somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১০৭তম পোষ্ট আর সামুতে আমার ব্লগিং ;) ;) ;)**

২৭ শে মার্চ, ২০১২ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এতদিন যারা আমার পোষ্ট নিয়মিত পড়ে এসেছেন তারা বুঝতে পেরেছেন
তিথির অনুভূতি একটু আলাদা আর সব ব্লগার থেকে।
ভালবাসা, মানবিকতা আর মনুষত্ব আর প্রিয়ার অপূর্ন ভালবাসার খোজে ব্যস্ত বুঝি এই
অনুভূতি,
কিন্তু অনেক কিছু নাড়া দেবার চেষ্টা ছিল, যে অনুভুতি গুলি কেউ প্রকাশ করতে চায় না।

আমি এক পূর্ন প্রিয়ার আলাপ করি এক যাদুকরের
যাদুকর আছে সবার মনের মধ্যে ,
শুধু ঘুমায়িত থাকে ,দরকার তার চর্চাবোধ
আর ভালবাসাই মানুষকে অনেক মিষ্টি কাজে অনুপ্রানিত করে।

এই যাদুকরদের জন্যি আমরা নতুন স্বপ্ন দেখি,
ভাল কাজ করে তাকে মুগ্ধ করতে চাই,
তার প্রতীক্ষা করি , নিজেকে মিষ্টি করে সাজাই

আর ভাবি কবে সে আমাকে/ আমাদের কাছে আসবে।

তার জন্যই বেঁচে থাকা তার আশেই জীবন গড়া
আর এভাবেই জীবন এগিয়ে যায় ।
আর আমি মনে প্রানে
প্রগতিশীল আর মানবিকতা পূর্ন মানুষের সন্ধান করি।
আর তা না হলে বিভিন্ন অনুভূতির লেখা দিয়ে মানুষের মধ্যের মানবিকতা
আর ভালবাসাকে জাগ্রত করার চেষ্টা করি,

আসলে এইটা একটা ভার্চুয়াল জগত, তাই এখানে মানুষের মধ্যে ভালত্বটা তাড়াতাড়ি
খুজা যায় বা না থাকলে তাকে নাড়া দেওয়া যায় .।.।.।.।

কথাগুলো অদ্ভুত লাগলেও আমি সবসমইয় ভালত্ব আর প্রগতিশীলতায় যুক্ত থেকেছি
মানুষকে সারাজীবন অনুপ্রানিত করেছি .।।

আর এই কাজ করতেই আমার ভাল লাগে,
আমি হিট লেখাও চাই না , কিংবা পপুলারিটিও চাই না,

আমার লেখা পড়ে আমার বিশ্বাস মানুষ অনুপ্রানিত ও
তার উপলব্ধিবোধ পোক্ত হবে **


পেয়েছি অনেক ব্লগারদের সাড়া অণুজীব , অনিরূদ্ধ , নীল কষ্ট ,সাকিন উল আলম ইভান ,
অচিন রুপকথা , ভূকণ্যা , ছদ্ম-নাম , মুখোশে ঢাকা আমি মুকিত , ফাইরুজ , অচিন রুপকথাজোবায়ের নিয়ন ,
জিসান শা ইকরাম ,
লেখোয়াড় ,
হাসান মাহবুব ,
আরিয়ানা , নীলাঞ্জনানীলা , অনিক , পটল , স্মৃতির নদীগুলো এলোমেলো... ,অসমাপ্ত ফিরদ ,ম্হুয়া , ছাইরাছ হেলাল , খুশবু , সুবর্ণা চৈতি , শত রুপা , মোঃমোজাম হক,জ।লিস , নিশাচর ভবঘুরে , তাজা কলম , মাহবু১৫৪
আরও আছেন যাদের কমেন্টসে আরো লিখতে ইচ্ছে করে **
ইশতিয়াক আহমেদ চয়ন , বেঈমান আমি , সোনাবীজ; অথবা ধুলোবালিছাই , আরজুপনি , দুই দুয়ারী , সাকিব। , ছেড়া পলিথিন , ঘুমন্ত আমি , নাসূেবষ্ট , রাহি , শায়মা ,বড় বিলাই ,
,নাঈম আহমেদ আকাশ , আকাশ০৭ , ১১স্টার , অ্যামাটার , সাব্রিনা সিরাজী তিতির , সায়েম মুন , সকাল রয় , রাতুল_শাহ ,
এস এম ফারুক হোসেন ,
~মাইনাচ~ ,
ঈষাম ,
রেজোওয়ানা ,নাঈম আহমেদ আকাশ
বখাটে পুলা ,
আশরাফুল ইসলাম দূর্জয় , সুইট টর্চার , ডেভিড ,
দীপঙ্কর_আলোসন্দিপ , পুশকিন ,সাইফুলহাসানসিপাত,
আবু সালেহ ,স্বর্ণমৃগ, শিশেন সাগর,
রোকন রাইয়ান , জুল ভার্ন ,শোশমিতা, কল্পবিলাসী স্বপ্ন, চতুষ্কোণ,
দূর্যোধন , রোজেল০০৭, সাইদুর রহমান রাজীব, , আবদুল্লাহ্‌ আল্‌ মামুন, িকছুক্ষণ, অচিন রুপকথা, ফাইরুজ, এ হেলাল খান ,

সামু এবং আমি , ইয়াশফিশামসইকবাল , মাহমুদা সোনিয়া , হানিফ রাশেদীন , জোবায়ের নিয়ন ,অন্তরন্তর,

আরও আছেন যাদের কমেন্টসে পড়তে ভালো লাগে আর আরো লিখতে ইচ্ছে করে **
ওয়াইল্ডফায়ার ,তন্ময় ফেরদৌস,লাইলী আরজুমান খানম লায়লা,মৃগয়া,
কথাফাজিল , ক্লিকবাজ , অদ্ভূত আলোক ,অথৈ সাগর ,নাআমি, এ হেলাল খান,
ইসরা০০৭ , রাফা ,ভিয়েনাস,নুভান , শিশিরের শব্দ , তন্ময়০১৩ , জুল ভার্ন
অনিরূদ্ধ ,স্মৃতির নদীগুলো এলোমেলো..., ফিদাতো আলী সরকার, অনাহূত,
মন কানা , অনুজীব **

মাঝে আরো কিছু ব্লগারদের কমেন্টস আমাকে অনেক ভাবিত করেছে, আমাকে সাহস যুগিয়েছে নতুন কিছু লেখা লিখার
Khairun, মৃত্যুঞ্জয়, ফারজুল আরেফিন, তাজা কলম, আমি অতি সাধারণ,
হ্যারি ফয়সাল, সমুদ্র কন্যা, শহিদুল ইসলাম, ফয়সাল তূর্য, ড্রাগন ফ্লাই,
গেদু চাচা, অনন্যমানুষ, মিকন মোদক, অদ্ভূত উটের পিঠে চলেছে স্বদেশ, ডাইনোসর,
অনীক লুম্বা, মোঃ জুলকার নাঈন, কালো হিমু, মামুণ, খেয়া ঘাট, সাদাত হাসান নিলয়, প্রিয়স্রোত, অক্টোপাস, বিতর্কিত বিতার্কিক, লগারিদম, সিদ্দিক আহমেদ, কাউন্সেলর, বিদ্রোহী কান্ডারী, নিখিলেস প্যারিসে,রেজওয়ান মাহবুব তানিম, পটল, আরমানউজ্জামানগিরিনদী, ইমন জুবায়ের, চন্দ্রগ্রহণ, জয় রাজ খান, জ্যোস্নার ফুল, অদৃশ্য, ঠোঁট কাটা বন্ধু, বন্ধুহারা, বন্ধুহারা, দ্যা ডক্টর, এ্যাপেলটন, দিপ, আসিফ নেওয়াজ, আহেমদ সািব্বর পল্লব, ডেজা-ভু, গাব্রিয়েল সুমন, মতিউর রহমান সাগর, অনিক আহসান, বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর, নেক্সাস, অদৃশ্য মানবী, মনিরুল ইসলাম বাবু, নিরুদ্দেশ, একেলাপথিক, আজব কবি, ভিন্ন দৃষ্টি, ডেজা-ভু, আলমাস১৭, জলঝিরি, মেমনন, পাপতাড়ুয়া, জুন, ফাইয়াদ ইফতিখার রাফী, saifulchowdury** , ইমরান হক সজীব, কলাবাগান১, জাহুমুজামা, অহন_৮০, অন্য মানুষ।।, বৃষ্টিধারা, রাজর্ষি....... , মনিরুল ইসলাম বাবু, ভারসাম্য, Chai, জীবন্মৃত০১, নিশাত রহমান, রান০০৭, আন্ধা পোলা, দুষ্ট_ছেলে, দুঃখ বিলাসি, অক্টোপাস পল, ডেথবেস্ট, নিপাট গর্দভ, সীমানা পেরিয়ে, ভ্যাগা বন্ড, আহমেদ চঞ্চল, মহাদেশ, রোকন রাইয়ান, রাশেদ হাসান নোবেল, পানকৌড়ি, বৃষ্টিবেস্ট, পুলক ঢালী, স্বপ্নবাজী, রেজওয়ান মাহবুব তানিম, ধীমান অনাদি, আহাদিল, সািকল খান, শূন্যের গুনিতক, পেন্সিলে আকাঁ ছবি, ফিরেদেখা, bangal manus, এবার তোরা মানুষ হ, কেনজিয়া, 'লেনিন', যে আছো অন্তরে, মুনতাশীর, রেডসিগনাল, টুকিঝা, কক, মোহাম্মাদ রাকিবুল হাসান, এক মুসাফির, শিমুল আহমেদ, গেমার বয়, রাষ্ট্রপ্রধান, **, মাইন্ড দ্য গ্যাপ, রক্তভীতু ভ্যাম্পায়ার, রিশাদ রিজওয়ান, মেফতাহুল সাগর, আহলান, আহলান, শাহেদ খান, টানজিমা, অপরিনত, অর্পণ!, ফেরারী..., অন্তি, স্বদেশ হাসনাইন, চাটিকিয়াং রুমান, সোহরাব সুমন, কাকঁন, আদার ব্যাপারি, একাকী বালক, আমার মন, অমিত বাংলা, লিঙ্কনহুসাইন, নির্বাকের মিছিল, নিশাচর ভবঘুরে, নিমা, বুলেট কিংবা কবিতা, কলমদানি , নাহুয়াল মিথ, উদ্ভটফাহাদ, ত্রাতুল, আরিফইসলাম, বংশী নদীর পাড়ে, shapnobilash_cu, অদ্ভূত উটের পিঠে চলেছে স্বদেশ**, রুদ্রাক্ষী, অশান্ত বাত্তি, অর্ফিয়াস, আজব কবি, প্রাপ্তবয়স্ক আবিদ, নিঃসংগ যোদ্ধা, ইফতেখার5555, লুকার, চোখেরবালি, রাফিম্যান, সরলতা, গুপ্তঘাতক007, দিগন্ত নীল, আহসান২০২০, , সেলিনা শিরীন শিকদার, রং রিয়াজ, amenakhatun, রংটাণর্, তারকিস, সাদা মাটা গরীব ছেলে, মঈনুল আহসান রাসেল, নিপাট গর্দভ, ছাইচাপা আগ্নেয়গিরি, টিনটিন`, মঈনুল আহসান রাসেল, হেডস্যার, উম্মে মারিয়াম **, ভালো থাকতে চাই, আবদুর রহমান (রোমাস), ইমরাজ কবির মুন, অরণ্যে বৃষ্টি, নীলরাজ, শুভ শুভ্র, dream111rocks, শাহনেওয়াজ লতিফ, বিরোধী দল, দা লর্ড, অদ্ভুত_আমি, অন্ধকার অবচেতন, কািন্ট টুটুল, পোষ্টপেইড,


যারা হুটহাট আমার ব্লগে ঢূকে অবাক হয়ে কিছু কমেণ্টস দিয়ে যান
আমাকে ভাবিত করে কারো কারো কমেন্টস
ঘুমকাতুর, ইউসুফ খান, sagol_gadha, মো: আবু জাফর, চেয়ারম্যান০০৭, আমার মন, আকাশ মামুন,অসামািজক রািফ, ফাষ্ট এন্ড ফিউরিয়াস, মোঃমোজাম হক, আমি তানভীর, কামরুল হাসান শািহ, মাথা খারপ মানুষ, জীবন্মৃত০১,শাহনেওয়াজ লতিফ, লাইলী আরজুমান খানম লায়লা, Poloy, দর্পণ, পড়শী, হৃদয়ের ক্যানভাস** , , সকাল বেলার ঝিঝি পোকা, গেমার বয়, সাঈফ শেরিফ, স্বাধীকার**, ফারজুল আরেফিন, লেখাজোকা শামীম, ব্রাত্য জন, লিঙ্কনহুসাইন,পথভোলা, শয়তান শাহীন, তীর্থযাত্রী, নাফীস কাজী, মাইশাআক্তার, ডট কম ০০৯, অরূপ চক্রবর্ত্তী, চিলেকোঠার_সেপাই ** , চলতি নিয়ম, লিন্‌কিন পার্ক, বেলাল আহমেদ রাসেল, েশখসাদী, সফট আইটি, মুহাম্মদ জহিরুল ইসলাম ** , মিনেসোটা, , সুম্মি, জলঝিরি, শোশমিতা, সালমাহ্যাপী, আশাবাদী মারুফ, আজমান আন্দালিব, কালীদাস, ফানার, ইমরান আল হাসান, চারু৩২, বিলুপ্ত বৃশ্চিক, এস.কে.ফয়সাল আলম, স্রাবনের রাত, অজন্তা তাজরীন, সাহাদাত, ফারজুল আরেফিন, এবিসি১০, ৭১বাংলা, মাইশাআক্তার, আশাবাদী মারুফ,পেদরম, গ্রামের মানুষ, সুমন সিকদার, চাঁপাডাঙার চান্দু, শিবলী১২৩, আবুল হাসান নূরী, সিলেটি জামান, বল্গার, শহিদুল ইসলাম, অনন্যমানুষ , মোরশেদুল আজাদ পলাশ, সৈয়দ নাসের, কবিেহপী, মোরশেদুল আজাদ পলাশ ,কবীর হুমায়ূন , আকাশটালাল , Esshan , বিদ্রোহী সত্ত্বা, মোহাম্মদ সাজ্জাদ হোসেন , ব্লুম্যাজিক , কািন্ট টুটুল ,পোষ্টপেইড , ফিরেদেখা , খন্ডকাব্য , আহেমদ সািব্বর পল্লব , তিক্তভাষী , আমি ভাল মানুষ , সাদাসিধা মানুষ, উল্যাহ ১১, ম্যাভেরিক, নোবিতা রিফু , বিতর্কিত উন্মাদ মানব, ** , রিয়েল ডেমোন, প্লিওসিন অথবা গ্লসিয়ার, ২২/৭, dream111rocks , দুরন্ত জেসি , গাধা মানব , অরণ্যে বৃষ্টি , মামুন হতভাগা, amenakhatun, বৃষ্টিবেস্ট, দি ফ্লাইং ডাচম্যান

আরো ব্লগিং করতে চাই, ব্লগিং করতে আমার খুব ভাল লাগে **
সবার দোয়া চাই
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১২ বিকাল ৫:৪২
৪১টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নারী একা কেন হবে চরিত্রহীন।পুরুষ তুমি কেন নিবি না এই বোজার ঋন।

লিখেছেন সেলিনা জাহান প্রিয়া, ০৪ ঠা মে, ২০২৪ রাত ১২:৫৪



আমাদের সমাজে সারাজীবন ধরে মেয়েদেরকেই কেনও ভালো মেয়ে হিসাবে প্রমান করতে হবে! মেয়ে বোলে কি ? নাকি মেয়েরা এই সমাজে অন্য কোন গ্রহ থেকে ভাড়া এসেছে । সব... ...বাকিটুকু পড়ুন

মুসলিম কি সাহাবায়ে কেরামের (রা.) অনুরূপ মতভেদে লিপ্ত হয়ে পরস্পর যুদ্ধ করবে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৪ সকাল ৯:৪৯




সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

মসজিদে মসজিদে মোল্লা,ও কমিটি নতুন আইনে চালাচ্ছে সমাজ.

লিখেছেন এম ডি মুসা, ০৪ ঠা মে, ২০২৪ সকাল ১০:২৩

গত সপ্তাহে ভোলার জাহানপুর ইউনিয়নের চরফ্যাশন ওমরাবাজ গ্রামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। লোকটি নিয়মিত মসজিদে যেত না, মসজিদে গিয়ে নামাজ পড়েনি, জানা গেল সে আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল, স্বীকারোক্তিতে সে... ...বাকিটুকু পড়ুন

=সকল বিষাদ পিছনে রেখে হাঁটো পথ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৪ ঠা মে, ২০২৪ সকাল ১১:৩৮



©কাজী ফাতেমা ছবি

বিতৃষ্ণায় যদি মন ছেয়ে যায় তোমার কখনো
অথবা রোদ্দুর পুড়া সময়ের আক্রমণে তুমি নাজেহাল
বিষাদ মনে পুষো কখনো অথবা,
বাস্তবতার পেরেশানী মাথায় নিয়ে কখনো পথ চলো,
কিংবা বিরহ ব্যথায় কাতর তুমি, চুপসে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে বিরোধী মতের কাউকে নীতি মালায় নিলে কি সত্যি আনন্দ পাওয়া যায়।

লিখেছেন লেখার খাতা, ০৪ ঠা মে, ২০২৪ সন্ধ্যা ৬:১৮

ব্লগ এমন এক স্থান, যেখানে মতের অমিলের কারণে, চকলেটের কারণে, ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে অনেক তর্কাতর্কি বিতর্ক কাটা কাটি মারামারি মন্তব্যে প্রতিমন্তব্যে আঘাত এগুলো যেনো নিত্য নৈমিত্তিক বিষয়। ব্লগটি... ...বাকিটুকু পড়ুন

×