somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফকির ইলিয়াস
আলোর আয়না এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।লেখা অন্য কোথাও প্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

সরকারকে বেকায়দায় ফেলার বহুমুখী প্রচেষ্টা !

২১ শে এপ্রিল, ২০১২ সকাল ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সরকারকে বেকায়দায় ফেলার বহুমুখী প্রচেষ্টা !
ফকির ইলিয়াস
============================================
একটা স্লোগান অনেকেই জানেন। ‘কে বলেরে গদি ছাড়, গদি কি তোর বাপদাদার!‘ না গদি কারো জন্য চিরস্থায়ী নয়। তারপরও বাংলাদেশে আমরা অনেক স্বৈরশাসন দেখেছি। তাদের পতনও দেখেছি। নক্ষত্রের পতন হলে জমিন কাঁদে। কথাটা বলতেন আমার মাতামহী। তিনি বলতেন, কারণ নক্ষত্র থাকে আকাশে। ধরাছোঁয়ার বাইরে। পতিত হয়ে মাটিতে নেমে এলে, নক্ষত্রের দুঃখেই মাটি কাঁদে।

বাংলাদেশে নক্ষত্র হচ্ছেন রাজনীতিকরা। আর মাটি হচ্ছেন জনগণ। সুরঞ্জিত সেনগুপ্ত পদত্যাগ করেছেন। এরপরই তাকে দফতরবিহীন মন্ত্রী করা হয়েছে। এই সেই সেনগুপ্ত, যিনি বলেছিলেন- ‘বাঘে ধরলে ছাড়ে, শেখ হাসিনা ধরলে ছাড়ে না।’ না, শেখ হাসিনা শ্রী সেনগুপ্তকে ছুড়ে ফেলে দেননি। মন্ত্রী হিসেবে রেখেছেন। হ্যাঁ, সুষ্ঠু তদন্তের স্বার্থে তার পদত্যাগ করা দরকার ছিল। এখন তিনি রেল মন্ত্রণালয়ে নেই। কিন্তু মন্ত্রী হিসেবে আছেন। বাংলাদেশে মন্ত্রীদের ক্ষমতা কি, তা কে-না জানে! আমরা দেখলাম, সাবেক এপিএস ওমর ফারুক তালুকদার দুদকে হাজির হয়েছেন। তিনি বলেছেন, ঐ ৭০ লাখ টাকা তার। টাকাগুলো তার ব্যাংকেই জমা আছে। ইউসুফ মৃধা, এনামুল হক- ঘটনার সকল খলনায়করাই দুদকে এসেছিলেন। দুদক চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, সময়মতোই তারা তদন্ত প্রতিবেদন জমা দেবেন। হ্যাঁ, দেশ-বিদেশের কোটি মানুষ দেখতে চায় ওমর ফারুক কিভাবে রাতারাতি কোটিপতি বনে গেলেন। আমার কেন জানি মনে হচ্ছে, সরকারের সামনে এখন অনেক সংকট। সরকারের ভেতরের লোভী, দখলদার একটি চক্র লুটপাট যেমন করতে চাইছে, তেমনি বাইরে একটি মহল নানা ঘটনা ঘটিয়ে সরকারকে বেকায়দায় ফেলতে মরিয়া হয়ে উঠছে। বিএনপি নেতা ইলিয়াস আলী হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন। কোথায় তিনি? গুম নাকি স্বেচ্ছায় লুকিয়ে থাকা!! অনেক কথা এখন উড়ছে বাতাসে। ফেসবুক, ব্লগ এখন তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর মাধ্যম। ইলিয়াস আলীর এ নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকেও চলছে নানা রকম কথা। ফেসবুকে সৈয়দ হাফিজ শাহিন নামে একজন, ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মন্তব্য করেছেন, ‘মানুষ এতো বোকা না যে এ খবর বিশ্বাস করবে। পুরো ঘটনা সস্তা সেন্টিমেন্ট তৈরির অপচেষ্টা মাত্র।’

আহমেদ ফাহিম নামে আরেকজন ফেসবুকে লিখেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব শিগগিরই ভারপ্রাপ্ত মহাসচিব থেকে বিএনপির পূর্ণাঙ্গ মহাসচিব হচ্ছেন। আর এতে করে বিএনপির নির্বাহী কমিটিতে শূন্য হওয়া যুগ্ম মহাসচিবের পদে আসীন হতে ইলিয়াস আলীর খায়েশ বহুদিনের। নিখোঁজের নাটক সাজিয়ে নিজের জনপ্রিয়তা প্রমাণের চেষ্টা করছেন না তো ইলিয়াস আলী। কয়েক মাস আগেও ইলিয়াস আলী নিখোঁজ, তার একান্ত সচিবের উদ্বৃতি দিয়ে বাংলানিউজসহ একাধিক গণমাধ্যমে এ খবর প্রচারিত হয়।’

চয়ন আহমদ সাপ্পি নামে একজন ছাত্রদলকর্মী পরিচয়ে নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘সিলেট বিভাগে বিএনপি রাজনীতির অগ্নিসন্তান ইলিয়াস আলীকে অবিলম্বে মুক্তি দেয়া না হলে সিলেট বিভাগের মানুষ একযোগে আন্দোলনে নামবে।’ তায়েফ আহমদ নামে আরেক ফেসবুক ইউজার তারেক রহমান ও ইলিয়াস আলীর ছবি সংবলিত একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘টিপাইমুখে বাঁধ নির্মাণের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নেয়া আর তারেক রহমানের বিশ্বস্ত নেতা ইলিয়াস আলীর কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে।’

আমরা দেখছি, সিলেট বিভাগের আনাচে-কানাচে আন্দোলন দানা বাঁধাবার চেষ্টা করা হচ্ছে। সিলেটের বিএনপি নেতা এম এ হক বলেছেন, সরকার পতনের আন্দোলন সিলেট থেকে শুরু হবে। ইলিয়াস আলী নিখেঁাঁজ হওয়ার পরপরই দেশের প্রতিটি দৈনিকে শিরোনাম হয়েছেন। দেশের মানুষের জানা আছে ‘হিরো’ হওয়ার জন্য বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে পবন নিজেই ত্রাস হয়ে সংবাদ শিরোনাম হয়েছিল। বিএনপির রাজনীতিতে এমন ধারাবাহিকতা আগেও ছিল, এখনো আছে। আওয়ামী লীগের অনেক সমর্থক মনে করছেন, ইলিয়াস আলী সরকারকে বিব্রত অবস্থায় ফেলতে নিজে নিজে নিখোঁজ হয়ে নাটক করছেন। হয়তো কোথাও আত্মগোপন করে বাসায় বসে তাকে নিয়ে সৃষ্ট ঘটনার খবর টিভি চ্যানেলে দেখছেন। পরে জনগণের সামনে ফিরে বলবেন, তাকে সাদা পোশাকের লোকেরা চোখ বেঁধে ধরে নিয়েছিল। সংবাদটি দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য সুখকর নয়। সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবার বিকালে গুলশানে হোটেল হেরিটেজে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠকে সুইডেন, তুরস্ক, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, যুক্তরাজ্যের উপ-হাইকমিশনার, যুক্তরাষ্ট্র ও চীনের পলিটিক্যাল কাউন্সিলর, কানাডা, জার্মানি, সিঙ্গাপুর, ভ্যাটিকেন সিটি, ফ্রান্স, নেদারল্যান্ডসসহ বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা ছিলেন। মোটকথা বিএনপি চাইছে, তাদের একজন উঠতি নেতাকে শিরোনাম দেখিয়ে বিশ্বের নজর আকর্ষণ করা। এদিকে ইলিয়াস আলীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছেÑ তার স্ত্রীর এই অভিযোগে এই বিএনপি নেতাকে আদালতে হাজির করার নির্দেশ কেন দেয়া হবে না, সরকারকে তা জানাতে বলেছে আদালত। ইলিয়াস আলীর স্ত্রীর একটি রিট আবেদনে বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চ এই নির্দেশ দেয়। স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত ১০ জনকে এই রুলের জবাব দিতে হবে ১০ দিনের মধ্যে। প্রায় ৩৬ ঘণ্টার পরও স্বামীর খোঁজ না পেয়ে স্ত্রী তাহসিনা রুশদীর লুনা রিট আবেদন করলে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চে শুনানির পর রুল জারি করা হয়।

স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এসবি/বিশেষ শাখা), পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অপরাধ তদন্ত বিভাগ/সিআইডি), ঢাকা জেলা প্রশাসক, র‌্যাবের মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, উপ-কমিশনার (ডিবি), বনানী থানার ওসি ও গুলশান থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে। সরকার কী করছে, কী করবে তা তারা ভালোই জানেন। কিন্তু দেশে এরকম ঘটনাবলীর সকল নজরদারির দায়িত্ব সরকারের। কেউ যদি নিজে নিখোঁজ হয়ে সরকারের ওপর দায় বর্তাতে চায়, তাও খুঁজে বের করতে হবে সরকারকেই। একটি সভায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘গুমের রাজনীতি তারাই শুরু করেছে। আমরা গুমের রাজনীতি করি না। তারা নিজেরা নিজেদের লোক মেরে আমাদের ওপর দোষ চাপায়।’ কথা হচ্ছে, চাপিয়ে দেয়া কোনো দোষ সরকার বইবে কেন? তারা যদি দেশে সুশৃঙ্খলা বহাল রাখতে পারেন, তবে এমন সমস্যা সৃষ্টি হবে না। বাংলাদেশে এখন নানা রকম ষড়যন্ত্র চলছে। এর জন্য সরকারকে সতর্ক থাকতে হবে। ওয়ান ইলেভেনের পর বিএনপির হারিস চৌধুরীসহ যারা পালিয়ে গিয়েছিল, ওদের ফিরিয়ে আনতে পারেনি সরকার। এভাবে কেউ কেউ পালিয়ে গিয়ে আগামী দেড় বছরে সরকারের বোঝা বাড়াতে পারে। যা হতে পারে সরকারের জন্য অশুভ সংবাদ। তাই কারা এসব বিষয় নিয়ে খেলছে, তার ওপর নজরদারি রাখতে হবে সরকারকেই।
১৯ এপ্রিল ২০১২
-----------------------------------------------------------------
দৈনিক ভোরের কাগজ / ২১ এপ্রিল ২০১২ শনিবার
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। সমাধান দিন

লিখেছেন শাহ আজিজ, ১৯ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:৩১




সকালে কন্যা বলল তার কলিগরা ছবি দিচ্ছে রিকশাবিহীন রাস্তায় শিশু আর গার্জেনরা পায়ে হেটে যাচ্ছে । একটু বাদেই আবাসিক মোড় থেকে মিছিলের আওয়াজ । আজ রিকশাযাত্রীদের বেশ দুর্ভোগ পোয়াতে... ...বাকিটুকু পড়ুন

=নিছক স্বপ্ন=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে মে, ২০২৪ রাত ৯:৪৮



©কাজী ফাতেমা ছবি
তারপর তুমি আমি ঘুম থেকে জেগে উঠব
চোখ খুলে স্মিত হাসি তোমার ঠোঁটে
তুমি ভুলেই যাবে পিছনে ফেলে আসা সব গল্প,
সাদা পথে হেঁটে যাব আমরা কত সভ্যতা পিছনে ফেলে
কত সহজ... ...বাকিটুকু পড়ুন

একদম চুপ. দেশে আওয়ামী উন্নয়ন হচ্ছে তো?

লিখেছেন তানভির জুমার, ১৯ শে মে, ২০২৪ রাত ১০:৫৯



টাকার দাম কমবে যতো ততোই এটিএম বুথে গ্রাহকরা বেশি টাকা তোলার লিমিট পাবে।
এরপর দেখা যাবে দু তিন জন গ্রাহক‍কেই চাহিদা মতো টাকা দিতে গেলে এটিএম খালি। সকলেই লাখ টাকা তুলবে।
তখন... ...বাকিটুকু পড়ুন

যে গরু দুধ দেয় সেই গরু লাথি মারলেও ভাল।

লিখেছেন মোহাম্মদ গোফরান, ২০ শে মে, ২০২৪ রাত ১২:১৮


০,০,০,২,৩,৫,১৬, ৭,৮,৮,০,৩,৭,৮ কি ভাবছেন? এগুলো কিসের সংখ্যা জানেন কি? দু:খজনক হলেও সত্য যে, এগুলো আজকে ব্লগে আসা প্রথম পাতার ১৪ টি পোস্টের মন্তব্য। ৮,২৭,৯,১২,২২,৪০,৭১,৭১,১২১,৬৭,৯৪,১৯,৬৮, ৯৫,৯৯ এগুলো বিগত ২৪ ঘণ্টায়... ...বাকিটুকু পড়ুন

ইরানের প্রেসিডেন্ট কি ইসরায়েলি হামলার শিকার? নাকি এর পিছে অতৃপ্ত আত্মা?

লিখেছেন ...নিপুণ কথন..., ২০ শে মে, ২০২৪ সকাল ১১:৩৯


ইরানের প্রেসিডেন্ট হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত!?

বাঙালি মুমিনরা যেমন সারাদিন ইহুদিদের গালি দেয়, তাও আবার ইহুদির ফেসবুকে এসেই! ইসরায়েল আর।আমেরিকাকে হুমকি দেয়া ইরানের প্রেসিডেন্টও তেমন ৪৫+ বছরের পুরাতন আমেরিকান হেলিকপ্টারে... ...বাকিটুকু পড়ুন

×