somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লুঙ্গি সমাচার.।.।.।.।.।.।.।.।.।.।.।

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাড়িধারায় নাকি লুঙ্গির উপর নিষেধাজ্ঞা জারি করসে। প্রতিবাদে যথারীতি ফেসবুক উত্তাল.।.।
চলেন মানুসের প্রতিক্রিয়া দেখ

Mudassir Salman

বীর বাঙ্গালী লুঙ্গি পরো,
বারিধারা ঘেরাও কর...

আমরা Fulltime টো টো করি Partime পড়ালেখা করি.

দাবি-১ বারিধারার নতুন নাম লুঙ্গীপাড়া করতে হবে
দাবি-২ সরকার কতরিক লুঙ্গী রক্ষা কমিটি গঠন করতে হবে এবং লুঙ্গীদ্রোহিদের চিনহিত করত্বে হব্বে......
নতুবা
বাড়িধারা পার্ক কে লুঙ্গী চত্বর ঘোষণা দেয়া হবে ।

হিমালয় হিমু

"লুঙ্গি লইয়া টানাটানি?!
হয়েছে বাঙ্গালীর মানহানি
খাইছি তোরে বারিধারা
করবি মোদের লুঙ্গিছারা??
লুঙ্গি পড়ে হাইট্টা যাবো
পারলে থামাইশ
থাপরাইয়া করবো দেশ ছাড়া!"

কবিতাটা ফেসবুকে পেলাম। শেয়ার করার লোভ সামলাতে পারলাম না।

Mohammed Ibrahim

লুঙ্গি ছাড়া পুরুষ মানে লবণ ছাড়া তরকারি :p :P

A N Faisal Ahmed

ওরা আমার পরনের লুঙ্গি কাইড়া নিতে চায়... :)

بالله مأمون Billah Mamun‎

কস কিরে তুরা !!!!!!!!!! লুঙ্গি নিয়া কথা কইছে ? আপত্তি তুলছে !!!!!!!! ছারখার কইরা দিমু বারিধারা

Mohammed Saifur Chowdhury

হৃদয়ে লুঙ্গি
"লুঙ্গি ছাড়া একদিন, বাঙ্গালীর শেষ দিন"

Ashiqur Rahman Amit

লুঙ্গি ধরে (পড়ুন পড়ে) মারো টান
বারিধারা সোসাইটি হবে খান খান!

সংখ্যালঘু নীল

চৌধুরী সাহেব !!! শেষ পর্যন্ত আপনেও আমার লুঙ্গি ধইরা টান দিলেন !!!
(-_-)

স্বাধীনচেতা মজনু

কিছুক্ষন আগে একজন লুঙ্গি পইড়া গ্যাংনাম স্টাইলে নাচার ব্যাপারে বলছিল। আমি ট্রাই করতে যাইয়া বারবার লুঙগি মাথায় উইঠা যাইতাছে।
কি করা যায়????

Mesbah Ahmed

ওরে লুঙ্গিয়ং নৈব ছাড়, নৈব ছাড়। :-P

Sarkar Afiq

প্রতিজ্ঞা করছি, এখন থেকে যখনই বারিধারা যাব, লুঙ্গি পরেই যাব। প্রয়োজনে ব্যাগে করে নিএ যাব, বারিধারা ঢোকার আগে বেল্ট দিয়ে বেঁধে পড়ে নিবো। পারলে ট্যাঁইন্যা খোল। এই আন্দোলন ১ দিনে সীমাবদ্ধ রাখলে হবেনা।

Sanvir Huda Shanto

"লুঙ্গি লই দিলে টান...বারিধারা হবে গুলিস্তান" ( প্রবাস থেকে লুঙ্গি মার্চের সাথে সংহতি প্রকাশ করছি) -_-

F.m. Nishan Chowdhury

"গণলুঙ্খি মঞ্চ" করা হোক :D চট্টগ্রাম থেকে লুঙ্খি মার্চ করে রওনা দিচ্ছি ।

'জয় হোক লুঙ্খির'

Dipu Zaman

যার নাই লুঙ্গি, তাঁর বাজামু পুঙ্গি

Shovan Kamal

আওয়ামী লীগ-
"লুঙ্গি পরায় বাধা প্রদান করে বিরোধীদলের মদদপুস্ট বারিধারার বাসিন্দারা প্রমাণ করলো তারা দেশের সার্বভোমত্তে বিশ্বাসী নয়।আপনারা জানেন জাতির পিতার প্রিয় পোশাক ছিলো লুঙ্গিটাই মৌলবাদে বিশ্বাসীরা এর বিরোধিতা করছে।জনগণ এর কঠিন জবাব দিবে।"

বি।এন।পি।-
"লুঙ্গি পরার অধিকার হরণের মাধ্যমে বাঙ্গালী জাতীয়তাবাদে আঘাত করার মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের মদদপুস্ট বারিধারার বাসিন্দারা প্রমাণ করলো তারা জনতার শাসন চায় না!"

জামাত-
"এই সরকার আল্লাহর দেওয়া বিধি-নিষেধ মানে নাৎআরা বিধর্মীদেরকে অনুকরণ করে।আর তাই লুঙ্গি পরার অধিকার কেরে নেওয়া হয়েছে।
(কালকেই ককটেল ফুটাই এর প্রতিবাদ করবো)

হেফাজতে ইসলাম-
"নাস্তিক বলগার্দের বাঁচানোর জন্যে এই প্রক্রিয়া।লুঙ্গি না পড়লে খুব দ্রুত লুঙ্গি উল্টাই জানা যাবে না খতনা হইছে নাকি হয় নাই।আর তার মাধ্যমে বেঁচে যাবে নাস্তিকেরা"

কঠিন জনতা-
"লুঙ্গি লইয়া টানাটানি?!
হয়েছে বাঙ্গালীর মানহানি
খাইছি তোরে বারিধারা
করবি মোদের লুঙ্গিছারা??
লুঙ্গি পড়ে হাইট্টা যাবো
পারলে থামাইশ
থাপরাইয়া করবো দেশ ছাড়া!"

মির্জা আব্বাস!
সত্যি বিচিত্র এ দেশ!

তবুও স্বপ্নবিলাস

ওভার ইসমাট বাঙালির কান্ড!! পরের ট্যাকা চুরি কইরা, ঘুষ খাইয়া, ব্যাংক ডাকাতি/প্রতারণা/ঋণখেলাপি/বাটপারি কইরা বড়লোক হইয়া এখন ইসমাট হওয়ার চেষ্টা করতেছে। চোরের দল সব।

কঠিন ইভেন্ট। সাধ্য থাকলে জয়েন করতাম। অনেক দূরে আছি, তাই পারতেছিনা। যারা পারেন জয়েন করেন। শুভ কামনা রইল, ইভেন্ট সফল হোক....

শাঈখ বনি

নো হাঙ্কিপাঙ্কি উইথ লুঙ্গি

Shishir Ŗahman

হালায় মনে হয় লুঙ্গির গিট দিবার পারে না।
নিজের যে দশা হইছে ঐডা যাতে আর কারো না হয় তাই এই পদক্ষেপ নিছে

Kazi Sabbir Ibna Ataur

যারা লুঙ্গি পড়ে অভ্যস্ত নন বা পড়লে Insecure Feel করেন তাদের জন্য ইন্সুরেন্সের ব্যবস্থা আছে।

ইন্সুরেন্সের ডিটেলঃ
আপাতত ২ টি পলিসির ডিটেল তৈরী করা হয়েছে।
১। এককালীন জরুরি ইজ্জত রক্ষা স্কিমঃ
লুঙ্গি পরিধানকারী যদি তাঁর যদি বিশেষ যেকোন একটি পরিধান কে অনিরাপদ মনে
করে তবে তিনি এই স্কিম এর বীমা গ্রহন করতে পারবেন। ঐ বিশেষ পরিধান থেকে
সদেচ্ছায় লুংগিত্যাগ পর্যন্ত বীমার মেয়াদ বহাল থাকবে।
নিম্নলিখিত ঘটনায় এই বীমার গ্রাহক ক্ষতিপূরন পাইবেন
ক) কোন প্রাকৃতিক (যেমন ঝোড়ো হাওয়া) কারনে লুঙ্গির সম্পূর্ণ বা ৮০ %
উন্মোচন।
খ) নিজের শত ভাগ অনেচ্ছাসত্বেও অন্যের দ্বারা জোরপূর্বক লুঙ্গির
সম্পূর্ণ বা ৮০ % উন্মোচন/হরণ। তবে নিজের ইচ্ছা জাগ্রত হইয়াছে প্রমানিত হইলে
উহা ক্ষতিপূরন এর উপযুক্ত বিবেচিত হইবে না।
গ) অনিচ্ছাকৃত হোচট খাওয়া বা ধাক্কা লাগিয়া পড়িয়া যাওয়ার কারনে লুঙ্গির
সম্পূর্ণ বা ৮০ % উন্মোচন।
এককালীন প্রিমিয়ামঃ ২০ টাকা থেকে শুরু।(গ্রাহকের ইজ্জতে মূল্য অনুযায়ী)
এককালীন ক্ষতিপূরন ঃ প্রিমিয়াম এর ৮০০% (সর্বোচ্চ) *

২। আজীবন ইজ্জত রক্ষা স্কিমঃ
গ্রাহকের বয়স ইজ্জতের মূল্য অনুযায়ী বাৎসরিক প্রিমিয়াম ও আপদকালীন ক্ষতিপূরন ধার্য করা হইবে। *

যোগাযোগ করুন
Kazi Sabbir
CEO, Founder
BaLICo: Banladeshi Lungi Insurance Company

নির্ঘন্টঃ ১। Alico এর সাথে আমদের কোন সম্পর্ক নাই।
২। আমদের কোথাও কোন শাখা নাই।
*শর্ত প্রযোজ্য।

শুভ কামাল

লুঙ্গি লই... ছুদুর বুদুর চইলতো নই...!!!

Barshan Baidya

kon hala korche lungi ban
hala der chera dimu pan
we are the lungi man....... B)

Xibon Khan

চৌধুরি সাহেব !!!!!!!!!
গুলশান বারিধারা বইলা আপনি লুঙ্গির মধ্যে হাত দিলেন,(ও তেরি)
আপনি ভুইলা যাইয়েন না,এই লুঙ্গি আমাগো ইজ্জত ও ঐতিহ্য।

চৌধুরি সাহেব !!!!!!!!!
মাইনা নিতে পারলামনা বইলা লুঙ্গি মার্চ দিলাম।

পারলে ঠেকান

Syed Sakib

আমাদের দৃষ্টান্ত হতে পারেন স্বাধীন বাংলা বেতার কেন্দের উদ্যোক্তা কবি বেলাল মুহাম্মদ।
তিনি তার সমগ্র কম্রজীবনে লুঙ্গি পড়েই অফিস করেছেন।
এটা খুবই বিরল।

Roktim Mustazabur Rahman

দুনিয়ার সুখ অনলি উইথ মাই লুঙ্গি

বিয়াফুক বিনুদুনে ভর্পুর B-)B-)B-)B-)
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কুরসি নাশিন

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৯ শে মে, ২০২৪ সকাল ১১:১৫


সুলতানি বা মোগল আমলে এদেশে মানুষকে দুই ভাগে ভাগ করা হয়েছিল৷ আশরাফ ও আতরাফ৷ একমাত্র আশরাফরাই সুলতান বা মোগলদের সাথে উঠতে বসতে পারতেন৷ এই আশরাফ নির্ধারণ করা হতো উপাধি... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধুর স্বপ্ন আর আদর্শ কতটুকু বাস্তবায়ন হচ্ছে

লিখেছেন এম ডি মুসা, ১৯ শে মে, ২০২৪ সকাল ১১:৩৭

তার বিশেষ কিছু উক্তিঃ

১)বঙ্গবন্ধু বলেছেন, সোনার মানুষ যদি পয়দা করতে পারি আমি দেখে না যেতে পারি, আমার এ দেশ সোনার বাংলা হবেই একদিন ইনশাল্লাহ।
২) স্বাধীনতা বৃথা হয়ে যাবে যদি... ...বাকিটুকু পড়ুন

কৃষ্ণচূড়া আড্ডার কথা

লিখেছেন নীলসাধু, ১৯ শে মে, ২০২৪ দুপুর ১:০২



গতকাল পূর্ব নির্ধারিত কৃষ্ণচূড়ায় আড্ডায় মিলিত হয়েছিলাম আমরা।
বছরের একটি দিন আমরা গ্রীষ্মের এই ফুলটির প্রতি ভালোবাসা জানিয়ে প্রকৃতির সাথে থাকি। শিশুদের নিয়ে গাছগাছালি দেখা, ফুল লতা পাতা চেনাসহ-... ...বাকিটুকু পড়ুন

সকাতরে ঐ কাঁদিছে সকলে

লিখেছেন হাসান মাহবুব, ১৯ শে মে, ২০২৪ বিকাল ৩:২৯

সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা।

কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা।।

ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে, সদাই ভাবনা।

যা-কিছু পায় হারায়ে যায়,... ...বাকিটুকু পড়ুন

বসন্ত বিলাসিতা! ফুল বিলাসিতা! ঘ্রাণ বিলাসিতা!

লিখেছেন নাজনীন১, ১৯ শে মে, ২০২৪ বিকাল ৪:০৯


যদিও আমাদের দেশে বসন্ত এর বর্ণ হলুদ! হলুদ গাঁদা দেখেই পহেলা ফাল্গুন পালন করা হয়।

কিন্তু প্রকৃতিতে বসন্ত আসে আরো পরে! রাধাচূড়া, কৃষ্ণচূড়া এদের হাত ধরে রক্তিম বসন্ত এই বাংলার!

ঠান্ডার দেশগুলো... ...বাকিটুকু পড়ুন

×