somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপ্রিয় সত্য

১৫ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি প্রায়ই অনেকের কাছে প্রশ্নের সম্মুখীন হই- যে আমার এতো দুর্নাম কেন? কখনো জবাব দিতে হয় নীরব থেকে আবার কখনো কাউকে জবাব দিতে হয় কিছুটা ঘুরিয়ে পেছিয়ে। আমার ব্যাপারে যে এতো আলোচনা, অনুসন্ধান বা গবেষণা করা হয় তা শুনে আমি একটু নয় পুরোপুরি পুলকিত হই। যার যার খেয়ে পরে জীবনের মহামুল্যবান সময় যে সামান্য আমার পেছনে ব্যয় করছে পরিচিতি, অপরিচিত, আত্বীয়-স্বজন, অনাত্বীয়, অজানা, অচেনা, ব্যবসায়ী কিংবা সমাজিক অথবা ধর্মীয়ভাবেও যাদের সাথে নুন্যতম সম্পর্ক নেই তাহারাও। যখন শুনি আলোচনায় যোগ দিয়ে আমাকে ধন্য করেন, তখন নিজেকে গর্বিত না ভেবে কি উপায় আছে কোন? আমি আমার অঙ্গনে আড্ডায় কম যাই না। গভীর রজনী আড্ডায় আলোচনায় কাটিয়েছি। আমার গাফলতি বা দোষ নেই তা কখনো বলি না- অপরাধের সরল স্বীকারোক্তি আমি সব সময়ই দিয়ে থাকি। যখনই আমি বুঝতে পারি আমার দ্বারা কোন ভুল হয়ে গেছে তখনি আমি ভুল স্বীকার করে ক্ষমাপ্রার্থী হই। সে হোক আপন কিংবা পর, ছোট অথবা বড়। স্বদেশী বা বিদেশী।

আমার বিরুদ্ধে অভিযোগের সংখ্যা বা সীমা নেই। এ পর্যন্ত যতটুকু কানে পৌঁছেছে তা হিসেব করে দেখলাম, আমার বর্তমান ৪০ বৎসরের প্রতিটি দিন বা মুহুর্ত হিসেব করলে অভিযোগ বেশি হয়ে যাবে বয়স থেকে। অভিযোগের খাতায় এমন কিছু ঘটনা রয়েছে যা আমি নিজেই জানি না। যখন জানলাম তখন ভেবে দেখি সেই কাহিনী ঘাঠানোর মতো শক্তি কিংবা সামর্থ কোনটাই আমার নেই। আমি দীর্ঘ ২ বৎসর কোন ধরণের ব্যবসার সাথে জড়িত নই। ইচ্ছাকৃত ভাবে লোকসানকৃত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেছি, এরপরও অবাক করা অপবাদ ও দুর্নাম আমার। এমন কি আমাকে অনেকে কারাগার পর্যন্ত পাঠিয়ে দিচ্ছেন, অথচ কোর্টেরই কোন হাদিস নেই। আজগুবি সব কথাবার্তা ঐ সব কথা যখন তখন আনমনে আমি হাসি আর মনে মনে বলি আমি যেন ভালো হয়ে চলি। আমাকে তুমি ধৈয্য দাও শক্তি দাও প্রভু আরো যেন নিজেকে মহৎ কাজে জড়াতে পারি। আরো যেন বেশি বেশি জনগণের সেবা করতে পারি। আমি তোমার কাছে হেদায়েত চাই এবং সহজ সরল পথেই যেন চলি প্রভু, তুমি যে আমাকে জীবন দিয়েছো তা যেন আমি উৎসর্গ করতে পারি কল্যাণকর পথে। যখন আমাকে জিজ্ঞাস করা হয় তখন আমি উৎসাহ নিয়ে শুনি এবং আনন্দিত হই। এর কারণ হল ব্যর্থতা, অবজ্ঞা, অপবাদ, অবহেলা এসব জীবন চলতে পথে অনেক অভিজ্ঞতা অর্জন হয়। জানা যায় অনেক এবং তাহা থেকে চেনা স্পষ্ট করে ভাল মন্দ। মানুষের মধ্যে কে উত্তম তা অনুভব করা যায় সহজে মন্দেরও প্রকৃতি কি তা বুঝতে মোটেও কষ্ট হয় না। সর্বোপরি এসব জানলে নিজেকে সংশোধন, জীবনকে সংশোধীত করা যায়। অবশ্য ঐ সব পাত্তা দেওয়াও অযথা সময় নষ্ট করা। চলার পথে গতিরোধ করাটা সমীচিন মনে করি না। সন্দেহ পোষণ করে বা কারো কথা শুনে কাহারো ব্যাপারে অলীক কাহিনী বলা বা ছড়িয়ে দেওয়া হল চরম আত্মগ্যাতি একটি ব্যাপার। এই পর্যায়ের লোকগুলোকে খোদা খুবই ঘৃনিত ভাষায় উপস্থাপিত করেছেন। এবং তাদের পরিণতির চরমতা সম্পর্কে হুশিয়ার করেননি শুধু শাস্তিও নির্ধারিত করা এদের। তাদের অশান্তি আমি প্রায়ই লক্ষ অবলোকন করি এবং শঙ্কিত হয়ে যাই। বীণিতভাবে উপদেশ দেওয়া ছাড়া আর কিছুই করার থাকে না। আমি তাদের থেকে ক্রমাগত শিখছি এবং বিভিন্নভাবে উপকৃত হচ্ছি। দুর্নাম কিংবা অপবাদ, অবরোধ, প্রতিহত, প্রতিরোধ কোনটিই আমার জীবন চালাতে আটকাতে পারেনি এখনো। সেরা মধু পেতে হলে মৌমাছির আঘাত সহ্য করতে হয়। মৌমাছির হিং¯্র থাবায় কাতর হলে সেরা মধু পাওয়া যায় না। তেমনি সঠিকভাবে জীবন যুদ্ধে অযাচিত. অনাকাঙ্খিত, অপ্রত্যাশিত, ব্যবহার ও পরিস্থিতিকে মোকাবেলা করা প্রয়োজন সাহসীকতা ও দৃঢ়তার মাধ্যেমে। আমার কাছের কিছু মানুষ এসব অপবাদে ব্যতিত হয়ে যখন আমাকে জানালেন এবং নিরাপদে দূরত্বে অবস্থান করে অবলোকন করছেন পরিস্থিতি তাদের ¯স্নেহ মমতা, সাহায্য- সহযোগিতা, আদর অপ্যায়ন, আবদার, অনুযোগ, অভিযোগ সবকিছুই আমাকে এগিয়ে নিয়েছে সমৃদ্ধ করেছে আগামী চলার পথে। এখন হাল ধরতে হচ্ছে। অপবাদ বা দুর্নামে আমার মনোবল কিছুটা ধীরগতি হলেও তাহাদের মনোবল আমাকে দিয়ে অটুট রয়েছে যখন দেখছি তখন বাধ্য হয়েই অপবাদ, অপপ্রচারকারীদের জন্য শুভ কামনা করতে হচ্ছে এবং চিৎকার করে বলতে ইচ্ছে করছে আরো বেশী বেশী অপবাদ অপপ্রচার দুর্নাম করুন, কারণ অপবাদের ঐসবইতো আমার জীবনের মূলধন। আমিতো সম্বলহীন,মূল্যহীন। আমার সম্বল তো হল আপনাদের এই আলাপ আলোচনা, মন্তব্য কল্পকাহীনি অযথা সমালোচনা তবে সত্য জানতে হলে অনুরোধ রহিল দয়া করে একবার আমার সাথে যোগাযোগ করবেন বলে আশা রাখি এবং আবেদন এই যে বিভ্রান্ত হবেন না। শুভাকাঙ্খী সমর্থক, ভাই, বন্ধু সমালোচক সবার প্রতি রইল অনেক শুভ ও কল্যাণ কামনা। আশ্বস্থ করছি না সত্যিই বলছি আমি ছিলাম, আমি অঅছি, আমি থাকবো আপনাদেরই তরে, যতদিন বাঁচব আমি আছি থাকতে চাই আপনাদের ভালোবাসায়।

চৌধুরী হাফিজ আহমদ
[email protected]
http://www.flypopular.com

সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

#প্রিয়তম কী লিখি তোমায়

লিখেছেন নীল মনি, ২১ শে মে, ২০২৪ সকাল ৭:৫১


আমাদের শহর ছিল।
সে শহর ঘিরে গড়ে উঠেছিল অলৌকিক সংসার।
তুমি রোজ তাঁকে যে গল্প শোনাতে সেখানে ভিড় জমাতো বেলা বোস, বনলতা কিংবা রোদ্দুর নামের সেই মেয়েটি!
সে কেবল অভিমানে... ...বাকিটুকু পড়ুন

ভুল শুধু ভুল নয়

লিখেছেন সায়েমুজজ্জামান, ২১ শে মে, ২০২৪ সকাল ৮:১৬

এক
লেখাটা একটি কৌতুক দিয়ে শুরু করি। ১৯৯৫ সালের ৩০ নভেম্বর থেকে শফিপুর আনসার একাডেমিতে বিদ্রোহ হয়। ৪ ডিসেম্বর পুলিশ একাডেমিতে অভিযান চালায়। এতে চারজন আনসার সদস্য নিহত হয়েছিল। এটি ছিল... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। VF 3 Mini: মাত্র 60 মিনিটে 27 হাজার বুকিং!

লিখেছেন শাহ আজিজ, ২১ শে মে, ২০২৪ দুপুর ১২:০৪



আমার ব্যাক্তিগত গাড়ি নেই কিন্তু কর্মসূত্রে বেঞ্জ , ক্যাডিলাক ইত্যাদি ব্যাবহার করার সুযোগ পেয়েছি । তাতেই আমার সুখ । আজ এই গাড়িটির ছবি দেখেই ভাল লাগলো তাই... ...বাকিটুকু পড়ুন

ময়লাপোতার কমলালেবুর কেচ্ছা!! (রম্য)

লিখেছেন শেরজা তপন, ২১ শে মে, ২০২৪ বিকাল ৫:১৩


বাংলাদেশের বিশেষ এক বিভাগীয় শহরে ময়লাপোতা, গোবরচাকা, লবনচোরা, মাথাভাঙ্গা, সোনাডাঙ্গার মত চমৎকার সব নামের এলাকায় দারুণ সব সম্ভ্রান্ত পরিবারের বাস।
আমার এক বন্ধুর আদিনিবাস এমনই এক সম্ভ্রান্ত এলাকায় যার... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোস্ট: বন্ধ হয়ে গেল সচলায়তন

লিখেছেন করুণাধারা, ২১ শে মে, ২০২৪ রাত ৯:৩৭


বন্ধ হয়ে গেল সচলায়তন! view this link

সামহোয়্যারইনব্লগ থেকে কয়েকজন ব্লগার আলাদা হয়ে শুরু করেছিলেন সচলায়তন বা সংক্ষেপে সচল ব্লগ। এটি বন্ধ হবার মূল কারণ উল্লেখ করা হয়েছে দুটি:

১)... ...বাকিটুকু পড়ুন

×