somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নামে কিবা আসে যায় ........ জ্বী না জনাব, নামে অনেক কিছুই আসে যায় >:-(

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হায়রে নাম !

বহু মাজারে দৌড়া-দৌড়ি, মানতের পর যে ছেলেটি দুনিয়াতে আসল খালিদ বিন ওয়ালিদের নামানুযায়ী ডাক নাম রাখা হলো খালিদ । রাখলেন ছোট চাচা । মুসলমান হিসেবে শুরুতে মোহাম্মদ আর শেষে বংশের নাম সহ পুরো নামটা শেষ পর্যন্ত গিয়ে যা দাড়ালো তা মোটামুটি মেগা সাইজেরই বলা যায়, মোঃ খালিদ রহমান গাজী । শেষের অংশটার বন্ধুদের কল‍্যানে মাঝেমাঝে মেয়েদের সামনে বদলে গিয়ে নতুন রুপে আবির্ভূত হয়ে মনে বিভীষিকা ছড়ানোর কারণ হয়ে গেলো । এর জন‍্য দোষ আসলে আমারই । অন‍্যদের যে নেড়ি, গিট্টু, ময়ূরী ,মেনা টাইপ দুর্ধর্ষ নাম দিয়ে বা সবার কাছে তুমুল জনপ্রিয় করতে অগ্রনী ভূমিকা রেখেছে তাকে অন‍্যরা ছাড়বে কেন? দেখতে দেখতে ক্লাস টেনে উঠে গেলাম । এস. এস. সি পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় নামের অক্ষর ধরে ধরে গোল্লা ভরাট করতে করতে আমি তো একেবারে টায়ার্ড! বন্ধু - বান্ধবদের কত্তো সুন্দর ছোট ছোট নাম - আসিফ ইকবাল, সাজিদুল ইসলাম, রফিকুল ইসলাম, রিফাত আহমেদ; লেখা শুরু করে OMR শিটে দুই একবার কলমের খোঁচা দিতে না দিতেই নাম লেখা শেষ । আর আমার মাশআল্লাহ্ স্পেস সহ টোটাল ঘর লাগলো ২১ টা!! কপাল ভালো মোহাম্মদকে ইংরেজিতে সংক্ষেপে " Md " দিয়ে বোঝানো যায়, না হলে খুব সম্ভবত দুইটা OMR শিট একসাথে জোড়া দিয়ে নাম লিখতে হতো , একটাতে আটতো না ।

নামটা সুন্দর সন্দেহ নেই , সব বয়সের উপযোগীও নিঃসন্দেহে ( ভাবুন তো ৮০ বছরের কোন বুড়োকে আমরা ডাকছি জনি, সোহাগ, পাভেল , রাব্বি , অন্তর অথবা কোন বুড়িকে পিয়া, নিপা , কাব‍্য ,টুশি বা রিমি! একটু কেমন কেমন লাগে না?) । কিন্তু আমার ভোকাল কর্ডেই হোক কিংবা অন‍্যজনের কান দেড় ব‍্যাটারি হওয়ার জন‍্যেই হোক কেউ একবারে এ নাম বুঝে না । মানুষ যখন নাম জিজ্ঞেস করে তখন স্বভাবসুলভ "বিনম্রতায়" " মিষ্টি করে " ভারী গলায় জবাব দেই,
- খালিদ ।
- কি!?
- জ্বী আংকেল , খালিদ।
- ও আচ্ছা, খালেদ । সুন্দর নাম ।
- আংকেল খালেদ নাতো, খা লি দ ( নিঃশ্বাস থামিয়ে , আস্তে আস্তে ফুসফুসের বাতাস ছেড়ে , আরবি হরফের মতো একেক বর্ণে একেক মাপের প্রসার দিয়ে , গলার মিষ্টিনেসর বদলে খড়খড়নেস এনে ) !!!
- ও আচ্ছা আচ্ছা , খালিদ খালিদ ।

ফেসবুকে তো আর মুখে বলতে হয় না । তবুও এখানেও সেই একই ব‍্যাপার । রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রায় রুটিন করেই শুনি কে যেন চিৎকার করে মোটামুটি আকুল স্বরে ডাকছে, " ঐ খালিদ " । আমাকে কার এতো দরকার জানতে পিছন ফিরে দেখি কেউ একজন কোন এক রিকশাওয়ালার সাথে ভাড়া দরদাম করছে । ডাকটা আসলে ছিলো .............বুঝতেই পারছেন ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ভাইভা দিতে গেছি । রুমে ঢোকার আগে ছাত্রলীগের এক **** অহেতুক বাজে ব‍্যবহারে মেজাজ খুবই খুবই খারাপ । ডিসিশন নেয়া হয়ে গেছে এই ফাজিল জায়গায় পড়ার প্রশ্নই আসে না । একলাখ টাকা স্কলারশিপ দিলেও না । কাজেই ভাইবা যত তাড়াতাড়ি শেষ করে চলে আসা যায় আমার চিন্তা সেদিকে । ভাইভার স‍্যারও শুরু করলেন নাম দিয়েই ।
- কি নাম আপনার?
- স‍্যার , খালিদ ।
- কি নাম??
ভাবলাম স‍্যারের ঘটনাও বোধহয় সবার মতোই । বিরক্তি চেপে উপরের মেথড ফলো করে বললাম,
- জ্বী স‍্যার , খা লি দ!!
- ঠিক মতো বলেন ।
বুঝলাম শুধু ডাকনাম বলায় স‍্যারের পছন্দ হয়নি । এতো সুবিশাল নাম বলা ঝামেলা । তাই বুদ্ধি করে আরেকটু বাড়িয়ে বললাম ,
- খালিদ রহমান ।
স‍্যার দেখি তবুও সন্তুষ্ট না । Enrollment এর লিস্টে চোখ বুলিয়ে বললেন
- Are you sure about that? আমি তো অন‍্য নাম দেখতে পাচ্ছি ।
আজব!আমার নাম নিয়ে আমি সিউর কিনা তা জানতে চেয়ে আমাকেই প্রশ্ন? আমার নাম আমার থেকে তিনি ভালো জানেন নাকি!! বাধ‍্য হয়ে আরেকটু ডিটেইলসে যেতে হয়,
- মোঃ খালিদ রহমান ।
স‍্যার এবার আর কিছু না বলে চশমার উপর দিয়ে তাকিয়ে থাকলেন । আমি হাল ছেড়ে দুই কাঁধ ঝাঁকিয়ে জবাব দিয়ে চেয়ারে প্রায় আধশোয়া হয়ে গেলাম ।
- Sir, My name is Mohammad Khalid Rahman Gazi.
ইন্টারভিউ টাইম নাম জানতে জানতেই অর্ধেক শেষ । প্রশ্নকর্তা উত্তরদাতার বুদ্ধিমত্তার ব‍্যাপারে সন্দিহান ও হতাশ আর উত্তরদাতা বিরক্ত ও রাগে দাঁত কিড়মিড় করার মতো ক্ষুব্ধ । ইন্টারভিউ রুমে স‍্যার আমাকে আর বেশিক্ষণ আটকে রেখে কষ্ট দেননি ।

এমন ঘটনা আরো আছো । সেসব না টেনে বরং এখানেই থামি........এই বিশাল নাম রচনা আমার সেই সব বাস্তব জীবনে পরিচিত ও ফেসবুকের মানুষদের উৎসর্গ করা হলো যারা হয় বয়রা অথবা কানা :/ . অভিনন্দন আপনাকেও , কারণ আপনার ধৈর্য রবার্ট ব্রুসের মতো না হলেও কাছাকাছি পর্যায়ের ।

( এখানে উল্লেখিত নামগুলোর কোনটার সাথে নিজের নামের মিল খুজেঁ পেলে তার জন‍্য যিনি খুজেঁছেন তিনিই পুরোপুরি দায়ী )
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যুক্তরাষ্ট্রে ইসরাইল বিরোধী প্রতিবাদ বিক্ষোভ

লিখেছেন হাসান কালবৈশাখী, ০৩ রা মে, ২০২৪ সকাল ৮:০২

গাজায় হামাস উচ্ছেদ অতি সন্নিকটে হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক ও লসএঞ্জেলসে কয়েকটি বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ ছড়িয়ে পরেছিল। আস্তে আস্তে নিউ ইয়র্ক ও অন্যান্ন ইউনিভার্সিটিতে বিক্ষোভকারীরা রীতিমত তাঁবু টানিয়ে সেখানে অবস্থান নিয়েছিল।


... ...বাকিটুকু পড়ুন

৫০১–এর মুক্তিতে অনেকেই আলহামদুলিল্লাহ বলছে…

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৩ রা মে, ২০২৪ বিকাল ৩:০০



১. মামুনুল হক কোন সময় ৫০১-এ ধরা পড়েছিলেন? যে সময় অনেক মাদ্রাসা ছাত্র রাজনৈতিক হত্যাকান্ডের শিকার হয়েছিল। দেশ তখন উত্তাল। ঐ সময় তার মত পরিচিত একজন লোকের কীভাবে মাথায় আসলো... ...বাকিটুকু পড়ুন

মেহেদীর পরিবার সংক্রান্ত আপডেট

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৩ রা মে, ২০২৪ রাত ৮:৪৯


মার্চ মাস থেকেই বিষয়টি নিয়ে ভাবছিলাম। ক'দিন আগেও খুলনায় যাওয়ার ইচ্ছের কথা জানিয়েও আমার বিগত লিখায় কিছু তথ্য চেয়েছিলাম। অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও মেহেদীর পরিবারকে দেখতে আমার খুলনা যাওয়া হয়ে... ...বাকিটুকু পড়ুন

'চুরি তো চুরি, আবার সিনাজুরি'

লিখেছেন এমজেডএফ, ০৩ রা মে, ২০২৪ রাত ১০:৪৮


নীলসাধুকে চকলেট বিতরণের দায়িত্ব দিয়ে প্রবাসী ব্লগার সোহানীর যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তা বিলম্বে হলেও আমরা জেনেছি। যাদেরকে চকলেট দেওয়ার কথা ছিল তাদের একজনকেও তিনি চকলেট দেননি। এমতাবস্থায় প্রায়... ...বাকিটুকু পড়ুন

বরাবর ব্লগ কর্তৃপক্ষ

লিখেছেন নীলসাধু, ০৩ রা মে, ২০২৪ রাত ১১:২২

আমি ব্লগে নিয়মিত নই।
মাঝে মাঝে আসি। নিজের লেখা পোষ্ট করি আবার চলে যাই।
মাঝেমাঝে সহ ব্লগারদের পোষ্টে মন্তব্য করি
তাদের লেখা পড়ি।
এই ব্লগের কয়েকজন ব্লগার নিজ নিক ও ফেইক... ...বাকিটুকু পড়ুন

×