somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বব্যাপী মাকিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার লংঘনের খতিয়ান (৩)

০৯ ই অক্টোবর, ২০১১ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২৬. দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর ইঙ্গ-মার্কিন প্রত্য সহযোগিতায় আরব বিশ্বের হ্রদপিন্ডের উপর বিষফোঁড়া সদৃশ ইসরাঈল রাষ্ট্র প্রতিষ্ঠিত করা হয়। অতঃপর এই রাষ্ট্রের অস্থিত্ব রা, স্থিতি ও বিকাশের জন্য মার্কিনীদের প্রত্য সহযোগিতা আরব নিধন ও ভূ-খন্ড দখল প্রক্রিয়া শুরু হয়। মার্কিন ভেটোর কারণে বিশ্ব স¤প্রদায়ও কিছু করতে পারছে না। প্রকৃত অর্থে প্রতিটি আরব শিশুর রক্তে মার্কিন প্রেসিডেন্টের হাত রঞ্জিত, তাদের ইঙ্গিতে এখনো সেখানে রক্ত ঝরছে।
২৭. ১৯৫৬ সালে মিসর সুয়েজ খাল জাতীয় করণ করলে বৃটিশ ও ফরাসীরা ইসরাঈলকে মিসরের বিরুদ্ধে লেলিয়ে দেয়। ইসরাঈল মিসরের সিনাই এলাকা দখল করে নেয়। মার্কিন মদদে ইসরাঈল ১৯৬৭ সালে জর্ডান নদীর পশ্চিম তীর ও জেরুজালেম সিরিয়ার গোলান মালভূমি, মিসরের গাজা ও সিনাই এলাকা দখল করে নেয়। ১৯৭৩ সালে ইসরাইল আবারও মিসর ও সিরিয়া হামলা চালালে ইখওয়ানুল মুসলিমিনের কর্মীরা সর্বশক্তি দিয়ে মিসর ও-সিরিয়ার সৈন্যদের সাথে মিলে ইসরাইলে হামলা প্রতিহত করে। প্রতিরোধ বাহিনী ইসরাইলের প্রতিরা লাইন ভেদ করে তেল আবিবের দিকে অগ্রসর হলে মার্কিন চাপে মিসর যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়। ইখওয়ানুল মুসলিমীনের কর্মীদের সামরিক প্রশিণ ও সাহসে ভীত হয়ে মার্কিনীরা প্রমোদ গোনে । ভবিষ্যতে এরা মিসরের মতা দখল করবে এ ভয় দেখিয়ে মিসরীয় শাসকদের দ্বারা তাদেরকে হত্যা ও দেশছাড়া করায়। এ অবস্থায় মিসরীয় শাসকরা মার্কিন সেবাদাসে পরিনত হয় এবং মুসলিম বিশ্বের স্বার্থবিরোধী কাজে মার্কিনীদের সাহায্য করে চলেছে। সা¤প্রতিক আরব বিশ্বের জাগরণের ঢেউয়ে ভেসে যায় মার্কিন সেবাদাস মোবারক সরকার। এরপরও মার্কিন ষড়যন্ত্র থেকে নেই। ইখওয়ানুল মুসলিম কে ঠেকানোর সকল প্রস্তুতি চলছে।
২৮. স্বাধীনতার শুরু থেকেই আলজেরিয়ার জনগণ সেখানে ইসলামী শাসনব্যবস্থার চালু করার দাবী জানিয়ে আসছে। কিন্তু পাশ্চত্য তা হতে দেয়নি। গত নির্বাচনে জনগণের ভোটে ইসলামপন্থীদের মতায় যাওয়ার বিষয়টি নিশ্চিত হলে মার্কিন ইন্ধনে সেখানে ইসলাম বিরোধী সাময়িক অভ্যুথান ঘটিয়ে সামরিক জান্তা ইসলাম পন্থীদের ওপর বেধড়ক নির্যাতন, নিপীড়ন, জেল জুলুম ও হত্যাযজ্ঞ চালায়, যা এখনো অব্যাহত রয়েছে। এর ফলে ২০০৭ সাল পর্যন্ত প্রায় ১ লাখ ৫০ হাজার লোক নিহত হয়েছে।
২৯. স্বাধীনভাবে চলার অপরাধে হত্যার উদ্দেশ্যে মার্কিনীরা লিবিয়ার প্রেসিডেন্ট কর্নেল গাদ্দাফীর তাঁবুতে পেনাস্ত্র হামলা চালায়। কিন্তু ভাগ্যক্রমে গাদ্দাফী বেঁচে যায়। অতঃপর প্রামনহীন সন্ত্রাসের অভিযোগে লিবিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
৩০. ১৯৯৭ সালে ইসলামী বিপ্লব সংগঠিত হবার পর মার্কিন গুপ্তচররা বোমা বিস্ফোরন ঘটিয়ে ইরানে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ ৭০ জন শীর্ষ স্থানীয় নেতাকে হত্যা করে সেখানে প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা চালায়। তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে। অতঃপর ইরানের একটি যাত্রীবাহী বিমানে পেনাস্ত্র হামলা চালিয়ে ২৯০ জন যাত্রীকে হত্যা করে, যার মধ্যে ৫০ জন শিশু ছিল। আর্ন্তজাতিক আদালত এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে সাত কোটি ডলার জরিমানাও করে।
৩০. কোন প্রকার প্রমাণ ছাড়াই মার্কিন দূতাবাসে হামলার অভিযোগে আমেরিকা ৯৯ সালে সুদানের ঔষুধ কারখানায় ও আফগানিস্তানের বেসামরিক এলাকায় পেনাস্ত্র হামলা চালায়। আফগানিস্তান থেকে রুশ সৈন্য চলে যাওয়ার পর সেখানে যাতে ইসলামী শাসন বা কোন স্থিতিশীল সরকার হতে না পারে সেজন্য গৃহযুদ্ধ বাঁধিয়ে রাখা হয়। তালেবানরা তা অনুগত রাখতে চেষ্টা করে। তালেবানরা আপোষহীন হতে থাকতে চাইলে
লাদেন অজুহাতে তাদের উপর নেমে আসে যুদ্ধের বিভীষিকা ।
৩১. মার্কিন অস্ত্রবাজার চাঙ্গা রাখার জন্য আমেরিকা আরব, ইসরাইল, চেচনিয়া, বলকান, কুর্দি, কাশ্মির, কুর্দি, আফগান, আরাকান, মিন্দানাও প্রভূতি সংকটের স্থায়ী রুপ দিতে চায়। বিশ্ব বাণিজ্য কেন্দ্রে এবং পেন্টাগনে বিমান হামলার পর আমেরিকান সকল কোম্পানীর শেয়ারের দাম পড়ে গেলেও অস্ত্র কোম্পানীর শেয়ারের দাম বেড়ে গেছে। পর্যবেনদের মতে, আফগানিস্তানে পর ইরাকে এতবার হামলা হলে অস্ত্র কোম্পানীগুলোর যে আয় হবে, তা দিয়ে কয়েকটি বিশ্ব বাণিজ্য কেন্দ্র গড়া যাবে।
এছাড়া ১৯৬৭ সালে আমেরিকা পেরুতে হামলা চালায়। গ্রানাডা, পানামা, হাইতিও একাধিকবার মার্কিন হামলার শিকার হয়। এসব ঘটনাও সামগ্রিক চিত্র নয়।

# মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব সন্ত্রাসের জন্মদাতা। তাদের সন্ত্রাসী কর্মকান্ডের ফিরিস্তি অনেক। যুগে যুগে তাদের কৃত সন্ত্রাসের যৎকিঞ্চিত তুলে ধরা হলো :
* বৃটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর আমেরিকা ২১৬ বছর বিভিন্ন দেশে সৈন্য মোতায়েন করেছে এবং অভিযান পরিচালনা করেছে।
* বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকান বাহিনী একশো বারের বেশি হামলা ও হস্তপে করেছে।
* যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ১৮৯০ সালে ৩০০ ‘লাকোটা’ কে হত্যা করেছে।
* ১৯৫৪ সাল থেকে যুক্তরাষ্ট্র ৪০ টির বেশি দেশে হস্তপে করেছে।
* দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র ২০ টি দেশে বোমা নিপে করেছে। দেশগুলো হল :
চীন-১৯৪৫-৪৬, কোরিয়া-১৯৫০-৫৩, চীন-১৯৫০-৫৩, গুয়েতামালা-১৯৫৪, ইন্দোনেশিয়া-১৯৫৮, কিউবা-১৯৫৯-৬০, গুয়েতামালা-১৯৬০ ,কঙ্গো-১৯৬৪, পেরু-১৯৬৫, লাওস-১৯৬৪-৭৩ ,ভিয়েতনাম-১৯৬১-৭৩, কম্বোডিয়া-১৯৬৯-৭০, গুয়েতামালা-১৯৬৭-৬৯, গ্রানাডা-১৯৮৩, লেবানন-১৯৮৪, লিবিয়া-১৯৮৬, এলসালভেদর-১৯৮০, নিকারাগুয়া-১৯৮০, পানামা-১৯৮৯, ইরাক-১৯৯১-৯৯, সুদান-১৯৯৮ ,আফগানিস্তান-১৯৯৮, যুগোশ্লাভিয়া-১৯৯৯, আফগানিস্তান-২০০৩, ইরাক-২০০৫, লিবিয়া-২০১০
চলবে------
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গাজার যুদ্ধ কতদিন চলবে?

লিখেছেন সায়েমুজজ্জামান, ২৮ শে মে, ২০২৪ সকাল ১০:২৩

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার আগে মহাবিপদে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু৷ এক বছর ধরে ইসরায়েলিরা তার পদত্যাগের দাবিতে তীব্র বিক্ষোভে অংশ নিয়েছিলেন৷ আন্দোলনে তার সরকারের অবস্থা টালমাটাল... ...বাকিটুকু পড়ুন

স্যামুয়েল ব্যাকেট এর ‘এন্ডগেম’ | Endgame By Samuel Beckett নিয়ে বাংলা ভাষায় আলোচনা

লিখেছেন জাহিদ অনিক, ২৮ শে মে, ২০২৪ দুপুর ১২:৩৮



এন্ডগেম/ইন্ডগেইম/এন্ডগেইম- যে নামেই ডাকা হোক না কেনও, মূলত একটাই নাটক স্যামুয়েল ব্যাকেটের Endgame. একদম আক্ষরিক অনুবাদ করলে বাংলা অর্থ হয়- শেষ খেলা। এটি একটা এক অঙ্কের নাটক; অর্থাৎ... ...বাকিটুকু পড়ুন

প্রায় ১০ বছর পর হাতে নিলাম কলম

লিখেছেন হিমচরি, ২৮ শে মে, ২০২৪ দুপুর ১:৩১

জুলাই ২০১৪ সালে লাস্ট ব্লগ লিখেছিলাম!
প্রায় ১০ বছর পর আজ আপনাদের মাঝে আবার যোগ দিলাম। খুব মিস করেছি, এই সামুকে!! ইতিমধ্যে অনেক চড়াই উৎরায় পার হয়েছে! আশা করি, সামুর... ...বাকিটুকু পড়ুন

পজ থেকে প্লে : কুমিল্লা বিশ্ববিদ্যালয়

লিখেছেন বন্ধু শুভ, ২৮ শে মে, ২০২৪ রাত ১১:১৫


.
একটা বালক সর্বদা স্বপ্ন দেখতো সুন্দর একটা পৃথিবীর। একজন মানুষের জন্য একটা পৃথিবী কতটুকু? উত্তর হচ্ছে পুরো পৃথিবী; কিন্তু যতটা জুড়ে তার সরব উপস্থিতি ততটা- নির্দিষ্ট করে বললে। তো, বালক... ...বাকিটুকু পড়ুন

শিরোনামে ভুল থাকলে মেজাজ ঠিক থাকে?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৮ শে মে, ২০২৪ রাত ১১:৫৫


বেইলি রোডে এক রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে একজন একটা পোস্ট দিয়েছিলেন; পোস্টের শিরোনামঃ চুরান্ত অব্যবস্থাপনার কারনে সৃষ্ট অগ্নিকান্ডকে দূর্ঘটনা বলা যায় না। ভালোভাবে দেখুন চারটা বানান ভুল। যিনি পোস্ট দিয়েছেন... ...বাকিটুকু পড়ুন

×