somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Public university এবং Private university কথন!!!!

০৮ ই মার্চ, ২০১২ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Public university আর Private university নিয়ে blog এ ঝগরাটা অনেকদিনের। তাই চিন্তা করলাম এটা নিয়ে কিছু একটা লিখলে মন্দ হয় না। প্রথমেই আমার ব্যপারে একটু বলে নেই। আমি পরেছিলাম বুয়েট এ, এরপর প্রায় ১৪ মাসের মত job করেছি একটা Private university তে। তাই দুটার ব্যপারেই আমার মোটামুটি ভালই ধারনা আছে বলা যায়।আর সেই সাহস নিয়েই এই ব্যপারে কিছু লিখতে বসলাম।

ব্লগে ঝগরাটার মুল কথা হচ্ছে:
১) Public university এর আনেকেরেই দাবি: Private university তে যারা পরে তারা খুবই খারাপ ছাএ। Private university তে পড়াশুনা কিছুই হয় না এবং সেখানে না পড়েই অথবা অল্প পড়েই অনেক ভালো result করা যায়।
২)অন্যদিকে Private university এর studentদের দাবি: না, Private university মানেই খারাপ না, আর যারা Private university তে পড়ে তারাও সবাই খারাপ না, সেখানেও Public university এর মত অনেক ভালো student আছে।

এর বাইরেও অবশ্য অনেক উল্টাপাল্টা লেখালেখি হয়েছে, কিন্ত সেগুলার বেশিরভাগেই just রাগারাগির বশে।

এই ব্যপারগুলেো ব্যখ্যা করবার আগে, ভলো ছাএ এর ব্যাপারে আমার নিজের মতামত তুলে ধরতে চাই। Okay ভলো ছাএকে আমরা মেধাবি ছাএ বলতে পারি।মেধাবি ছাএ এর দুটি Quality থাকে... ১) মাথায় বুদ্ধি একটু বেশি (যেটা আসলে জন্মসূএে প্রাপ্ত, অনেকটা বাপের সম্পওির মত) এবং ২) অধ্যাবসয় (এটি আপনার নিজের অর্জিত Quality)

যার মঝে দুটি Quality এরেই সমন্বয় ঘটে সেই আসলে প্রকৃত মেধাবি।যদিও এমন মেধাবির সংখ্যা খুব কম।আর দুটি Quality এর একটিও যদি কারও ওনেক বেশি পরিমাণে থাকে, তাকেও আমি ভাল ছাএ বলব, আর এই দুটি Quality এর একটি দিয়েও অনেকদুর যাওয়া যায়।

কিন্তু একটু চিন্তা করে দেখুন, কারো মাঝে যদি শুধুমাএ প্রথম Quality টায় থাকে আর শুধুমাএ সেটা দিয়েই যদি সে Life এ successful হ্য় তার মাঝে কতটুকু আন্ততৃপ্তি থাকবে? আর কেউ একজন যদি শুধুমাএ দ্বিতীয় Quality টা দিয়েই Life এ successful হ্য় তাকে আপনি কতটুকু স্বম্মান দিবেন?

এবার আসি বাংলাদেশের Public university এর Admission Test এর ব্যাপারে।এই Admission Test এর duration কতটুকু? Maximum ক্ষেএেই ১ ঘন্টা, তবে ধন্যবাদ বু্য়েটকে এটাকে ৩ ঘন্টা করবার জন্য।একটু চিন্তা করে দেখুন, এই এত অল্প সময়ের মাঝে কতটুকু যাচাই বাছাই করা স্বম্ভব? হুম এটা ঠিক মেধাবিরা সবসময়ই মেধাবি, এই তাড়াহুড়োর Exam আথবা অন্যকোনকিছুই তাদেরকে আটকাতে পারবে না।কিন্তু আবারও বলছি এমন মেধাবির সংখ্যা খুবই কম।

বাকি থাকে তারা, যাদের যে কোন একটি Quality বেশি পরিমাণে আছে কিন্তু অন্যটি আছে একটু কম পরিমাণে। এবং এটা নিঃসন্দেহে বলা যায় যে, এমন একটা তাড়াহুড়ো Exam এ প্রথম category এর ভাগ্যবান রাই বিশেষ সুবিধা পায়।

বুয়েট এর এর কথাই বলি........... বুয়েটে কি খারাপ ছাএ নাই???? বুয়েটও এমন অনেক ছাএই আছে যারা Exam এর আগের রাত ছাড়া কখনো পড়তে বসেই না। এদের সংখ্যা কিন্তু খুব কম না!!!!!! এরা হচ্ছে সেই প্রথম Category এর সেই ভাগ্যবান ছাএ।এবং আমার জানা মতে এই সংখ্যাটা অন্যান্য Public university তেও অনেক বেশি।

আসলে বাংলাদেশে Public university এর Admission Test এর ব্যপারটাই এমন যে, জন্মসূএে পাওয়া Quality টায় বেশি কাজে লাগে।একটু চিন্তা করে দেখুন, আপনি যদি কোনো Public university এর ছাএ হন সেটা নিয়ে আপনি কতটুকু অহংকার করবার অধিকার রাখেন???

এবার আসি Private university এর কথায়।আসলেই কি তারা সবাই খারাপ?
আমার Teaching Experience এর কথাই বলি। আমার ১৪ মাসের Teaching Experience এ সত্যিকার অর্থেই At least দুইজন মেধাবি ছাএকে পেয়েছিলাম, যাদের মাঝে দুটো Quality ই অনেক বেশি পরিমাণে ছিল।এবং আমার ধারনা এরা যদি বুয়েট এ পড়ত, এদের রেজাল্ট প্রথম সারির দিকেই থাকত।
এরপর আসি সেইসব student এর কথায়, যাদের At least একটি Quality বেশ ভালো পরিমাণেই আছে।সেখানে অনেক student কেই পেয়েছিলাম যারা সত্যিকার অর্থেই অনেক অধ্যাবসয়ী ছিল।বরং বলব যে তারা সত্যিই এতটা কষ্ট করত যে, আমি নিজেও আমার Undergrad Level এ এত Serious ছিলাম না।এবং সেখানেও কিছু প্রথম category এর ভাগ্যবান Careless student ছিল। যদিও এই category এর সংখ্যা ছিল কম।
হুম, তবে এটাও সত্যি সেখানে বেশ কিছু বড়লোক বাপের বখে যাওয়া সন্তানকে পেয়েছিলাম। তবে ভালো খারাপ সব জায়গাতেই আছে। Public university তেও এমন অনেক বখে যাওয়া ছেলেপেলে আছে।তাদেরকে দিয়ে সামগ্রিক ব্যাপারটা ভাবা উচিত হবে না।

এবার একটু কথা বলি university এর Quality নিয়ে।এটা সত্যি যে, Public university এর Faculty দের অনেক বড় বড় ডিগ্রী এবংঅনেক ভালো রেজাল্ট থাকে। এবং ল্যাব গুলোও হয় মোটামুটি উন্নত মানের।কিন্তু কথা হচ্ছে, সত্যই কি Public university তে পড়ালেখার মান অনেক উন্নত????
বুয়েট এর কথাই বলি, আমরা ক্লাস থেকে আসলে কতটুকু শিখতাম? অথবা ল্যাব এর এতসব যন্ত্রপাতি থেকেই বা কতটুকু লাভ হত? আমার বুয়েট লাইফ এর ৪ বছর ৮ মাস এর Experience বলে সেটা মোটামুটি tends to Zero!!!!!!!! কিছু স্যার অবশ্যই অনেক ভালো ছিলেন, তাদের ক্লাশ করতেও মজা লাগত।কিন্তু এমন শিক্ষকের সংখ্যা কয়জন?? সত্যি বলি খুব কম!! অনেক স্যার এর ক্লাশ নেয়া দেখে মনে হত, বেচারা নেহাত ঠেলয় পারে ক্লাশ নিচ্ছে!! কোনরকমে কিছু একটা পড়ায় দিয়ে চলে যেতে পারলেই বেচে যায়, কেউ বুঝুক আর না বুঝুক who cares???/:)/:)

তাহলে কথা হচ্ছে, আমরা আসলেই কি কিছু শিখতাম না!!?? অবশ্যই শিখতাম, তবে সেটার সিংহভাগেই আসত সহপাঠীদের সাথে Group Discussion অথবা বড়ভাইদের চোথা থেকে!! তাহলে এখানে বুয়েট এর কৃতত্ব কোথায়?? হুম বুয়েট এর কৃতত্ব একটায়, তারা সত্যিকার অর্থেই কিছু মেধাবি student পায়।আর সেই মেধাবিদের মধ্যে থেকে থেকে বাকিরাও অনেক কিছু শিখে ফেলে।এই মেধাবিরা যদি অন্যকোন যুদুমদু university তেও পড়ত, সেখানকার অবাস্তাও বুয়েট এর থেকে কম হত না!!!
আর Exam এর Question? সেটা নিয়ে কি আর বলব? Question কঠিন আর বড় হওয়াটাই যদি standard এ পরিণত হয়, তাহলে আর কিছু বলার থাকে না!! কয়জন শিক্ষক একটু চিন্তাভাবনা করে Exam এর Question বানায়, আমার যথেষ্ট সন্দেহ আছে!!
এখানে শুধু বুয়েট এর অবস্তাটায় ব্যাখ্যা করলাম।যতটুকু জানি অন্যান্য Public university এর অবস্তাটাও এর থেকে ভালো না!!

এবার একটু আসি Private university নিয়ে।এখানকার বেশিরভাগ শিক্ষকরাই বয়সে অনেক তরুন।খুব বেশি বড় বড় ডিগ্রীধারী শিক্ষকরা নাই।কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে ছাএ-শিক্ষক Interaction, শিক্ষকদের নিকট ছাএদের Easy Access!! এখানে ছাএ-শিক্ষক স্বর্ম্পক অনেকটা বন্ধুত্বের মতই।এখানে একটা ছাএ যেকোন ব্যাপারে (পড়ালেখা স্বর্ম্পকীয়) সমস্যায় পড়লেই, খুব সহজেই একজন শিক্ষকের সাথে Discuss করতে পারে।কিন্তু Public university তে এই জিনিসটা সত্যিই দুঃস্কর।সেখানকার বেশিরভাগ শিক্ষককেই মনে হয় অন্য গ্রহের প্রাণী!!
একটু চিন্তা করে দেখুন, Undergrad Level এ পড়ানোর জন্য কি সত্যিই বিশ্বসেরা University থেকে বড় বড় ডিগ্রীর খুব বেশি দরকার আছে? নাকি শিক্ষকের আন্তরিকতাটা বেশি Important? আর হুম একটি ব্যাপার, ইদানিং বেশকিছু Private university তেও অনেক বড় বড় ডিগ্রীধারী শিক্ষকরাও কিন্তু আছেন।

Private university তে ক্লাশ এর Overall ব্যাপারটা যদি চিন্তা করেন, মনে হ্য় না Public university থেকে খুব বেশি খারাপ।হুম Syllabus কম থাকে, কিন্তু যেটুকু topics এই পড়ানো হয়, তা হয় যথাস্বম্ভব Details. তাই এতটুকু নিঃস্বন্দেহে বলতে পারি, শুধূমাএ ক্লাশ এ শেখার মান চিন্তা করলে Private university আর Public university এর খুব বেশি পার্থক্য নাই।পার্থক্যটা গড়ে ওঠে আসলে ক্লাশ এর বাইরে।

পরিশেষে একটা কথা বলি, বাংলাদেশে Public university অথবা Private university কোনটার মনেই খুব বেশি উন্নত না। Successful Peoples দুই জায়গাতেই কম বেশি আছে।তবে Public university তে বেশি আছে, কারণ সেগুলো অনেক পুরাতন এবং অনেক ভাল ছাএ By Default
সেখানে ভর্তি হয়।এখানে university এর খুব বেশি কৃতত্ব নেই।তাই বরং তুলনামুলক বিচার না করে, আমরা যদি এই দুই টাইপেরেই university গুলোর সমস্যা গুলো নিয়ে চিন্তাভাবনা বা লেখালেখি করি সেটা অনেক কাজের হবে।








সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১২ রাত ৯:০৮
২৬টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কুরসি নাশিন

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৯ শে মে, ২০২৪ সকাল ১১:১৫


সুলতানি বা মোগল আমলে এদেশে মানুষকে দুই ভাগে ভাগ করা হয়েছিল৷ আশরাফ ও আতরাফ৷ একমাত্র আশরাফরাই সুলতান বা মোগলদের সাথে উঠতে বসতে পারতেন৷ এই আশরাফ নির্ধারণ করা হতো উপাধি... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধুর স্বপ্ন আর আদর্শ কতটুকু বাস্তবায়ন হচ্ছে

লিখেছেন এম ডি মুসা, ১৯ শে মে, ২০২৪ সকাল ১১:৩৭

তার বিশেষ কিছু উক্তিঃ

১)বঙ্গবন্ধু বলেছেন, সোনার মানুষ যদি পয়দা করতে পারি আমি দেখে না যেতে পারি, আমার এ দেশ সোনার বাংলা হবেই একদিন ইনশাল্লাহ।
২) স্বাধীনতা বৃথা হয়ে যাবে যদি... ...বাকিটুকু পড়ুন

কৃষ্ণচূড়া আড্ডার কথা

লিখেছেন নীলসাধু, ১৯ শে মে, ২০২৪ দুপুর ১:০২



গতকাল পূর্ব নির্ধারিত কৃষ্ণচূড়ায় আড্ডায় মিলিত হয়েছিলাম আমরা।
বছরের একটি দিন আমরা গ্রীষ্মের এই ফুলটির প্রতি ভালোবাসা জানিয়ে প্রকৃতির সাথে থাকি। শিশুদের নিয়ে গাছগাছালি দেখা, ফুল লতা পাতা চেনাসহ-... ...বাকিটুকু পড়ুন

সকাতরে ঐ কাঁদিছে সকলে

লিখেছেন হাসান মাহবুব, ১৯ শে মে, ২০২৪ বিকাল ৩:২৯

সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা।

কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা।।

ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে, সদাই ভাবনা।

যা-কিছু পায় হারায়ে যায়,... ...বাকিটুকু পড়ুন

বসন্ত বিলাসিতা! ফুল বিলাসিতা! ঘ্রাণ বিলাসিতা!

লিখেছেন নাজনীন১, ১৯ শে মে, ২০২৪ বিকাল ৪:০৯


যদিও আমাদের দেশে বসন্ত এর বর্ণ হলুদ! হলুদ গাঁদা দেখেই পহেলা ফাল্গুন পালন করা হয়।

কিন্তু প্রকৃতিতে বসন্ত আসে আরো পরে! রাধাচূড়া, কৃষ্ণচূড়া এদের হাত ধরে রক্তিম বসন্ত এই বাংলার!

ঠান্ডার দেশগুলো... ...বাকিটুকু পড়ুন

×