somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফরেক্স Weekly Outlook ১১ মার্চ থেকে ১৫ মার্চ ২০১৩

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি ১১ মার্চ এই পোস্টটি করতে না পারার কারনে। আসলে গতদিন কিছুতেই লগিন করতে পারছিলাম না তাই দেয়া হয় নাই।

যারা ফরেক্স কি জানেন না তারা বাংলায় পড়তে এখানে ক্লিক করুন।
WikiPedia Link

EUR/USD

EUR/USD গত সপ্তাহে 1.3000/1.3100 এর মাঝে Up-Down করছে। আশা করা হয়েছিল এই পেয়ার 1.2966 এর ব্রেক করলে আরও নিচে যাবে। তবে 1.2966 এর নিচে কোন Clear Break আমরা পায় নাই প্লাস আরেকবার এই নিয়ে মোট তিন বার এই প্রাইস এর কাছে বোটম তৈরি করছে বলে মনে হচ্ছে,তবে খেয়াল রাখতে হবে 1.3134 Minor Resistance এর ব্রেক। এই ব্রেক কিন্তু মার্কেট যে 1.2966 এ বোটম তৈরি করেছে টা কনফার্ম করবে। এবং আমরা হয়তো বুলিশ মুভমেন্ট দেখতে পারব। তাই Buyer দেরকে আমার পরামর্শ হল Minor Resistance Clear ব্রেক না পর্যন্ত Buy Order ওপেন না করায় ভালো। মার্কেট ক্লোজ প্রাইস হল 1.2997 যা এখনো খুব একটা বুল্লিশ মুভমেন্ট এর সিগন্যাল দেয় না। ধরে নেয়া যায় 1.3000 এর নিচে ট্রেড হওয়া মানে Bearish মুভমেন্ট আরও অনেক শক্তিশালী হয়ে যাওয়া। তবে মার্কেট এর বর্তমান পরিস্থিতি বলে পরবর্তী সাপোর্ট আছে 1.2661 এ যা কারেন্ট প্রাইস এর চাইতে ৩৩৬ পিপস নিচে। তবে তার পূর্বে ৫০% retracement এ প্রাইস আছে 1.2873। এটা sell order ক্লোজ এর ভালো জায়গা হতে পারে।



GBP/USD

GBP/USD গত সপ্তাহে কিছুটা Consolidiation এর পর আবার তার পতন এর ধারা অব্যাহত রাখে এবং সর্বনিম্ন 1.4884 পর্যন্ত টেস্ট করে। 1.5000 এর Psychological Level পার করে এসেছে। এখন মার্কেট বেশির ভাগ সময় বেয়ারিশ মুড এ থাকবে বলে আশা করছি। Key Support রয়েছে 1.4229 এ তাই প্রাইস এই লেভেল কে টেস্ট করার সম্ভাবনা রয়েছে। (Weekly chart দেখুন) । উল্টো দিকে বুলিশ মুভমেন্ট এর জন্য 1.5198 এর একটা স্ত্রং ব্রেকআউট দরকার। শেষ কথা হল 1.5198 এর ব্রেক না হলে, মার্কেট বেয়ারিশ মুডে থাকবে এবং আরও কিছু নতুন Lower Low তৈরি করতে পারে।





USD/JPY

USD/JPY পুনরায় Uptrend এর যাত্রা শুরু করেছে। গত সপ্তাহে এই পেয়ার 95.00 এর Psychological Level খুব ভালো ভাবেই পার করে এখন 96.00 তে অবস্থান করছে। এই পেয়ার 96.54 পর্যন্ত হয়েছিল। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এই পেয়ার Uptrend এ থাকবে। Weekly Forecast এ বলা যায় এই পেয়ার 100.00 (Key Resistance) যেতে পারে। উল্টো দিকে Downside এ 94.77 Minor Support হিসেবে কাজ করছে তাই বেয়ারিশ মুভমেন্ট এর জন্য প্রথম দরকার এই সাপোর্ট এর ব্রেক, এই ব্রেক পেয়ার টি কে শুধু মাত্র Neutral অবস্থান এ নিয়ে আসবে। দ্বিতীয় দরকার হল 90.85 এর ব্রেক। তাই Trader ভাইদের বলতে চাই সেল অর্ডার ওপেন এর জন্য 94.77 পর্যন্ত অপেক্ষা করা উচিত।



EUR/JPY

EUR/JPY এর গত সপ্তাহের মুভমেন্ট থেকে বলা যায় এই পেয়ার 94.11 থেকে শুরু হওয়া Uptrend শেষ পর্যন্ত 127.70 তে গিয়ে ঠেকেছে। ডেইলি চার্ট এ 55EMA অনুযায়ী এই পেয়ার 118.71 টেস্ট করে আবার উপরে উঠেছে। এখনো Uptrend এ থাকবে বলে আশা করছি তবে বুলিশ মুভমেন্ট এর জন্য প্রথমে 127.70 এর Minor Resistanc কে ক্রস করতে হবে। 127.70 এর ব্রেক EUR/JPY পেয়ার কে 130.00 তে নিয়ে যেতে পারে যা শুরু হয়েছিল 94.11 তে। গত সপ্তাহে আমরা আশা করে ছিলাম Fibo 38.2% retracement 117.24 (100.32 থেকে 127.70 ) থেকে মার্কেট উপরে উঠবে কিন্তু মার্কেট 118.71 এ নতুন বোটম তৈরি করেছে। Downside এ একটা minor resistance আছে 121.93 প্রাইসে তাই নতুন তাই সেল অর্ডার ওপেন এর জন্য আমাদের কে minor resistance ক্রস পর্যন্ত অপেক্ষা করা উচিত।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাঁর বোতলে আটকে আছে বিরোধী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৬ ই মে, ২০২৪ বিকাল ৫:০৭



সেই ২০০৯ সালে তিনি যে ক্ষমতার মসনদে বসলেন তারপর থেকে কেউ তাঁকে মসনদ থেকে ঠেলে ফেলতে পারেনি। যারা তাঁকে ঠেলে ফেলবে তাদের বড়টাকে তিনি বোতল বন্দ্বি করেছেন।... ...বাকিটুকু পড়ুন

নতুন গঙ্গা পানি চুক্তি- কখন হবে, গ্যারান্টি ক্লজহীন চুক্তি নবায়ন হবে কিংবা তিস্তার মোট ঝুলে যাবে?

লিখেছেন এক নিরুদ্দেশ পথিক, ১৬ ই মে, ২০২৪ বিকাল ৫:২৬


১৬ মে ঐতিহাসিক ফারাক্কা দিবস। ফারাক্কা বাঁধ শুষ্ক মৌসুমে বাংলাদেশে খরা ও মরুকরণ তীব্র করে, বর্ষায় হঠাৎ বন্যা তৈরি করে কৃষক ও পরিবেশের মরণফাঁদ হয়ে উঠেছে। পানি বঞ্চনা এবং... ...বাকিটুকু পড়ুন

কেউ কি আমার বন্ধু শাহেদের ঠিকানা জানেন?

লিখেছেন জিএম হারুন -অর -রশিদ, ১৬ ই মে, ২০২৪ রাত ৯:৩৪



কেউ কি আমার বন্ধু শাহেদের ঠিকানা জানেন?
আমার খুবই জরুরি তার ঠিকানাটা জানা,
আমি অনেক চেষ্টা করেও ওর ঠিকানা জোগাড় করতে পারছিনা।

আমি অনেক দিন যাবত ওকে খুঁজে বেড়াচ্ছি,
এই ধরুণ, বিশ-একুশ বছর।
আশ্চর্য্য... ...বাকিটুকু পড়ুন

আজকের ব্লগার ভাবনা:কথায় কথায় বয়কট এর ডাক দেয়া পিনাকীদের আইডি/পেইজ/চ্যানেল বাংলাদেশে হাইড করা উচিত কি? ব্লগাররা কি ভাবছেন?

লিখেছেন লেখার খাতা, ১৭ ই মে, ২০২৪ রাত ১২:১৩



অপূর্ব একজন চমৎকার অভিনেতা। ছোট পর্দার এই জনপ্রিয় মুখকে চেনেনা এমন কেউ নেই। সাধারণত অভিনেতা অভিনেত্রীদের রুজিরোজগার এর একটি মাধ্যম হইল বিজ্ঞাপনে মডেল হওয়া। বাংলাদেশের কোন তারকা যদি বিদেশী... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু ডেকে নিয়ে যায়; অদৃষ্টের ইশারায়

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৭ ই মে, ২০২৪ সকাল ৮:৩৯

১৯৩৩ সালে প্রখ্যাত সাহিত্যিক উইলিয়াম সমারসেট মম বাগদাদের একটা গল্প লিখেছিলেন৷ গল্পের নাম দ্য অ্যাপয়েন্টমেন্ট ইন সামারা বা সামারায় সাক্ষাৎ৷

চলুন গল্পটা শুনে আসি৷

বাগদাদে এক ব্যবসায়ী ছিলেন৷ তিনি তার... ...বাকিটুকু পড়ুন

×