somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোবাইল বাজার পোস্টমর্টেম: বাজার হারাচ্ছে নকিয়া, একটি সরেজমিন প্রতিবেদন eXclusive By মেঘবন্ধু

০৬ ই মে, ২০১১ দুপুর ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখনো অনেকে ফোন বলতে কেবল নকিয়া ই বোঝে। আমার এমন অনেক বন্ধু এবং আত্নীয় আছে যারা নকিয়া ছাড়া অন্য কোন ফোন ব্যবহার করেনি এবং নতুন কিনলেও নকিয়া ই তাদের প্রথম পছন্দ। আমার এখনও খেয়াল আছে আমার নকিয়া ১১০০ মডেলের ফোনটি প্রায় ৫ বছর কোন সমস্যা ছাড়াই ব্যবহার করতে পেরেছিলাম। হয়ত আরও পারতাম, কিন্তু বিক্রি করে দেয়ায় আর পারলাম না :( । তবে নকিয়ার এই Long Lasting ঐতিহ্যটি আর মনে হয় দীর্ঘস্থায়ী হচ্ছে না। । আমি ঢাকার বেশ কয়েকটি মার্কেট ঘূরে মার্কেটের বিক্রেতা, ক্রেতা এবং একজন ব্যবহারকারী হিসেবে আমার নিজের Experience শেয়ার করতে যাচ্ছি।

বাংলাদেশে নকিয়ার বেশ ভালো একটি মার্কেট রয়েছে। তবে এটা এক দিনে তৈরি হয়নি। এক সময় নকিয়ার ফোন মানেই ছিল অসাধারান, পারফেক্ট.... আরও অনেক কিছু। তবে এর কোন কিছুই আপনি এখনকার নতুন নকিয়া সেটে পাবেন না। এখনকার নকিয়া সেট মানে বিরক্তি, বিরক্তি এবং বিরক্তি। না, এটা কেবল আমার নিজের কথা নয়, এটা যারা নকিয়া ব্যবহার করেন তাদের কথা। গত তিন বছর আগেও নকিয়ার ফোন ছিল মানূষের চাহিদার শীর্ষে। কিন্তু এখন আর সেই দিন নেই। কেন? এর সূচনা চাইনিজ সেট গুলোর বাজার দখল থেকেই। আজ থেকে ৬/৭ বছর আগে যখন টাকার মূল্য ছিল বেশী তখন একটি সাধারান নকিয়া কালার সেট (নকিয়া ২৬০০) দাম ছিল প্রায় ৬০০০ টাকা। আর এখন, যখন টাকার মূল্য আগের তূলনায় অনেক কম, এখন ক্যামেরা, ইন্টারনেট, এক্সটারনাল মেমোরি সাপোর্টেড, আরও অনেক কিছু সহ একটি নকিয়া C1-01 সেটের দাম মাত্র ৩৯৯৫ টাকা!!! এবার আপনারাই ভেবে দেখুন মান কেমন হতে পারে, ব্যবহার না হয় পরেই করলেন। :P

আজ থেকে প্রায় তিন/চার বছর আগে যখন চায়না সেট গুলো বাজার দখল শুরু করল অত্যাধুনিক সব সুবিধা নিয়ে(ব্ল্যাক লিস্ট, ভয়েস চেন্জার, দুই সিম, টাচ স্ক্রিন, হাই সাউন্ড, ইত্যাদি) তখন মানুষের নজর চলে গেল সেদিকে। তার কারন ছিল তূলনামুলক কম এত সুবিধা। যদিও তার অধিকাংশই ছিল অত্যন্ত নিম্ম মানের। তখন সমস্ত সুবিধা সহ একটি চায়না সেটের দাম ছিল ৫০০০ থেকে ১০০০০ পর্যন্ত।

এত সুবিধার দেয়ার পর আরও কাস্টমার আনার জন্য শুরু হল নকল করা। হ্যা, হুবুহু নকিয়া এন৭০, এন ৭২ সহ তৎকালীন সময়ের অনেক জনপ্রিয় সেট গুলো নকল হতে শুরু করল নকলা, নোকোয়া, নকয়া এসব নামে। যেখানে একটি নকিয়া এন৭০ সেটের দাম তখন ছিল প্রায় ২৯০০০ টাকা, সেখানে একটি চায়না নকলা এন৭০ দাম ছিল মাত্র ৫৫০০ টাকা! :!> ফলাফল যা হবার তাই হল বিক্রি বেড়ে গেল এসব সেটের। যদিও মান ছিল যাচ্ছেতাই এবং কোন দিক দিয়েই এসব সেট অরিজিনাল সেটের ধারে কাছেও যেতে পারল না, তবুই বিক্রি বেড়ই চলল। তবে এসব ক্রেতার বেশিরভাগই গ্রামের। আর তখনই আমদানি হল আমাদের আমদানিকারকদেরকারা এরা?

আমাদের দেশের কিছু লোক চায়না থেকে অত্যন্ত নিম্ম মানের পার্টসগুলো প্রায় বস্তা হিসেবে কিনে, অন্য যায়গায় এসেম্বল করা শুরু করল। অনেকে বাইরে থেকে এসেম্বল করে আনত, আবার অনেকে বাংলাদেশের বুড়িগঙ্গার ঐ পারে নিয়ে এসেম্বল করত। মানের দিকে তাদের খেয়াল ছিল না। তাদের প্রয়োজন ছিল কেবল টাকার। ফলে যা হবার তাই হল, এবার বাজার হারাল চায়না সেট।

চায়না সেট বাজার হারানোর কিছুদিন পরেই চলে এল Sprint(যদিও এটি আগে ছিল) , Maximus, এবং হালের জনপ্রিয় Symphony(মোটামুটি নতুন) মোবাইল কোম্পানিগুলো আকর্ষনীয় সব সেট নিয়ে। এদের আউটলুক এবং চমৎকার সার্ভিসের কারনে বাজার দখল করে নিল এরা। আর তখন নকিয়া শুরু করল তাদের ধান্দা।

আগের কারখানাটি ফিনল্যান্ডে থাকলেও লেবার কস্ট এবং মেটারিয়াল কস্ট এর কথা চিন্তা করে ট্রান্সফার করা হল চায়নায়। সেই থেকেই "মেড বাই নকিয়া" নামক সস্তার ঘটনার শুরু।

কয়েক বছর আগে নকিয়া নিয়ে এল Express Music ফিচার সম্বলিত কয়েকটি সেট( ৫৩১০, ৫১৩০, ৫৬১০, ৫৭৩০...... ) এদের দাম ছিল ৬০০০ হাজার থেকে শুরু করে ১৭০০০ টাকা পর্যন্ত। তবের সেই সেট গুলো কেনার পর প্রায় ৭০ % সেটই সর্বোচ্ছ ৬ মাসের মাথায় বিকল হয়ে যায়। এবং বেড়ে যায় সার্ভিস সেন্টারে আনাগোনা এবং ফলাফল যন্ত্রনা B:-) । সেই থেকে শুরু করে হালের Latest Nokia C3 পর্যন্ত বের হওয়া বেশির ভাগ সেটই টিকেছে সর্বোচ্চ ১ ছর( কোন সার্ভিস ছাড়া)। তবে কিছু কিছু সেট টিকেছে ১.৫ বছর(এর সংখ্যা খুবই কম মাত্র ২০ পার্সেন্ট)। এবার বাজারের সাথে সাথে মানুষের আস্তাও হারাতে বসেছে নকিয়া। আর ঠিক এই সুযোগে বাজার দখলে এগিয়ে গেছে Samsung Mobile. মাঝখানে বাজার হারালেও এবার এই কোম্পানিটি এগিয়ে গেছে প্রতিযোগিতা্য়। এই সেটের এগিয়ে যাওয়ার মূল কারন দীর্ঘস্থায়ীত্বতা। দৌড়ে পিছিয়ে পড়েছে তরুনদের এক সময়ের ক্রেজ SonyEricsson. SonyEricsson তাদের Walkman সিরিজের জন্য বহুল জনপ্রিয় ছিল। তবে এই কোম্পানির সেটের সব ঠিক থাকলেও কেবল চার্জারের পোর্ট এবং হেডফোন / ইয়ারফোনের পোর্ট একই হওয়াতে খুব কম সময়েই এই পোর্ট এবং জয়স্টিকে সমস্যা দেখা দেয়। তবে এভাবে চলতে থাকলে হালের চায়না সেট বিশেষ করে Symphony 'র মত সেটগুলো যে বাজারের টপ চার্টে চলে আসবে তাতে কোন সন্দেহ নেই। বিশেষ করে Symphony 'র X 120, X121, FT100, এবং হালের Projector Phone Z100 সেটগুলো মানুষের নজর কেড়ে নিয়েছে।



কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসা নাহিদের সাথে। সে জানায় দীর্ঘদিন নকিয়া ব্যবহার করলেও এবার সে সিমফোনি এক্স ১২১ কিনতে যাচ্ছে। কারন বাজেটের মধ্যেই দরকারি মেন্যু সহ চমৎকার এই সেটটি তার জন্য পারফেক্ট।

কথা হয় আরও কয়েকজনের সাথে। তাদের অনেকেরই পছন্দ সিমফোনি, মাইক্রোম্যাক্স সহ নতুন মডেলের অন্যান্য সেটগুলো। তবে নকিয়ার সাপোর্টার খুব বেশি পাওয়া যায়নি।



এক নজরে বাজারে মোবাইল কোম্পানিগুলোর বর্তমান অবস্থান(মানুষের পছন্দের ভিত্তিতে)

১। সিমফোনি
২। স্যামসাং
৩। নকিয়া
৪। সনি এরিকসন
৫। মাইক্রোম্যাক্স
৬। স্প্রিন্ট
৭। এল জি
৮। মটরোলা
৯। সেল ওয়ান
১০। অন্যান্য

তবে আমরা আশা করব, নকিয়া আবার তার আপন রুপে ফিরে আসবে আর বলবে " যত্নে থাকুক আপনার নকিয়া "

(এই সার্ভেটি ঢাকার ইস্টার্ন প্লাজা, মোতালেব প্লাজা, বসুন্ধরা সিটিতে চালানো হয়েছে। আক্ষরিক অর্থে ইহা কোন আন্তর্জাতিক সার্ভে নয়। ইহা সম্পূর্ন ব্যক্তিগত সার্ভে। শুধুমাত্র জনসচেতনার লক্ষে ইহা পরিচালনা করা হইয়াছে) B-)B-)B-)
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১১ দুপুর ২:৩৯
২০টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বরিষ ধরা-মাঝে শান্তির বারি

লিখেছেন বিষাদ সময়, ০৬ ই মে, ২০২৪ দুপুর ১২:১৬





মাসের আধিক কাল ধরে দাবদাহে মানব প্রাণ ওষ্ঠাগত। সেই যে অগ্নি স্নানে ধরা শুচি হওয়া শুরু হলো, তো হলোই। ধরা ম্লান হয়ে, শুষ্ক হয়, মুমূর্ষ হয়ে গেল... ...বাকিটুকু পড়ুন

=নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-৭ (আকাশ ভালোবেসে)=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৬ ই মে, ২০২৪ দুপুর ২:১৯

০১।



=আকাশের মন খারাপ আজ, অথচ ফুলেরা হাসে=
আকাশের মন খারাপ, মেঘ কাজল চোখ তার,
কেঁদে দিলেই লেপ্টে যাবে চোখের কাজল,
আকাশের বুকে বিষাদের ছাউনি,
ধ্বস নামলেই ডুবে যাবে মাটি!
================================================
অনেক দিন পর আকাশের ছবি নিয়ে... ...বাকিটুকু পড়ুন

পানি জলে ধর্ম দ্বন্দ

লিখেছেন প্রামানিক, ০৬ ই মে, ২০২৪ বিকাল ৪:৫২


শহীদুল ইসলাম প্রামানিক

জল পানিতে দ্বন্দ লেগে
ভাগ হলোরে বঙ্গ দেশ
এপার ওপার দুই পারেতে
বাঙালিদের জীবন শেষ।

পানি বললে জাত থাকে না
ঈমান থাকে না জলে
এইটা নিয়েই দুই বাংলাতে
রেষারেষি চলে।

জল বললে কয় নাউযুবিল্লাহ
পানি বললে... ...বাকিটুকু পড়ুন

সমস্যা মিয়ার সমস্যা

লিখেছেন রিয়াদ( শেষ রাতের আঁধার ), ০৬ ই মে, ২০২৪ বিকাল ৫:৩৭

সমস্যা মিয়ার সিঙ্গারা সমুচার দোকানে প্রতিদিন আমরা এসে জমায়েত হই, যখন বিকালের বিষণ্ন রোদ গড়িয়ে গড়িয়ে সন্ধ্যা নামে, সন্ধ্যা পেরিয়ে আকাশের রঙিন আলোর আভা মিলিয়ে যেতে শুরু করে। সন্ধ্যা সাড়ে... ...বাকিটুকু পড়ুন

এই মুহূর্তে তারেক জিয়ার দরকার নিজেকে আরও উন্মুক্ত করে দেওয়া।

লিখেছেন নূর আলম হিরণ, ০৬ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:২৬


তারেক জিয়া ও বিএনপির নেতৃত্ব নিয়ে আমি ব্লগে অনেকবারই পোস্ট দিয়েছি এবং বিএনপি'র নেতৃত্ব সংকটের কথা খুব স্পষ্টভাবে দেখিয়েছি ও বলেছি। এটার জন্য বিএনপিকে সমর্থন করে কিংবা বিএনপি'র প্রতি... ...বাকিটুকু পড়ুন

×