ভোটের ফলের বিরুদ্ধে মালয়েশিয়ায় বিক্ষোভ

মালয়েশিয়ায় সদ্য হয়ে যাওয়া নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে বুধবার পুলিশের নিষেধ উপেক্ষা করে বিক্ষোভে জড়ো হয়েছে বিরোধীরা।

আন্তর্জাতিক ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2013, 10:39 AM
Updated : 8 May 2013, 10:39 AM

নির্বাচনী ফলে কারচুপির অভিযোগ করে এ বিক্ষোভ ডেকেছেন দেশটির বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম।

এবারের নির্বাচনে জয়ী হয়েছেন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ক্ষমতাসীন জোট।

অর্ধ শতাব্দি ধরে মালয়েশিয়ার ক্ষমতায় থাকা জোট সরকার এবারের সাধারন নির্বাচনেও বিজয়ী হয়ে ক্ষমতা ধরে রেখেছে। তবে আগের যে কোনো বারের তুলনায় এবারই তারা সবচেয়ে খারাপ ফলাফল করেছে।

নির্বাচনে পার্লামেন্টের ২শ’ ২২টি আসনের মধ্যে নাজিবের বরিসন ন্যাশনাল(বিএন) বা ন্যাশনাল ফ্রন্ট ১শ’ ৩৩টি আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে, কিন্তু ২০০৮ সালের নির্বাচনে পাওয়া ১শ’ ৪০ আসন থেকে এবার ৭টি আসন হাতছাড়া হয়েছে।

অপরদিকে বিরোধীদলের আসন সংখ্যা বেড়েছে। গতবারের ৮২টির জায়গায় এবার তারা ৮৯টি আসন পেয়েছে।

বিএন নির্বাচনে কারচুপি বা ভোট জালিয়াতির অভিযোগ দৃঢ়তার সঙ্গে নাকচ করেছে।আর এ অভিযোগে বিরোধীদলীয় নেতা রাস্তায় রাস্তায় বিক্ষোভ ছড়িয়ে দিতে সমাবেশের জন্য ইচ্ছাকৃতভাবে ছোট্ট একটি স্টেডিয়াম বেছে নিয়েছেন বলেও অভিযোগ করেছে বিএন।

কিন্তু তিন পার্টির বিরোধীদলীয় জোট ভোটের ফল পুনর্গণনার জন্য ক্ষমতাসীন জোটের ওপর চাপ সৃষ্টি করছে।

ভোটের ফলের বিরুদ্ধে ৪০ হাজার বিক্ষোভকারী শোকের কালো পোশাক পরে বিক্ষোভ-সমাবেশে উপস্থিত হয়েছে।স্টেডিয়ামের গন্ডি পেরিয়ে ফুটবল মাঠ পরিপূর্ণ হয়ে গেছে মানুষে।

বুধবার ১২ টা ৩০ জিএমটি তে কেলানা জায়া স্টেডিয়ামে সমর্থকদেরকে জড়ো হওয়ার আহ্বান জানান আনোয়ার।

দেশের নির্বাচন নিয়ে অনিয়ম, কারচুপির বিরুদ্ধে তুমুল আন্দোলনের যাত্রা এর মধ্য দিয়েই শুরু হবে বলে জানান তিনি।