somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপ্রাসঙ্গিক কথা:P:P:P:P

২২ শে মে, ২০১১ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-কি রে class শেষে কি করবি?
-বাইরে যাব।
-ও আচ্ছা। কোথায় যাবি ?
-বনানি।
-ও । বনানি কোথায় ? ‘ধাবা’ য় নাকি?
-আরে না।আমি জানি না এখনো । দেখি ‘ও’ কোথায় নিয়ে যায়।
-‘ও’ টা কে আবার ?
-আমার এক Friend.
-কোন Friend? আমাদের Campus- র নাকি?
-না। Face book থেকে পরিচয় ।
-কবে থেকে জ়ানিস?দেখতে কেমন?
-১/২ মাস হবে। ও অনেক ভাল।অনেক বেশি friendly .।আর দেখতে খারাপ না। quite good.তা না হলে আমি কি আজকে meet করতাম নাকি?
-ও এই কাহিনী। ভালোই তো। কিছু বলার নাই আমার।


আসেন এবার ব্যাপারটা একটু অন্যভাবে দেখি –

-কি রে আজ়কে class শেষে কি করবি ?কোন কাজ আছে ?
-তেমন কিছু করব না। আসলে কি করবো ঠিক জানি না ।

-কি ব্যাপার ? তুই কি upset নাকি ?দেখে তো তাই মনে হচ্ছে।

-হ্যা একটু। এক Friend আসবে আজ়কে। দেখা করতে। আমাকে নিয়ে বাইরে যাবে। কোথায় যে নিয়ে যায় , জ়ানি না। এর আগে কখনো এভাবে কারো সাথে দেখা করিনি। (Face book Friend)বুঝতেছি না কি করব।
যাব নাকি যাব না।:-*


এই দুটি ঘটনার মধ্যে কি কোন মিল খুজ়ে পাচ্ছেন ?? ??
খুবই সাধারন ঘটনা। তাই না? Face book/Yahoo messenger এ আমরা অনেক বন্ধু বানাই। Share করি নিজেদের অনেক ব্যাপার।একটা সময় এমন হয় যে, বিশেষ কোন বন্ধুর সাথে কথা বলার জ়ন্য wait করতে থাকি আমরা। নিজ়ের কাজ় ফেলেও বসে থাকতে ভাল লাগে অনেক সময়। আলাপ(chat) করতে করতে প্রেমেও পড়ে যায় কেউ কেউ। আমার এইখানে কোন সমস্যা নাই।আমি দোষ দিচ্ছি না কারও।আমি নিজ়েও Fb তে অনেক সময় বসে থাকতাম।ভালো লাগত আমার। আমি তো এখনও দুইটা account use (Fb) করি।

সমস্যা হল আমরা অনেক সময় অনেক কিছু ভুলে যাই।সব কিছুরই ভাল দিক আছে আবার খারাপ দিক ও আছে।শুধু ভাল সময় কাটানোর জন্য, মজা করার জন্য আমরা অনেক ভুল কাজ় করি। ভুল কিছু কল্পনা করতে ভালবাসি ।যা পছন্দ তা সত্য না হলেও সেটা বিশ্বাস করতে ভালবাসি। অনেক সময় ভুল মানুষকে ভালও বাসি।

*কিছু দিন আগে আমার এক Friend -r তো বিয়েও হয়ে গেলো ওর ফ্রেন্ডের সাথে। face book থেকে একে অন্যকে জ়ানে।facebook থেকে পরিচয়, তারপর বিয়ে।

*আমি নিজে দেখেছি এ ধরনের সম্পর্ক থেকে মানুষ কিভাবে ধোকা খায়।২/৩ মাস আগে আমার এক friend হঠাৎ এক দিন আমাকে বলল - ''এই তুই যাকে ভালো বলে জানিস ,ও আসলে এত ভালো না।'' ওর এই ওর এই কথার মানে কি আমি বুঝলাম না।মনে মনে ভীষন বিরক্ত লাগল আমার।আমি জানতে চাইলাম ''কার কথা mean করিস?কথা clear কর। '' আমার friend তখন বলল – ''আমার X- boy friend. যে তোর Friend list এ আছে। সে এখন আমার এক close friend এর "boy friend" হয়ে গেছে।''
এবার মনে মনে ভীষন অবাক হলাম আমি। মানে কি ??এটা কিভাবে হলো??

এর পর আমার Friend যা Ans দিল তা হচ্ছে –"Fb chat করতে করতে ওরা অনেক close হয়ে গেছে। এরপর ওদের মধ্যে প্রেম শুরু হয়ে গেছে।campus এ আমাকে নিয়ে অনেক আজেবাজে কথাও বলে বেড়াচ্ছে ওরা দুইজন। আমি এখন কিছু করতে গেলে আমার মাথা কাজ করেনা। কান্না আসে যখন এই সব মনে করি।ভালো লাগে না কিছুই।"

কিছু দিন পরে জানলাম আমার সেই friend “EWU” ছেড়ে চলে গেছে। আর ওর X-boy friend দিব্যি নতুন GF নিয়ে ঘুরে বেরাচ্ছে। ব্যাপারটা দুই জনের common frdz সবাই জানে। কারও কিছু বলার নাই।

এ ধরনের ঘটনা এখন প্রায়ই হচ্ছে। কারনে বা অকারনে মানুষ একে অন্যকে মায়াতে বাধে।নিজ়েই হয়তো বুঝতে পারে না কি হচ্ছে তার সাথে, কি করছে সে ।ঘোর এর মধ্যে থাকে । যখন বুঝতে পারে, কিছু করার থাকে না তখন।অনেক সময় তো অনেক অঘটনও ঘটে।কপাল ভালো থাকলে হয়তো সে বেঁচে যায়।কিন্তু কিছু ভুল সিদ্ধান্ত ,ভুল মুহূর্ত তার জীবনে কালো দাগ হয়ে থাকে।

*ইদানিং কিছু মানুষ আবার নিজেদেরকে expose করতে খুবি পছন্দ করে।Face book হচ্ছে এর জন্য perfectজায়গা।তাদের ধারনা হিপহপ ইমেজ না থাকলে আজকাল স্মার্ট হওয়া যায় না।কিছু দিন আগে এক এক আপুর ছবি দেখলাম ,সে কিছু গরিব ছোট বাচ্চাদের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে ।এই ছবি গুলা দেখলে যে কারও মনে হতে পারে এখানে ফটোসুট হচ্ছে। অসহায় বাচ্চাদের পাশে নিয়ে কিছু স্মার্ট পোলাপানের হাংকিপাংকি ছবি।।

মানুষ যে কতো আজ়ে বাজ়ে কথা ভাবতে পারে ,নিজ়েকে যে কতো ভাবে expose করতে পারে,এটা fb use না করলে আমি কখনই জ়ানতাম না।



এই এতো কিছু লেখার অথবা ভাবার আমার কোন দরকার নাই।কিন্তু কি করব বলেন- আমার চারপাশ আমাকে ভাবতে বাধ্য করে।

( আপনাকে ব্যক্তিগত ভাবে আঘাত করে থাকলে আমি Sorry)


সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৩
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগে শুধুমাত্র একটি পদ আছে, উহা সভাপতি পদ!

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে মে, ২০২৪ বিকাল ৩:৪১


বাঙ্গালীদের সবচেয়ে বড়, পুরনো ও ঐতিহ্যবাহী দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই দলটির প্রতি মানুষের ভালোবাসা আছে। মানুষ এই দলের নেতৃত্বে দেশ স্বাধীন করেছে। ৭০ এর নির্বাচনে এই দলটিকে নিরঙ্কুশ... ...বাকিটুকু পড়ুন

এমপি আনারের মৃত্যু এবং মানুষের উষ্মা

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৪ শে মে, ২০২৪ রাত ৮:২৯


সম্প্রতি ভারতে চিকিৎসা নিতে যাওয়ার পর আনোয়ারুল আজীম আনার নামে একজন বাংলাদেশি এমপি নিখোঁজ এবং পরবর্তীতে তাকে শ্বাসরোধে হত্যার পর তার মরদেহের হাড়-মাংস আলাদা করে হাপিত্যেশ করে দেওয়া হয়।... ...বাকিটুকু পড়ুন

দোয়া ও ক্রিকেট

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ২৪ শে মে, ২০২৪ রাত ৮:৪৪


দোয়া যদি আমরাই করি
তোমরা তাইলে করবা কি?
বোর্ডের চেয়ারম্যান, নির্বাচকের
দুইপায়েতে মাখাও ঘি।

খেলা হচ্ছে খেলার জায়গা
দোয়ায় যদি হইত কাম।
সৌদিআরব সব খেলাতে
জিতে দেখাইত তাদের নাম।

শাহাবুদ্দিন শুভ ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ক্রিকেট দলকে “বাঘ” বলা বন্ধ করুন!!

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২৪ শে মে, ২০২৪ রাত ৯:২১



দয়া করে বাংলাদেশ ক্রিকেট দলকে “বাঘ” বলা বন্ধ করুন!! X( এরা ছাগলের দলই ছিল, তাই আছে, তাই থাকবে :-B !! এরা যেমন ধারার খেলা খেলে... ...বাকিটুকু পড়ুন

তোমার বকুল ফুল

লিখেছেন নীল মনি, ২৪ শে মে, ২০২৪ রাত ১০:১৪

বকুল ফুলের মিষ্টি গন্ধে ভরে থাকে আমার এই ঘর। আমি মাটির ঘরে থাকি। এই ঘরের পেছন দিকটায় মা'য়ের হাতে লাগানো বকুল ফুলের গাছ৷ কী অদ্ভুত স্নিগ্ধতা এই ফুলকে ঘিরে।... ...বাকিটুকু পড়ুন

×