somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘বেস্ট অব ব্লগস’ বা বব্স’এর চূড়ান্ত পর্যায় চলছে এখন

১৯ শে এপ্রিল, ২০১২ রাত ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৩,২০০টিরও বেশি প্রস্তাব থেকে বিভিন্ন ভাষার জুরিরা ইতিমধ্যেই আন্তর্জাতিক বিভাগের জন্য ছয়টি করে এবং ভাষা বিভাগে ১১টি করে ব্লগ মনোনয়ন করেছেন৷ আর ২রা এপ্রিল থেকে শুরু হয়েছে ভোটিং পর্ব৷

ডয়চে ভেলের অষ্টম আন্তর্জাতিক ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতায় এবারো আন্তর্জাতিক বিচারকদের মধ্যে আছেন বিভিন্ন দেশের ব্লগার, নিরপেক্ষ সাংবাদিক এবং মিডিয়া বিশেষজ্ঞরা৷ প্রত্যেক জুরি সদস্যই তাঁর নিজের ভাষায় প্রদত্ত প্রস্তাবগুলির (ওয়েবলিংক) তালিকা পান৷ এবং সেই সুদীর্ঘ তালিকাগুলি পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনার পর, প্রতিযোগিতার প্রতিটি বিভাগে ১১ জন চূড়ান্ত প্রতিযোগীকে মনোনয়ন করেন৷

কেমন ছিল ব্লগ বাছাই করার সেই অভিজ্ঞতা? বিশেষ করে সাবরিনা সুলতানা'কে আবারো ‘বেস্ট ব্লগ' ক্যাটাগরিতে রাখার সিদ্ধান্ত নেওয়া হলো কেন? বাংলাদেশের ফোটোগ্রাফির জগতে মাইল ফলক ‘দৃক্' ও দক্ষিণ এশিয়া ফোটোগ্রাফি ইনস্টিটিউট ‘পাঠশালা'-র স্থপতি ড. শহিদুল আলম, যিনি এবছর বাংলা ভাষার বিচারকও, তিনি জানান, ‘‘আমাদের দেশেই এতো ধরনের ব্লগ রয়েছে এবং ব্লগোস্ফিয়ারটা যে এতো সজীব, সেটা আমার ধারণায় ছিল না৷ এছাড়া মনোনয়নের কাজটা করতে গিয়ে আমার আরো একটা অভিজ্ঞতা হলো যে, বাংলাদেশে কেউ নিজে একা একটা ব্লগ করছে - তা না৷ প্রত্যেকটা ব্লগের চারিপাশেই কিন্তু একটা কমিউনিটি রয়েছে,

এবছর বাংলা ভাষার বিচারক ড. শহিদুল আলম

যারা খুব সক্রিয়ভাবে কাজ করে৷ এটা দেখে আমার নিজেরও মনে হয়েছে যে, আমি এক ধরনের একটা আন্দোলনের মধ্যে রয়েছি৷''

তিনি বলেন, ‘‘যতোগুলো ব্লগ আমি দেখেছি, তার অধিকাংশই কিন্তু কোনো একটা রাজনৈতিক-সামাজিক বোধ বা একটা পরিবর্তন আনার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত এবং সেখানে সাবরিনার ব্লগটা বিশেষ করে ভালো লেগেছে, কারণ এ কথা ধরেই নেওয়া হয় যে আমার দেশ, বাংলাদেশ প্রযুক্তিভাবে পিছিয়ে আছে৷ তারপর যাঁরা প্রতিবন্ধী তাঁদের ক্ষেত্রে তো আরো বেশি৷ সেখানে বাংলাদেশের প্রতিবন্ধীরা এরকম একটা প্রযুক্তিকে নিয়ে এভাবে কাজ করছে এবং শক্তিশালীভাবে তাঁদের প্রতিবন্ধকতাকে মোকাবিলা করছে, এটা আমার খুব ভালো লেগেছে৷''

শহিদুল আলম ছবি তুলে দেশে বিদেশে পুরস্কৃত হয়েছেন৷ আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীতে জুরির আসন অলঙ্কৃত করেছেন বহুবার৷ অথচ অনেকেই জানেন না যে, আদতে তিনিই হচ্ছেন বাংলাদেশের ব্লগিং জগতের প্রথম পথিকৃৎ৷ তাই তাঁর কাছেই জানতে চাই, এবারের ‘স্পেশাল টপিক অ্যাওয়ার্ড' বা বিশেষ বিভাগের মূলমন্ত্র তো শিক্ষা ও সংস্কৃতি৷ অর্থাৎ, এবার প্রতিযোগিতায় মূলমন্ত্র হিসেবে এবছর বেছে নেওয়া হয়েছে ‘শিক্ষার অধিকার প্রতিষ্ঠায় ব্লগের ভূমিকা'কে৷ এই যেমন, ইংরেজি ভাষায় উঠে এসেছে বাংলাদেশ থেকে ‘খান একাডেমী'-র মতো একটা ব্লগ৷ তা বাংলা ব্লগোস্ফিয়ারের মধ্যে কিছু ভালো শিক্ষা বা সংস্কৃতি বিষয়ক ব্লগ কি পাওয়া গেল? শহিদুল বললেন,‘‘খান একাডেমী বাংলায় নয় বলে আমরা এটা বাংলা ব্লগ হিসেবে রাখতে পারি নি৷ কিন্তু এক্ষেত্রে অন্য একটা জিনিস আমি করেছি৷

‘বেস্ট ব্লগ' ক্যাটাগরিতে রয়েছে সাবরিনা সুলতানার ব্লগ

অ্যামেরিকার একটা ম্যাগাজিনের সঙ্গে আমি ইতিমধ্যেই কথা বলেছি যে, খান একাডেমীর ‘খান'-এর ওপর আমি একটা ফটো-ফিচার করবো, যেটা তারা তাদের ম্যাগাজিনে ব্যবহার করবে৷''

এছাড়া, আরো বহু ব্লগ ঘেঁটে দেখেছেন শহিদুল৷ যাদের মধ্যে অনেকগুলিকেই তিনি বাছাই করতে পারেন নি৷ কারণ এক, তাদের আগেই মনোনয়ন করা হয়েছে অথবা তারা কোনো না কোনোভাবে ডয়চে ভেলের সঙ্গে জড়িত৷ এই যেমন সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে করা ফেসবুক পাতাটি৷ যদিও শহিদুলের কথায়, ‘‘গুণীজনের ক্ষেত্রে অবশ্য আমার মজা লাগার একটা কারণ আছে৷ একদম প্রথমে, যখন গুণীজন শুরু হয়, তখন ওটার প্রদর্শনীটা দৃক'এ হয়েছিল এবং আমার এক ছাত্র ওটার ছবিগুলি তুলেছিল৷ তাই আমি অনেক দিন ধরেই এটার কথা জানি৷ কিন্তু এটা যে এতো দূর এগিয়ে গেছে, এটা যে একটা ‘আর্কাইভ'-এ দাঁড়িয়ে গেছে, সেটা আমার জানা ছিল না৷ এই আর্কাইভিং জিনিসটা, বিশেষ করে ‘ইন্টেলেকচুয়াল প্রপারটি'-কে সংরক্ষণ করা আমাদের দেশে সরকারিভাবে তো হয়ই নি, বেসরকারিভাবেও ঠিকমতো হয় নি৷ তাই এটা যে এবার ব্লগোস্ফিয়ারের লোকজন করা শুরু করেছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ৷''

বলাবাহুল্য, ‘দ্য বব্স' এখন আন্তর্জাতিক পর্যায়ে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্লগ পুরস্কার হিসেবে স্বীকৃত৷ এর মাধ্যমে গোটা বিশ্বে মত প্রকাশের অধিকার ও সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে আরও শক্তিশালী করতে চায় ডয়চে ভেলে৷ দু'বছর থেকে ডয়চে ভেলের এই সেরা ব্লগ প্রতিযোগিতায় যোগ করা হয়েছে বাংলা ভাষাকে৷ আর এবছর, সেরা ব্লগ প্রতিযোগিতার এই ওয়েবসাইটটি সাজানো হয়েছে নতুন করে৷ শুধু ইংরেজিতে নয়, সাইটটি এবার পড়া যাবে বাংলাতেও৷

ছয়টি আন্তর্জাতিক বিভাগের ‘জুরি অ্যাওয়ার্ড' বব্স'এর আসল পুরস্কার হলেও, ‘ইউজার-প্রাইজ'-এর বিজয়ীদের নির্ধারণের ক্ষমতা কিন্তু আপনারই হাতে৷ তাই আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে চলে যান বব্স'এর ওয়েবসাইটে৷ ঠিকানা: thebobs.com/bengali৷

মনোনয়নের মতো আবারো সাইটটিতে আপনার ফেসবুক, টুইটার বা ওপেন-আইডি অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করুন আর ভোট দিন প্রতিদিন, মাত্র ৩০ সেকেন্ডে৷

প্রসঙ্গত, ডিডাব্লিউ'র ‘বেস্ট অব ব্লগস' বা বব্স প্রতিযোগিতার ভোটিং পর্ব শেষ হবে আগামী ২রা মে৷ আর সেদিনই ঘোষণা করা হবে বিজয়ীদের নাম৷
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পথ হারিয়ে-খুঁজে ফিরি

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৩ ই মে, ২০২৪ রাত ১:৩৩


মনটা ভালো নেই। কার সাথে কথা বলবো বুঝে পাচ্ছি না। বন্ধু সার্কেল কেও বিদেশে আবার কেও বা চাকুরির সুবাদে অনেক দুরে। ছাত্র থাকা কালে মন খারাপ বা সমস্যায় পড়লে... ...বাকিটুকু পড়ুন

প্রজাতির শেষ জীবিত প্রাণ !

লিখেছেন অপু তানভীর, ১৩ ই মে, ২০২৪ সকাল ১০:৫১



বিবিসির একটা খবর চোখে এল সেদিন । উত্তরাঞ্চলীয় সাদা গন্ডার প্রজাতির শেষ পুরুষ গন্ডারটি মারা গেছে । তার নাম ছিল সুদান । মৃত্যুর সময় তার বয়স ৪৫। বিবিসির সংবাদটা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে সবচেয়ে ক্রিয়েটিভ এবং পরিমার্জিত কনটেন্ট ক্রিয়েটর মধ্যে সে একজন ।।

লিখেছেন সেলিনা জাহান প্রিয়া, ১৩ ই মে, ২০২৪ সকাল ১১:৩৯



আপনারা কতজন Umma Kulsum Popi চেনেন, আমি ঠিক জানি না। আমার পর্যবেক্ষণ মতে, বাংলাদেশে সবচেয়ে ক্রিয়েটিভ এবং পরিমার্জিত কনটেন্ট ক্রিয়েটরদের একজন হলেন উনি। যদি বলি দেশের সেরা পাঁচজন কনটেন্ট... ...বাকিটুকু পড়ুন

হাদিস অস্বীকার করে রাসূলের (সা.) আনুগত্য সম্ভব

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই মে, ২০২৪ দুপুর ২:৪৯



সূরাঃ ৪ নিসা, ৫৯ নং আয়াতের অনুবাদ-
৫৯। হে মুমিনগণ! যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস কর তবে তোমরা আনুগত্য কর আল্লাহর, আর আনুগত্য কর রাসুলের, আর যারা তোমাদের... ...বাকিটুকু পড়ুন

=কবিতাগুলো যেনো এক একটি মধুমঞ্জুরী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৩ ই মে, ২০২৪ বিকাল ৪:২০



©কাজী ফাতেমা ছবি
মনের মাধুরী মিশিয়ে যে কবিতা লিখি
কবিতাগুলো যেনো আমার এক একটি মঞ্জুরী লতা ফুল,
মনের ডালে ডালে রঙবাহারী রূপ নিয়ে
ঝুলে থাকে কবিতা দিবানিশি
যে কবিতার সাথে নিত্য বাস,
তাদের আমি... ...বাকিটুকু পড়ুন

×