somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ফ্রী-ল্যান্সিং সাইট – দেশীওয়ার্কার

০৭ ই আগস্ট, ২০১১ রাত ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


http://www.deshiworker.com-এর বয়স বেশ কম কিন্তু ইতিমধ্যেই অনেক জনপ্রিয় হয়ে উঠেছে । আমি যখন প্রথম সাইটটার কথা জানতে পারি, নিতান্ত কৌতূহলবশত একটা এ্যাকাউন্ট খুলি ।ফ্রী-ল্যান্সিং কাজ করার সুপ্ত বাসনা সবসময় ছিল কিন্তু বিদেশী সাইটে কাজ পেতে হলে দীর্ঘ সময় লেগে থাকতে হয়, তাই ভাবলাম এটা যেহেতু দেশী সাইট একটু চেষ্টা করে দেখি ।কাজের সাইটগুলো নিয়ে (বিশেষ করে নতুন সাইট)সর্বপ্রথম যে আশঙ্কা কাজ করে,কাজ করার পর সাইট থেকে টাকা দিবে-তো ? দেশীওয়ার্কার এ পর্যন্ত যতগুলো কাজ হয়েছে তার সবগুলোর টাকা পরিশোধ করা হয়েছে ।আর ভবিষ্যতে-ও তা করা হবে ।আর এ সাইট থেকে টাকা তোলা সবচেয়ে সহজ, নীচে এটা নিয়ে বিস্তারিত বলব । আসুন আমরা প্রথমে সাইটা সম্পর্কে বিস্তারিত জানি –

কীভাবে কাজ করে দেশীওয়ার্কার –
খুবই সহজ । এখানে কাজ দাতা এবং কাজ গ্রহীতাদের জন্য আলাদাভাবে নিবন্ধনের ব্যবস্থা আছে ।আপনি যেটা করতে চান সে অনুযায়ি নিবন্ধন (লিংক-নিবন্ধন) করবেন ।এরপর প্রোফাইলটা আপডেট করে নিবেন ।আর অব্যশই পাসওয়ার্ড পরিবর্তন করে নিবেন ।

কাজগ্রহীতা –
নিবন্ধন সম্পন্ন হওয়ার পর আপনি যে কোন কাজে বিড করতে পারবেন ।একটা কথা,দেশীওয়ার্কার সম্পন্ন ফ্রী সাইট ।এখানে আপনাকে কাজ করার জন্য কোন টাকা দিতে হবে না ।
যেভাবে বিড করবেন –
যে প্রজেক্টে বিড করতে চান তা প্রথমে নির্বাচন করুন । ধরুন, আপনি “Content writing and submisson” প্রজেক্ট এ বিড করবেন ।
১. এ্যাকাউন্টে সাইন-ইন করুন ।
২. “Content writing and submisson” প্রজেক্ট এ ক্লিক করুন
৩. অন্যদের বিড এবং প্রজেক্টের চাহিদা অনুসারে সবসময় বিড করবেন ।
৪. “Bid on this Project” এ ক্লিক করে বিড এর অপশনে যাবেন ।
৫. এখানে আপনি কত টাকায় এবং কয়দিনে কাজ করবেন তা ঠিক করুন এবং সাথে যদি কাজের জন্য অগ্রীম চান সেটা কত পারসেন্ট তা নির্বাচন করুন ।
৬. বিডে আপনি বার্তা (message) লেখার জন্য দুটি বক্স পাবেন, প্রথম বক্সে যা লিখবেন তা প্রজেক্টে দৃশ্যমান থাকবে আর নীচের বক্সের বার্তাটি কাজদাতার কাছে যাবে । কাজ পাওয়ার জন্য নীচের বক্সে ভাল কিছু লিখা গুরুত্বপূর্ণ ।এরপর বিডটি সাবমিট করুন ।
৭. স্পনসর বিড: যে কোন ওয়ার্কার বিড করার সময় মাত্র ৫ টাকা ফী এর বিনিময়ে বিড টিকে স্পনসর বিড এ রূপান্তর করতে পারবেন যা তার কাজ প্রাপ্তির সম্ভবনাকে বাড়িয়ে দিবে।
৮. গোল্ড মেম্বার: ওয়ার্কারগন প্রতিদিন ৩ টাকা হিসেবে সর্ব নিম্ন ১০ দিনের জন্য নিজেকে গোল্ড মেম্বার করতে পারবেন। যার ফলে এম্পলয়ার এর কাজে গ্রহনযোগ্যতা কয়েকগুন বেড়ে যাবে। যে কোন কাজে বিড করার সময় গোল্ড মেম্বরগন এমপ্লয়ার এর একাউন্টে কত টাকা আছে দেখতে পাবেন, ফলে কাজের পেমেন্ট নিয়ে অনেকটা নিশ্চিত হতে পারবেন। এছাড়াও সকল গোল্ড মেম্বার এর তালিকা এম্প্লয়ারদের কাছে থাকবে এবং এমপ্লয়ারগন ইচ্ছে করলেই যে কোন গোল্ড মেম্বরকে গোপনবার্তা পাঠাতে পারবেন।

কাজদাতারা যা করবেন –
আপনি কাজ দিতে চাইলে “Employer” হিসেবে নিবন্ধন করবেন । এরপর বিস্তারিত তথ্যসহ প্রজেক্ট তৈরি করবেন । সাধারণভাবে প্রজেক্টের জন্য কোন ফী দিতে হবে না, তবে যদি ফীচারড হিসেবে শো করানোর প্রয়োজন হয় তাহলে ২৫ টাকার বিনিময়ে জবটি ফীচারড করা যাবে। ফলে সেই জব এর গুরুত্ব বেড়ে যাবে সাধারন ওয়ার্কার এর কাছে । যারা বিড করবে তাদের মধ্য থেকে যে যোগ্য তাকে নির্বাচন করুন ।কাজ শেষ হলে কাজদাতাকে টাকা দিবেন ।

টাকা লেনদেন পদ্ধতি –
দেশীওয়ার্কার এ টাকা লেনদেন পদ্ধতি সবচেয়ে সহজ ।নীচের মাধ্যমগুলো দিয়ে দেশীওয়ার্কার-এ টাকা লেনদেন করা হয় –
কাজ দাতার টাকা জমা করতে পারবেন :
পেপ্যাল: পেপাল এ্যাকাউন্ট এর মাধ্যমে
এলার্টপে: এলার্টপে এর মাধ্যমে
ব্যাংক: দেশী ওয়ার্কার ডট কমের নির্দিষ্ট ব্যাংক একাউন্টে টাকা জমা করে অনলাইনের মাধ্যমে সেটি জানিয়ে দিতে হবে।
অফিস পে: অফিসে এসে সরাসরি জমা দেয়া যাবে।
ফ্লেক্সীলোড: ১০০-৫০০ এর মধ্যে টাকা জমা দিতে চাইলে এটি সহজ মাধ্যম। সেক্ষেত্রে ফ্লেক্সীলোডের পর কনমারমেশন নম্বরটি দয়া করে লিখে রাখবেন ।

Worker-রা টাকা তুলতে পারবেন –
ব্যাংকের মাধ্যমে -
ব্যলেন্স মিনিমাম ১০০০/-টাকা হলে নীম্নলিখিত ব্যাংগুলো থেকে টাকা তুলতে পারবেন –
ডাচ-বাংলা ব্যাংক
ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক
(আগামিতে আরো ব্যাংক যুক্ত করা হবে।)
ব্যাংক উইথড্রো এর ক্ষেত্রে ওয়ার্কারকে ৬% ফী দিতে হবে ।

অফিস পে –
মাত্র ২% ফি দিয়ে আপনি যে কোন পরিমাণ টাকা অফিস থেকে তুলতে পারবেন।এ সুবিধাটা এই মহূর্তে শুধু রাজশাহীতে আছে, তবে খুব দ্রুত দেশের সব জেলাতেই অফিস থেকে পেমেন্টের ব্যবস্থা করা হবে।

ফ্লেক্সীলোড –
এটা সবচেয়ে সহজলভ্য পদ্ধতি ।৩% ফীর বিনিময়ে আপনি এই মাধ্যমে টাকা তুলতে পারবেন ।এ ক্ষেত্রে সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ৯০০ টাকা তুলতে পারবেন ।

বর্তমানে দেশীওয়ার্কার-এ ২৬৯ জন কাজদাতার ২৪০ টা প্রজেক্ট চালু আছে। প্রতিনিয়ত কাজদাতার সংখ্যা বাড়ছে আর তার সাথে দ্রুত বাড়ছে কাজগ্রহীতার সংখ্যা । দেশীওয়ার্কার থেকে এ পর্যন্ত worker-রা আয় করেছে ২২,৩৫৫ টাকার ও বেশী ।আর ২২৪৪ ওয়ার্কার এর আস্থাটাও দেশীওয়ার্কার ইতিমধ্যেই অর্জন করে নিয়েছে ।যার সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে ।নিজে কিছু আয় করতে চাইলে আপনি-ই বা কেন পিছিয়ে থাকবেন, নিবন্ধন করুন এখানে–www.deshiworker.com
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বারবাজারে মাটির নিচ থেকে উঠে আসা মসজিদ

লিখেছেন কামরুল ইসলাম মান্না, ২৭ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৪০

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নে মাটির নিচ থেকে মসজিদ পাওয়া গেছে। এরকম গল্প অনেকের কাছেই শুনেছিলাম। তারপর মনে হলো একদিন যেয়ে দেখি কি ঘটনা। চলে গেলাম বারবাজার। জানলাম আসল... ...বাকিটুকু পড়ুন

সৎ মানুষ দেশে নেই,ব্লগে আছে তো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১:৪৮








আশেপাশে সৎ মানুষ কেমন দেখা যায়? উনারা তো নাকি একা থাকে, সময় সুযোগে সৃষ্টিকর্তা নিজের কাছে তুলে নেয় যা আমাদের ডেফিনিশনে তাড়াতাড়ি চলে যাওয়া বলে। আপনি জীবনে যতগুলো বসন্ত... ...বাকিটুকু পড়ুন

পরিবর্তন অপরিহার্য গত দেড়যুগের যন্ত্রণা জাতির ঘাড়ে,ব্যবসায়ীরা কোথায় কোথায় অসহায় জানেন কি?

লিখেছেন আরেফিন৩৩৬, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৩:৫৭


রমজানে বেশিরভাগ ব্যবসায়ীকে বেপরোয়া হতে দেখা যায়। সবাই গালমন্দ ব্যবসায়ীকেই করেন। আপনি জানেন কি তাতে কোন ব্যবসায়ীই আপনার মুখের দিকেও তাকায় না? বরং মনে মনে একটা চরম গালিই দেয়! আপনি... ...বাকিটুকু পড়ুন

গরমান্ত দুপুরের আলাপ

লিখেছেন কালো যাদুকর, ২৮ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৫৯

মাঝে মাঝে মনে হয় ব্লগে কেন আসি? সোজা উত্তর- আড্ডা দেয়ার জন্য। এই যে ২০/২৫ জন ব্লগারদের নাম দেখা যাচ্ছে, অথচ একজন আরেক জনের সাথে সরাসরি কথা বলতে... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টির জন্য নামাজ পড়তে চায়।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩৮



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গত বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বৃষ্টি নামানোর জন্য ইসতিসকার নামাজ পড়বে তার অনুমতি নিতে গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটির অনুমতি দেয়নি, যার জন্য তারা সোশ্যাল... ...বাকিটুকু পড়ুন

×