somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টাইগার ধর্ষণ

২৩ শে জুলাই, ২০১১ রাত ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্ষণের ঘটনা যেন দিন দিন বেড়েই চলছে। প্রেমিক, সন্ত্রাসী, স্কুল-কলেজের শিক্ষক, এমনকি শ্বশুর দ্বারাও ধর্ষিত হচ্ছে শিশু, মেয়ে এবং গৃহবধূরা। কেউ বলছে আবার কেউ সামাজিক প্রেক্ষাপট কিংবা হুমকির চাপে বলতে সাহস পাচ্ছে না। ২০ জুলাই কু...ম বেগমকে (২৫) ধর্ষণের অভিযোগে অভিযুক্ত জাকির হোসেন (৩২) এবং প্রতারণা ফাঁদে সর্বস্ব খুইয়ে আজ সে এবং তার পরিবার বিচারের আশায় প্রশাসনের শরণাপন্ন হয়েছে।



পুলিশ হণ্যে হয়ে খুঁজছে ধর্ষক ও তার সহযোগীদের। এদিকে নির্যাতনকারীদের মামলা প্রত্যাহারের হুমকি-ধমকিতে চরম আতঙ্কে আছে ধর্ষিতা ও তার পরিবার। স্বামী, সন্তান নিয়ে সুখেই কাটছিল কু...মের দিন। সে ঢাকা ডায়মন্ড ইসলামিয়া মাল্টিপারপাস কোম্পানিতে কাজ করে। স্বামী আরশাদ করেন পেইন্টিংয়ের কাজ। একটু স্বাবলম্বী হয়ে বেঁচে থাকার তাগিদে দিন-রাত এক করে হাড়ভাঙা পরিশ্রম করত তারা।



মো. নাসির উদ্দিনের লম্পট ছেলে জাকির তা হতে দিল না। জাকির রাজধানীর ৯০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি লিয়াকত আলী মুন্সির গাড়িচালক। ঘটনার দিন ২০-০৭-১১ আনুমানিক ৭টার সময় জাকিরের ফোন থেকে কল আসে কু...মের মোবাইলে। জাকির বলে, ‘বোন, লোনের ব্যাপারে আপনার সাথে কথা বলতে হবে। আগামীকাল আমি ঢাকার বাইরে যাব বিধায় কথাটা আজই বলা জরুরি।’



একজন গ্রাহক বাড়লে একটু পয়সা আসবে, সেই আশায় কু...ম তার ডাকে সাড়া দিয়ে রাতেই প্রথমে যায় জুরাই আলম ডেকোরেটরের সাথে জাকিরের মিষ্টির দোকানে। সুকৌশলে জাকির কু...ম’কে বলে, ‘আমার আরও কিছু কাগজপত্র আছে, যা আপনাকে দেখাতে হবে। চলুন, একটু বাসায় যেতে হবে।’ কু...ম আগামীকাল আসব, বললে জাকির নানা টালবাহানা এবং ঢাকার বাইরে যাওয়ার অজুহাত দেখিয়ে ফুসলে নিয়ে যায় তার বাসা ১৬০/২ পশ্চিম ধোলাইপাড়, আলী হোসেন সাহেবের ৬ষ্ঠ তলা ভবনের নিচতলায়, দক্ষিণ পাশের মেইন দরজাসংলগ্ন পূর্ব দিকের রুমে যেখানে কু...ম ধর্ষিত হয়।



অবশেষে জাকির টিভি ছেড়ে দিয়ে সাউন্ড বাড়িয়ে টিভি রাখার জায়গার আশপাশে কী যেন খুঁজতে থাকে। আপ্যায়নের জন্য সে টেবিলের ওপর রাখে ২টি টাইগার ড্রিংকস, চানাচুর ও দুটি মিমি চকলেট। কু...ম খেতে না চাইলেও জাকিরের অনুরোধে সে প্রথমে চানাচুর খায়। চানাচুর খেয়ে ঝাল লাগলে পানির পরিবর্তে আগেই নেশামিশ্রিত টাইগার পান করে। একপর্যায়ে কু...ম অচেতন হয়ে পড়লে তাকে নিয়ে জাকিরসহ অনুমেয় আরও কিছু সহযোগী রাতভর তার ওপর চালায় নির্যাতন।




কু...মের স্বামী আরশাদ আলী সারা রাত স্ত্রী ফিরে না আসায় হণ্যে হয়ে এদিক-সেদিক খোঁজাখুঁজির পর ২৭-০৭-১১ তারিখে সকাল ৭টায় এক রিকশায় কু...মকে অচেতন অবস্থায় উদ্ধার করে ধর্ষণের বিষয়ে সন্দেহ হলে শ্যামপুর থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ সংশোধনী ২০০৩-এর ৯(৩)/৩০ ধারায় মামলা হয়। মামলা নং-১৪, তাং-২১-০৭-২০১১ ইং। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ আসামিকে গ্রেফতার করতে না পারলেও গ্রেফতারের জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।




তবে মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম এ প্রতিবেদককে জানান, অভিযোগ উঠেছে ধর্ষণ মামলাটি তুলে নেওয়ার জন্য স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতা ধর্ষিত ও বাদীকে হুমকি-ধমকি দিচ্ছে। আবার কিছু নেতা মীমাংসার কথা বলে কলা-রুটি খেয়েও তার টাকা পরিশোধ করাচ্ছে বাদীকে দিয়ে। আলাপকালে বাদী ও তার স্ত্রী জানান ‘ভাই, কিছু লিখবেন না। আমরা গরিব মানুষ। খেটে খাই। ওরা আমাদের বাঁচতে দেবে না, মেরে ফেলবে। মামলা করেও এখন বিপদে পড়েছি।



বউ-বাচ্চাদের জীবন বুঝি আর বাঁচানো যাবে না’ বলেই সে হাউমাউ করে কেঁদে ওঠে। তবে এই ধর্ষণ নিয়ে একশ্রেণীর বাণিজ্য যে তুঙ্গে তা বাদীর সঙ্গী ও লোকজন জানান। ধর্ষকের পক্ষ নিয়ে কোনো কোনো নেতা নাকি বাদীকে টাকা-পয়সা দিয়ে দফারফার প্রস্তাব দিচ্ছে, নয়তো দেখে নেয়ারও হুমকি দিচ্ছে বলে তারা জানান। ধর্ষণের ব্যাপারে জাকিরের সাথে তার সেলফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।




‘ধর্ষিত হয়েও যদি আমি বা আমার পরিবার মামলা করে দুশ্চিন্তায় ভুগি তাহলে মামলা করেইবা কী লাভ, তার চেয়ে আত্মহত্যা করাই ভালো’ বলে জানান কু...ম। ক্ষোভে উপস্থিত জনতা জানান, আমরা ধর্ষণের কারণে আর কোনো মা-বোনের আত্মহত্যার ফলে নীরব, নীথর দেহ দেখতে চাই না। চাই সুষ্ঠু বিচার। দফারফা কিংবা কোনো বাণিজ্যই নয়, আইনের সুষ্ঠু ব্যবহার দোষীদের শাস্তি হোক, এটাই সবার দাবি।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অলীক সুখ পর্ব ৪

লিখেছেন স্প্যানকড, ২৮ শে মে, ২০২৪ বিকাল ৫:৪৫

ছবি নেট

শরীর থেকে হৃদয় কে বিচ্ছিন্ন করে দেখতে চেয়েছি
তুমি কোথায় বাস করো?
জানতে চেয়েছি বারবার
দেহে ,
না,
হৃদয়ে?
টের পাই
দুই জায়গাতে সমান উপস্থিতি তোমার।

তোমার শায়িত শরীরে... ...বাকিটুকু পড়ুন

পজ থেকে প্লে : কুমিল্লা বিশ্ববিদ্যালয়

লিখেছেন বন্ধু শুভ, ২৮ শে মে, ২০২৪ রাত ১১:১৫


.
একটা বালক সর্বদা স্বপ্ন দেখতো সুন্দর একটা পৃথিবীর। একজন মানুষের জন্য একটা পৃথিবী কতটুকু? উত্তর হচ্ছে পুরো পৃথিবী; কিন্তু যতটা জুড়ে তার সরব উপস্থিতি ততটা- নির্দিষ্ট করে বললে। তো, বালক... ...বাকিটুকু পড়ুন

শিরোনামে ভুল থাকলে মেজাজ ঠিক থাকে?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৮ শে মে, ২০২৪ রাত ১১:৫৫


বেইলি রোডে এক রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে একজন একটা পোস্ট দিয়েছিলেন; পোস্টের শিরোনামঃ চুরান্ত অব্যবস্থাপনার কারনে সৃষ্ট অগ্নিকান্ডকে দূর্ঘটনা বলা যায় না। ভালোভাবে দেখুন চারটা বানান ভুল। যিনি পোস্ট দিয়েছেন... ...বাকিটুকু পড়ুন

চলুন দেশকে কীভাবে দিতে হয় জেনে নেই!

লিখেছেন সায়েমুজজ্জামান, ২৯ শে মে, ২০২৪ সকাল ৯:৫১

চলুন দেশকে কীভাবে দিতে হয় তা জেনে নেই৷ এবার আপনাদের সাথে দক্ষিণ কোরিয়ার একটি ঘটনা শেয়ার করবো৷ আমি কোরিয়ান অর্থনীতি পড়েছি৷ দেশটি অর্থনৈতিক উন্নয়নে ১৯৭০ সালের পর থেকে প্রায় আকাশে... ...বাকিটুকু পড়ুন

প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৩৮

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৯ শে মে, ২০২৪ সকাল ১০:৪৪


আজকের গল্প হেয়ার স্টাইল ও কাগজের মোবাইল।






সেদিন সন্ধ্যার আগে বাহিরে যাব, মেয়েও বায়না ধরল সেও যাবে। তাকে বললাম চুল বেধে আসো। সে ঝটপট সুন্দর পরিপাটি করে চুল... ...বাকিটুকু পড়ুন

×