somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফান পোস্ট.......যদি বাংলাদেশে ভূমিকম্প বা কোন বড় ধরনের দুর্যোগ হয়, তাহলে নেতা/নেত্রীরা যেভাবে আমাদের দিকনির্দেশনা দিবেন। (দুর্যোগ যেন না হয় কখনও

০২ রা মে, ২০১১ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের বাংলাদেশের কাঠামোগত যা অবস্থা ভূমিকম্প বা এধরনের কোন দুর্যোগ হলে তাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে তা কল্পনাতীত বিশেষকরে ঢাকার । ক্ষয়ক্ষতির পরিমাণ কি হতে পারে তা পাঠকরা নিশ্চয়ই কিছুটা অনুমান করতে পারছেন । কিন্তু খুবই দুঃখের বিষয় সরকার যায় সরকার আসে কিন্তু নগর পরিকল্পনার ব্যাপারে কেউ তাদের দায়িত্ব পালন দূরে থাক আগ্রহই দেখায়না । X( X(

জান-মালের ক্ষতি হয়ে নিঃস্ব হলে সেই গরীবেরই হবে, ধনী বা আমাদের নেতা/নেত্রীদের কিছুই হবেনা। :(( :((


আসুন দেখি দুর্যোগের সময়ে আমাদের প্রাণপ্রিয়, জনদরদী নেতা/নেত্রী ও তাদের চামচাদের শোক প্রকাশ বা বক্তব্য কি থাকবেঃ-

*) প্রধানমন্ত্রী হাসিনাঃ
>>> আমি হলফ করে বলতে পারি এটা “বিরোধী দলের গভীর ষড়যন্ত্র”

>>> “সরকারের আকাশচুম্বী জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিরোধী দল এটা করেছে”

>>> প্রাণপ্রিয় জনগণ আপনারা ভয় পাবেননা, আওয়ামী লীগ আপনাদের সাথে আছে। আপনারা বঙ্গবন্ধু’র নাম মিনিটে ৬০বার করে স্মরণ করুন আর্থকোয়েক বন্ধ হয়ে যাবে।

>>> পুরা সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌ বাহিনী লাগিয়ে দিবেন শেখ মুজিবের কবর রক্ষার কাজে (আওয়ামী লীগের সম্বল বলতে এতটুকুই, যতদিন শেখ মুজিবের কবর আছে ততদিন রাজনীতিতে আওয়ামী লীগের ভাত আছে)

*) বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াঃ
>>> এ সরকার ব্যর্থ, তারা জনগনের জান-মালের নিরাপত্তা দিতে জানে না ।

>>> এটা বিরোধী দলকে দমন করার জন্য সরকারের সহযোগিতায় বিদেশী চক্রান্ত, কিন্তু দেশের জনগন তা কিছুতেই হতে দেবেনা । জনগন আপনারা ভয় পাবেননা বিএনপি আপনাদের পাশে আছে।

>>> আসুন আমরা শহীদ জিয়ার ব্যক্তিত্বে অনুপ্রানিত হয়ে সরকার ও তার বিদেশী প্রভুদের এই চক্রান্ত প্রতিহত করি।

*) এরশাদঃ
>>> ভরা যৌবনে উনি বিছানায় এরকম অনেক আর্থকোয়েকের প্রাকটিস করেছিলেন, তার জন্য তেমন সমস্যা হবে বা।
আর তার বক্তব্য থাকবে তার সেই চিরাচরিত ভাঙ্গা রেকর্ড 'আটষট্টি হাজার গ্রাম বাচলে বাংলাদেশ বাচবে' বাংলাদেশ বাচাতে জাপাকে ভোট দেওয়ার কোন বিকল্প নাই।

*) তারেক জিয়া (লন্ডন থেকে) ঃ-
>>> আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসতাম। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, তোমার হাওয়া ভবন আমার টাকা কামানোর জন্য বড়ই উর্বর ছিল।

*) হাসিনার ছেলে জয় (আমেরিকা থেকে) ঃ-
>>> PAUSE বাঁটনে এতবার টিপতাছি কিন্তু বাংলাদেশের আর্থকোয়েক PAUSE হচ্ছেনা কেন? আমার আবিষ্কৃত আর্থকোয়েক, সুনামী বন্ধকারী Software টি কাজ করছেনা কেন? মনে হয় WINDOWS সমস্যা। ইস অল্পের জন্য পৃথিবীর সবচেয়ে বড় কম্পিউটারবিজ্ঞানী(!!!) হিসেবে নোবেল পুরস্কারটি পেলাম না ।

*) সাহারা খাতুনঃ
>>> বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পৃথিবীর ইতিহাসের যেকোন সময়ের তুলনায় উত্তম।

*) অর্থ মন্ত্রী আবাল মালঃ
>>> সব ঠিক হয়ে যাবে শেয়ার বাজারের মত।

*) দিপু মনিঃ
>>> উনি বিভিন্ন দেশে পিকনিক ভ্রমণে থাকবেন, খবর পেতে তার অনেক সময় লাগবে ।

*) এটর্নি জেনারেল মাহবুব আলমঃ
>>> দেখুন কি মিরাকল! আর্থকোয়েক-এ লক্ষ লক্ষ বাঙ্গালী মারা যাচ্ছে কিন্তু প্রধানমন্ত্রীর কিছুই হচ্ছেনা । এটি প্রধানমন্ত্রী হাসিনার একটি মিরাকল, হাসিনাকে এ জন্য নোবেল পুরস্কার দেওয়া হউক।

*) আওয়ামী লীগের বাকি মন্ত্রিগনঃ
>>> হুম...জঙ্গী সম্পৃক্ততার গন্ধ পাচ্ছি।

*) ছাত্রলীগঃ
>>> মাননীয় হাসিনা মেডাম কি করা যায় এখন?
হাসিনাঃ দেখো জনগনের উপকার করতে পারো কিনা কিছু।
ছাত্রলীগঃ কিযে বলেন মেডাম, আমাদের দিয়ে কি কখনও কাউকে উপকারের প্রাকটিস করিয়েছেন? বিরোধী দলের কার ঠেং ভাংতে হবে, কার মাথা কাটতে হবে সেটা বলেন।

*) সাকা চৌধুরীঃ
>>> তাকে পাওয়া যাবে না, উনি জেল ভেঙ্গে জনগনের সেবা(!!!) করার উদ্দেশ্যে নিরুদ্দেশ হবেন।

*) নিজামী, মুজাহিদঃ
>>> (তাদের খুব শক্ত দেয়ালের জেলে রাখা হয়েছে তাই ভাংতে পারবেন না)


আস্তিকগনঃ হে সৃষ্টিকর্তা, এ বিপদ থেকে এবারের মত রক্ষা করো। তুমি ছাড়া আর কেউ রক্ষাকারী নাই।

নাস্তিকগনঃ MATH নাহ, PHYSICS নাহ, CHEMISTRY নাহ, BIOLOGY নাহ, EVOLUTION (বিবর্তনবাদ) হ্যা এর মাধ্যমেই আর্থকোয়েক বন্ধ করা যাবে । আর্থকোয়েক এসেছে মাটি থেকে, মাটি এসেছে......... কোথায় থেকে যেন? দাঁড়ান ডারউইনকে ফোনাইয়া লই (ফোন করার ইমো হবে)


অথবা কিছুটা এরকমও হতে পারে..............

তারেক জিয়াঃ ভুমিকম্পের সুযোগে নতুন "খাম্বা গাড়ো ভুমিকম্প ঠেকাও" ক্যাম্পেইন শুরু করে আবারো টাকা হাতানোর ধান্দা করবেন।

জয়ঃ ভুমিকম্পের কারন হিসেবে ইউনুসকে দায়ী করবেন এবং দেশের বিপদের কারনে বাংলাদেশ ব্যাংকের সব টাকাপয়সা আমেরিকাতে গচ্ছিত রাখার নতুন পরিকল্পনা নাজীল করবেন।

দীপুমনিঃ এই সুযোগে ভুমিকম্পময় সান ফ্রানসিসকোতে একটা ট্যুর সেরে আসবেন এবং ফিরেই আমাদের কিছু করার নেই এই ধরনের কথা বলবেন।

এটর্নী জেনারেলঃ উনি বলবেন ভুমিকম্পের কারন শেখ হাসিনা। ওনার প্রতিভা বিচ্ছুরনে মোহিত হয়ে ঘুমন্ত পৃথিবী জেগে ওঠাতেই এই ভুমিকম্প। তাই অবিলম্বে নোবেলে ভুগোল ক্যাটাগরী খুলে তা তে প্রথম ও শেষ ব্যক্তি হিসেবে ম্যাডামের পুরষ্কারের দাবী জানাবেন।

সাকাঃ "পৃথিবী কি এমনে কাপে? যখন আওয়ামী লীগের লোকজন আমার সোনা ফালায়া পৃথিবীর সোনায় হাত দেয় তখন এমন হয়। দুনিয়ার পোন্দে আঙুল দিয়ে এখন সামলা!"

নিজামীঃ কায়দে আজমের সময় কি সুন্দর ভুমিকম্প হতো তা নিয়ে একটি বিশাল বয়ান দেবে।

আস্তিক ও নাস্তিক দুদলই আল্লাহ আল্লাহ করার সম্ভাবনা আছে।
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাটির কাছে যেতেই..

লিখেছেন নতুন নকিব, ২৩ শে মে, ২০২৪ সকাল ৮:৫৬

মাটির কাছে
যেতেই..


ছবি কৃতজ্ঞতাঃ https://pixabay.com/

ঠিক যেন
খা খা রোদ্দুর চারদিকে
চৈত্রের দাবদাহ দাবানলে
জ্বলে জ্বলে অঙ্গার ছাই ভস্ম
গোটা প্রান্তর
বন্ধ স্তব্ধ
পাখিদের আনাগোনাও

স্বপ্নবোনা মন আজ
উদাস মরুভূমি
মরা নদীর মত
স্রোতহীন নিস্তেজ-
আজ আর স্বপ্ন... ...বাকিটুকু পড়ুন

টাকা ভাংতি করার মেশিন দরকার

লিখেছেন সায়েমুজজ্জামান, ২৩ শে মে, ২০২৪ সকাল ৯:১০

চলুন আজকে একটা সমস্যার কথা বলি৷ একটা সময় মানুষের মধ্যে আন্তরিকতা ছিল৷ চাইলেই টাকা ভাংতি পাওয়া যেতো৷ এখন কেউ টাকা ভাংতি দিতে চায়না৷ কারো হাতে অনেক খুচরা টাকা দেখছেন৷ তার... ...বাকিটুকু পড়ুন

বেলা ব‌য়ে যায়

লিখেছেন বাকপ্রবাস, ২৩ শে মে, ২০২৪ সকাল ১১:৩০


সূর্যটা বল‌ছে সকাল
অথছ আমার সন্ধ্যা
টের পেলামনা ক‌বে কখন
ফু‌টে‌ছে রজনীগন্ধ্যা।

বাতা‌সে ক‌বে মি‌লি‌য়ে গে‌ছে
গোলাপ গোলাপ গন্ধ
ছু‌টে‌ছি কেবল ছু‌টে‌ছি কোথায়?
পথ হা‌রি‌য়ে অন্ধ।

সূর্যটা কাল উঠ‌বে আবার
আবা‌রো হ‌বে সকাল
পাকা চু‌ল ধবল সকলি
দেখ‌ছি... ...বাকিটুকু পড়ুন

পর্ণআসক্ত সেকুলার ঢাবি অধ্যাপকের কি আর হিজাব পছন্দ হবে!

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৩ শে মে, ২০২৪ দুপুর ২:২৭



ইন্দোনেশিয়ায় জাকার্তায় অনুষ্ঠিত একটা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছে বাংলাদেশি নারীদের একটা রোবোটিক্স টিম। এই খবর শেয়ার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা। সেখানে কমেন্ট করে বসেছেন একই বিশ্ববিদ্যালয়ের আরেকজন... ...বাকিটুকু পড়ুন

আত্মস্মৃতি: কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৩ শে মে, ২০২৪ রাত ৮:১৪


কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়
আমার বাবা-কাকারা সর্বমোট সাত ভাই, আর ফুফু দুইজন। সবমিলিয়ে নয়জন। একজন নাকি জন্মের পর মারা গিয়েছেন। এ কথা বলাই বাহুল্য যে, আমার পিতামহ কামেল লোক ছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×