somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Adventure Camp & BBQ Night- in World Tourism Day-2011

২৮ শে আগস্ট, ২০১১ ভোর ৬:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্ব পর্যটন দিবস-২০১১ উপলক্ষে---
এডভেঞ্চার ক্যাম্প

তারিখ :- ২৯ই সেপ্টেম্বর ২০১১ খ্রিষ্টাব্দ
স্থান : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় খেলার মাঠ

যৌথ আয়োজনে :-
" ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিষ্ট সোসাইটি " ও " ভ্রমণ বাংলাদেশ "


PLEASE READ ALL Document Carefully :---
সকল তথ্য মনযোগ সহকারে পড়ুন---

MIND IT IT'S NOT A COMMERCIAL CAMP.......

Dhaka University Tourist Society ( DUTS ) and Vromon Bangladesh (VB) Going to Organize An Adventure Camp & BBQ Night- in the Occasion of World Tourism Day-2011.

বিশ্ব পর্যটন দিবস-২০১১ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিষ্ট সোসাইটি ও ভ্রমণ বাংলাদেশ যৌথভাবে এডভেঞ্চার ক্যাম্প + বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়+ বার-বি-কিউ আর আয়োজন করতে যাচ্ছি ।

Hope All of Adventure Lover Will Join With Us In The Night.........

* Film Show --- ফিল্ম শো
* BBQ--- বার-বি-কিউ
* Camp Fire --- ক্যাম্প ফায়ার
* Night Stay In Tent--- নিরাপদে তাবুতে রাত্রি যাপন
* Free Blood Grouping ---বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়
* Photography Exhibition --- আলোকচিত্র প্রর্দশনী
* Underwater Photography By K. M. Mujibor Rahman With Experience Share With Him About " Taknaf to Saint Martin 14KM Swimming "-আন্ডারওয়াটার ফটোগ্রাফী ও "টেকনাফ থেকে সেন্টমার্টিন "-পর্যন্ত ১৪ কিমি সাতাঁর সম্পূর্নকারী কে এম মুজিবর রহমানের সাথে অভিহ্ঝতা বিনিময়
* Experience Share With Saeed Shoummo Summiter of Stok Kangri (20135 ft)/ 6137 m--- ভারতীয় হিমালয়ের ২০১৩৫ ফিট ষ্টোক কাংরি পাহাড় বিজয়ী ফজলে সাঈদ সৌম্যর সাথে অভিঞ্জতা বিনিময়

Place: Playground, University of Dhaka.

Last Date of Reg. - 25 September 2011
Reg Fee 400/=

Place of Registration:

For More Details Please Contact :
Ariful Islam (DUTS) - 01723658411
Place of Registration:
DUTS Office, TSC -1st Floor, University of Dhaka.
Office Time: 11AM - 3PM.


Vromon Bangladesh:
113/1 Lalbag Road , Dhaka-1211
Near Khan Mohammad Masjid
Or
Every Evening 7-10pm In front of Charukala Inst. Shahbag Dhaka
Robiul Hasan Khan Mona (VB)- 01711-277250 or 01611-277250
Nazim Uddin Khan Prince (VB)- 01191-259329
Vromon Bangladesh (VB)- 0119-8182-888, 01911-972079
Abu Bakker Siddeak (VB)- 0171-4444330



[email protected]
&
[email protected]
or
[email protected]


We Will Provide
1. Food
2. Shop
3. Tissue/Toilet Paper
4. Water

কি কি নিতে হবে- Things to Carry.......
১) ব্যাগ- Bag
২) গামছা- Gamsa
৩) ছাতা- Umbrella
৪) রেইন কোর্ট- Raincoat
৫) অতিরিক্ত কাপড়- Extra 1 Set Cloth
৬) পানির বোতল- Water Bottle
৭) টুথপেষ্ট+ সাবান+শ্যম্পু (Toothpaste + Tooth Brush+ Bath Soap + Shampoo )
৮) বিছানার চাদর Bed Set
৯) তাবু (Tent)
১০) পলিথিন (Polythene)
১১) সানক্যাপ (Cap)
১২) সানগ্লাস (Sunglasses )
১৩) সানব্লক ( Sun block)
১৪) ক্যামেরা+ব্যাটারী+চার্জার (Camera + Films + Battery + Mamore Card + Charger )
১৫) ব্যক্তিগত ঔষধ (Personal Emergency Medicine )

যে কোন অবস্থায় ভ্রমণ সূচি পরিমার্জন, পরিবর্ধন, সংক্ষিপ্তকরনের অধিকার ডিইউটিএস এবং ভ্রমণ বাংলাদেশের রয়েছে । এ নিয়ে কোন ওজর আপত্তি চলবে না ।

Rules To Be Maintained While you are With Dhaka University Tourist Society ( DUTS )

ভ্রমণ বাংলাদেশ পরিবারের সাথে ভ্রমণ করতে হলে যে যে নিয়ম মানতে হবে ।
Rules To Be Maintained While Traveling with VROMON BANGLADESH Family:

১. সর্ব অবস্থায় দলনেতার কথা মানতে হবে । ভ্রমণ বাংলাদেশ যেহেতু কোন বানিজ্যিক প্রতিষ্ঠান নয় তাই সকল ভ্রমণে সব কাজে সকল বন্ধুকে সহযোগীতা করতে হবে !
1. Orders from team leader must be followed in every situation. As Vromon Bangladesh is not a commercial organization, every one must cooperate each other.

২. ভ্রমণ বাংলাদেশ সকল ধর্মের প্রতি সমান সন্মান প্রর্দশন করে । তাই ধর্মীয় আলোচনা করার ক্ষেত্রে সকল বিষয়ে লক্ষ্য রাখতে হবে ।
2. Vromon Bangladesh respects every religious view, so discussing about religious topics must be concerned.

৩. ভ্রমণ বাংলাদেশ একটি পরিবার তাই বড়দের সন্মান ও ছোটদের স্নেহ করে চলতে হবে ।
3. Vromon Bangladesh is a Family, so elders must be respected and younger must be adored.

৪. স্বাস্থ্যর জন্য ক্ষতিকর কোন কিছু ভ্রমণ বাংলাদেশের ট্যুরে গ্রহন করা থেকে বিরত থাকতে হবে ।
4. Carrying unhealthy & illegal substances must be avoided.

৫. ভ্রমণ বাংলাদেশ এর ট্যুরে কোন প্রকার রাজনৈতিক আলোচনা করা যাবে না । তবে দেশের প্রয়োজনীয় সমাধান মূলক কোন পরার্মশ আলোচনা করা যাবে ।
5. Political discussion is not allowed during tour but subjects concerning a solution for our country can be discussed.

৬. যে কোন প্রয়োজন আয়োজকদেরকে জানাতে হবে ।
6. Any needs must be informed to the organizer.

৭. পরিবেশের জন্য ক্ষতিকর কোন কিছু করা যাবে না ।
7. Things which might cause harm to the nature must be avoided.

৮. স্থানীয়দের সাথে সুসর্ম্পক তৈরি করতে হবে ।
8. Good relation must be maintained with the locals.


৯. ট্যুরের জন্য কোন প্রয়োজনীয় জিনিস প্রয়োজন হলে আগে থেকে জানাতে হবে ।
9. Any material required regarding the tour must be informed.

১০ ট্যুরের সকল তথ্য আয়োজকদের সাথে কথা বলে ভালভাবে জেনে নিতে হবে ।
10. Every information regarding the tour must be accumulated from the organizer.

১১. সময়মত সকল কাজ করতে হবে । যাত্রা শুরুর সময় কোন প্রকার দেরি করা যাবে না ।
11. Works must be done on time. There can not be any delay while starting the journey.

১২. নিয়মিত শারীরিক অনুশীলন করে শরীরকে সুস্থ্য রাখতে হবে । শারীরিক সুস্থ্যতার জন্য যে কোন প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে ।
12. Regular physical exercise must be done to keep the body fit. Any information regarding physical health can be shared.

১৩. কোন ট্যুরেই নতুন জুতা/স্যান্ডেল পরা যাবে না ।
13. New sandals/shoes can not be worn in any tour.

১৪. অনুমতি ছাড়া কারো কোন ছবি প্রকাশ করা যাবে না ।
14. No photos can not be flashed without permission.

১৫. সকল প্রয়োজন একটি পরিবারের অংশ হিসেবে আন্তরিকতার সাথে মেটানোর চেষ্টা করতে হবে ।
15. Every need must be cooperated as a part of a family.

১৬. দল নির্বাচনের ক্ষেত্রে ভ্রমণ বাংলাদেশ এর সিদ্ধান্ত চূড়াঁন্ত হবে ।
16. Decision from Vromon Bangladesh regarding the selection of team leader will be finalized.


১৭. ব্যক্তিগত ঔষধ নিজ দায়িত্বে রাখতে হবে । যে কোন ধরনের অসুখ থাকলে দল নেতাকে অবহিত করতে হবে ।
17. Drugs and medicines must be with individuals' responsibility. Team leader must be informed regarding any sort of sicknesses.

১৮. ভ্রমণ বাংলাদেশ এর ট্যুরে কোন প্রকার বিঞ্জাপনযুক্ত টি-শার্ট বা ক্যাপ পরা যাবে না ।
18. In the Tour of Vromon Bangladesh , advertising T-Shirts or Cap are not allowed to wear.

১৯.বাসের টিকেট আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দেয়া হবে ।
19. Bus tickets will be distributed as first comer gets first.

N.B :- Any Requirements Must be Informed Before.
বি:দ্র: কোন কিছু প্রয়োজন হলে আগে থেকে জানাতে হবে ।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:১৫
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শৈল্পিক চুরি

লিখেছেন শেরজা তপন, ০১ লা জুন, ২০২৪ সকাল ১১:৫৭


হুদিন ধরে ভেবেও বিষয়টা নিয়ে লিখব লিখব করে লিখা হচ্ছে না ভয়ে কিংবা সঙ্কোচে!
কিসের ভয়? নারীবাদী ব্লগারদের ভয়।
আর কিসের সঙ্কোচ? পাছে আমার এই রচনাটা গৃহিনী রমনীদের খাটো... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। কোথায় বেনজির ????????

লিখেছেন শাহ আজিজ, ০১ লা জুন, ২০২৪ দুপুর ১২:০৫




গত ৪ মে সপরিবারে সিঙ্গাপুরের উদ্দেশে পাড়ি দিয়েছেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ। সঙ্গে আছেন তার স্ত্রী ও তিন মেয়ে। গত ২৬ মে তার পরিবারের সকল স্থাবর সম্পদ... ...বাকিটুকু পড়ুন

‘নির্ঝর ও একটি হলুদ গোলাপ’ এর রিভিউ বা পাঠ প্রতিক্রিয়া

লিখেছেন নীল আকাশ, ০১ লা জুন, ২০২৪ দুপুর ১:৫৭



বেশ কিছুদিন ধরে একটানা থ্রিলার, হরর এবং নন ফিকশন জনরার বেশ কিছু বই পড়ার পরে হুট করেই এই বইটা পড়তে বসলাম। আব্দুস সাত্তার সজীব ভাইয়ের 'BOOKAHOLICS TIMES' থেকে এই বইটা... ...বাকিটুকু পড়ুন

ব্লগে বিতর্ক করার চেয়ে আড্ডা দেয়া উত্তম

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা জুন, ২০২৪ রাত ১১:২৬

আসলে ব্লগে রাজনৈতিক, ধর্মীয় ইত্যাদি বিতর্কের চেয়ে স্রেফ আড্ডা দেয়া উত্তম। আড্ডার কারণে ব্লগারদের সাথে ব্লগারদের সৌহার্দ তৈরি হয়। সম্পর্ক সহজ না হলে আপনি আপনার মতবাদ কাউকে গেলাতে পারবেন... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রাণ ফিরে এসেছে!

লিখেছেন সোনাগাজী, ০১ লা জুন, ২০২৪ রাত ১১:৩৪



ভেবেছিলাম রাজিবের অনুপস্হিতিতে সামু রক্তহীনতায় ভুগবে; যাক, ব্লগে অনেকের লেখা আসছে, ভালো ও ইন্টারেষ্টিং বিষয়ের উপর লেখা আসছে; পড়ে আনন্দ পাচ্ছি!

সবার আগে ব্লগার নীল আকাশকে ধন্যবাদ... ...বাকিটুকু পড়ুন

×