somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযুদ্ধের গবেষক, মুক্তিযুদ্ধের চেতনার ধর্ষক।

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিয়ষবস্তু খুবই পরিস্কার। আজ দেখলাম শাহবাগে অনশনরত শহীদ রুমি স্কোয়াড এর ছেলেরা জামাত শিবিরের নিষিদ্ধের দাবীতে আমরণ অনশন করছে এবং তাদের সেই অনশনের ব্যাপারে অমি রহমান পিয়াল নেতিবাচক মন্তব্য করেছে।

"বঙ্গবন্ধুর খুনি বজলুল হুদার পোলার ডাকা অনশনে আমার সমর্থন নাই, সাইন বোর্ডে রুমি ভাইর নাম থাকলেও..."--- Omi Rahman Pial

আসেন তথাকথিত গবেষকের চরিত্রের ময়না তদন্ত করি। কে এই অমি রহমান পিয়াল। ব্যক্তিগত পরিচয় নাই তার সাথে আমার। কিন্তু তাকে আমি চিনি যৌবনজ্বালা নামক বাংলাদেশী পর্ণ ওয়েব পোর্টাল এর মাধ্যমে। সে যৌবনজ্বালার একজন সেলিব্রেটি অ্যাডমিন। তার চটি পরে, দুর্লভ বাংলাদেশী ভিডিও ক্লিপ, দেশী কন্যাদের ক্যানডিড পিক দেখে কত ছেলের প্যান্ট খারাপ হয়েছে তার হিসাব নাই। আমি নিজেও কত রাত পার করেছি এসব দেখে! ২০০৭/০৮ এর দিকে ব্লগ এর সংখ্যা তেমন একটা ছিলনা। যৌবনজ্বালার মত আরও একটা ব্লগ ছিল পর্ণ আড্ডা। মূলত পর্ণ আড্ডাতে ভাংগন ধরে যার ফলশ্রুতিতে যৌবনজ্বালা সৃষ্টি হয়। এসব ব্লগ গুলোতে মুক্তিযুদ্ধ, ধর্ম, টেকনোলজি ইত্যাদি নিয়ে আলোচনা হলেও মূলত যৌন সুড়সুড়িদায়ক বিষয়গুলোই প্রাধান্য পেত। ২০১০ সালের বইমেলায় যৌবনজ্বালা একটি স্টল নেয়। সেখানে মুক্তিযুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে গণস্বাক্ষর নেয়া শুরু হয়। আসলে মু্ক্তিযুদ্ধের চেতনাকে পুজি করে চলে যৌবনজ্বালার প্রচারণা। এক বা দুই দিন পর দৈনিক পত্রিকাতে এই নিয়ে রিপোর্ট বের হলে পরদিন থেকে ওই স্টলে আর কাওকে দেখা যায়নি। মুক্তিযুদ্ধের চেতানা প্রধান হয়ে থাকলে কিসের ভয়ে তারা পালিয়েছিল সেটা বোধগম্য নয়। তখন আ.লীগ ক্ষমতায় এবং যুদ্ধাপরাধীদের বিচার করা তাদের প্রতিশ্রুতি।

আসেন আর একটু পিছে যাই। চমেক হাসপাতালের ছাত্র অমি রহমান পিয়াল চতুর্থ বর্ষে ডাক্তারী পড়া ছেড়ে দিয়ে মুক্তিযুদ্ধের গবেষণা করতে লেগে যান। কথিত আছে সে সময় তিনি নেশার খপ্পরে পড়েছিলেন। এটার সত্য মিথ্যা জানিনা যদিও। কোন বিষয়ে গবেষনা করতে যে মেধা এবং অধ্যাবসায় দরকার হয়, নিজের পড়া যে শেষ করেনা, তার কতটুকু সৃজনশীলতা থাকবে সেই গবেষণার ক্ষেত্রে তা নিয়ে আমার যথেষ্ঠ সন্দেহ আছে। তারপরেও ধরে নিলাম সে মুক্তিযুদ্ধ নিয়ে পড়াশোনা করেছে রসময় গুপ্ত পড়ার পাশাপাশি।কিন্তু এই চেতনার বিস্তৃতির জন্য পর্ণ ব্লগের ব্যানারে জনমত গঠন কোন শালীনতার মধ্যে পড়ে আমার জানা নেই। এটা অনেকটা মলত্যাগ করতে বসে সুরা পড়া/ শ্লোক পড়ার মত ব্যাপার। এ যেন মায়ের অসন্মানের বিচার চাইতে পতিতালয়ে যাওয়া। অন্য যেকোন প্রতিষ্ঠানের বা সংগঠনের ব্যানারে কি সেটা করা যেত না? যেত, কিন্তু তাতে যৌবনজ্বালার পাবলিসিটি হত না। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে পিয়ালের ব্যবসার শুরুটা এখানেই।

শাহবাগে যখন আন্দোলন শুরু হল, অমি পিয়ালকে দেখে, তার কথাবার্তায় মনে হয়েছিল, সে তার কথা বলা, এবং যুক্তি প্রদানের গুনটাকে আন্দোলনের জন্য ব্যবহার করছে। শুরুর ২ দিনের মাথায় সে টিভিতে এক শোতে খুব দ্বায়িত্ব নিয়ে বলল, তার কিংবা ইমরানের সাথে কোন রাজনৈতিক দলের কোন সম্পর্কই নেই। অথচ এর কিছুদিন পরই দেখা গেল এরা প্রকাশ্যে আ.লীগের দালালী করে বেরাচ্ছে। চট্টগ্রাম যাবার পথে অবৈধ অস্ত্রসহ রাবের হাতে ধরা পরার পরও কোন অভিযোগ আনা হয়নি এটা তার ছোট্ট একটা প্রমাণ। এরপর তো টিভিতে বলেই দিল যে আ.লীগের দ্বারা মুক্তিযুদ্ধ হয়েছে, কাজেই একই চেতনা থাকলে সমস্যা নাই। আন্দোলনের ১০ দিনের মাথায়, যখন শাহবাগে, দল-মত নির্বিশেষে সাধারন মানুষের আগমন হতে থাকল, আন্দোলন যখন আ.লীগের জন্য নিজের মত করে চালনা করা একটু বেকায়দার হয়ে পড়ল, কেননা সাধারণ মানুষের এত সমাগমের মাঝে দলীয় করন করাটা বেশ কঠিন। ঠিক সেই মূহুর্তে রাজীব হায়দার খুন হল।সেই রাতে তার সাথে আমার কথা হয়েছিল ফেসবুকে।এই নিয়ে আমি একটা পোষ্ট করেছি।তখন তার কথা বার্তায় আমার কাছে পরিস্কার হল যে, আন্দোলনের স্বার্থ দেখাটা তার মূল উদ্দেশ্য নয়। অনেকেই তাকে পরিস্কার ভাবে বলেছে যে, রাজিবকে নিয়ে বাড়াবাড়ি আন্দোলনকে ক্ষতিগ্রস্থ করবে। তারপরও জেনে শুনেই সব করা হয়েছে। এবং ফলাফল সবার সামনে। পরোক্ষভাবে এরাই সাধারন মানুষকে দ্বিধান্বিত করেছে। কেননা এরা ভালভাবেই জানে আসিফ এবং রাজিব ধর্মবিদ্বেষী লেখা লিখেছিল। এবং তাকে সামনে আনা মানেই সাধারন মানুষকে ভাগ করে দেয়া।

আন্দোলনরত ব্লগারদের মধ্যে সবচেয়ে বড় ফেমস্লাট হল এই লোকটা। আন্দোলনটা যেন আ.লীগের পক্ষে থাকে তার জন্য সকল প্রচেষ্টাই করেছে। এখন কতগুলো নিরপেক্ষ ছেলে অনশন শুরু করাতে এর মত ফেমস্লাট রা বেকায়দায় পরে গিয়েছে, এবং এত কাঠখড় পুড়িয়ে যে আন্দোলন আ.লীগ কে বাচানোর জন্য করা হচ্ছে, সেই আন্দোলন যেন আবার সাধারন মানুষের হাতে না চলে যায় সেজন্য কিছু মিথ্যা ধোঁয়া তুলছে। মূলত মুক্তিযুদ্ধের চেতনাকে পুজি করে খাওয়ার অভ্যাসটা আ.লীগ বা তার দালালদের পুরোনো স্বভাব। সেটা পর্ন সাইটের বিজ্ঞাপনের জন্যই হোক আর সাধারন মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলা করে, ক্ষমতা আঁকড়ে থাকার জন্যই হোক।

মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে জাতির সাথে এমন প্রতারণা করা, সেই চেতনাকে বলাৎকার করে হত্যা করার মতই। এদের এখনি প্রতিহত না করা হলে এমন একটা সময় আসবে যখন মুক্তিযুদ্ধের কথা বললেই শঙ্কা জাগবে, এও আবার মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করতে আসেনিতো?
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪১
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাড গাই গুড গাই

লিখেছেন সায়েমুজজ্জামান, ১১ ই মে, ২০২৪ সকাল ৯:০৩

নেগোশিয়েশনে একটা কৌশল আছে৷ ব্যাড গাই, গুড গাই৷ বিষয়টা কী বিস্তারিত বুঝিয়ে বলছি৷ ধরুন, কোন একজন আসামীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে৷ পারিপার্শ্বিক অবস্থায় বুঝা যায় তার কাছ থেকে তথ্য পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

টান

লিখেছেন বাকপ্রবাস, ১১ ই মে, ২০২৪ সকাল ১০:২২


কোথাও স্ব‌স্তি নেই আর
বিচ্যুতি ঠেকা‌তে ছু‌টির পাহাড়
দিগন্ত অদূর, ছ‌বি আঁকা মেঘ
হঠাৎ মৃদু হাওয়া বা‌ড়ে গ‌তি‌বেগ
ভাবনা‌দের ঘুরপাক শূণ্যতা তোমার..
কোথাও স্ব‌স্তি নেই আর।
:(
হাঁটুজ‌লে ঢেউ এ‌সে ভাসাইল বুক
সদ্যযাত্রা দম্প‌তি... ...বাকিটুকু পড়ুন

স্বল্প আয়ের লক্ষ্যে যে স্কিলগুলো জরুরী

লিখেছেন সাজ্জাদ হোসেন বাংলাদেশ, ১১ ই মে, ২০২৪ দুপুর ১২:১৯

স্বল্প আয়ের লক্ষ্যে যে স্কিলগুলো জরুরীঃ


১। নিজের সিভি নিজে লেখা শিখবেন। প্রয়োজন অনুযায়ী কাস্টোমাইজ করার অভ্যাস থাকতে হবে। কম্পিউটারের দোকান থেকে সিভি বানাবেন না। তবে চাইলে, প্রফেশনাল সিভি মেকারের... ...বাকিটুকু পড়ুন

অহনা বলেছিল, তুমি হারাবে না

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১১ ই মে, ২০২৪ দুপুর ১:০৫

অহনা বলেছিল, তুমি হারাবে না
অহনা বলেছিল, আমি জানি আমি তোমাকে পেয়েছি সবখানি
আমি তাই নিশ্চিন্তে হারিয়ে যাই যখন যেখানে খুশি

অহনা বলেছিল, যতটা উদাসীন আমাকে দেখো, তার চেয়ে
বহুগুণ উদাসীন আমি
তোমাকে পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

শিয়াল ফিলিস্তিনীরা লেজ গুটিয়ে রাফা থেকে পালাচ্ছে কেন?

লিখেছেন সোনাগাজী, ১১ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:১০



যখন সারা বিশ্বের মানুষ ফিলিস্তিনীদের পক্ষে ফেটে পড়েছে, যখন জাতিসংঘ ফিলিস্তিনকে সাধারণ সদস্য করার জন্য ভোট নিয়েছে, যখন আমেরিকা বলছে যে, ইসরায়েল সাধারণ ফিলিস্তিনীদের হত্যা করার জন্য আমেরিকান-যুদ্ধাস্ত্র... ...বাকিটুকু পড়ুন

×