ট্রাইব্যুনালের রায়গুলো এ আমলেই কার্যকর: মুহিত

মানবতাবিরোধী অপরাধের বিচারে দেয়া রায়গুলো বর্তমান সরকারের মেয়াদেই কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2013, 12:47 PM
Updated : 9 May 2013, 12:47 PM

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “আজ (বৃহস্পতিবার) যুদ্ধাপরাধী কামারুজ্জামানের বিরুদ্ধে একাত্তরে গণহত্যা ও নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় যে রায় হয়েছে তাতে আমরা খুঁশি। এ কথা ঠিক যে একটু দেরি হয়েছে।

“তবে এ সব রায় তাড়াহুড়া করে হয় না। এটা আমি বলতে পারি আমাদের সরকারের আমলেই এ সব মামলার রায় কার্যকর হবে।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়পাতে ইসলামীর নেতা মো. কামারুজ্জামানের ফাঁসির রায় দেয়ার পর মন্ত্রী একথা বলেন।

ট্রাইব্যুনাল গত জানুয়ারিতে জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ দেয়। এর পর গত ফেব্রুয়ারিতে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাঈন সাইদীর ফাঁসির আদেশ হয়।