somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই প্রথম আমি ডিজিটাল বাংলাদেশের স্বাধ পেলাম । ধন্যবাদ গ্রামীণ ফোন। ধন্যবাদ মোবিক্যাশ সার্ভিস।

০৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দু'দিন ধরেও কমলাপুর ষ্টেশন থেকে চট্রগ্রাম যাওয়ার কোন টিকিটই কিনতে পারছিলাম না। দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকার পরেও কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত সৎ ব্যক্তিগণ জানালেন ৬ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত কোন সময়ের সিটই খালি নাই। অসুস্থ গর্ভবতী স্ত্রীকে নিয়ে চিটাগাং যাওয়াটা প্রায় অনিশ্চিত হয়ে পড়ে। বাসে ঝাকি খাওয়ার ভয়ে এবং বাথরুমের সমস্যা থাকায় ট্রেনকেই একমাত্র মাধ্যম হিসাবে যেতে চেয়েছিলাম। কিন্তু সব টিকিট শেষ !!! মানলাম ঈদের সময় সব টিকিট বুক হয়ে যায় আগেই কিন্তু এখন কিসের সমস্যা। কাউন্টারের ভিতরে দেখলাম এক ব্যক্তিকে ১২ টি টিকিট হ্যান্ডওভার করতে কোন প্রকার লাইন ছাড়াই। বুঝলাম কপালে আর টিকিট নাই, সব কালোবাজারীর হাতে চলে গেছে।।
বিষন্ন মনে ঘরে ফিরছিলাম কারন চিটাগাং যেতেই হবে, আমার ব্যবসায়ের প্রয়োজনতো বটেই সেই সাথে আমার স্ত্রী দীর্ঘ দু'বছর পর চিটাগাং যেতে চাচ্ছে তাকে কিভাবে এভোয়েট করি; একেতো অসংখ্যবার চিটাগাং গেছি এই দু'বছরে একা একা। কিন্তু কোন বারই দু'দিনের বেশী থাকতে পারি নাই আবার চলে আসতে হয়েছে ঢাকায়। এসকল কারনে তাকে নেওয়া হতো না। যাই হোক হঠাৎ মনে পড়ল মোবাইলের মাধ্যমে টিকিট বুকিং দেওয়ার কথা। একটু আশার আলো মনের কোন জ্বেলে উঠল।

১২১ এ ফোন করে জেনে নিলাম টিকিট বুকিং সংক্রান্ত তথ্যের জন্য ১২০০ নম্বরে ডায়াল করতে। এবং কাষ্টমার ম্যানেজার চমৎকার ভাবে জানিয়ে দিলেন কি করে মোবিক্যাশ এর মাধ্যমে টিকিট কিনতে হয়। যথানিয়মে রেজিষ্ট্রি করে নিলাম। সময়টা ছিল হরতালের সন্ধ্যা, ৬ তারিখ সকালে মহানগর প্রভাতীর তিনটি টিকিট পেয়ে গেলাম কিন্তু মোবাইলে টাকা রিচার্জ করতে পারছিলাম না। কারন আমাকে যে একাউন্ট নম্বরটা দেওয়া হয়েছে তা ১২ ডিজিটের এবং গ্রমিন ফোন সেন্টার ছাড়া ১২ ডিজিট রিচার্জ করা যায় না। অনেক জায়গায় দৌড়া দৌড়িকরেও কোথাও কাষ্টমার কেয়ার সেন্টার খুঁজে পেলাম না। তাই সকালের জন্য আমাকে অপেক্ষা করতে হল।
অবশেষে ৭ তারিখ সকালের দুইটা এডল্ট ও একটা চিলড্রেন নিয়ে মোট তিনটি টিকিট কিনে ফেললাম মোবাইল ম্যাসেজের মাধ্যমে কোন প্রকার লাইনে না দাঁড়িয়ে। আমি বেশ অবাক হলাম, কারন ১১ তারিখ পর্যন্ত সব টিকিই বিক্রি হয়ে গেছে বলে আমাকে জানানো হয়েছিল তাহলে এই টিকিট কোথা থেকে এলো? আমি এজ এ টেষ্ট কেস হিসাবে আরো কয়েকবার টিকিট বুকিং দিলাম এবং সহজে পেয়ে গেলাম, যেহেতু টিকিট বুকিং দিতে পয়সা লাগে না তাই আমি বিভিন্ন সময়ের ট্রেনের সিট এভেলএবেলিটি চেক করছিলাম এবং প্রত্যেক বার আমি সিট পেয়ে যাই। আমাদের দেশের সরকারী চুকুরীজীবি অসৎ কমকর্তা এবং কর্মচারীর দৌরাত্ম এতো বেড়ে গেছে যে মাটির নীচে গেলেও এদের দেখতে পাবেন যে ঘুষ দাবী করছে।

যাইহোক নিজেকে প্রথমবারের মতো ডিজিটাল নাগরিক মনে হল। কোন ঝামেলা ছাড়া টিকিট কিনে ফেলাম; কিন্তু টিকিট সংগ্রহ করতে গিয়ে পড়লাম বিপাকে। সেখানে বসানো হয়েছে পুরানো আমলের এক এনালগ কর্মকর্তাকে যিনি একই সাথে ইন্ডিয়ার টিকিট দিচ্ছিলেন। কম্পিউটারের কি বোর্ড খুঁজে খুঁজে অক্ষর চেপে চেপে এক একটা টিকিট দিতে কমছেকম ২০ মিনিট পার করছিলেন। পায়ের গোঁছা ফুলে গেল শুধু টিকিটটা হাতে পেতে!

যেহেতু ঘন ঘন চিটাগাং যেতে হয় এবং প্রত্যেকবার বাসেই যাই ট্রেনের টিকিটের আশা ছেড়ে দিয়ে তাই মনের কোনে একটু আশার আলো জেগে উঠেছে গ্রামীন ফোনের "মোবিক্যাশ" সার্ভিসের কল্যানে।

ধন্যবাদ গ্রামীন ফোনের "মোবিক্যাশ" সার্ভিসকে।

আপনারা যারা ট্রেনে কোথাও যেতে চান তারা একদিন আগে ঘরে বসে ট্রেনের টিকিট বুকিং দিয়ে দিবেন কোন প্রকার ঝামেলা ছাড়াই। কিভাবে করবেন? নিচের ইনেসট্রেকশন ফলো করুনঃ

ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুনঃ
Tket
Send করুন ১২০০ নম্বরে এবং অপেক্ষা করুন ফিরতি মেসেজের জন্য।
আপনাকে একটা নতুন ১২ ডিজিটের একাউন্ট নম্বর এবং ৪ ডিজিটের পিন নম্বর দেওয়া হবে। এবার আপনার সিকিউরিটির জন্য পিন নম্বরটা চেঞ্জ করতে হবে এবং একটা নতুন পিন নম্বর দিতে হবে আপনার ইচ্ছা মতো। তবে সাবধান পিন নম্বরটা যেন পর পর সংখ্যা না হয় এবং আপনাকে অবশ্যই পিন নম্বর কোথাও লিখে রাখতে হবে যেন পরবর্তীতে ভুলে না যান। নতুন পিন নম্বর দেবার জন্য নিম্ন লিখিত বাটন চাপুনঃ

*777*4*পিন নম্বর (যা আপনাকে দেওয়া হয়েছে)*ভিন্ন চারটি পিন নম্বর (যা আপনি মনে রাখবেন)*পুনারয় একই নম্বর টাইপ করুন এবং# চেপে সেন্ড করুন।

ফিরতি মেসেজে আপনাকে কনফারমেশন জানানো হবে।
এবার আপনি *১৩১# চাপুন, আপনার সামনে নিচের অপশন আসবেঃ

1 Book Train Ticket
2 Purchase Train Ticket after Booking
3 Purchases train Ticket
4 Cricket Ticket

Answer button চেপে 1 Type করে সেন্ড করুন, এবার পর্যায়ক্রমে কোথা থেকে যাত্রা শুরু করবেন, কতো তারিখে যাত্রা শুরু করবেন, কোথায় যাবেন , কিধরনের সিটের জন্য বুক দিবেন, কয়টা সিট লাগবে ইত্যাদি ফলো করে যান এবং জেনে নিন টিকিটের মূল্য কতো। প্রয়োজনে নিকটস্থ গ্রামীন ফোনের কাষ্টমার কেয়ারে গিয়ে আপনার ১২ ডিজিটের একাউন্টে পূর্ব থেকেই রিচার্জ করে নিতে পারেন। কারন টিকিট না কিনলেও আপনি উক্ত টাকা আপনার ব্যালেন্সে ট্রানসফার করতে পারবেন। তাই ভয়ের কিছু নাই।

এর পর টিকিট করফারমেশন মেসেজ আসবে এবং গ্রামীন ফোন টিকিট প্রতি ২০ টাকা কমিশন নিবে। যা আপনার সময়ের মূল্য এবং রিক্সা ভাড়ার থেকে নেহাতই সামান্য। ব্যাস হয়ে গেল নিশ্চিত টিকিট এবং পেয়ে গেলেন নিরপদ জার্নির মজা।

আবারো ধন্যবাদ জানাই "মোবিক্যাশ" কে।
১৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাড গাই গুড গাই

লিখেছেন সায়েমুজজ্জামান, ১১ ই মে, ২০২৪ সকাল ৯:০৩

নেগোশিয়েশনে একটা কৌশল আছে৷ ব্যাড গাই, গুড গাই৷ বিষয়টা কী বিস্তারিত বুঝিয়ে বলছি৷ ধরুন, কোন একজন আসামীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে৷ পারিপার্শ্বিক অবস্থায় বুঝা যায় তার কাছ থেকে তথ্য পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

টান

লিখেছেন বাকপ্রবাস, ১১ ই মে, ২০২৪ সকাল ১০:২২


কোথাও স্ব‌স্তি নেই আর
বিচ্যুতি ঠেকা‌তে ছু‌টির পাহাড়
দিগন্ত অদূর, ছ‌বি আঁকা মেঘ
হঠাৎ মৃদু হাওয়া বা‌ড়ে গ‌তি‌বেগ
ভাবনা‌দের ঘুরপাক শূণ্যতা তোমার..
কোথাও স্ব‌স্তি নেই আর।
:(
হাঁটুজ‌লে ঢেউ এ‌সে ভাসাইল বুক
সদ্যযাত্রা দম্প‌তি... ...বাকিটুকু পড়ুন

স্বল্প আয়ের লক্ষ্যে যে স্কিলগুলো জরুরী

লিখেছেন সাজ্জাদ হোসেন বাংলাদেশ, ১১ ই মে, ২০২৪ দুপুর ১২:১৯

স্বল্প আয়ের লক্ষ্যে যে স্কিলগুলো জরুরীঃ


১। নিজের সিভি নিজে লেখা শিখবেন। প্রয়োজন অনুযায়ী কাস্টোমাইজ করার অভ্যাস থাকতে হবে। কম্পিউটারের দোকান থেকে সিভি বানাবেন না। তবে চাইলে, প্রফেশনাল সিভি মেকারের... ...বাকিটুকু পড়ুন

অহনা বলেছিল, তুমি হারাবে না

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১১ ই মে, ২০২৪ দুপুর ১:০৫

অহনা বলেছিল, তুমি হারাবে না
অহনা বলেছিল, আমি জানি আমি তোমাকে পেয়েছি সবখানি
আমি তাই নিশ্চিন্তে হারিয়ে যাই যখন যেখানে খুশি

অহনা বলেছিল, যতটা উদাসীন আমাকে দেখো, তার চেয়ে
বহুগুণ উদাসীন আমি
তোমাকে পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

শিয়াল ফিলিস্তিনীরা লেজ গুটিয়ে রাফা থেকে পালাচ্ছে কেন?

লিখেছেন সোনাগাজী, ১১ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:১০



যখন সারা বিশ্বের মানুষ ফিলিস্তিনীদের পক্ষে ফেটে পড়েছে, যখন জাতিসংঘ ফিলিস্তিনকে সাধারণ সদস্য করার জন্য ভোট নিয়েছে, যখন আমেরিকা বলছে যে, ইসরায়েল সাধারণ ফিলিস্তিনীদের হত্যা করার জন্য আমেরিকান-যুদ্ধাস্ত্র... ...বাকিটুকু পড়ুন

×