুকু পড়ুন

জানা আপুর আপডেট

লিখেছেন আরাফআহনাফ, ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৫৭

জানা আপুর কোন আপডেট পাচ্ছি না অনেকদিন!
কেমন আছেন তিনি - জানলে কেউ কী জানবেন -প্লিজ?
প্রিয় আপুর জন্য অজস্র শুভ কামনা।



বি:দ্র:
নেটে খুঁজে পেলাম এই লিন্ক টা - সবার প্রোফাইল... ...বাকিটুকু পড়ুন

×