somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীর সর্বশেষ পর্যায় - ডাইম্যাট্রিক্স স্টেজ

২২ শে মে, ২০১১ রাত ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১ম ইয়ারের ফাইনাল এক্সাম শেষ করার পর বেশ অবসর সময় কাটাচ্ছিলাম।হঠাৎ করে মন চাইলও একটা গল্প লিখতে। তারপর কম্পিউটার অন করে মাইক্রোসফট ওয়ার্ড অন করে গল্প লেখা শুরু করে দিলাম। অবশেষে আজ সম্পন্ন করলাম। তারপর ইচ্ছা করল সবার সাথে শেয়ার করতে। যেই ভাবা সেই কাজ।তারপর কপি করে পেস্ট মারলাম। আশা করি যারা সাইন্সফিকশন কল্প কাহিনী পচ্ছন্দ করেন তাদের খারাপ লাগবেনা।গল্পটা একটু দীর্ঘ।তবে পড়তে ভালই লাগবে আশা করি। এবার গল্পে আশা যাক।।
গ্রামের নাম ইছামনসা।এই গ্রামের পরিবেশ সবুজ শস্য-শ্যমল ।মাঠে মাঠে ধান রয়েছে। বাতাসের দোলাই েঢউ খাই মাঠের ধান। গ্রামে চারেদিক জুড়েই অনাবিল সৌন্দর্য।সুলমা নামক একটি খাল গ্রামের মধ্যখানে প্রবাহিত গ্রামকে দুই ভাগে ভাগ করে ফেলেছে। দুই পাশের যোগাযোগের জন্য একখানা সাঁকো আছে। এছাড়া দ্রব্যসামগ্রী বহনের জন্য কয়েকটি নাও আছে।গ্রামের পূর্ব পাশে বসবাস করে নাজিম চৌধুরীর পরিবার। তিনি গ্রামে মান্যগণ্য ব্যক্তি।তিনি বর্তমানে ঐ গ্রামের চেয়ারম্যান। তিনি সম্প্রতি একখানা মসজিদ দিয়েছেন.কারন নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গ্রামে একখানা মসজিদ তৈরী করবেন।তার পরিবারের সদস্য সংখ্যা চারজন। নাজিম সাহেব(৫২),তার স্ত্রী(৪০),তার দুই মেয়ে রিমা(২০) ও সীমা(১৬)।কিচুদিন আগে শেরপুর গ্রামের খন্দকার পরিবারের একমাত্র ছেলে সাইফ হোসেনের সাথে তার বড় মেয়ে রিমার বিয়ে ধুমধাম এর সাথে সম্পন্ন করেছেন। বর মেয়ের বিয়েতে প্রচুর খরচ করেছেন।এখন ঘরে নাজিম সাহেবের ছোট মেয়ে সীমা আর তার স্ত্রী আছে।সিমা তার আদরের কন্যা।সে গ্রামের ইছামনসা উচ্চ বিদ্যলয়ে দশম শ্রেণীতে পড়ে।তার বাবা ঐ স্কুলের সভাপতি।তার বড় সখ মেয়েকে এস.এস.সি পাশ করানো। সীমা পড়ালেখাই খুব বেশি ভালোনা। তবে পড়লে রেজাল্ট ভাল করে। কিন্তু সে পরহালেখাঁই খুব অমনোযোগী।
ঐ স্কুলের একজন শিক্ষক করিম উদ্দিন(২৭)।তিনি ঢাকা বিশ্যবিদ্যালয় থেকে পদার্থবিদ্যাই এম.এ পাশ করে এসেছেন।তাকে সবাই করিম বলে ডাকেন।তিনি পদার্থ বিজ্ঞান ছাড়াও রসায়ন,গনিত ভাল পারেন।বলতে গেলে নবম দশম শ্রেনির সকল ক্লাস তিনিই নিতেন।তিনি স্কুলের নাম করা শিক্ষক।তার কাছে অনেক ছাত্র-ছাত্রী প্রাইভেট পরে।তার এই গ্রামে কেউ নেই। তার নিজ বাড়ি হরিপুরে।তার বাবা, মা রোড এক্সিডেনট মারা যাওয়ার পরে সে ইছামনসা গ্রামে চলে আসে আর ইছামনসা উচ্চ বিদ্যালয়ে চাকুরী শুরু করে দেন। সে স্কুলের পাহাড়ের নিছে একটি আধা পাকা ঘরে থাকে। সেটা তাকে স্কুল থেকে দেওয়া হয়েছে।তার ঘরে একটা কক্ষে বিভিন্ন রকেমের বইএর শেল্ফ আছে এবং বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে। এখন তাকে খুব চিন্তিত দেখাই।
নাজিম সাহেবের চোখ পড়ল করিম সারের দিকে।তিনি মনে মনে ভাবতে লাগলেন যে সামনে তার মেয়ের এস.এস.সি পরীক্ষা.তার আশা মেয়ে বাল পাস করুক।কিন্তু মেয়ে পড়ালেখাই একদম অমনোযোগী।তাছাড়া করিম উদ্দিন একজন ভাল শিক্ষক এবং তার এখানে কেউ নেই।তাই তিনি মনে মনে স্থির করলেন যে করিম সাহেব কে তার ঘরের সামনে একটি ঘর আছে যাকে ঢেউড়ী ঘর বলা হই ঐখানে থাকতে দিবেন আর করিম সাহেব এর কাজ হচ্ছে তার একমাত্র মেয়ে সীমাকে পড়ানো। তাই তার পরদিন করিম সার কে প্রস্তাব দেন। করিম সার তাতে সম্মতি জানাল কারন চেয়ারম্যান এর ঘরে থাকবে বলে কথা র তার এখানে খানার সমস্যা। তাই তিনি সহজেই সম্মতি জানালেন। তারপর করিম স্যার তার জিনিসপত্র নিএ আসলয়েন চেয়ারম্যান এর ঢেউড়ী ঘরে নিয়ে আসেন।তার ল্যাবরেটরীর কিছু জিনিশপত্রও নিয়ে আসেন।সামনে সীমার টেস্ট পরীক্ষা। তাই করিম স্যার সীমা কে সকালে স্কুলে যাওয়ার আগে একবার র সন্ধার পরে একবার পড়ান। বিদ্যালয়ে সকল স্যার অপেক্ষা সীমা করিম স্যার কে খুব পছন্দ করে,কারন তিনি ভাল অঙ্ক বুঝাতে পারেন। একদিন রাতে করিম উদ্দিন নতুন কক্ষে ল্যাবরেটরীর যন্ত্রপাতি নিয় গবেষণা করতেছিলেন।হঠাৎ রাতে সীমার গুম ভেঙে যাই।সে জানালা দিয়ে দেখে করিম উদ্দিন কি যেন করতেছে।তাই সে ঘুম থেকে উঠে গিয়ে করিম উদ্দিন এর কাছে যায়।আর বলে স্যার এতক্ষন কি করতেছেন।করিম স্যার বলেন আমি একটা কাজ করতেসি আর তুমি এত রাতে বাইরে কেন? তোমার আব্বা দেখলে বাল মনে করবেনা ।যাওঘুম যেতে।

সীমা বলল,স্যার আব্বু ঘুম।আগে বলেন আপনি কি কাজ করতেছেন? করিম স্যার বলল, আমি গবেষণা করতেছি।
সীমা বলল, কি নিয়ে?
করিম স্যার বলল, ইউনিভারস্ টেকনিওন নিয়ে
সীমা বলল,এইটা কি আবার স্যার?
করিম স্যার বলল,ইউনিভারস্ টেকনিওন বলতে এই পৃথিবীতে কয়েকটি পর্যায় একসাথে চলছে।এখানে
আমরা দেখছি নদী ,গাছপালা কিন্তু হইতবা অন্য কোনও পর্যায় এর লোকেরা দেখছে দালানকৌঠা,রাস্তা
ইত্যাদি, কিন্তু একই স্থানে।কিন্তু তারা আমদের পরিবেশ অনুভব করতে পারতেছেনা,আর আমরাও
তাদের।হইতবা কোনোদিন আমরা অথবা অন্য কন পর্যায় লোকে এই অস্তিত্ত সম্পর্কে ধারনা লাভ
করবেই।আর অন্য পর্যায় অস্তিত্ব দেখার জন্য আমি টাইমেন সোর্স নামের একটা যন্ত্র আবিষ্কার করতে চেষ্টা
করতেছি।তাই এতো গবেষণা। সীমা বলল, স্যার কিছুই বুঝতেছিনা।কি বলেন!
করিম স্যার বলল, তুমি বুঝবেনা এইসব। যায় ঘুম যাওগা।
সীমা বলল, ঠিক আছে স্যার ।স্যার কিছু আবিষ্কার করলে আমকে বলিয়েন।
করিম স্যার বলল, আচ্ছা।এখন যাও।
সীমা চলে গেল। আর করিম উদ্দিন তার গবেষণার কাজ চালিয়ে গেল।পরদিন ঘুম থেকে করিম উদ্দিন
সীমা কে পড়িয়ে স্কুলে চলে গেল। স্কুল থেকে এসে করিম উদ্দিন গোসল করে,দুপুরের খাবার খেয়ে আবার
গবেষণার কাজে লেগে গেল। সন্ধ্যা হলে ডেউরী ঘরে সীমা পড়তে আসে।স্যার তার গবেষণার কাজ রেখে
পড়াতে আসে।এবাবে প্রতিদিন গবেষণা আর সীমাকে পড়াতে পড়াতে সীমার টেস্ট পরীক্ষা শেষ হইয়ে
জায়। কিছু দিন পর টেস্ট পরীক্ষার ফলাফল বের হই।আর টেস্ট পরীক্ষায় সীমা তৃতীয হয়।মেয়ের এই
ফলাফলে নাজিম সাহেব খুবই খুশি হন।আর দুপুরে ভাত খাবার সময় করিম উদ্দিন কে নেজাম সাহেব
ধন্যবাদ জানান।আর বলেন সীমার এই পড়ালেখার জন্য আপনার অবধান অস্বীকার্য।করিম সাহেব বলেন,না
আসলে সীমা এখন পড়ালেখাই অনেক মনোযোগী হইয়ে উঠেছে।
েশার আযান দিলে নাজিম সাহেব মসজিদে চলে যাওয়ার সময় করিম উদ্দিন বলে আমার একটু ঢাকায়
যেতে হবে।নাজিম বলে ঢাকায় আব্র কেন?করিম উদ্দিন বলেন,আমার কিছু বই আর কিছু জিনিসপত্র
দরকার।আচ্ছা যেও।তবে কখন আসবা? কতিম উদ্দিন বলেন পরশু চলে আসব।নাজম সাহেব বললেন
আচ্ছা যেও,আমি চললাম নামাজের জন্য।
তারপর দিন ভরে করিম উদ্দিন ট্রেন এর উদ্দেশ্যে রওনা দিল। সেদিন সন্ধার দিকে করিম্ম উদ্দিন ঢাকায়
পৌছাল।তিনি ঐ খানে গিয়ে বিভিন্ন বই আর বিভিন্ন ধরনের গ্যাস এবং অন্যান্য জিনিসপত্র নিল।তারপর
রাতের দিকে আবার ট্রেনে ইছামন্সা গ্রামের এর উদ্দেশ্যে উঠল ।খুব ভোরের দিকে গ্রামে পোঁছাল। করিম
উদ্দিনকে ঘরে ঢুকার সময় সীমা দেখল। সীমা বলল স্যার আম্র জন্য কিছু এনেছেন নাকি?স্যার বলল না
ভীত গলাই বলল সীমা তো এখন খুব ভাল করে পড়তেছে।তখন সীমার ম বললেন একটু খেয়াল
রাখিয়েন।আর আপনি ভয় পাচ্ছেন কেন।তখন করিম বলল না আসলে আজকে খুব ক্লান্ত।তারপর সীমার মা
বললেন ওঅ।আচ্ছা আমি একন যাই। যাওয়ার সময় করিম সালাম দিয়ে বিদায় দিল।অতঃপর সীমা বলল
সত্যি স্যার আজকে আমা খুবই সুন্দর লাগতেছে? তারপর করিম বলল হ্যাঁ। আর বলল
এখন রসায়ন বই টা খুল আর মন দিএ পড়। আর হেসে বলল ফলাফল খারাপ হলে তখন তোমার মা
আমাকে দোষদিবে।তখন সীমা বলল স্যার আপনারর হাসি টা খুব সুন্দর।তারপর করিম বলল
ধন্যবাদ।এবার পড় আর কিছু না বুজলে আমকে বলিও।আমি একটু কাজ
করি। সিমাবললআচ্ছাস্যার।এইবলে সীমা পড়া শুরু
করল আর করিম তার গবেষণায় লেগে পড়ল।এবাবেি দেখতে দেখতে এস.এস_সি পরীক্ষা চলে
এলো।পরীক্ষা চলাকালীন সময়ে করিম তার গবেষণা করত একদম রাতে আর সারাদিন সীমা কে পড়াত।
এক রাতে সে কিছু গ্যাস নিয়ে একটি চতুস্থলকীয় বাক্সে কিছু দিয়ে পরীক্ষা করতে লাগল।তখন হঠাৎ বাক্সে
আগুন ধরে গেল।তার হাতে কিছু অংশ পুড়ে গেল। তা সীমা দেখে দোড়ে চলে এলো আর বলল স্যার
আপনার হাত তো পুড়ে গেছে।স্যার বলল আস্তে কাওকে বলিওনা।তখন সীমার মুকে যে অস্থিরতা দেখা গেল
তা দেখএ করিম সীমার প্রতি হ্রদয়ে একধরনের টান অনুভব করল। সীমা দৌড়ে গিয়ে বরফ নিয়ে
এল।আর সে নিজে হস্তে তা লাগাতে লাগল।আর করিম সীমার দিকে এক দৃষ্টিতে থাকিয়ে থাকলো।সেদিন
থেকে করিমের সীমার প্রতি এক ধরনের দুর্বলতা অনুভব করতে লাগলো। সিমাও সেদিন রাতে ভাল করে
ঘুম যেতে পারেনি।তারপরদিন সকালে করিম এর ক্ষত শুকিয়ে গেল।সীমা জিজ্ঞেস করল আপনার ক্ষত কি
কমেছে? তার দিকে তাকিএ হেসে বল্লল হুম কমেছে।করিম সকালে দেখে যে তৃপ্তি অনুভব করল তা আগে
কখনও পাইনি।সে চিন্তা করতে লাগলো তাকে সে অনেকবার দেখেছে কিন্তু আজকে দেখার যেরকম
অনভুতি তা আগে কখনও অনুভব করে নি।সে চিন্তা করল এ কে কি প্রেম বলা যায়।দেখতে দেখতে
এস.এস_সি পরীক্ষা শেষ হইএ গেল আর তাদের প্রেমের টান বারতে লাগলো। ইতিমধ্যে করিম র একটি
চতুস্থলকীয় কাঁচের বাক্সের মত যন্ত্র বানাতে সক্ষম হল।একদিন রাতে করিম বাক্স তি নিয়ে গবেষণা
করতেছিল।এমন সময় সীমা এসে বলল স্যার পতে ইচ্ছা করতেছে।সির বলল কি পরবা র বস এখানে
আমি র কয়েকদিনে মধ্যে আমার যন্ত্র তৈরিতে সক্ষম হতে পারি। সীমা বলল স্যার আপার জন্য চা বানিএ
আসি।আপ্নি আপ্নের কাজ করেন। এই বলে সে রান্নাঘরে চলে গেল। সীমার মা দেখল সীমা রান্নাঘরে ।তিনি
জিজ্ঞেস করলেন কি কিরে এত রাতে রান্নাঘরে কি করিস?সীমা বলল স্যার এর জন্য চা বানাচ্ছি।মা শুনে
হতবাক।মা বুঝতে পাড়ল।মা হেসে কিছু না বলে চলে গেল।সীমা চা বানিয়ে করিম কে দিল।আর অনেক
রাত পর্যন্ত গল্প করতে লাগ্ল।গল্প করতে করতে সীমা করিমের হিতুতে শুয়ে প্রল।সির ক্তাকে দেকে দিলনা।সে
তার কাজ করেই চলল। হঠাৎাজান শুনল।সে তাড়াতাড়ি সীমা কে দেকে বলল উঠো তঅমার আব্বা এখন
উঠবে। সীমা উঠে গেল আর স্যার এর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে ঘরে চলে গেল।আর করিম তার
যন্ত্রপাতি নিয়ে ঘরে ডুকে শুয়ে পড়ল।

তারপরদিন করিম গুম থেকে উঠে দেখে সীমা তার জন্য চা নিয়ে বসে আছে।সে তার দিকে তাকিএ বলল
তুমি এখানে।সিমা বলল স্যার চা নিয়ে এসেছি।করিম বলল তুবার আব্বা দেখলে কি মনে করবে চিন্তা
করতেছ।সিমা বলল স্যার আব্বা আম্মা আমার নানির বাড়িতে গেছে ।নানির বেশ অসুখ।তাই তাকে দেখতে
গেছে।আস্তে আস্তে সন্ধ্যা হবে।করিম বলল তো তুমে গেলানা কেন?সিমা বলল স্যার আপনার খাওয়া-
দাওয়ার সমস্যা হত।তাই মা আমাকে রেখে গিয়েছে।করিম বলল, ওও তাহলে ভালই ত।না আজকে আমি
পাশের গ্রামে মেলা হচ্ছে ঐখানে জাব।সিমা বলল স্যার আমিও যাব আপনার সাথে যদি কিছু না
বলেন।করিম হেসে বলল আচ্ছা চলো। তারপর দুপুরে ভাত খাওয়ার সময় করিম সীমাকে বল্ল,ভাত খেয়ে
রেডি হয়ে নিও।সীমা বলল আচ্ছা ঠিক আছে। তারপর ভাত খেয়ে রফিক ঘরে গিয়ে শার্ট-প্যান্ট পড়ে বাইরহল আর বলল সীমা তুমার কি হয়েছে নাকি? ঘর হতে সীমা বলল স্যার আর একটু ।আমি আস্তেছি। স্যার বলে একটু তাড়াতাড়ি আসো। পাঁচ মিনিট পর সীমা আস্ল।প্রনে তার হলুদ বেনারসির শাড়ী,চুলে সবুজ
ফিতা, ঠোটে লাল লিপিস্তিক।সব মিলিয়ে সীমা কি অপরুপ লাগছে।করিম তাকে দেখে এক নজরে চেয়ে
আছে সীমার দিকে। সীমা স্যার কে বলে এভাবে তাকিয়ে আছেন কেন?করিম বলল তোমাকে আজকে খুব
সুন্দর লাগতেছে। সীমা বলল সত্যি স্যার? করিম বল্ল খুব খুব খুবই সুন্দর
লাগতেছে।তোমার শাড়িরা টা খুবই সুন্দর লাগতছে। সীমা বলল স্যার আপনাকেও খুব
সুন্দর লাগতেছে।হুম ধনবাদ।চলও সাইকেল এ উঠো।এই বলে করিম সাইকেল এ উঠে গেল।তার পিছনে
সীমা ও উঠে গেল সাইকেলে।তারপর মেলায় গিয়ে করিম সীমার সাথে নাগরদোলনায় উঠল। ঐখানে
সীমা বলল স্যার আমার দোলনায় ছরতে ভয় লাগে। করিম বলল আমি আছি ভয় পেওনা।আমি
আছি।তারপর সীমা শক্ত করে করিম এর হাত ধরে রাখল আর তার মাথাটা করিমের কাধে রাখল।করিম
বলল ভয় পেওনা।তারপ নাগর দোলনা থেকে নেমে সীমার জন্য করিম আলতা আর কিছু চুরি কিনে ঘরের
উদ্দেশ্যে রওনা দেয়। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল।ঘরে গিয়ে দেখে সীমার বাবা মা বাইরে দাড়িয়ে আছে।
নাজিম সাহেব সীমাকে বলল কই গেলি? সীমা ভয়ে ভয়ে বলল স্যার এর সাথে মেলায় গিয়েছি।নাজিম
রাগান্নিত হইয়ে বলল স্যারের সাথে মেলায় গিয়েছিস,যা ঘরে যা। তারপর করিম কে বলল অন্তত তোমার
তো বুঝা উচিত ছিল এত বড় একটা মেয়ে কে নিয়ে মালায় যাওয়া।পাড়ার লোকেরা কি বলবে?এই
বলেনাজিম সাহেব টা সিগেরেট টা নিচে ফেলে চলে গেল।আর করিম ঘরে ডুকে গেল। ঐদিকে সীমা কাদতে
লাগল। তার মা তার পাশে গিয়ে তাকে সান্ত্বনা দিতে লাগলো।তারপরদিন সকালে নাস্তা খাওয়ার সময়
করিম নাজিম সাহেবের চোখে চোখে হতে পারলনা।দুপুরের দিকে করিম তার যন্ত্র টাইমিন সেনক্স নামে
চতুলস্তলকীয় যন্ত্রটি আর কিছু গ্যাস নিয়ে স্কুলের পাহাড়ের উপরে উঠে গেল।সে তার চতুলস্তলকীয়
যন্ত্রটিতে কিছু গ্যাস রাখা মাত্রই ঐখানের সকল বাতাস ঐ টাইমিন সেনক্স নামে চতুলস্তলকীয় যন্ত্রটি ডুকে যেতে লাগলো।আর করিম অক্সিজেনের অভাবে অজ্ঞান হইয়ে গেল।

সে তার চোখ খুলে দেখে সে একটি আরামদায়ক বিছানায় শুয়ে আছে।কারন ঐ বিছানা হতে
করিমের শরীর যে পরিমান তাপমাত্রায় আরাম অনুভব করবে সে পরিমান তাপমাত্রা নির্গত হচ্ছে। করিম
বেশ চিন্তিত। কারন সে চিন্তা করতে পারতছেনা যে সে এখানে কিভাবে এল এবং কেন?সে কোন ভাবেই
মনে করতে পারতেছেনা সে এখানে কিভাবে এল?তখনই সে দেখল একটি রোবট দরজা
খুলে এলো আর বলল মিঃ কেরমিন আপনার কি কোন অসুবিধা হচ্ছে।করিম বলে আমার নাম কেরমিন না
আমার নাম করিম উদ্দিন।রোবটটি বলল , আমি রোবট। আমি মিথ্যা বলিনা।আমার মাথায় যেটা সেট করে দেওয়া হয়েছে আমি ঐটাই বলতেছি।
করিম বলল ,যাই হক,আমি এইখানে কেন?এইটা কোন জায়গা?
রোবটটি বলে,আপনি অন্য কোনও জেনেরেশন থেকে এসেছেন, এই জেনেরেশন এর নাম ডাইম্যাট্রিক্স স্টেজ নামক জেনেরেশন ।আপনি ডাইনোপিক্স স্টেজ নামক জেনেরেশন থেকে এসেছেন।
করিম বলল কিভাবে?
রোবটটি বলল আমি এর চেয়ে বেশি কিছু জানিনা।আর আপ্নের কিছু খেতে ইচ্ছা করলে আমাকেও বলুন।
করিম বলল ,আমার কিছুই খেতে ইচ্ছা করতেছেনা।
রোবটটি বলল,আপনার কিছু প্রয়োজন হলে আপনার পাশে সুইচ টা টিপবেন,তাহলে আমি চলে আসব।এখন আমি যায়।এই বলে রোবট টি চলে গেল।তারপর করিম উদ্দিন কিছুক্কন চিন্তা করথে লাগলো।হঠাৎ করে তার মনে পড়ল সে একটি পাহাড়ে উঠছিল।তারপর সে অজ্ঞান হইয়ে যায় আন্র সে উঠে দেখে সে এখানে।তার এখন সীমার কথা মনে পরতেছে।সে চিন্তা করতেছে তার জন্য সীমা আজকে কত গালি শুনেছে।তা ভেবে সে চিন্তা করতে লাগলো.। আর হৃদয়ে এক প্রকার শূন্যতা অনুভব করতে লাগলো।কিছুক্কন পরে একজন মানুষ দরজা খুলে ভেতরে ঢুকল।তার কানে,মাথায় হাতে কিছুছোট ছোট যন্ত্র।দেখে লাগছে রোবট।কিন্তু আসলেই মানুষ।তিনি এসে করিমকে বলল আমাকে আপনি রোবট ভাববেননা।আমি মানুষ আর আমার নাম ক্লার্ক জাক্সন।
করিম বলল, তাহলে আপনার শরীরে এত যন্ত্র লাগান কেন? ক্লার্ক বললেন, না এগুলা আসলে আমাদের প্রয়োজনীয় যন্ত্র।আমার কানের সাথে যে যন্ত্র তা দেখতেছেন,এইটা আমাদের শ্রবনে সাহায্য করে।সাধারনত মানুষ 20hz থেকে 20000hz ের মধ্যে শুনতে পাই।কিন্তু আমরা এই যন্ত্ররের সাহায্যে 1 hzথেকে 10000000hz পর্যন্ত শুনতে পাই,এছাড়া আমাদের মাথার উপর যে যন্ত্র তা দেখেছেন ঐটা দিয়ে আমরা অনেক বড় বড় তত্ত্ব মাথাই রাখতে পারি। আর হাতে যন্ত্র তা দিয়ে আমরা ওণেক ভারি বস্তু বহন করতে সক্ষম হই।
করিম বলল ,আচ্ছা আমি এখন কোথায়?
ক্লার্ক বল্লেন,আপনি এখন পৃথিবীর সর্বশেষ পর্যায় ডাইম্যাট্রিক্স স্টেজে।আপনি আমাদের আরও কয়েটিক পর্যায় থেকে এসেছেন.,হঠাৎকরে তার হাতে বাতি জ্বলেউল।
তিনি উঠেগিয়ে বলল আমাকে মেসেজপাঠানো হয়েছে।আমার এখন যেতে হবে।বিদায়।এই বলে ক্লার্ক জাক্সন চলে গেল।আর একা রয়ে গেল করিম উদ্দিন।করিম উদ্দিন বিছানায় বসে ভাবতে লাগলো সীমার সাথে কাঠানো সেই সময়।সে এখন সীমা হতে কত কোটি কোটি যুগ দূরে তা সে নিজেই কল্পনা করতে পারতেছেনা। সে সীমার কথা ভাবতেভাবতে চোখে ঘুমিয়ে গেল।
সে ঘুম থেকে উঠল আর প্রচণ্ড ক্ষুধা অনুভব করল। সে সুইচ তিব দিল।আর সঙ্গে সঙ্গে আগের রোবট টি কপি আর কিছু ট্যাবলেটের মত কিছু কাবার আনল।
তখন করিম প্রশ্ন করল ,তুমি কিভাবে জানলে যে আমার কপি খেতে ইচ্ছা করতেছে?
রোবট টি ব্লল,আমার সাথে আপার মনের কথা জানার জন্য এক ধরনের প্রোগ্রামিং করা হয়ছে।টাই
জানি।আপ্নি এই ট্যাবলেট গুল খেয়ে নেন।কপির শাথে।এওগুল খেলে আপনার ১০ দিন না খেলেও চলবে।তারপর করিম খেতে লাগ্ল।তখনই ক্লার্ক জাক্সন রুমে প্রবেশ করল। রোবটটি চলে গেল
ক্লার্ক বলল, আপনি কেমন আছেন?
করিম বলল, এইতো আছি মোটামোটি।আপনি কেমন আছেন?
ক্লার্ক উত্তর দিল,এইতো কাজ শেষ করে একটু টাইম পেলাম।তা আপনার সাথে কাতাথে চলে
এলাম।
করিম বলল ,ভালই করেছেন।আমার এইখানে একা একা লাগতেছে।আপনি কোথাই কাজ করেন?
আমি একজন বিজ্ঞানি।আমি পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞান সংস্থা nelta এর একজন কর্মচারী।
করিম বলল, nelta টা কোন দেশে অবস্থিত? ক্লার্ক বল্লেন,এইটা বাংলাদেশের চট্টগ্রাম নামক স্থানে অবস্থিত। চট্টগ্রাম নামের শহরটি এখন প্রযুক্তিতে পৃথিবীর সবেচেয়ে এগিয়ে।করিম বলল , আমাদের জেনেরেশনে আমেরিকা নামক দেশটি পৃথিবীর সবচেয়ে এগিয়ে।আর বাংলাদেশ তোঁ অনেক পিছিয়ে।ক্লার্ক বলল, হ্যাঁ আমাদের ঐতিহাসিকগন বলছেন যে, কোটি কোটি যুগ আগে আমেরিকা নামক দেশটি প্রযুক্তিতে অনেক এগিয়ে ছিল।তারা পরমানু সম্পর্কে ভাল জ্ঞান লাভ করে।তারা পরমানু ব্যাবহার করে অনেক ক্ষতিকর আস্ত্র আবিষ্কার করেন। জার বিস্ফোরণ ঘটে পুরা আমেরিকা সহ তার আশেপাশের অনেক দেশের কিছু এলাকার পরিবেশে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পরে।ফলে সব মানুষই কান্সারে মারা যায়।এখনো ঐ জায়গাটি মরুভূমি হয়ে আছে।
করিম বলল, ঐখানটি কি আমি দেখতে পারি?
ক্লার্ক বলল, যদি সভাপতি অনুমতি দেন তাহলে নিতে পারিট। দাড়াও আমি সভাপতি সাহেব থেকেঅনুমতি নিই।এই বলে ক্লার্ক মেসেজ পাথাল।সাথে সভাপতি মেসেজ পাঠাল।
তারপর ক্লার্ক বলল,সভাপতি অনুমতি দিয়ছেন।তুমি রেডি হইয়ে নাও।তারপর করিম রেডি হয়ে ক্লার্ক এর সাথে বাইর হল।প্রথমে একটি চার আকারের গাড়ি বাইর করল।কিন্তু ঐটা আকাশে চলে। ঐটাকে নাকি
ফ্লাইকার বলা হয়।ফ্লাইকারে দুনোজন উথল। সোজা ফ্লাইকার টি উপরে উঠে গেল।চারেদিক অসংখ্য ফ্লাইকার ।আর গতি খুবই দ্রুত।আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং।আর আকাশের মধ্যে রোড।প্রায় ৫০ মিনিটে আমেরিকাই পোঁছাই। তারা আরও অনেক তাড়াতাড়ি যেতে পারত।কিন্তুকরিম কে বিভিন্ন কিছু দেখাতে সময় চলে গেল।সেখানে করিম বিভিন্ন জিনিস দেখল।হঠাৎ মেসেজ এলো ক্লার্ক এর কাছে।
ক্লার্ক বললও, মেসেজ এসেছে। তাড়াতাড়ি যেতে হব।তারপর তারা ফ্ল্যইকারে ওঠে গেল।আর ৫মিনিটে পোঁছে গেল।
ক্লার্ক বলল, আজকে তোমাকে নিয়ে একটা মিটিং হবে।ঐখানে তোমার যেতে হবে।করিম বলল,কিনিয়ে?
ক্লার্ক বলল, তুমার সম্পরকে।তুমি কিভাবে এলে ইত্যাদি।তুমি গিয়ে গোসল করে নাও। আর রেডি হ।রাতে মিটিংয়ে যেতে হবে।এই বলে ক্লার্ক চলে গেল।
গোসল করে একা করিম সীমার কথা ভাবতেছে।সে চিন্তা করতেছে তার সাথে কি আর কখনও
দেখা করতে পাড়বে। রাত হল। ক্লার্ক এসে করিমকে বলল চল।তা বলে করিম এবং ক্লার্ক চলে গেল
করিম একটি রুমে প্রবেশ করল।দেখলে অনেক লোক একটি টেবিলে বসে আছে।তাকে বয়স্ক করে
একজন লোক বলল এখানে বস।
করিম ছোট করে বলল,ক্লার্ক আপনি যাবেননা?
ক্লার্ক ছোট করে বলল না আমি যেতে পারবনা।ঐখানে যারা আছে তারা পৃথিবীর সবচেয়ে বড় ১০জন বিজ্ঞানী।অইকানি খাল একটা সিট আছে।তুমি ঐখানে বস।এই বলে ক্লার্ক চলে গেল।আর করিম গিয়ে ঐ সিটে বসল।
ঐখানে সিট হতে বয়স্ক লোকটি বলল,আমি nelta সংস্থার চেয়ারমান।আমার নাম মাক্স টেনক্স।আমরা আপনার উপর বিশ্লেষণ করে পেয়েছি যে ,আপনি অন্য কোনও পর্যায়ের মানুষ ।আপনি যে পর্যায়
থেকে এসেছেন সেই পর্যায়এর নাম ডাইনোপিক্স স্টেজ ।আমাদের জেনেরেশন এখন ধংসেরপথে।কারন আমদের গ্রীন হাউস ইফেক্ট এর কারনে পৃথিবীর দুই মেরুর বরফ গুলো গলতে শুরু করেছে।আর এখন বেশি ভূমিকম্প হচ্ছে।অনেক লোক মারা জাচ্ছে।এরকম হলে আমাদের এই জেনেরেশন কয়েক বছরের মধ্যে ধন্স হই জাবে।তাই আমরা আপনার সাহায্য কামনা করছি।
করিম বলল আমি কি করটে পারি?
মাক্স বললেন,আপনি যেভাবে এই জেনেরেশনে এসেছেন সেভাবে আমরা অন্য জেনেরেশন যেতে চাই।আপনি কেবল একটা যন্ত্র আবিষ্কার করেন। আমরা ঐটা দেখে প্রয়োজন মত তৈরী করব।
করিম বলল,কিন্তু আপনারা কোন পর্যায় এ যাবেন?
মাক্স বলল একদম আদি পর্যায়ে। যেখানে মানুষের সংখ্যা ছিল খুব কম ।আর আমরাও অনেক তত্ত্ব আবিষ্কার করেছি যা আপনাকে অনেক সাহায্য করবে।
করিম বলল, ঠিক আছে।
তারপর অনেক গবেষণার পর এবং অন্যান্য বিজ্ঞানির সাহায্যে টাইমেন সোর্স যন্ত্র আবিষ্কার করতেসক্ষম হয়।সবাই করিম কে কৃতজ্ঞতা জানাল।আর ঐ টাইমএন সোর্স ব্যাবহার করে করিম চলে এলো আগের পর্যায় ডাইনোপিক্স স্টেজে। সে দেখে সে স্কুলের পাহাড়ে ।সে কুব দ্রুতগতিতে এসে ঘরের দিকে হাটতে শুরু করল। সে ঘরে গিয়ে দেখে তার ঘরে সীমা তার জন্য ভাত নিয়ে বসে আছে।
সীমা তাকে দেখে বলল, স্যার এত দেড়িতে? গোসল করতে এত দেরি হই?
করিম সীমাকে বলল , আমি গোসল করতে না আমি গিয়েছি, পৃথিবীর সর্বশেষ পর্যায় ডাইম্যাট্রিক্স স্টেজ থেকে।
সীমা বললও আপনি কি পাগল হইয়ে গেলেন নাকি?আপনি একটু আগেই তোঁ গোসল করতে গেলেন।আর একটা কথা,(হেসে বলল) বাবা মা রাজি হইছে।
করিম বলল,কিসে রাজি হইছে?
সীমা হেসে আমার আর আপনার বলে হেসে উঠে চলে গেল।
তারপর করিম বুঝতে পারল ।সেও খুশি হল ।ভাত খেতে খেতে চিন্তা করতে লাগলো সে যে ডাইম্যাট্রিক্স স্টেজে যে গেছিলো তাকি সবই স্বপ্ন। তখনই তার হাতে এক্ত ছোট যন্ত্রে লাইট জ্বলে উঠল।আর সেখানে একটা মেসেজ এলো।সেখানে লেখা ধন্যবাদ আপার টাইমেন সোর্স মেশিন এর জন্য। আমরা এখন প্রস্তুত হচ্ছি অননো জেনেরেশন ে যাওয়ার জন্য।ধন্নবাদ কেনরুম।তারপর করিম বুঝেতে পারল ইহা মিথ্যা নই। সত্যিই.....................।
সমাপ্ত
বানান ভুলের জন্য ক্ষমা প্রার্থী.।.।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১১ রাত ১০:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কেন এমন হলাম না!

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৪ ই মে, ২০২৪ সকাল ৯:৪১


জাপানের আইচি প্রদেশের নাগোইয়া শহর থেকে ফিরছি৷ গন্তব্য হোক্কাইদো প্রদেশের সাপ্পোরো৷ সাপ্পোরো থেকেই নাগোইয়া এসেছিলাম৷ দুইটা কারণে নাগোইয়া ভালো লেগেছিল৷ সাপ্পোরোতে তখন বিশ ফুটের বেশি পুরু বরফের ম্তুপ৷ পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

অভিমানের দেয়াল

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ১৪ ই মে, ২০২৪ সকাল ১১:২৪




অভিমানের পাহাড় জমেছে তোমার বুকে, বলোনিতো আগে
হাসিমুখ দিয়ে যতনে লুকিয়ে রেখেছো সব বিষাদ, বুঝিনি তা
একবার যদি জানতাম তোমার অন্তরটাকে ভুল দূর হতো চোখের পলকে
দিলেনা সুযোগ, জ্বলে পুড়ে বুক, জড়িয়ে ধরেছে... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামে মুক্তিযুদ্ধের প্রস্তুতি

লিখেছেন প্রামানিক, ১৪ ই মে, ২০২৪ দুপুর ১:৩১



২৬শে মার্চের পরে গাইবান্ধা কলেজ মাঠে মুক্তিযুদ্ধের উপর ট্রেনিং শুরু হয়। আমার বড় ভাই তখন ওই কলেজের বিএসসি সেকেন্ড ইয়ারের ছাত্র ছিলেন। কলেজে থাকা অবস্থায় তিনি রোভার স্কাউটে নাম... ...বাকিটুকু পড়ুন

বিকেল বেলা লাস ভেগাস – ছবি ব্লগ ১

লিখেছেন শোভন শামস, ১৪ ই মে, ২০২৪ দুপুর ২:৪৫


তিনটার সময় হোটেল সার্কাস সার্কাসের রিসিপশনে আসলাম, ১৬ তালায় আমাদের হোটেল রুম। বিকেলে গাড়িতে করে শহর দেখতে রওয়ানা হলাম, এম জি এম হোটেলের পার্কিং এ গাড়ি রেখে হেঁটে শহরটা ঘুরে... ...বাকিটুকু পড়ুন

One lost eye will open thousands of Muslims' blind eyes

লিখেছেন জ্যাক স্মিথ, ১৫ ই মে, ২০২৪ রাত ২:২৭



শিরোনাম'টি একজনের কমেন্ট থেকে ধার করা। Mar Mari Emmanuel যিনি অস্ট্রেলীয়ার নিউ সাউথ ওয়েলসের একটি চার্চের একজন যাজক; খুবই নিরীহ এবং গোবেচারা টাইপের বয়স্ক এই লোকটি যে... ...বাকিটুকু পড়ুন

×