somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Warfaze - Lyrics

১১ ই জুলাই, ২০১১ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি কি এখনো সারারাত
এ্যলবাম – অসামাজিক


তুমি কি এখনো সারারাত
জোছনা দেখো
তুমি কি এখনো আগের মতই
গান লিখো

তোমার সে স্বপ্ন
কি এখনো নতুন
নতুন দিনের হলো কি শুরু
নাকি শেষ

তুমি কি এখনো সে দিনের কথা
মনে করো
তুমি কি এখনো আকাশের পানে
চেয়ে সুর খোঁজ
নিঝুম রাতের তারারা কি এখনো
তোমাকে খোঁজে
অশ্রুকণা গুলো কি এখনো
বৃষ্টি হয়ে নামে

তোমার সে স্বপ্ন
কি এখনো নতুন
নতুন দিনের হলো কি শুরু

তোমার ঐ চোখের মাঝে
এখনো কি তারারা হাসে
রাতের পাখিরা কি এখনো
তোমায় ডাকে

ভালো নেই বলে কি
থেমে যাবে তোমার সবই
চেয়ে দেখো সে জোছনা তাকিয়ে আছে
তোমার পানে

তুমি তো এখনো ঘুমিয়ে আছো
আমারি মাঝে
আয়নায় মোর প্রতিচ্ছবি
সে তো আমি নই
তুমি...


যে পথে চলেছ বন্ধু
অ্যালবামঃ অসামাজিক


যে পথে চলেছ বন্ধু
সে পথে হারাবে যে স্বত্তা
মায়াবি আলোর প্রতারনায় মোহিত
আঁধারে তুমি
কত প্রেমের বসন্ত
কত বৃহৎ দিগন্ত
এতো সুখের তাড়নায়
যে যাও হারিয়ে

কিভাবে ভুলেছো বন্ধু
পুরনো দিনের সেই কথা
অজানা মনের বেড়াজালে নিরাশায়
ছিলে যে তুমি
আমি ছিলাম পাশে যে
আগলে ছিলাম তোমাকে
কত বিপদ পেড়িয়ে
এসে হাল ধরেছি

অশ্রুপানে তাকায় সে
সে ভেবে দেখে আবার তোমায়
কোন অনুরাগের বিষন্নতায়
হায় জেগে ওঠে প্রেমের আশা
রাত পোহালে সকাল
তুমি সজাগ
মনে নেই সেই বাসনা

বিপদে পড়েছ বন্ধু
হয়েছে বন্ধ সব দরজা
করেছ অবহেলা তুমি
জীবনে প্রকৃতজনে,
নেই তো আজো তাদের কেউ
আজ তোমার পাশেতে
একা বিশাল পৃথিবীতে
তুমি যাও হারিয়ে

অন্ধকারে হারায় সে
কি অপরাধ কাঁদায় তোমায়
সে আধা জাগা দিবা স্বপনে
হায় ভেঙ্গে পড়ে সকল আশা
রাত পোহালে সকাল
তুমি সজাগ
মনে নেই সেই বাসনা
*** বৃষ্টি নেমেছে রিমঝিমরিম সুরের লহরী ***

বৃষ্টি নেমেছে রিমঝিমরিম সুরের লহরী
নিঝুম রাতে
বৃষ্টি নেমেছে কত স্মৃতি বুকে নিয়ে
উদাস করেছে এই রাত

বৃষ্টি নেমেছে মনে পড়ে যায় আমার গাঁ
বৃষ্টি নেমেছে ঐ মাটির ভালোবাসায়
বার বার শুধু ডাকে
ফিরে আয় আয় আয়

স্মৃতির দুয়ার খুলে আমি
পায়ে চলেছি মেঠো পথে
কাশবন আর ঐ নদীর বাঁকে
আমি সুর করি
ঐ মাছরাঙা পাখির রঙে
আমি গান ধরি
ঐ শিস দেয়া পাখির ডাকে

স্মৃতির দুয়ার খুলে আমি
শুয়ে আছি কোন বটতলে
নিঝুম আকাশে তারার হাসি
আমি সুর করি
ঐ নিঝুম রাতের কোলে
আমি গান ধরি
ঐ জেগে থাকা তারার ভাষায়


*** অবাক ভালোবাসা ***

সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দুরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর
আমার পাশে

সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাড়িয়েছে মহাকাল এখানে

শুভ্র বালুর সৈকতে
এলোমেলো বাতাসে গিটার হাতে
নিস্তব্ধতা চৌচির
উন্মাদ ঝংকারে কাঁদি অবাক সুখের কান্না
যেন চুনি হিরা পান্না
সাগরের বুকে
আলপনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়
অবাক ভালোবাসায়

সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দুরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর
আমার পাশে

সব কষ্ট বয়ে যাক সুখের ঝড়
হৃদয় ভরে যাক সহজ নীল স্বপনে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাড়িয়েছে মহাকাল এখানে

শুভ্র বালুর সৈকতে
এলোমেলো বাতাসে গিটার হাতে
নিস্তব্ধতা চৌচির
উন্মাদ ঝংকারে কাঁদি অবাক সুখের কান্না
যেন চুনি হিরা পান্না
সাগরের বুকে
আলপনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়
অবাক ভালোবাসায়


*** বিচ্ছিন্ন আবেগ ***

একদিন আমি হেটে চলছি পথে একা
হঠাৎ হোঁচট খেয়ে থমকে দেখি
চারিদিকে আঁধার
আঁধার আর আঁধার
আঁধার আর অজ্ঞতা

কোনদিন আমি গাইবো সেই গান
যে গানে থাকবেনা মলিন অহংকার
কোনদিন আমি গাইবো সেই গান
যে গানে থাকবে শুধু জোৎস্নার স্বচ্ছতা

আলোয় আলোয় ভরা চারিদিকে
তবুও কেন ঘরে এত আঁধার
শুনি তবু শুনি না
বুঝি তবু বুঝি না
গানের মত গান নেই কেন তাই

কোনদিন আমি গাইবো সেই গান
যে গানে থাকবে মহাশূন্যের উদারতা
কোনদিন আমি গাইবো সেই গান
যে গানে থাকবে সাগরে গাঙচিলের ডাক

বন্দী আমি নিজেরই স্তব্ধতায়
কণ্ঠে আমার নেই কোন সুর
বন্ধ জানালার পাশে বসে আছি
ফুলের সুবাস পাই
আলোর দরজা খুলেও কেন খুলিনা
বারবার শুধু ছিটকে পড়ি
অশ্লীল কারাগারে
কি যেন কি পাবার
মোহে…


*** আশা ***

জীবন আমার বড় বদলে গেছে
তুমি কোথায়
আছো কেমন
আশা ছিল তোমাকে পাবার
তুমি ছিলে হৃদয়ে আমার

প্রতিদিন আমার মনে পড়ে তোমায়
অতীত স্মৃতিগুলো
ভালোবাসা মনে আশা ছিলো
কেন এমন হলো
তোমাকে ভেবে মন আমার উদাস হতে চায়
চলে গেলে কোথায় কোন দুর অজানায়

স্বপন নেই চোখে আশা নেই বুকে
ভেঙ্গে গেল ঝড়ে
আবেগ নেই মনে শুধু তোমায় পড়ে
আমার মনে
ব্যাথারই স্রোতে মন আমার হারাতে যে চায়
চলে গেলে কোথায় কোন দুর অজানায়

জীবন আমার বড় বদলে গেছে
তুমি কোথায়
আছো কেমন
আশা ছিল তোমাকে পাবার
তুমি ছিলে হৃদয়ে আমার


*** কৈশোর ***

মনে পড়ে যায় আমার কৈশোর
স্মৃতি হারানো সেই সুর
আজও ভুলিনি সেই দিনগুলি
মনে পড়ে যায় আবার ফিরে আসে
আবার ফিরে আসে

তুমি নেই আজ তাই কত ব্যাথা
সবই আছে শুধু তুমি ছাড়া
আমার এ জীবনে তুমি ছিলে
নেমে আসা রাতে সন্ধ্যাতারা
মনে পড়ে যায় আবার ফিরে আসে
আবার ফিরে আসে

ঘরের আলো যখন নিভে যাবে
আমিও যখন থাকবো না এ ঘরে
আবারো সেখানে দেখা হবে
জীবনের ওপারে অন্যভাবে
মনে পড়ে যায় আবারো ফিরে আসে
আবার ফিরে আসে

মনে পড়ে যায় আমার কৈশোর
স্মৃতি হারানো সেই সুর
আজও ভুলিনি সেই দিনগুলি
মনে পড়ে যায় আবার ফিরে আসে
আবার ফিরে আসে


*** এমন দিনে ***

সোনালী রোদ হাসে
খেলা করে সাগর তীরে
রূপালী মেঘ গুলি
ভেসে চলে আকাশ জুড়ে

আজ এমন দিনে
ভেবে দেখি আবার
সেই আশায় ভরা
স্বপ্নের দিন

এক বিষন্নতায়
কাটে দিন আমার
স্বপ্ন গুলি
কেন মিথ্যে হয়

পাহাড়ি ঝর্নাতে
হিম শীতল পানির ধারা
বনানীর চির সবুজ
সারাবেলা ছায়ায় ঘেরা

আজ এমন দিনে
ভেবে দেখি তোমায়
সেই আলোয় ভরা
স্বপ্নীল মুখ

এক বিড়ম্বনায়
কাঁপে বুক আমার
স্মৃতিগুলি
আজ স্বপ্ন নয়

মরিচিকা তুমি এক
আঁধারে ক্ষীন আলোয়
বহুদুরে তোমার ছায়া
যায় যে মিলিয়ে
পিছে পড়ে আমি আজ
সন্মুখে উঁচু দেয়াল
বহুদুরে তোমার ছায়া
যায় যে হারিয়ে

তুমি যাও যে হারিয়ে
তুমি হারিয়ে যাও


*** যখন ***

যখন
মেঘের চাদর টেনে আবছা জেগে জোছনা
টিপ টিপ বৃষ্টি
জেনো আমি পাশে তোমার
একসাথে ভিজছি
যখন
সুরুজ দিনের মাতাল হাওয়ায়
এলোমেলো তোমার চুল
জেনো আমি পাশে তোমার
তোমায় দেখছি

যখন আমি থাকবো না
মনে রেখো আমার এই গান

যখন
ছায়াঘেরা সবুজের বন
হাতছানিতে ডাকে নিবিড়ে
জেনো আমি পাশে তোমার
হাত ধরে হাটছি
যখন
বাতাসের ঘ্রান চমকে থাকে
একদমকা খুশীতে
জেনো আমি পাশে তোমার
চোখে জল হাসছি

যখন আমি থাকবো না
মনে রেখো আমার এই গান


*** নির্বাসন ***

আমাদের ভালোবাসা কোন কারনে
একাকি করেছে দু’জনাকে
হৃদয়ে ধূলোজমা জীবনের পথে
নিঃস্ব হয়েছি আমি

জানাতে চাইনি
পালাবার কারন
নিরব থেকেছি
নিথর হয়ে
দৃষ্টিটা শুধু
ঝাপসা ছিলো যে
অন্যরকম এক
চোখের জ্বলে
বেদনার আবেগে

প্রশ্বাস নেয়া আর নিঃশ্বাস ছাড়তে গিয়ে
জীবন আমার থমকে আসন্ন এক
মরনে…

আমাদের ভালোবাসা কোন কারনে
একাকি করেছে দু’জনাকে
হৃদয়ে ধূলোজমা জীবনের পথে
নিঃস্ব হয়েছি আমি

সেই তখন থেকে
আমাদের এই পথ
মোড় নিয়েছে
অন্য বাঁকে

এলোমেলো এই পাথর পথে
হাটছি এখন এই স্মৃতির পাতায়
একা…

অন্যভূবনে
যাবার সময়
এ নয় আমার
ভালোবাসার
পরাজয়
তোমার
হৃদয়ের
কষ্ট
কমাতে
এ আমার ভালোবাসা



মুক্তি চাই -----
ব্যান্ড - ওয়ারফেজ

চেয়ে দেখ চারিদিকে চিৎকার
চেয়ে দেখ চারিদিকে ধিক্কার
হতাশায় ডুবে দুরাশায় ভুগে
হয়ে গেছে কালো আজ অন্তর

চেয়ে দেখ চারিদিকে সংশয়
হারিয়েছি আজ সেই পরিচয়
সততার মাঝে অভাবের লাজে
স্থির হয় জীবনের পরাজয়

এই সমাজের প্রভুরা
খেলে নিষ্ঠুর খেলা
হে সমাজের প্রভুরা
কেন এই ধ্বংস লীলা

চাই না হতে নিপিড়িত
চাই না হতে প্রতারিত
চাই না হতে আশাহত
মুক্তি চাই

আর নয় বিষন্নতা
আর নয় প্রবঞ্চনা
আর নয় দারিদ্রতা
মুক্তি চাই

চেয়ে দেখ রঞ্জিত রাজপথ
হারিয়েছে প্রাণ কত প্রিয়জন
জীবনের সাঁঝে হারানোর গানে
দিকহীন আজ এই সংগ্রাম

কোনদিন হবে সেই তোলপাড়
ফিরে পাবো না পাওয়ার অধিকার
হতাশার সব কালো ছায়া
মুছে যাবে আলোর বন্যায়

এই সমাজের প্রভুরা
কোনদিনও ভাবে না
এই সমাজের প্রভুরা
কেন দেখেও দেখে না

চাই না হতে সমাজবদ্ধ
চাই না হতে সবার মত
চাই না হতে প্ররোচিত
মুক্তি চাই

আর নয় মিছে আশা
আর নয় কালো ছায়া
আর নয় পিছে ফেরা
মুক্তি চাই

কেন মিথ্যের ভারে
নুয়ে পরে জাতি
কেন শিক্ষায় করে
অবনতি
কেন নিষ্ঠার ভয়ে
ঘুনে ধরা জাতি
কেন ছাত্রের প্রাণে
রাজনীতি


বিচ্ছিন্ন আবেগ
ওয়ারফেজ


একদিন আমি হেটে চলছি পথে একা
হঠাৎ হোঁচট খেয়ে থমকে দেখি
চারিদিকে আঁধার
আঁধার আর আঁধার
আঁধার আর অজ্ঞতা

কোনদিন আমি গাইবো সেই গান
যে গানে থাকবেনা মলিন অহংকার
কোনদিন আমি গাইবো সেই গান
যে গানে থাকবে শুধু জোৎস্নার স্বচ্ছতা

আলোয় আলোয় ভরা চারিদিকে
তবুও কেন ঘরে এত আঁধার
শুনি তবু শুনি না
বুঝি তবু বুঝি না
গানের মত গান নেই কেন তাই

কোনদিন আমি গাইবো সেই গান
যে গানে থাকবে মহাশূন্যের উদারতা
কোনদিন আমি গাইবো সেই গান
যে গানে থাকবে সাগরে গাঙচিলের ডাক

বন্দী আমি নিজেরই স্তব্ধতায়
কণ্ঠে আমার নেই কোন সুর
বন্ধ জানালার পাশে বসে আছি
ফুলের সুবাস পাই
আলোর দরজা খুলেও কেন খুলিনা
বারবার শুধু ছিটকে পড়ি
অশ্লীল কারাগারে
কি যেন কি পাবার
মোহে..............

একদিন আমি হেটে চলছি পথে একা
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কাঁচা আম পাড়ার অভিযান

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৩ ই মে, ২০২৪ রাত ১০:৩২



গাজীপুর জেলার জয়দেবপুরের বাড়ীয়া ইউনিয়নের দেউলিয়া গ্রামে আমার প্রায় ৫২ শতাংশ জমি কেনা আছে। সেখানে ছোট একটি ডোবা পুকুর, অল্প কিছু ধানের জমি আর বাকিটা উঁচু ভিটা জমি। বেশ... ...বাকিটুকু পড়ুন

আমরা কেন এমন হলাম না!

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৪ ই মে, ২০২৪ সকাল ৯:৪১


জাপানের আইচি প্রদেশের নাগোইয়া শহর থেকে ফিরছি৷ গন্তব্য হোক্কাইদো প্রদেশের সাপ্পোরো৷ সাপ্পোরো থেকেই নাগোইয়া এসেছিলাম৷ দুইটা কারণে নাগোইয়া ভালো লেগেছিল৷ সাপ্পোরোতে তখন বিশ ফুটের বেশি পুরু বরফের ম্তুপ৷ পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

অভিমানের দেয়াল

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ১৪ ই মে, ২০২৪ সকাল ১১:২৪




অভিমানের পাহাড় জমেছে তোমার বুকে, বলোনিতো আগে
হাসিমুখ দিয়ে যতনে লুকিয়ে রেখেছো সব বিষাদ, বুঝিনি তা
একবার যদি জানতাম তোমার অন্তরটাকে ভুল দূর হতো চোখের পলকে
দিলেনা সুযোগ, জ্বলে পুড়ে বুক, জড়িয়ে ধরেছে... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামে মুক্তিযুদ্ধের প্রস্তুতি

লিখেছেন প্রামানিক, ১৪ ই মে, ২০২৪ দুপুর ১:৩১



২৬শে মার্চের পরে গাইবান্ধা কলেজ মাঠে মুক্তিযুদ্ধের উপর ট্রেনিং শুরু হয়। আমার বড় ভাই তখন ওই কলেজের বিএসসি সেকেন্ড ইয়ারের ছাত্র ছিলেন। কলেজে থাকা অবস্থায় তিনি রোভার স্কাউটে নাম... ...বাকিটুকু পড়ুন

বিকেল বেলা লাস ভেগাস – ছবি ব্লগ ১

লিখেছেন শোভন শামস, ১৪ ই মে, ২০২৪ দুপুর ২:৪৫


তিনটার সময় হোটেল সার্কাস সার্কাসের রিসিপশনে আসলাম, ১৬ তালায় আমাদের হোটেল রুম। বিকেলে গাড়িতে করে শহর দেখতে রওয়ানা হলাম, এম জি এম হোটেলের পার্কিং এ গাড়ি রেখে হেঁটে শহরটা ঘুরে... ...বাকিটুকু পড়ুন

×