somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ্যান্টিভাইরাস সমস্যা ও তার সমাধান-২০১২ [সব একত্রে]

২২ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই Antivirus ব্যবহার করেন ।
কেউ কেউ টাকা দিয়ে Commertial License কিনে ব্যবহার করেন । আবার কেউ কেউ নেট থেকে ট্রায়াল ভার্সন ব্যবহার করে থাকেন ।
Commertial License কিনে ব্যবহার করলে তো ১ বছরের জন্য ঝামেলামুক্ত ।
আর ট্রায়াল ভার্সন ব্যবহার করে থাকলে তো তা একমাস পরে আর কাজ করে না ।
আবার কেউ কেউ ক্রাক করে ব্যবহার করেন ।
আসলে ক্রাকগুলো মূলত কর্মাশিয়ল লাইসেন্সের হয়ে থাকে ।
এখানে আবার জ্বালা আছে । দুদিন পর পর কোম্পানি এই ক্রাক লাইসেন্স গুলো করে দেয় Black Listed
ফলে আবার খুজতে হয় নতুন কার্যকরী লাইসেন্স ।
নেটে আপনি অনেক ধরনের ক্রাকই পাবেন । যা বিভিন্ন মেয়াদের হয়ে থাকে । কোন কোন টা আবার ১০-২০ বছরের ও হয়ে থাকে !
কিন্তু এগুলো ব্যবহারের জ্বালা ঐ একই । মানে কিছু দিন পর পর আবার লাইসেন্স খুজতে হয় ।
অনেকে এটাকে সহজ ভাবেই মেনে নেন ।কারন সে মনে করে আমি বিনে পয়সা দিয়ে Antivirus ব্যবহার করি । টাকা বাচাই ফলে এটুকু ঝামেলা তো স্বীকার করে নিতেই হবে ।
আসলে এই চিন্তাটাই বুদ্ধিমানের চিন্তা ।
তবে আসুন আজকে এই ঝামেলা থেকে আমি মুক্তি দিই ।



আমরা এক্ষেত্রে Antivirus এর Trail reseter ব্যবহার করব ।
আসলে ট্রায়াল হচ্ছে এমন একটা সফটওয়্যার যা আপনাকে কোম্পানি দেয় সীমিত ব্যবহারের জন্য । যদি ভালোলাগে তো আপনাকে তখন পয়সা দিয়ে কিনে ব্যবহার করতে হবে ।
Trail বা ফ্রী দেবার উদ্দেশ্য আসলে এটাই ।
আর আমরা আজকে কোম্পানির এই সুযোগটাকেই কাজে লাগাব ।
Trail reseter আমাদের Antivirus কে একট নির্দিষ্ট Date এ Fixed করে রাখবে ।
ফলে আমরা আজীবন বা পুরো বছরটাই এটা থেকে সুবিধা নিতে পারব ।
এটা পুরো ফুল ভার্সনের মতই কাজ করবে । কিন্তু আপডেট নিতেও ঝামেলা করবে না ।

Pc'র জন্য কোন Antivirus টি আপনি বেছে নিবেন সে ব্যাপারে আমি আগেও পোষ্ট করেছি ।
আপনারা আগ্রহী থাকলে নিচের লিংক থেকে পড়ে নিতে পারেন ।
Antivirus সমগ্র

Kaspersky




যাদের পিসিতে ক্যাসপারস্কি ইন্সটল করা আছে বা ব্যাকআপে আছে তাদের দরকার নেই । আর যাদের নেই তারা নিচের লিংক থেকে Download করে নিতে পরেন ।



Downloading Link

Kaspersky 2012


Kaspersky 2011





Crack লিংক

Kaspersky 2012 Crack

অথবা
Kaspersky 2012 Crack


Kaspersky 2011 Crack


কিভাবে Crack করবেন :

ক্যাসপারিস্ক ২০১২

১. Disable করে দিন Self-Defense.
2. ডান পাশের ট্রে আইকন থেকে Kaspersky কে Exit করুন ।
৩.এবার Trail reseter run করান ।
৪.new trial period Active হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ।
ব্যাস হয়ে গেল ।

ক্যাসপারিস্ক ২০১১

ক্যাসপারিস্ক ২০১১ ইন্সটল কের শুধু ক্রাক টা
আগের প্রক্রিয়ায় ইন্সটল দিন ।



ESET NOD 32




যাদের পিসিতে ESET ইন্সটল করা আছে বা ব্যাকআপে আছে তাদের দরকার নেই । আর যাদের নেই তারা নিচের লিংক থেকে Download করে নিতে পরেন ।

Downloading Link

ESET 5


Crack লিংক

ESET 5 crack


কিভাবে Crack করবেন :

ESET Install করা থাকলে তো ঝামেলা নেই । আর Install করা না থাকলে Install করে নিন ।
এবার পিসি Safe Mood এ Boot করেন । (PC Restart দিয়ে F8 এ চাপুন)
এবার ক্রাক ফাইলটিতে ডাবল কিক্ল করুন ।
Enable এ চাপুন
পিসি নরমাল ভাবে রান করুন ।
ব্যাস হয়ে গেল ।
জীবনেও এর মেয়াদ(৩১ দিন দেখাবে মেয়াদ ৩১ দিন ই থাকবে) শেষ হবে না ।






NORTON




HOW TO CRACK:

1) নরটন এর যে কোন একটি অর্থাৎ Internet security / Antivirus Install করুন

2) এবার ৩০ দিনের ট্রায়াল এর জন্য আপনাকে রেজিট্রেশন করতে হবে । ৩০ সেকেন্ড সময় লাগবে আপনার কাজটি করতে হলে ।
3) এবার ৩০ দিনের ট্রায়াল পেয়ে গেলে নিচের Screen Shot Follow করুন :








Downloading Link
Norton™ Internet Security 2012 v 19.2.0.10

Norton™ Antivirus 2012 v 19.2.0.10


AVAST

AVAST এর জন্য কিচ্ছু করতে হবে না ।
আগে ডাউনলোড করেন , পরে নিচের নির্দেশাবলী অনুসরন করুন ।

Downloading Link
Avast Internet Security & Avast Pro Antivirus 6.0.128



Internet Connection Disconnect করুন ।
এই লিংকে পাবেন মানে ডাউনলোড করার পর Rar ফাইলের মধ্যে থাকবে
Avast Antivirus Free
Avast Antivirus Pro
Avast Antivirus Internet Security
যেটাকে আপনার পছন্দ হয় সেটা Install করুন ।
Install হয়ে গেলে exit করুন Application [ডান পাশের কোনার ট্রে থেকে ]
ক্রাক ফোল্ডর খুলুন
কোন ধরনের লক বা পাসওয়ার্ড চাইলে ZeNiX ব্যবহার করুন ।
এবার ক্রাক এ ডাবল ক্লিক করুন
আপনার পোডাক্ট মানে একটু আগে যেটা Install দিয়েছেন সেটা Choose করুন ।
Crack it and apply load key
ব্যাস হয়ে গেল
আর না বুঝলেও সমস্যা নাই
ভেতরে Screen Shot দেয়া আছে


AVIRA



ভাইসব
নিচে লিংক দিলাম
ডাউনলোড করেন আর ইন্সটল দেন
ভেতরে কী আছে
সেটা ব্যবহার করেন
দেখেন কি মজা
২০১৪ সাল পর্যন্ত মেয়াদ

Downloading Link
Avira Anti Virus Premium 8.1.0.367 Plus Key Till 2014

MCAFEE

ভাইসব
নিচে লিংক দিলাম
ডাউনলোড করেন আর ইন্সটল দেন
ভেতরে কী আছে
সেটা ব্যবহার করেন
দেখেন কি মজা

Downloading Link
McAfee VirusScan Enterprise 8.8



PANDA





Downloading Link

Panda Cloud AntiVirus Pro 1.4.00(OEM)





প্লিজ ভালো লাগলে কমেন্ট করুন ।
আর হ্যা যে কোন প্রশ্ন বা জিজ্ঞাসা করার জন্য নিচের লিংকে যান
DIGITAL TEAM LTD

এটি আমার IT Group যে খানে ইতমধ্যে প্রায় ৩৫০০ সক্রিয় মেম্বার রয়েছে ।
আপনাদের কে ও স্বাদর আমন্ত্রন জানাচ্ছি ।

সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৩২
২৭টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহর সাহায্য

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৫ শে মে, ২০২৪ রাত ৯:৪০



দুই মেয়ের পরীক্ষা বিধায় আমার স্ত্রীকে লক্ষ্মীপুর রেখে আসতে গিয়েছিলাম। বরিশাল-মজুচৌধুরীর হাট রুটে আমার স্ত্রী যাবে না বলে বেঁকে বসলো। বাধ্য হয়ে চাঁদপুর রুটে যাত্রা ঠিক করলাম। রাত... ...বাকিটুকু পড়ুন

ডয়েজ ভেলে'র প্রকাশিত এই প্রামাণ্যচিত্রটি বেশ উদ্বেগজনক

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৫ শে মে, ২০২৪ রাত ১১:২২

বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিভিন্ন বাহিনী থেকে প্রশ্নবিদ্ধ কর্মকান্ডে যুক্ত সৈনিকদের ইউ.এন. এর পিস কিপিং মিশনে পাঠানোর বিষয়ে ইউ.এন. এর কর্মকর্তাগণ বেশ উদ্বিগ্ন। এ বিষয়ে ডয়েচ ভেলে ক'দিন আগেই একটি প্রামাণ্যচিত্র... ...বাকিটুকু পড়ুন

নজরুলের চিন্তার কাবা প্রাচ্য নাকি পাশ্চাত্য?

লিখেছেন আরেফিন৩৩৬, ২৬ শে মে, ২০২৪ ভোর ৫:০৫


কাজী নজরুলের বড় বিপত্তি তিনি, না গোঁড়া ধর্মীয় লোকের কবি আর অতিমাত্রায় বামের কবি, না হোদাই প্রগতিশীলের কবি। তিনি সরাসরি মধ্যপন্থীর। অনেককেই দেখি নজরুলের কিছু কথা উল্লেখ করে বলেন কাফের।... ...বাকিটুকু পড়ুন

ঘূর্ণিঝড় রিমাল সর্তকতা।

লিখেছেন কাল্পনিক_ভালোবাসা, ২৬ শে মে, ২০২৪ দুপুর ১:০৩

প্রিয় ব্লগারবৃন্দ,
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রিমাল প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে এবং ইতিমধ্যে বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে। সংশ্লিষ্ট অঞ্চলগুলোর ব্লগারদের কাছে যদি স্থানীয় ঝড়ের অবস্থা এবং ক্ষয়ক্ষতি নিয়ে কোন... ...বাকিটুকু পড়ুন

বিংশ শতাব্দীতে পৃথিবীতে চিরতরে যুদ্ধ বন্ধের একটা সুযোগ এসেছিল!!

লিখেছেন শেরজা তপন, ২৬ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:০৩


মনে হয় শুধু মানুষের কল্পনাতেই এমন প্রস্তাবগুলো উপস্থাপন সম্ভব- যদি বাস্তবে হত তবে কেমন হত ভাবুন তো?
প্রত্যেকটি দেশের সমস্ত রকমের সৈন্যদল ভেঙে দেওয়া; সমস্ত অস্ত্র এবং সমর-সম্ভার, দুর্গ,... ...বাকিটুকু পড়ুন

×