somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনে রাখার কথামনে রাখার কথা

১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পৃথবিীর সবচয়েে বড় ডাক্তার হলনে,
ডাক্তার কম খাওয়া, ডাক্তার শান্ত থাকা,
আর ডাক্তার আনন্দ।

জোনাথন সুইফট



দুশ্চন্তিার প্রধান কারণ
এলোমলেো ভাবনা।



যে জ্ঞান কাজে লাগানো যায় তাই মনে গঁেথে যায়।




কোনও মানুষ যখন আন্তরকি ভাবে কথা বলনে তখন তার কথায় য-েরঙ ফোটে তা কোনও যাদুকরও দখোতে পারে না।

আলকেজান্ডার উল্কট




শক্ষিা হলো জীবনরে নানা অবস্থার মোকাবলিা করার যোগ্যতা র্অজন।

ড. জন জি হবিনে




কোনও মানুষ যখন নজিরে মধ্যইে সংগ্রাম শুরু করতে যায় তখন বুঝতে হবে তার কছিুটা মূল্য আছ।ে

ব্রাউনংি

মানুষরে সঙ্গে মলোমশো করার জন্য মন ঠকি করে ননি।



যে কাজ করে অপররে মুখে হাসি ফোটানো যায়, সটোই ভাল কাজ।
হযরত মহম্মদ (সাঃ)


যত দূর সম্ভব হয় অন্যরে সঙ্গে মনরে মশ্রিণ ঘটান। জীবন নামক উত্তজেনাকর বস্তুটি পাঠ করার চষ্টো করুন। জীবনরে প্রতটিি কথা, শব্দ, প্রতটিি লাইন, প্রতটিি পৃষ্ঠাই পড়ে ননি। এ কাজ সারা জীবনরেÑ এটাই আপনার বা আমার কাছে সব কছিু-- আমাদরে র্বতমান ও ভবষ্যিৎ।



আগ্রহ জীবনকে উদ্দশ্যে দান কর।ে আপনার মধ্যে তীব্র আগ্রহ থাকলে আপনি কখনই আপনার নজিকেে আর নজিরে সুযোগকে নষ্ট করতে পারবনে না। আগ্রহ আর বনিষ্ট করার কাজ পাশাপাশি চলতে পারে না। আগ্রহ জীবনকে ধারালো করে তোল।ে



মনে রাখবনে অন্যায় সমালোচনা অনকে ক্ষত্রেইে আড়াল করা প্রশংসা।



অন্যরে জন্যই বাঁচার চষ্টো করুন। এটাই হল কাজ। এর থকেইে জন্ম নয়ে সাফল্য।



মানুষরে আর্শ্চয বশৈষ্ট্যি হল তারা বয়িোগকে যোগে রূপান্তরতি করতে পার।ে

আলফ্রডে এডলার




মনটাকে নড়াচরা করতে দনি, জীবন্ত ধারনা দয়িে মনে আলোড়ন তুলুন।
এইটাই হল আরও কাজরে চাকা ঘুরয়িে উৎপাদনরে ব্যবস্থা করা।


নয়িমানুর্বততিাই
র্স্বগরে প্রথম নয়িম।

জ্ঞানবান মানুষরে মত চন্তিা করুন কন্তিু কথা বলুন সাধারণ মানুষরে মতন।

এরস্টিটল

মানুষ জীবন কি তা জানার জন্য জন্মায় ন,ি জন্মছেে উপভোগ করার জন্য।


তোমার কাছে লবেু থাকলে শরবত তরৈী কর।

জুলয়িান রোজনে ওয়ালড



জীবনরে উদ্দশ্যে কবেল লাভ নয়িে নয়। য-েকোনও বোকাই তা পার।ে আসল প্রয়োজন ক্ষতি থকেে লাভ করা।



আপনারা চৌদ্দ দনিইে সরেে উঠবনে যদি এই নয়িমটা মনেে চলনে :
একবার ভবেে দখেুন, প্রতদিনি অন্তত একজনকে কভিাবে সুখী/খুশি করতে পারনে।

অ্যাডলার



যে শুধু নজিরে কথা ভাবে সে জীবনে কছিুই পায়না। সে বড় দুঃখী। কন্তিু অন্যরে উপকার যে করে সে জীবন পরপর্িূণ উপভোগ করতে পার।ে

হাউসম্যান


শুধু আজকরে জন্য কারো দোষ খুঁজবো না,
কাউকে নয়িন্ত্রণ বা উন্নত করার চষ্টো করব না।
অপররে প্রশংসা করবো,
কোনও সমালোচনা করবো না।

অল্প র্দশনে লোক নাস্তকি হয়, কন্তিু র্দশনরে মধ্যে ঢুকলে তাকে র্ধামকি হতইে হয়।
ফ্রান্সসি বকেন



সবচয়েে বড় শক্তি র্প্রাথনারকালইে সৃষ্টি হয়।

আলক্সেি ক্যারলে



র্স্বাথপররো যদি আপনার উপর টক্কো দতিে চায়, তাহলে তাকে তুচ্ছ জ্ঞান করে বাতলি করুন। শোধ নয়োর দরকার নইে। যখন শোধ নবোর চষ্টো করবনে জানবনে তার ক্ষতরি করার চয়েে নজিরেই বশেি ক্ষতি করবনে।



আপনার শত্র“কে ভালবাস, শত শত বার ক্ষমা কর।

যীশু



প্রাচীন প্রবাদ
যে লোক রাগতে জানে না সে র্মূখ,
যে রাগ করে না সে বুদ্ধমিান।


কারও যদি সাফল্যরে গোপন চাবকিাঠি থাক,ে তাহলে সটো থাকে তার অন্যরে কথার দৃষ্টকিোণ আর নজিরে দৃষ্টকিোণ বুঝে নওেয়ার ক্ষমতার মধ্য।ে

হনেরি র্ফোড


সউিক্স ইন্ডয়িানদরে র্প্রাথনা :
‘‘হে ঈশ্বর,
আমি যতক্ষণ না অন্য একজনরে মত অবস্থায় অন্ততঃ দু’সপ্তাহ কাটাচ্ছি ততক্ষণ যনে তার সমালোচনা না কর।ি”



জীবনে যা পয়েছেনে তারই হসিাব করুন, যা পাননি তার নয়।


যে বশিষে লোক অন্যদরে সর্ম্পকে আগ্রহী হতে চায় না সে দুনয়িার জীবন কাটাতে সবচয়েে অসুবধিায় সম্মুখীন হয় আর অন্যকওে আযাব দয়ে। এই ধরনরে মানুষ থকেইে সব রকম মানবকি র্ব্যথতার জন্ম নয়ে।

আলফ্রডে অ্যাডলার



কোনও লোক তার কাজে আনন্দ না পলেে কখনও সাফল্য লাভ করে না।

সব জনিসিই আসে ইচ্ছা থকেে আর প্রতটিি আন্তরকি র্প্রাথনাই সফল হয়।

র্তকে জতোর সব সরো উপায় হল র্তক না করা।

আমার জনপ্রয়িতা, আমার সুখ, আমার আয়, নর্ভির করে মানুষরে সঙ্গে আমার ব্যবহার করার দক্ষতার ওপর।


আপনি যা চান সটোর সম্বন্ধে বলা খুব সহজ। কন্তিু অপরে কি চায় সটো বুঝে ওঠা খুবই কঠনি।



নম্রতা আর দর্য়াদ্র ভাবই ক্রোধ আর শক্তরি চয়েে বশেি ক্ষমতাশালী।


যে শান্ত ভাবে চলে সে ঢরে দূর যায়।


স্বয়ং ভগবানও মানুষরে মৃত্যুর শষে দনিটি র্পযন্ত তাকে বচিার করনে না।

ড. জনসন



মানব চরত্রিরে গভীর এক আকাঙ্খা হল প্রশংসা পাওয়ার আকুত।ি
উইলয়িাম জমেস



মানুষরে হৃদয়ে প্রবশে করার একমাত্র উপায় হল তার সবচয়েে প্রয়ি বষিয় নয়িে কথা বলা।


লড়াই করে যথষ্টে পাবনে না, বরং নরম হলইে আশাতীত পাবনে।

বহু লোক ডাক্তার ডাকনে শুধু কথা শোনাবার জন্যই।



যে কাজ করে অপররে মুখে হাসি ফোটানো যায়, সটোই ভাল কাজ।
হযরত মহম্মদ (সাঃ)



ভাল কথা বল,
নইলে চুপ থাকো
হযরত মহম্মদ (সাঃ)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্মৃতিপুড়া ঘরে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৮ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৩০



বাড়ির সামনে লম্বা বাঁধ
তবু চোখের কান্না থামেনি
বালিশ ভেজা নীরব রাত;
ওরা বুঝতেই পারেনি-
মা গো তোমার কথা, মনে পরেছে
এই কাঠফাটা বৈশাখে।

দাবদাহে পুড়ে যাচ্ছে
মা গো এই সময়ের ঘরে
তালপাতার পাখাটাও আজ ভিন্নসুর
খুঁজে পাওয়া যাচ্ছে... ...বাকিটুকু পড়ুন

গরমান্ত দুপুরের আলাপ

লিখেছেন কালো যাদুকর, ২৮ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৫৯




মাঝে মাঝে মনে হয় ব্লগে কেন আসি? সোজা উত্তর- আড্ডা দেয়ার জন্য। এই যে ২০/২৫ জন ব্লগারদের নাম দেখা যাচ্ছে, অথচ একজন আরেক জনের সাথে সরাসরি কথা... ...বাকিটুকু পড়ুন

রাজীব নূর কোথায়?

লিখেছেন অধীতি, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:২৪

আমি ব্লগে আসার পর প্রথম যাদের মন্তব্য পাই এবং যাদেরকে ব্লগে নিয়মিত দেখি তাদের মধ্যে রাজীব নূর অন্যতম। ব্যস্ততার মধ্যে ব্লগে কম আসা হয় তাই খোঁজ-খবর জানিনা। হঠাৎ দু'একদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টির জন্য নামাজ পড়তে চায়।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩৮



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গত বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বৃষ্টি নামানোর জন্য ইসতিসকার নামাজ পড়বে তার অনুমতি নিতে গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটির অনুমতি দেয়নি, যার জন্য তারা সোশ্যাল... ...বাকিটুকু পড়ুন

=তুমি সুলতান সুলেমান-আমি হুররাম=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৬



©কাজী ফাতেমা ছবি

মন প্রাসাদের রাজা তুমি, রাণী তোমার আমি
সোনার প্রাসাদ নাই বা গড়লে, প্রেমের প্রাসাদ দামী।

হও সুলেমান তুমি আমার , হুররাম আমি হবো
মন হেরেমে সংগোপনে, তুমি আমি রবো।

ছোট্ট প্রাসাদ দেবে... ...বাকিটুকু পড়ুন

×