somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদেশি গণমাধ্যমে বিএনপির হরতাল

১৪ ই জুন, ২০১১ সকাল ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক কাভারেজ পেয়েছে বিএনপি আহূত ৩৬ ঘণ্টার হরতাল। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে পিকেটার গ্রেফতার করে তাত্ক্ষণিক সাজা দেয়ার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও সিএনএন, বিবিসি এবং ভারতীয় দৈনিক সিফি এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে।
সিএনএনে প্রকাশিত ‘মোর দ্যান ১০০ জেইল্ড অ্যাজ অপোজিশন স্ট্রাইক হিটস বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনী পদ্ধতি পরিবর্তন সংক্রান্ত সরকারের পদক্ষেপের বিরুদ্ধে এ হরতাল ডাকা হয়েছে। হরতালে এক কোটি ২০ লাখ মানুষের নগরী কর্মচঞ্চল রাজধানী ঢাকায় স্থবিরতা নেমে এসেছে।
হরতালে সুপ্রিম কোর্ট, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান, শপিংমল, মার্কেট বন্ধ ছিল।
কিছু ব্যতিক্রম ছাড়া সড়কগুলোতে গাড়িঘোড়াও চলেনি।
ভোলায় যাওয়ার পথে সদরঘাটে পরিবারসহ লঞ্চ জটে পড়েছিলেন মনিরুল ইসলাম। তিনি সিএনএনকে বলেন, ‘আমি
বহুক্ষণ ধরে পরিবারের সঙ্গে অপেক্ষা করছি। নির্ধারিত সময়ে লঞ্চ ছাড়ছে না।’
বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোটের আহ্বানে ৩৬ ঘণ্টার হরতাল কর্মসূচি চলছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের প্রতিবাদে দলগুলো এ হরতাল ডেকেছে।
ঢাকার পুলিশ সাবেক দুইজন সংসদ সদস্যকে গ্রেপ্তার করেছে বলেও জানায় সিএনএন। রোববার ১০টি ভ্রাম্যমাণ আদালত ছিল রাজপথে। রাজধানীতে এদিন ৫৮ জনকে গ্রেপ্তার করে সবাইকে এক থেকে তিন মাস কারাদণ্ড দেয়া হয়। এর আগের দিন (শনিবার) আরও ৫২ জনকে আটক করে পুলিশ।
বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট খন্দকার মাহবুব হোসেন অভিযোগ করে সিএনএনকে বলেন, বিরোধীদলীয় নেতাদের ধরে খুব কম সময়ের মধ্যে কারাদণ্ড দেয়া হয়েছে, যা মানবাধিকার লঙ্ঘন।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, হরতাল চলাকালে ভ্রাম্যমাণ আদালত নৈরাজ্যকর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখতে সরকার সবকিছু করছে বলেও তিনি জানান। তিনি বলেন, হরতালের নামে বিরোধী দল সরকারি সম্পদ ধ্বংস করছে, সড়কগুলোতে চলাচলকারী গাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে। গত দুইদিনে ১২টিরও বেশি বাসে আগুন ধরিয়ে দিয়েছে হরতাল পালনকারীরা।
বিভিন্ন গণমাধ্যমে বিএনপির ডাকা হরতালের প্রথমদিন তাত্ক্ষণিক পিকেটার ধরে কারাদণ্ড দেয়ার খবর বেরিয়েছে। ওয়াশিংটন পোস্টে বলা হয়েছে, সংবিধান সংশোধন সংক্রান্ত সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপির ডাকা হরতাল চলকালে বেশ কয়েকজন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এতে একদিনের বিচার প্রক্রিয়ায় তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার দেখানো ব্যক্তিদের এক মাস থেকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। ঢাকার ডেপুটি পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় ওয়াশিংটন পোস্টকে বলেন, হরতালের আগের দিন (শনিবার) বাসে হামলা করে আগুন ধরিয়ে দেয়াসহ সহিংসতা সৃষ্টি করায় এদের গ্রেফতার করা হয়েছে।
এতে বলা হয়েছে, প্রধান বিরোধী দল বিএনপির জোট মিত্র জামায়াতে ইসলামী হরতালের প্রথমদিন রোববার ভোরে ঢাকার রাস্তায় নেমে আসে।
বিবিসি জানায়, বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির ডাকা টানা ৩৬ ঘণ্টা হরতালের দ্বিতীয় ও শেষ দিনে একজন সংসদ সদস্যসহ দলের বেশ কয়েকজন নেতাকে আটক করা হয়েছে।
ঢাকায় বিএনপি কার্যালয়ের সামনে থেকে আটক করা এ এমপি হচ্ছেন চাঁদপুর থেকে নির্বাচিত হারুনর রশীদ। এছাড়াও সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলমকেও গ্রেফতার করা হয়েছে।
বিএনপি দাবি করছে, বিনা উস্কানিতে নেতাদের আটক করা হয়েছে।
সংবাদদাতারা বলছেন, আজও রাস্তায় বিরোধী পিকেটার নামতে দেয়া হয়নি। ছোটখাটো মিছিল নিয়ে বের হলেই পুলিশ তাদের আটকে দিয়েছে।
সারাদেশে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ধরপাকড় অব্যাহত ছিল।
বিএনপি দাবি করছে, তাদের এক হাজারেরও বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, মোবাইল কোর্টেও গতকাল কয়েকজনকে তাত্ক্ষণিকভাবে সাজা দেয়া হয়েছে।
ঢাকার মিরপুরে তিনজনকে গ্রেফতার করে তাদের এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। পুলিশ বলছে, গাড়িতে অগ্নিসংযোগ করায় তাদের এ সাজা দেয়া হয়েছে।
এ হরতালের সময় মোবাইল কোর্ট যত সাজা দিয়েছে তার মধ্যে এ সাজাই সবচেয়ে বেশি মেয়াদের।
তবে সোমবার এই মোবাইল কোর্ট আগের দিনের মতো তত্পর ছিল না।
ভ্রাম্যমাণ আদালতে গতকাল অন্তত ৫০ জনকে সাজা দেয়া হয়। সংবাদদাতারা বলছেন যে, গত দুদিনে ভ্রাম্যমাণ আদালতে একশোরও বেশি পিকেটারকে তাত্ক্ষণিকভাবে সাজা দেয়া হয়েছে।
হরতালকারীদের বিরুদ্ধে এই প্রথমবারের মতো মোবাইল কোর্ট ব্যবহার নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। সরকার বলছে, অপরাধীদের সামাল দিয়ে জনজীবন স্বাভাবিক রাখার জন্যেই মোবাইল কোর্ট তত্পর রয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে, তারা এ মোবাইল কোর্ট ব্যবহারের বিরুদ্ধে আইনগত লড়াই চালাবে। হরতালের প্রথম দিনে সাবেক দুই মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও হাফিজউদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয় যে, হরতালের আগে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় এদের গ্রেফতার করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের সরকারি পরিকল্পনার প্রতিবাদে বিএনপি দ্বিতীয় দফায় এই হরতালের ডাক দেয়।
এদিকে, ভারতীয় দৈনিক সিফির প্রতিবেদনে বলা হয়েছে, সিরাজগঞ্জ শহরে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যকার সংঘর্ষে চারজন পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। শহরের সিনেমা হলের সামনে রোববার সকাল সাড়ে ১০টায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলে তিন ঘণ্টা।
বার্তা সংস্থা সিএনএন আরো জানায়, টানা ৩৬ ঘণ্টার হরতাল চলাকালে বিরোধী দলগুলোর শতাধিক নেতাকর্মীকে আটক করে কারাদণ্ড দিয়েছে
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নিছক স্বপ্ন=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে মে, ২০২৪ রাত ৯:৪৮



©কাজী ফাতেমা ছবি
তারপর তুমি আমি ঘুম থেকে জেগে উঠব
চোখ খুলে স্মিত হাসি তোমার ঠোঁটে
তুমি ভুলেই যাবে পিছনে ফেলে আসা সব গল্প,
সাদা পথে হেঁটে যাব আমরা কত সভ্যতা পিছনে ফেলে
কত সহজ... ...বাকিটুকু পড়ুন

একদম চুপ. দেশে আওয়ামী উন্নয়ন হচ্ছে তো?

লিখেছেন তানভির জুমার, ১৯ শে মে, ২০২৪ রাত ১০:৫৯



টাকার দাম কমবে যতো ততোই এটিএম বুথে গ্রাহকরা বেশি টাকা তোলার লিমিট পাবে।
এরপর দেখা যাবে দু তিন জন গ্রাহক‍কেই চাহিদা মতো টাকা দিতে গেলে এটিএম খালি। সকলেই লাখ টাকা তুলবে।
তখন... ...বাকিটুকু পড়ুন

যে গরু দুধ দেয় সেই গরু লাথি মারলেও ভাল।

লিখেছেন মোহাম্মদ গোফরান, ২০ শে মে, ২০২৪ রাত ১২:১৮


০,০,০,২,৩,৫,১৬, ৭,৮,৮,০,৩,৭,৮ কি ভাবছেন? এগুলো কিসের সংখ্যা জানেন কি? দু:খজনক হলেও সত্য যে, এগুলো আজকে ব্লগে আসা প্রথম পাতার ১৪ টি পোস্টের মন্তব্য। ৮,২৭,৯,১২,২২,৪০,৭১,৭১,১২১,৬৭,৯৪,১৯,৬৮, ৯৫,৯৯ এগুলো বিগত ২৪ ঘণ্টায়... ...বাকিটুকু পড়ুন

কোরআন কী পোড়ানো যায়!

লিখেছেন সায়েমুজজ্জামান, ২০ শে মে, ২০২৪ সকাল ১০:৩৮

আমি বেশ কয়েকজন আরবীভাষী সহপাঠি পেয়েছি । তাদের মধ্যে দু'এক জন আবার নাস্তিক। একজনের সাথে কোরআন নিয়ে কথা হয়েছিল। সে আমাকে জানালো, কোরআনে অনেক ভুল আছে। তাকে বললাম, দেখাও কোথায় কোথায় ভুল... ...বাকিটুকু পড়ুন

ইরানের প্রেসিডেন্ট কি ইসরায়েলি হামলার শিকার? নাকি এর পিছে অতৃপ্ত আত্মা?

লিখেছেন ...নিপুণ কথন..., ২০ শে মে, ২০২৪ সকাল ১১:৩৯


ইরানের প্রেসিডেন্ট হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত!?

বাঙালি মুমিনরা যেমন সারাদিন ইহুদিদের গালি দেয়, তাও আবার ইহুদির ফেসবুকে এসেই! ইসরায়েল আর।আমেরিকাকে হুমকি দেয়া ইরানের প্রেসিডেন্টও তেমন ৪৫+ বছরের পুরাতন আমেরিকান হেলিকপ্টারে... ...বাকিটুকু পড়ুন

×