somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৯ বছর পর এক মঞ্চে খালেদা-বি. চৌধুরী

০৫ ই আগস্ট, ২০১১ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Click This Link
রাজনীতিবিদদের সঙ্গে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ ইফতারে একত্রিত হয়েছিলেন মহাজোটের প্রধান শরিক জাতীয় পার্টিসহ বাইরের রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। খালেদা জিয়ার আমন্ত্রণে সাড়া দিয়ে ইফতারে অংশ নিয়েছেন বিকল্পধারা, এলডিপি, কৃষক শ্রমিক জনতা লীগ, জেএসডি ও কল্যাণ পার্টির সভাপতিসহ সমমনা দলের শীর্ষ নেতারা। মহাজোটের প্রধান শরিক জাতীয় পার্টির পক্ষ থেকে দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরও অংশ নিয়েছেন ইফতারে। এ ইফতারকে কেন্দ্র করে দীর্ঘ ৯ বছর পর এক মঞ্চে পাশাপাশি বসলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী। ইফতারের আগে ও পরে কুশল বিনিময় ছাড়াও টুকটাক আলাপ করেন এ দুই নেতা। এ ছাড়া চারদলীয় জোটের শরিক ও সমমনা ১২টি দলের নেতারাও ইফতারে অংশ নিয়েছেন। ইফতার পার্টিতে আমন্ত্রিত দলগুলোর শীর্ষ নেতাদের পাশে নিয়েই মঞ্চে বসেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার ডান পাশে ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও চারদলীয় জোটের নেতারা। বামদিকে ছিলেন বি. চৌধুরী, কর্নেল (অব.) অলি, কাজী জাফরসহ সমমনা দলগুলোর নেতারা। এর আগে চেয়ারপারসন খালেদা জিয়া সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে ইফতার পার্টিতে এসে উপস্থিত হন। এর আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক।
রাজনীতিবিদরা যা বলেছেন
ইফতার শেষে বিকল্পধারা সভাপতি বি. চৌধুরী সাংবাদিকদের বলেন, ইফতার একটি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান। একজন মুসলমান হিসেবে আমি এ ইফতারে অংশগ্রহণ করেছি। এর বাইরে আর কিছু না। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, বেগম খালেদা জিয়া আমাকে দাওয়াত করেছেন। তার দাওয়াত রক্ষা করার জন্য আমরা এসেছি। তার সঙ্গে কথা বলে আমি প্রীত, মুগ্ধ। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো, এরপর আমাদের দলীয় সিদ্ধান্ত জানাবো। মহাজোটের প্রধান শরিক জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ বলেন, এটা একটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান। আমি আমাদের দলের চেয়ারম্যানের পক্ষ থেকে এসেছি। রাজনৈতিক জোটের প্রশ্নে তিনি বলেন, দলীয় ফোরামে এ ব্যাপারে আলোচনার পরে আমাদের চেয়ারম্যান সিদ্ধান্ত নেবেন। জেএসডি সভাপতি আসম আবদুর রব বলেন, পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে আমরা আন্দোলন করছি। ৭ই আগস্টের প্রতিবাদে আমাদের প্রতিবাদ সভা রয়েছে। ঈদের পরে পঞ্চদশ সংশোধনী বাতিলের ব্যাপারে আমরা চূড়ান্ত আন্দোলনে নামবো। এ আন্দোলন যুগপৎ বা জোটবদ্ধ- যে কোন রূপ নিতে পারে। সেটা সময়ই বলবে।
ইফতারে যারা অংশ নিলেন
খালেদা জিয়ার ইফতারে অংশ নেন বিকল্পধারার সভাপতি ও সাবেক প্রেসিডেন্ট প্রফেসর ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম, মহাসচিব অধ্যাপিকা জাহানারা বেগম, প্রেসিডিয়াম সদস্য রেদোয়ান আহমেদ, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতীক, জেএসডি সভাপতি আসম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ, নায়েবে আমির এ কে এম নাজির আহমেদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি ডা. শফিকুর রহমান, ব্যারিস্টার আবদুর রাজ্জাক, প্রচার সম্পাদক অধ্যাপক তাসনিম আলম, হামিদুর রহমান আজাদ এমপি, রফিকুল ইসলাম খান, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক, মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)র সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপি সভাপতি গোলাম মর্তুজা, সাধারণ সম্পাদক আলমগীর মজুমদার, এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, নেজামী ইসলামীর আমীর মুফতি ইজহারুল ইসলাম, ইসলামিক পার্টির সভাপতি অ্যাডভোকেট আবদুল মুবিন, লেবার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ন্যাপের সভাপতি জেবেল রহমান গানী, ন্যাপ ভাসানী সভাপতি শেখ আনোয়ারুল হক, মুসলিম লীগ সভাপতি নুরুল হক, খেলাফত আন্দোলনের আমীর মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ প্রমুখ। এছাড়া ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মঞ্জুর আলম, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটি থেকে নির্বাহী কমিটি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে ইফতার পার্টিতে আসন সংখ্যার চেয়ে প্রায় দেড়গুণ লোক অংশ নেন। ফলে অনেককেই ভাগাভাগি করে ইফতার করতে হয়েছে। এ ছাড়া বসার আসন না পাওয়ায় একটি হযবরল অবস্থার সৃষ্টি হয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মায়ের চৌহদ্দি

লিখেছেন শাওন আহমাদ, ১২ ই মে, ২০২৪ দুপুর ১:৩৫



আমার মা ভীষণ রকমের বকবকিয়ে ছিলেন। কারণে-অকারণে অনেক কথা বলতেন। যেন মন খুলে কথা বলতে পারলেই তিনি প্রাণে বাঁচতেন। অবশ্য কথা বলার জন্য যুতসই কারণও ছিল ঢের। কে খায়নি,... ...বাকিটুকু পড়ুন

ছেলেবেলার অকৃত্রিম বন্ধু

লিখেছেন ঢাবিয়ান, ১২ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:০৯

খুব ছোটবেলার এক বন্ধুর গল্প বলি আজ। শৈশবে তার সাথে আছে দুর্দান্ত সব স্মৃতি। বন্ধু খুবই ডানপিটে ধরনের ছিল। মফস্বল শহরে থাকতো। বাবার চাকুরির সুবাদে সেই শহরে ছিলাম... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশ ও জাতি সম্পর্কে আমাদের ১ জন ব্যুরোক্রেটের ধারণা!

লিখেছেন সোনাগাজী, ১২ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:১৭



নীচে, আমাদের দেশ ও জাতি সম্পর্কে আমাদের ১ জন ব্যুরোক্রেটের ধারণাকে ( পেশগত দক্ষতা ও আভিজ্ঞতার সারমর্ম ) আমি হুবহু তুলে দিচ্ছি। পড়ে ইহার উপর মন্তব্য... ...বাকিটুকু পড়ুন

মোজো ইদানীং কম পাওয়া যাচ্ছে কেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ১২ ই মে, ২০২৪ রাত ৯:৩৭


শুনলাম বাজারে নাকি বয়কটিদের প্রিয় মোজোর সাপ্লাই কমে গেছে! কিন্তু কেন? যে হারে আল্লামা পিনাকী ভাট ভাঁওতাবাজিদেরকে টাকা দিয়ে 'কোকের বিকল্প'-এর নামে 'অখাদ্য' খাওয়ানো হচ্ছিলো, আর কোককেই বয়কটের ডাক... ...বাকিটুকু পড়ুন

জমিদার বাড়ি দর্শন : ০০৮ : পাকুটিয়া জমিদার বাড়ি

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১২ ই মে, ২০২৪ রাত ১০:২৪


পাকুটিয়া জমিদার বাড়ি

বিশেষ ঘোষণা : এই পোস্টে ৪৪টি ছবি সংযুক্ত হয়েছে যার অল্প কিছু ছবি আমার বন্ধু ইশ্রাফীল তুলেছে, বাকিগুলি আমার তোলা। ৪৪টি ছবির সাইজ ছোট করে ১৮ মেগাবাইটে... ...বাকিটুকু পড়ুন

×