somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপাচার্য বিহীন চুয়েট ক্যাম্পাসের এ স্থবিরতার শেষ কবে !

০৫ ই এপ্রিল, ২০১২ রাত ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"লেখাটা বিবেকের কাছে দায় বোধ থেকে, শুধু আমি না- বিশ্ববিদ্যালয়ের প্রায় সব শিক্ষক এবং শতকরা ৯৯ভাগ ছাত্র-ছাত্রীদের ও অনুভূতি একই ৷ আমরা শিক্ষকরা ক্লাস, কাডেমিক কার্যক্রম চালিয়ে নিতে চাই৷ ছাত্র-ছাতীরাও তাদের একাডেমিক কার্যক্রম চালিয়ে নিতে চায় ৷ কিন্তু উদ্ভুদ এক প্রশাসনিক জটিলতায় আজ সুদীর্ঘ ২মাস ৩দিন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) অচল প্রায় ৷
দেশের প্রকৌশল ও প্রযুক্তির ক্ষেত্রে উত্‍কর্ষতা সাধন ও প্রকৌশল শিক্ষায় উচ্চতর গবেষনা এবং দেশের প্রকৌশলীদের চাহিদা পূরণের অভিপ্রায়ে ১৯৬৮ সালে পূর্বতন চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ নামে প্রকৌশল শিক্ষার মহীরুহ এই বিদ্যাপীটের যাত্রা শুরু ৷ বিভিন্ন প্রতিকূল অবস্থা থেকে উত্তরণ এবং যুগের ও বহি: বিশ্বের সাথে এগিয়ে যাওয়ার মানসে ঘাত-প্রতিঘাত পেরিয়ে চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ পরবর্তীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজী (বিআইটি) এবং সর্বশেষ ২০০৩ সাল থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) নামে এই প্রকৌশল বিদ্যাপীট বাংলাদেশ ও বহি: বিশ্বে অত্যান্ত সুনামের সাথে তার দায়িত্ব পালন করে আসছে ৷ প্রকৃতিক সৌন্দর্যের লীলাভুমি চট্টগ্রামের 'চট্টগ্রাম-কাপ্তাই' মহাসড়কের উত্তর পার্শ্বে চট্টগ্রাম শহর থেকে প্রায় ২৫ কি.মি দূরে ১৬১একর জমির উপর অবস্থিত ৷ দেশের সর্ববৃহত্‍ সমুদ্র বন্দর, জল-বিদ্যুৎ কেন্দ্র, তেল শোধানাগার ও ইপিজেড সহ অন্যান্য অনেক সম্ভাবনাময় শিল্প-কারখানা এর সন্নিকটে অবস্থিত ৷ এ প্রতিষ্ঠান হতে ডিগ্রি প্রাপ্ত অনেক প্রকৌশলী এসব প্রতিষ্ঠানে নিয়োজিত থেকে নিরলস শ্রম ও নিবেদিত প্রয়াসের মাধ্যমে যেমন - দেশকে প্রযুক্তি উত্‍কর্ষতায় নিয়ে যাচ্ছেন তেমনি বহি:বিশ্বের প্রায় সম পরিমাণ প্রকৌশলী (যারা এই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট) বিভিন্ন দেশে তাদের কর্মদক্ষতার পরিচয় দিয়ে বাংলাদেশের নাম উজ্জল করে যাচ্ছেন ৷ যাদের মধ্যে অনেকেই আবার বিদেশের নাম করা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষকও আছেন ৷ যা এই স্বল্প পরিসরে শেষ করা যাবে না ৷ এই প্রতিষ্ঠানের বিশেষত্ব হচ্ছে এখানে শিক্ষকদের মাঝে কোন রাজনৈতিক পরিচয় নেই৷ এখানে অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত লাল- নীল ও সাদা দল নেই ৷ এই প্রতিষ্ঠানে হরতালের মধ্যে ও ক্লাস হয় এবং প্রতিটা বিভাগের প্রতিটা শিক্ষক অন্যায় ও ভূল, ভ্রান্তি দেখলে তা মত প্রকাশ করতে পারে ৷ এতসব ভাল গুন নিয়ে যে প্রতিষ্ঠানটি 'প্রগতিশীল' তা হঠাত্‍ করে সম্পূর্ণ স্থবির ৷
নিয়মতান্ত্রিকভাবে গত জানুয়ারী মাসের ২৮ তারিখ বর্তমান ভিসি মহোদয়ের মেয়াদ উত্তীর্ণ হয় ৷ এরপর থেকে আজ ৩১শে মার্চ (প্রায় ২মাস ৩দিন) পর্যন্ত প্রতিষ্ঠানটি ভিসি শূণ্য ৷ যেহেতু এই বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি পদে ও কেউ নেই এবং প্রাক্তন ভিসি মহোদয়কে তার কাজ চালিয়ে যাওয়ার ক্ষমতা ও প্রদান করা হয়নি ৷ তাই বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ক্ষেত্রে চরম হতাশা এবং চলমান উন্নয়ন কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে ৷ যেহেতু সমস্ত গুরুত্বপূর্ণ সভাগুলো ভিসি মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ৷ তাই ভিসি শূণ্য থাকায় গত ২ মাস এই বিশ্ববিদ্যালয়ে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়নি এবং কোন ডিগ্রি ও প্রদান করা হয়নি ৷ এরই মাঝে বর্তমানে আটকে আছে ২০১১ ইং. শিক্ষাবর্ষে ভর্তিকৃত ১ম বর্ষের ক্লাস ৷ এই পর্যন্ত ক্লাস শুরুর তারিখ ৩ বার পেছানো হয় এবং খুব সম্ভবত: ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত ১ম বর্ষের ক্লাস শুরু হয়ত: হবে না ৷ অথচ ১ম বর্ষের ছাত্র-ছাত্রীরা এতদিন ১ম সেমিষ্টার ফাইনাল পরীক্ষার প্রস্তুতিতে থাকত ৷ যার ফলশ্রুতিতে সম্পূর্ণ সেশনজট বিহীন এই প্রতিষ্ঠান বর্তমানে সেশনজটের কালো থাবার কবলে ঢুকে যাচ্ছে ৷ কারণ ১লা এপ্রিল থেকে তাদের পরবর্তী ব্যাচ (এইচ এস সি-২০১২) উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে৷ এছাড়াও ভিসি না থাকায় ক্লাস বর্জনকারী ছাত্র-ছাত্রীদের ক্লাস ফিরিয়ে আনার ব্যাপারে কোন কার্যক্রম বা কর্মসূচী নেওয়া যাচ্ছে না ৷ আটকে গেছে বিশ্ববিদ্যালয়ের চলমান সকল উন্নয়ন কার্যক্রম ৷ হুমকির মুখে বিশ্ববিদ্যালয়ের উচ্চ-শিক্ষার মান উন্নয়ন প্রকল্পে প্রতিযোগীতামূলক ভাবে পাওয়া হেকেপ এর প্রজেক্টগুলো ৷ তাছাড়া বিশ্ববিদ্যালয়ে নিয়মিত যেসব বৈজ্ঞানিক সেমিনার গুলো হতো তা আজ দুই মাস ধরে আয়োজন করা যাচ্ছে না ৷ এক কথায় বলা যায় ভিসি নির্ভর এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রমে বিরাজ করছে প্রচন্ড হতাশা ৷ আমরা শিক্ষকরা এই অবস্থায় মর্মাহত ৷ আমরা শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা প্রাণের মত ভালবাসি এই চুয়েট-কে৷ এ ব্যাপারে শিক্ষক সমিতি শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে (মৌন মিছিল/অবস্থান ধর্মঘট/কর্মবিরতি সহ) মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয়ের সদয় হস্তক্ষেপ কামনা করে যাচ্ছেন ৷ আমরা জানিনা কেন আজ সুদীর্ঘ ২মাস ৩দিনেও এই প্রতিশ্রুতিশীল বিশ্ববিদ্যালয় ভিসি বিহীন৷
এমনি আমাদের দেশ বিভিন্ন কারণে বিশেষ করে দীর্ঘায়িত প্রশাসনিক সিদ্বান্তহীনতায় পিছিয়ে যায় ৷ এই অবস্থায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর দীর্ঘ ২মাস ৩দিন (যা প্রায় ৫০৪কর্মঘন্টা) বন্ধ ৷ তার ক্ষতি কি আমরা আমাদের প্রিয় দেশকে ফিরিয়ে দিতে পরব? এই বন্ধ হয়ে যাওয়া কার্যক্রম পূর্নদ্দোমে কবে চালু হবে তা আমদের প্রশ্ন ! তাই মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান মন্ত্রী এবং শিক্ষা মন্ত্রী মহোদয় ও বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের নিকট বিনীত আবেদন যে, অতীব জরুরী বিবেচনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট)-এ ভিসি নিয়োগ করত: প্রতিষ্ঠানের প্রাণ প্রাচুর্য্য আবার ফিরিয়ে আনুন ৷ তবে এ ব্যাপারে আমাদের প্রত্যাশা- চুয়েটের ভিসি পদে যেন চুয়েটের অভ্যান্তরীণ গ্রহণযোগ্য ও নিষ্টাবান একজন প্রকৌশল ব্যক্তিত্ব-কে যেন ভিসি হিসাবে দেওয়া হয় ৷ যিনি চুয়েটের অব্যাহত অগ্রযাত্রাকে আরও অগ্রগামী করবেন৷ কারণ বাহিরের কেউ ভিসি পদে আসলে চুয়েটের প্রতি মায়া ও মমতা ঠিকমত কাজ করবেনা এবং প্রতিষ্ঠানকে বুঝে উঠতে অহেতুক কালক্ষেপন হবে ৷ সাথে বিশ্ববিদ্যালয়ের সকল গুরুত্বপূর্ণ পদসমূহ যেমন প্রো-ভিসি, ট্রেজারার, প্রক্টর ইত্যাদি পদসমূহ জরুরী ভিত্তিতে পূরন করে বিশ্ববিদ্যালয় যাতে ভবিষ্যতে এই অবস্থায় আর পতিত না হয় তা খেয়াল রাখতে হবে ৷
পরিশেষে একটা অনুভূতির মাধ্যমে লেখা শেষ করব ৷ একদিন ভোরে বিভাগের সামনের রাস্তায় একজন সিনিয়র অধ্যাপকের সাথে গল্প করছিলাম ৷ বিভাগের সামনের রাস্তা সামান্য ঢালু হওয়ায় অনেকদূর একসাথে দেখা যায়, তখন ক্লাস শুরুর সময় ছিল ছাত্র-ছাত্রীদের ক্লাসমুখী সমবেত শ্রোত দেখে শ্রদ্ধেয় স্যার বললেন - সায়েম, দেখ কি সুন্দর লাগছে! অর্থাত্‍ স্যার বুঝাতে চেয়েছিলেন ছাত্র-ছাত্রীদের ক্লাসমুখী সমবেত যাত্রা একটা সুন্দর দৃশ্য তৈরী করেছিল ৷ তখন স্যারের কথা ঠিক ধরতে পারিনি ৷ আজ ছাত্ররা ক্লাসে নেই ৷ আমরা শিক্ষকরা প্রতিদিন বিভাগে যাই কিন্তু, আমাদের ছাত্র-ছাত্রীদের দেখিনা ৷ উপলব্ধি করি স্যারের কথা ! আসলে বিশ্ববিদ্যালয়ে প্রাণ-চাঞ্চল্য ও প্রাচুর্য্য হচ্ছে ছাত্র-ছাত্রীরা আর আমরা শিক্ষকরা বেঁচে থাকি ছাত্র-ছাত্রীদের মাঝে , ক্লাস না নিতে পারলে আমাদের যে ভাল লাগে না ৷ আশা করব দ্রুত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) তার স্বকীয় পরিবেশে ছাত্র/ছাত্রীদের প্রাণ-চাঞ্চল্যে ও প্রাচুর্য্যে খুব শীঘ্রই ফিরে যাবে৷ আমরাও মেতে উঠব জ্ঞানের উত্‍কর্ষে সাধনে এই প্রত্যাশায় ৷

লেখক: আবু সাদাত মুহাম্মদ সায়েম
সহকারী অধ্যাপক, যন্ত্রকৌশল বিভাগ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।
ই-মেইল: [email protected]"

মূল লেখাঃ
Click This Link
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাইনারি চিন্তাভাবনা থেকে মুক্তি: পূর্ণাঙ্গ তুলনার ধারণা এবং এর গুরুত্ব

লিখেছেন মি. বিকেল, ১১ ই মে, ২০২৪ রাত ১২:৩০



সাধারণত নির্দিষ্ট কোন বস্তু যা শুধুমাত্র পৃথিবীতে একটি বিদ্যমান তার তুলনা কারো সাথে করা যায় না। সেটিকে তুলনা করে বলা যায় না যে, এটা খারাপ বা ভালো। তুলনা তখন আসে... ...বাকিটুকু পড়ুন

ব্যাড গাই গুড গাই

লিখেছেন সায়েমুজজ্জামান, ১১ ই মে, ২০২৪ সকাল ৯:০৩

নেগোশিয়েশনে একটা কৌশল আছে৷ ব্যাড গাই, গুড গাই৷ বিষয়টা কী বিস্তারিত বুঝিয়ে বলছি৷ ধরুন, কোন একজন আসামীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে৷ পারিপার্শ্বিক অবস্থায় বুঝা যায় তার কাছ থেকে তথ্য পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

টান

লিখেছেন বাকপ্রবাস, ১১ ই মে, ২০২৪ সকাল ১০:২২


কোথাও স্ব‌স্তি নেই আর
বিচ্যুতি ঠেকা‌তে ছু‌টির পাহাড়
দিগন্ত অদূর, ছ‌বি আঁকা মেঘ
হঠাৎ মৃদু হাওয়া বা‌ড়ে গ‌তি‌বেগ
ভাবনা‌দের ঘুরপাক শূণ্যতা তোমার..
কোথাও স্ব‌স্তি নেই আর।
:(
হাঁটুজ‌লে ঢেউ এ‌সে ভাসাইল বুক
সদ্যযাত্রা দম্প‌তি... ...বাকিটুকু পড়ুন

স্বল্প আয়ের লক্ষ্যে যে স্কিলগুলো জরুরী

লিখেছেন সাজ্জাদ হোসেন বাংলাদেশ, ১১ ই মে, ২০২৪ দুপুর ১২:১৯

স্বল্প আয়ের লক্ষ্যে যে স্কিলগুলো জরুরীঃ


১। নিজের সিভি নিজে লেখা শিখবেন। প্রয়োজন অনুযায়ী কাস্টোমাইজ করার অভ্যাস থাকতে হবে। কম্পিউটারের দোকান থেকে সিভি বানাবেন না। তবে চাইলে, প্রফেশনাল সিভি মেকারের... ...বাকিটুকু পড়ুন

শিয়াল ফিলিস্তিনীরা লেজ গুটিয়ে রাফা থেকে পালাচ্ছে কেন?

লিখেছেন সোনাগাজী, ১১ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:১০



যখন সারা বিশ্বের মানুষ ফিলিস্তিনীদের পক্ষে ফেটে পড়েছে, যখন জাতিসংঘ ফিলিস্তিনকে সাধারণ সদস্য করার জন্য ভোট নিয়েছে, যখন আমেরিকা বলছে যে, ইসরায়েল সাধারণ ফিলিস্তিনীদের হত্যা করার জন্য আমেরিকান-যুদ্ধাস্ত্র... ...বাকিটুকু পড়ুন

×