somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা অনেক কিছু শিখতে চাই কিন্তু পারছিনা তাদের জন্য যাতে সহজে কিছু তথ্য পায়। সমান্য প্রয়াস!!!

০১ লা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

052*বিসিএস-বাংলাঃ
০১।অনুবাদের ক্ষেত্রে যে বিষয়টিকে অটুট রাখা কর্তব্য-ভাব।
০২।গঠনগত দিক থেকে শব্দ-দুই প্রকার।
০৩।ফারসি প্রশাসনিক শব্দ-তোষক।
০৪।তৎপুরুষ সমাস-নয় প্রকার।
০৫।অনুসর্গ হল –অব্যয়।
০৬।যে জাতীয় শব্দের বানানে মূধ্যর্ণ ণ ব্যাবহ্নত হয়-তৎসম শব্দে।
০৭।হাতি শব্দের প্রতিশব্দ-কুঞ্জর।
০৮।বাংলা ভাষায় ধাতুর গণ-২০টি।
০৯।বাংলা ভাষায় যে কয়টি ধাতুর সব কালের রুপ পাওয়া যায় না তাদের কে বলে-অসম্পূর্ণ ধাতু।
১০।যে শব্দগুলো খাটি বাংলা শব্দের অতিশায়ন-অপেক্ষা,থেকে।
১১।বাক্যে যথাযথভাবে উপমা-অলংকার ব্যাবহার না করলে বাক্যের যে গুণ নষ্ট হয়-যোগ্যতা।
১২।বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করা-অনুসর্গের কাজ।
১৩।বাংলা ভাষায় ব্যাবহ্নত আরবি শব্দগুলোকে ভাগ করা হয়েছে-দুই ভাগে।
১৪।যে সমাসের ব্যাসবাক্যের দরকার হয় না –নিত্য সমাসের।
১৫।বাংলা ভাষায় যে শব্দগুলোকে খাটি বাংলা শব্দ বলা হয়-তদ্ভব শব্দগুলোকে।(চলবে)
054*বিসিএস-সাধারণ বিজ্ঞানঃ
০১।হলুদ ফুলকে নীল কাচের মধ্যে দিয়ে দেখলে-কালো দেখাবে।
০২।আকাশ নীল দেখায়-আলোর বিক্ষেপণের কারণে।
০৩। আলোর বিক্ষেপণের পরিমান নির্ভর করে-রং বা তরঙ্গ দৈর্ঘের উপর।
০৪। আলোর বিক্ষেপণ তরঙ্গ দৈর্ঘের সঙ্গে পরিবর্তিত হয়-ব্যস্তানুপাতিকভাবে।
০৫।যে আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশী-নীল আলোর।
০৬।যে অবস্থায় আকাশ সবচেয়ে নীল দেখায়-মেঘমুক্ত,নির্মল ও ধোয়াহীন অবস্থায়।
০৭।বায়ুমন্ডল না থাকলে আকাশ-কালো দেখাতো।
০৮।দুপুরবেলা সূর্যকে হলুদ দেখায়-আলোর বিক্ষেপনের কারনে।
০৯।আসমানি ও হলুদ মিলে যে বর্ণেরসৃষ্টি হয়-সাদা বর্ণের।
১০।আসমানি রঙের পরিপূরক বর্ণ-হলুদ বর্ণ।
১১।সূর্যাস্তের পর চাঁদের বরণ হয়-হলুদ।
১২।লাল,সবুজ,নীল এই তিনটি বর্ণকে বলা হয়-মৌলিক বর্ণ।
১৩।যে কোন পরমাণু আধান নিরপেক্ষ,কারণ পরমানুতে থকে সমান সংখ্যক-ইলেকট্রন ও প্রোটন।
১৪।বিভব যে রশি-স্কেলার রশি।
১৫।এসআই এককে বিভব পরিমাপ করা হয় যে এককে-ভোল্ট।(চলবে)
(কোন ভুল থাকলে অনুগ্রহপূর্বক উল্লেখ করবেন)
063*বিসিএস-বাংলা সাহিত্যঃ
০১।রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত ছোটগল্প-ভিখারিনী(১৮৭৪)
০২। রবীন্দ্রনাথের ঠাকুরের প্রথম সাক্ষরযুক্ত প্রকাশিত কবিতা-হিন্দু মেলার উপহার(১৮৭৫)
০৩। রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস-করুণা যা মাসিক ভারতী পত্রিকায় প্রকাশিত হয়(১৮৭৭-১৮৭৮ সাল পর্যন্ত)
০৪। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ-কবিকাহিনী(১৮৭৮)
০৫। রবীন্দ্রনাথের প্রথম গল্প সংগ্রহের নাম-ছোটগল্প(১৮৯৩)
০৬।রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম অভিনয় ছিল জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর রচিত-এমন কর্ম আর করব না নাটকে অলীক বাবুর ভূমিকায়।
০৭। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটক-বাল্মীকি প্রতিভা(১৮৮১)
০৮।গ্রন্থাকারে প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস-বৌঠাকুরাণীর হাট(১৮৮৩)
০৯।বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস-চোখের বালি।
১০। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ-বিবিধপ্রসঙ্গ(১৮৮৩)
১১। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গান-জ্বল জ্বল চিতা দ্বিগুণ দ্বিগুণ।
১২। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গদ্যগ্রন্থ-য়ুরোপ-প্রবাসীর পত্র।
১৩।হিন্দিতে অনূদিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস-রাজর্ষি।
১৪। রবীন্দ্রনাথ ঠাকুর তার যে কাব্য গ্রন্থটির নামকরণ করে যেতে পারেননি-শেষ লেখা।
১৫।আর্জেন্টিনার স্প্যানিশ ভাষার কবি ভিক্টোরিয়া ওকম্পোকে রবীন্দ্রনাথ ঠাকুর নাম দেন-বিজয়া।(চলবে)
(কোন ভুল থাকলে অনুগ্রহপূর্বক উল্লেখ করবেন)
057*বিসিএস-সাধারণ জ্ঞানঃ
০১।বিশ্বের প্রথম বায়োগ্যাস চালিত ট্রেন চলাচল শুরু হয়-সুইডেনে।
০২।চীনে বর্তমানে ইন্টারনেট ব্যাবহারকারির সংখ্যা-৪০ কোটি।
০৩।মেক্সিকো উপসাগর ও আল্টান্টিক মহাসাগরকে যুক্ত করেছে-ফ্লোরিডা প্রনালী।
০৪।ব্রিটেনের হাউস অব কমন্স এ দক্ষীন এশীয় নারী বংশোদ্ভূত এমপি-দুই জন।
০৫।টোডা উপজাতিরা বাস করে-ভারতে।
০৬।বিট্রিশ উপনিবেশের অন্তর্ভূক্ত হয়েও কমনওয়েলথ্ এর সদস্য নয়-শ্রীলঙ্কা।
০৭।আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর-আদ্দিস আববা।
০৮।ফ্লিট স্ট্রিট হল-সিনেমা হল।
০৯।আর্সেনিক দুষনমুক্ত এবং আক্রান্তদের চিকিৎসা সহায়তার জন্য মার্কিন সহায়তা বিলের নাম-HR-1646।
১০।ফাতিমা ভুট্টোর বাবার নাম-মুর্তজা ভূট্টো।
১১।ওয়াটারগেট কেলেঙ্কারির নায়ক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন যে দলের প্রেসিডেন্ট-রিপাবলিকান দলের।
১২।বর্তমানে বিশ্বে ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম রয়েছে-৩৮টি দেশে।
১৩।বাংলা প্রদেশ কয়টি বাংলা-ভাষাভাষী বিভাগ নিয়ে গঠিত হয়েছিল-৫টি।
১৪।আলেকজেন্ডার পোপ ছিলেন-একজন কবি।
১৫।এনফিল্ড নামক বন্দুক চালু হয়-১৮৫৬।(চলবে)
কোন ভুল থাকলে উল্লেখ করুন
058*বিসিএস বাংলাঃ-ব্যাকরণ
০১।ঙ,ঞ,ণ,ন,ম এই ৫টি বর্ণকে বলা হয় –অনুনাসিক বা নাসিক্য বর্ণ।
০২।অ –স্বরবর্ণটির কোন সংক্ষিপ্ত রুপ নেই।
০৩।বাংলা বর্ণমালায় হ্রস্বত্ব ও দীর্ঘত্বের জন্য-অর্থের কোন পার্থক্য হয় না।
০৪।ধ্বনি উৎপাদনের ক্ষেত্র ও উচ্চারনের মুল উপকরন-মুখবিবর,জিহ্বা,ওষ্ঠ।
০৫। বাংলা বর্ণমালায় ব্যাবহ্নত মাত্রাহীন বর্ণ গূলোর মধ্যে-৬ টি ব্যাঞ্জন বর্ণের।
০৬। বাংলা বর্ণমালায় ণ ও ন ধ্বনি দুটিতে-ঐক্য আছে।
০৭।যে ধ্বনি উচ্চারনের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয় না তাদের কে-অঘোষ ধ্বনি বলে।
০৮।ক ধ্বনিকে ক উচচারণ করতে চাইলে তার সাথে যোগ করতে হবে-অ ধ্বনি।
০৯। উচ্চারনের সুবিধার জন্য বাংলা ব্যাঞ্জন বর্ণের সাথে- অ স্বরধ্বনিটি যোগ করা হয়।
১০।শ,ষ,স,হ এই চারটি বর্ণকে বলা হয়- উষ্ম বর্ণ।
১১।যে ধ্বনি উচ্চারনের সময় বাতাসে চাপের আধিক্য থাকে তাকে-মহাপ্রাণ ধ্বনি বলে।
১২।প,ফ,ব,ভ,ম এই পাচটি বর্ণকে বলা হয়-দ্বিওষ্ঠ বর্ণ।
১৩।য ও ব এই দুটি বর্ণকে বলা হয়-অন্তঃস্থ বর্ণণ।
১৪।আধুনিক বাংলায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা-২৫ টি।
১৫।বাংলা বর্ণমালায় প্রকৃত ব্যাঞ্জন বর্ণ রয়েছে-৩৫ টি।(চলবে)
(কোন ভূল থাকলে উল্লেখ করুন)
BCS-ENGLISH
01.কামলা,আপনি সামলা-Physician,heal thyself.
02.কারও পৌষ মাস কারও সর্বনাশ-What is sport to one is death to another/One mans meat is another mans poison.
03.কিল খেয়ে কিল চুরি-To pocket an insult.
04.ক্ষিদে থাকলে নূন দিয়ে খাওয়া যায়-Hunger is the best sauce.
05.গাঁয়ে মানে না আপনি মোড়ল-A fool to others,to himself a sage/A self constituted leader.
06.গরু মেরে জুতা দান-To rob petter to pay paul/To add flame to injury.
07.গেঁয়ো যোগী ভিখ পান না-A prophet is not honoured in his own country.
08.গাছে কাঁঠাল গোঁফে তেল-To count ones chickens before they are hatched.
09.ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়-A burnt child dreads the fire.
10.চেনা বামুনের পৈতা লাগে না-A known face needs no painting/Good wine needs no bush.(To be continue)






১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ফাঁকফোকর-০৩

লিখেছেন সায়েমুজজ্জামান, ০৪ ঠা মে, ২০২৪ দুপুর ১২:৪২

যেকোনো চাকরির নিয়োগের পরীক্ষা চলছে। সেটা পাবলিক সার্ভিস কমিশন, বিভিন্ন সংস্থা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক বা উপজেলা পর্যায়ের কোনো কার্যালয়ে হতে পারে। এই নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হতে পারে। একজন... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অনাকাঙ্ক্ষিত অতিথি

লিখেছেন ইসিয়াক, ০৪ ঠা মে, ২০২৪ দুপুর ১:১২

(১)
মাছ বাজারে ঢোকার মুখে "মায়া" মাছগুলোর উপর আমার  চোখ আটকে গেল।বেশ তাজা মাছ। মনে পড়লো আব্বা "মায়া" মাছ চচ্চড়ি দারুণ পছন্দ করেন। মাসের শেষ যদিও হাতটানাটানি চলছে তবুও একশো কুড়ি... ...বাকিটুকু পড়ুন

ব্লগে বিরোধী মতের কাউকে নীতি মালায় নিলে কি সত্যি আনন্দ পাওয়া যায়।

লিখেছেন লেখার খাতা, ০৪ ঠা মে, ২০২৪ সন্ধ্যা ৬:১৮

ব্লগ এমন এক স্থান, যেখানে মতের অমিলের কারণে, চকলেটের কারণে, ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে অনেক তর্কাতর্কি বিতর্ক কাটা কাটি মারামারি মন্তব্যে প্রতিমন্তব্যে আঘাত এগুলো যেনো নিত্য নৈমিত্তিক বিষয়। ব্লগটি... ...বাকিটুকু পড়ুন

সিকান্দার রাজার চেয়ে একজন পতিতাও ভালো।

লিখেছেন ...নিপুণ কথন..., ০৪ ঠা মে, ২০২৪ রাত ৮:০৭

সিকান্দার রাজা কোকের বোতল সামনে থেকে সরিয়ে রাতারাতি হিরো বনে গেছেন! কিন্তু তাকে যারা হিরো বানিয়েছেন, তারা কেউ দেখছেন না তিনি কত বড় নেমকহারামি করেছেন। তারা নিজেদেরকে ধার্মিক বলে দাবি... ...বাকিটুকু পড়ুন

ব্লগার'স ইন্টারভিউঃ আজকের অতিথি ব্লগার শায়মা

লিখেছেন অপু তানভীর, ০৪ ঠা মে, ২০২৪ রাত ১১:০৫



সামুতে ব্লগারদের ইন্টারভিউ নেওয়াটা নতুন না । অনেক ব্লগারই সিরিজ আকারে এই ধরণের পোস্ট করেছেন । যদিও সেগুলো বেশ আগের ঘটনা । ইন্টারভিউ মূলক পোস্ট অনেক দিন... ...বাকিটুকু পড়ুন

×