somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-পৃথিবীর প্রাচীন রহস্য যা আজও সমাধান হয়নি (কত অজানা রে পার্ট-৩১)

২৩ শে মার্চ, ২০১৩ রাত ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রহস্য ভালবাসে না এমন মানুষ দুনিয়াতে নাই। অতি প্রাচীন কাল থেকেই মানুষ রহস্যের পিছনে ছুটছে। কিছু রহস্য মানুষ উদ্ধার করতে পারে, কিছু রহস্য মানুষ কখনোই উদ্ধার করতে পারে না। আজ তেমনি কিছু রহস্যের কথা বলবো। চলুন আপনাদের ঘুরিয়া আনি কিছু বহুল প্রচলিত রহস্যময় দুনিয়া থেকে। (এই গেল রহস্যের দ্বিতীয় কিস্তি)

৬) Nazca Lines


নাজকার রেখাসমূহ (ইংরেজি: Nazca Lines) মূলত একদল আদিম ভূচিত্র (geoglyphs), যা দক্ষিণ পেরুর নাজকা মরুদ্যানে দেখা যায়। এই বিশালাকৃতির রেখা বা নকশাগুলো খ্রিস্টাব্দে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যমন্ডিত স্থান হিসেবে তালিকাভুক্ত হয়। গবেষকদের ধারণা এই নকশাগুলো ৪০০ থেকে ৬৫০ খ্রিস্টাব্দে তৈরি করেছিল নাজকা সংস্কৃতির মানুষেরা।


নাজকার মরুদ্যান জুড়ে আঁকা এসব ভূচিত্রগুলো কিংবা আঁকিবুকিগুলো এতো বিশাল যে, আকাশ থেকে না দেখলে সেগুলোর অবয়ব বোঝা যায় না। মরুদ্যানের মাঝ বরাবর চলেছে একটি লম্বা সরলরেখা, যার দুপাশ বেয়ে একটা নির্দিষ্ট দূরত্ব পরপর গেছে কিছু সমান্তরাল রেখা। সেখানে রয়েছে বিপুলায়তন ত্রিভূজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, সামন্তরিক -এরকম অনেক জ্যামিতিক নকশা। এছাড়া আছে প্রায় একশো দেড়শো ফুট প্রশস্ত স্থানজুড়ে আঁকা নানারকম জন্তু-জানোয়ার, পাখি, পোকামাকড় ইত্যাদি। জ্যামিতিক নকশাগুলোর যেখানে রেখা টানা হয়েছে, সেগুলো একচুল এদিক-ওদিক না হয়ে চলে গেছে মাইলের পর মাইল অবধি। প্রতিটা রেখায়, নকশায় যেন অতি সূক্ষ্ম হিসাব রক্ষা করা হয়েছে। বিভিন্ন প্রাণীর নকশার মধ্যে রয়েছে মাকড়সা, পাখি, নয় আঙ্গুলবিশিষ্ট বানর, মাছ এবং সরীসৃপজাতীয় প্রাণীদের বিরাট বিরাট প্রতিকৃতি। এমনকি রয়েছে অনেক সামুদ্রিক মাছের (যেমন: তিমি) প্রতিকৃতি।

পেরুর ইনকা সভ্যতারও আগে সেখানে গড়ে উঠেছিল একটি কৃষিভিত্তিক সভ্যতা। অথচ সেখানে হাজার বছর ধরেও বৃষ্টি হয়নি- জায়গাটি অতিরিক্ত শুকনো। এই শুষ্কতাকে মার্কিন মহাকাশ গবেষকরা মঙ্গল গ্রহের ক্ষয়ের সমতুল্য বলে উল্লেখ করে থাকেন। আর এই অতিরিক্ত শুষ্কতার জন্যই এই নকশাগুলো এতো দীর্ঘদিন যাবত প্রায় অক্ষত অবস্থায় টিকে আছে।

আবিষ্কারের প্রারম্ভলগ্ন থেকেই এসব ভূচিত্র নিয়ে গবেষক মহলে তৈরি হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ মতবিরোধ। এদের মধ্যে কেউ কেউ দাবি করেছেন যে, এগুলো আদিম মহাকাশচারীদের তৈরি করা নিদর্শন, যেখানে তারা অবতরণের জন্য তৈরি করেছিল একটি রানওয়ে। যদিও কোনো প্রথম সারির বাস্তবিক গবেষকই এমন ভূয়োদর্শন যুক্তিতে ঠিক অটল থাকতে পারেননি। অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে, এই বিপুলায়তন প্রাণীর ও জ্যামিতিক নকশাগুলো মূলত বৃষ্টিকামনা এবং পূর্বসূরিদের আত্মার সাথে যোগাযোগের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের অংশ হিসেবে করা হয়েছিল। তাদের ব্যাখ্যা হলো উর্ধ্বস্থিত ঈশ্বরকে দেখানোর জন্যই নাজকার আদিম অধিবাসীরা এমনটা করেছিলেন। এমনকি ২০০৪ খ্রিস্টাব্দের দিকেও ঐ অঞ্চলের বাসিন্দাদের মধ্যে অনুরূপ ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের রেওয়াজ দেখা যায়।(গুগোলের শাশুরি উইকি থেকে নেওয়া)

(মেগা ছবিপোস্ট আসছে সামনে)

৭) Mayan Calendar


এর উপরে রহস্যময় কিছু হইতেই পারে না। কারন এই একটা কয়েক হাজার বছরের পুরান রহস্য সমাধানের কাছাকাছ যেয়েও আমরা ব্যর্থ হয়ে গেছি। হোয়াট এ শেম !!! X((
২১-১২-১২। ডেট টা ভুলে গেছেন এরই মধ্যে। আরে ঐযে দুনিয়া ধ্বংশের রব উঠেছিল যে ... এই সেই কেলেন্ডার যা ঐ দিন শেষ হয়ে গেছে। প্রতি বছর আমরা যেমন আগের বছরের কেলেন্ডার ফেলে দিয়ে নতুন বছরে ক্যালেন্ডার ঘরে লাগাই ঠিক তেমনি মায়ানরা বেঁচে থাকলে এই ক্যালেন্ডার ফেলে দিয়ে নতুন ক্যালেন্ডার নিয়ে আসতো। তা না, কত কাহিনী ... হুজুইকা পাবলিক ... X(( মধ্যের জিবলা বাইর করা :P টা দেখছেন, বুঝায় দিল, মায়ানরা উপরে বসে কত মজা নিছে সে সময়।
যা হোক, এখন আসেন আপনেদের মাথা আউলাইয়া দেই। মায়ানরা তিন ধরনের ক্যালেন্ডার ব্যবহার করতো।
The Long Count ব্যবহার করা হতো ঐতিহাসিক দিন গননার জন্য, মানে হাজার বছরের ভিতর কোন একটা দিন বের করার জন্য (যেমন ২০০০ বছর পরে ২১-১২-১২ তারিখে দুনিয়া ধ্বংশ হবে) এসব ক্ষেএে। এই ক্যালেন্ডার মোট ২০ টি baktun নিয়ে গঠিত।


The Haab ব্যবহার করা হতো দৈনন্দিন কাজে, মানে মেংগো পিপল ব্যবহার করতো, এর ছিল ১৮ টি মাস, প্রতি মাসে ছিল ২০ টি করে দিন, বছর শেষে যোগ করা হতো আরও ৫ টি "দূর্ভাগ্যের দিন"। সব যোগ করে দেখেন একটি সোলার ইয়ার হয় কি না।


The Tzolkin calendar ব্যবহার করা হতো (খুব সম্ভবত) উৎসব/ঋতুর হিসাবের জন্য। এই ক্যালেন্ডারে ১৩ দিনের ২০ টি চক্র ছিল। যা যোগ করলে ২৬০ দিন হয়। এটা সোলার ইয়ারকে রিপ্রেজেন্ট করে না। আসলে এি ক্যালেন্ডার কেন ব্যবহার করা হতো তা এখনো অজানা। অনেকে মনে করে এটি ভেনাস মানে শুক্র গ্রহের এক সোলার ইয়ারকে রিপ্রেজেন্ট করে, যা ২৬৩ দিনে হয়।(আমার কনফিউশন আছে, কারন আমি জানি ২৪৩দিনে)। আবার অনেকে মনে করে এটি মেয়েদের গর্ভধারনের ক্যালেন্ডার। অনেকে মনে করে এটি কৃষিকাজে ব্যবহৃত ক্যালেন্ডার।


(এখানে কিছু প্রসংগিক কথা বলি, শুক্র গ্রহ সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে সৌরজগতের দ্বিতীয় গ্রহ। এই গ্রহটিকে অনেক সময় পৃথিবীর "বোন গ্রহ" বলে আখ্যায়িত করা হয়, কারণ পৃথিবী এবং শুক্রের মধ্যে গাঠনিক উপাদান এবং আচার-আচরণে বড় রকমের মিল রয়েছে। এই গ্রহটি যখন সকাল বেলায় পৃথিবীর আকাশে উদিত হয় তখন একে লুসিফার বা শয়তান নামেও ডাকা হয়ে থাকে। বাংলায় সকালের আকাশে একে শুকতারা এবং সন্ধ্যার আকাশে একে সন্ধ্যাতারা বলে ডাকা হয়ে থাকে। এর কোনও উপগ্রহ নাই। এটি পূর্ব থেকে পশ্চিমে ঘুরে যেখানে অন্যান্য অধিকাংশ গ্রহই পশ্চিম থেকে পূর্বে ঘুরে থাকে। মায়ানদের কাছে এর গুরুত্ব থাকতে পারে কিন্তু আমরা এখনো তা বুঝে উঠতে পারিনি। আমরা অতটা চালাক না যতটা আমরা


মনে করি। টপিকে ফিরে যাই কেমন?)
যদিও The Haab and Tzolkin ক্যালেন্ডার "বছর" রিপ্রেজেন্ট করে না তবুও যদি আপনে একটি নির্দিষ্ট দিন ধরে যদি সার্কেল ঘুরাতে থাকেন তাহলে ৫২ বছর পর ঐ দিনটা পাবেন। বুঝলেন কিছু ??
আচ্ছা এটা কিভাবে কাজ করে তা কি বলবো? যদি বলেন তাহলে পরে এড করে দিব। শুধুশুধু আমার পাঠককুলের মাথা আউলাইয়া লাভ নাই, এমনিতেই আজকাল পাঠকরা আগের মত আমার পোষ্ট পড়ে না :((:((:((:((

এইটা নোট করেন, ২১.১২.২০১২ কে যদি আপনে মায়ান The Long Count ক্যালেন্ডারে লিখেন তাহলে লিখবেন এভাবে ১৩.০.০.০.০। এইখানে একটু খটকা লাগতাছে কি? জট খুলে দিচ্ছি, মায়ান মাস শুরু হয় ০ তারিখ থাকে আর আমাদেরটা শুরু হয় ১ তারিখ থেকে। তার মানে ২১.১২.২০১২ ছিল মায়ানদের জন্য একটি মিলেনিয়াম, আমরা যেমনটি পেয়েছিলাম ০১.০১.২০০০ সালে। মায়ান ক্যালেন্ডারের ১২ টি baktun শেষ হয়ে গেছে, ১৩ তম baktun শুরু হয়েছে ২১.১২.২০১২ তারিখে, বাকি আছে আরও ৮ টি baktun। তা কবে শেষ হবে ২০ নং baktun জানেন ?? ১৩ই অক্টোবর, ৪৭৭২ সাল(আমাদের ক্যালেন্ডারে), মায়ান রা লিখবে ১.০.০.০.০.০ তারিখ। আরও বহু দিন পৃথিবী বাঁচবে, নো টেনশন। ডু ফুর্তি। পৃথিবী বাঁচবে, আপনি না, সো ফুর্তি বাদ দেন, নামাজ-কালাম পরা শুরু করেন, বেশিদিন নাই হাতে।

৮) The Garden of Eden


এইটা নিয়ে খুব কমই শুনেছি আমি। জানিও কম। সূএ অনুযায়ী এখানেই আডম ও ইভ এর জন্ম ও বসবাস করতেন। বইয়ের সুএ অনুযায়ী, জায়গাটি মিডল ইষ্ট এর কাছাকাছি, মেসোপটেমিয়ায়।


তবে বিভিন্ন সময় ইথিওপিয়া, ফ্লোরিডা, জাভা ও শ্রীলঙ্কাকে সমভাব্য সাইট হিসাবে ধারনা করা হয়েছিল। কারও কাছে বিস্তারিত কিছু থাকলে জানাবেন, কেমন ???

৯) The Carnac Stones


প্রায় তিন হাজার পাথর একটি নিখুত লাইনে প্রায় ১২ কিলোমিটার লম্বা ক্ষেএের সমষ্টিই হলো The Carnac Stones। ফ্রান্সের ব্রিটনিতে গেলে পাবেন এই পাথর। কথা হলো কারা, কেন এই ভাবে প্রায় ৩,০০০ পাথর কে সারিবদ্ধ ভাবে সাজাতে গেল।



মিথ অনুসারে প্রতিটি পাথর আগে রোমান সৈন্য ছিল। একজন যাদুকরের অভিশাপে পাথর হয়ে গেছে।


যাই হোক, সবচেয়ে গ্রহনযোগ্য থিউরি হলো এটি ভুমিকম্প নির্নয়ের জন্য ব্যবহৃত হতো।

এখানে আমি আমার একটা থিউরি দিতে পারি, :P । আমার ধারনা এটি তৈরি হয়েছিল শত্রুপক্ষকে ধোকা দেওয়ার জন্য, মনে করেন এমন একটা জাতি যাদের কাছে পর্যাপ্ত সৈন্যদল ছিল না কিন্তু শত্রুপক্ষ তাদের আক্রমন করবে এমন খবর আসলো, এমতবস্থায় যদি ঐ জাতি এমন ভাবে পাথর বসায় যে দূর থেকে দেখলে মনে হবে যে বিশাল এক সৈন্যদল সামনে দাড়িয়ে আছে, তাহলে ??? :| মিলে না ???


আজ এ পর্যন্তই থাক।


(চলবে...)
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪২
২৫টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অণু থ্রিলারঃ পরিচয়

লিখেছেন আমি তুমি আমরা, ০৭ ই মে, ২০২৪ বিকাল ৪:৩৭


ছবিঃ Bing AI এর সাহায্যে প্রস্তুতকৃত

১৯৪৬ কিংবা ১৯৪৭ সাল।
দাবানলের মত সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়েছে সারাদেশে।
যে যেভাবে পারছে, নিরাপদ আশ্রয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। একটাই লক্ষ্য সবার-যদি কোনভাবে... ...বাকিটুকু পড়ুন

পেইন্টেড লেডিস অফ সান ফ্রান্সিসকো - ছবি ব্লগ

লিখেছেন শোভন শামস, ০৭ ই মে, ২০২৪ বিকাল ৫:১৯

"পেইন্টেড লেডিস অফ সান ফ্রান্সিসকো", কিংবা "পোস্টকার্ড রো" বা "সেভেন সিস্টারস" নামে পরিচিত, বাড়িগুলো। এটা সান ফ্রান্সিসকোর আলামো স্কোয়ার, স্টেইনার স্ট্রিটে অবস্থিত রঙিন ভিক্টোরিয়ান বাড়ির একটি সারি। বহু... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন দুটি গল্প

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৭ ই মে, ২০২৪ বিকাল ৫:৫৫

গল্প ১।
এখন আর দুপুরে দামী হোটেলে খাই না, দাম এবং খাদ্যমানের জন্য। মোটামুটি এক/দেড়শ টাকা প্লাস বয়দের কিছু টিপস (এটা আমার জন্য ফিক্সড হয়েছে ১০টাকা, ঈদ চাদে বেশি হয়,... ...বাকিটুকু পড়ুন

এশিয়ান র‍্যাংকিং এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান !!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই মে, ২০২৪ রাত ৮:২০

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী 'টাইমস হায়ার এডুকেশন' ২০২৪ সালে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। এশিয়ার সেরা ৩০০ তালিকায় নেই দেশের কোনো বিশ্ববিদ্যালয়।তালিকায় ভারতের ৪০, পাকিস্তানের ১২টি, মালয়েশিয়ার ১১টি বিশ্ববিদ্যালয়... ...বাকিটুকু পড়ুন

রাজত্ব আল্লাহ দিলে রাষ্ট্রে দ্বীন কায়েম আমাদেরকে করতে হবে কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৮ ই মে, ২০২৪ ভোর ৬:০৬



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

×