somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইহতিশাম আহমদ
একটি বেসরকারী টিভি চ্যানেলে ক্যামেরাপারসন হিসাবে চাকুরীরত। ত্রিকোন চলচ্চিত্র শিক্ষালয় নামে একটি ফিল্ম স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক। গল্প, কবিতা লেখা ও অভিনয়ের অভ্যাস রয়েছে।

বলিউডি সিনেমা- হলিউডি কাহিনী

২৬ শে এপ্রিল, ২০১১ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ এডিট করার সময় বেশ কিছু নুতন নাম সংযোজন করা হল।এই লেখাটি পোস্ট করার পর জানতে পারলাম আমার আগে এই জাতীয় কাজ আরো অনেকেই করেছেন। এবং এ-ও খেয়াল করলাম, যারা লিখেছেন তারা সব ছবি দেখেননি। বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে লিখেছেন। কিছু বির্তকও উঠেছে 'শোলে'এর মৌলিকতা নিয়ে। খুব তীক্ষ পর্যবেক্ষনী দৃষ্টি দিয়ে বিচার করলে শোলের মাঝে সেভেন সামুরাই ও বাচ কেসেডি এন্ড দি সানড্যান্স কিড এই দুটি ছবির ছায়া দেখা যায় বটে। কিন্তু আমি তাকে নকল বলতে রাজী না। বরং বলব পরিচালক রমেশ সিপি এই দুটি সিনেমা দ্বারা প্রভাবিত হয়েছেন। দুটো আলাদা ছবির কিছু কিছু নিয়ে কেউ যদি স্বতন্ত্র তৃতীয় কিছু একটা তৈরী করতে পারে তবে সেটা তার কৃতীত্ব। নকল নয়। সব লেখক সাহিত্যকই কারো না কারো লেখা দ্বারা প্রভাবিত। তবে চোখে বাড়ি লাগবার মত মিল না হলেই হল।

আমার দেখা সিনেমা গুলো নিয়ে এই তালিকাটি প্রস্তুত করা হয়েছে। তাই এর চেয়ে আর লম্বা করা গেল না।

১/ বাবলি আওর বান্টি (অমিতাভ, অভিষেক, রাণী মুখার্জি)---ক্যাচ মি ইফ ইউ ক্যান (টম হ্যাঙ্কস, লিওনার্দো ডি ক্যাপরিও, পরিচালনা-স্পিলবার্গ) {এখানে লিওনার্দো ডি ক্যাপরিওর একক চরিত্রকে বাবলি আর বান্টি দুটি চরিত্রে বিভক্ত করা হয়েছে। লিওনার্দো শুধু চেক জালিয়াতী করত, আর এখানে এরা বিভিন্ন ধরনের জালিয়াতী করে}
২/ মেরে ইয়ার কি শাদী হ্যায় (উদয় চোপড়া, জিমি সারগাল, বিপাশা)---মাই বেস্ট ফ্রেন্ডস ওয়েডিং (জুলিয়া রবর্টস) {ইংরেজি সিনেমাটিতে নায়িকা নায়কের বিয়ে ভাংতে আসে। আর হিন্দি সিনেমাটিতে নায়ক নায়িকার বিয়ে ভাংতে আসে। সমাপ্তিতেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে}
৩/ ঢাই অক্ষর পেয়ার কি (অভিষেক, ঐশ্বরিয়া)---এ ওয়াক ইন দা ক্লাইড (কিয়ানু রিভস, এন্থনি কুইন্স) {ইংরেজি সিনেমায় নায়ক আগে থেকে বিবাহিত ছিল, আর হিন্দিতে নায়ক আগে থেকে একটা মেয়েকে ভালবাসত এটুকুই যা তফাৎ। এই কাহিনী নিয়ে গোবিন্দ এবং উর্মিলার একটি সিনেমা রয়েছে, নামটা মনে নেই। তবে সেখানে আরো কিছু ঘটনা সংযোজিত হযেছে}
৪/ মন (আমির, মনিষা)---এ্যান এফেয়ার টু রিমেম্বার(ক্যারি গ্রান্ড) {শুধু গান বাদ দিলে কাহিনী, ডায়লগ, মেকআপ, সেট হুবহু এক, }
৫/ একেলে হাম একেলে তোম (আমির, মনিষা)--- ক্রামার ভার্সেস ক্রামার (ডাস্টিন হফম্যান, মেরিল স্ট্রিপ) {হিন্দি সিনেমার শুরুর দিকে সামান্য কিছু সংযোজন ছাড়া বাকি কাহিনী এক}
৬/ দিল হ্যায় কে মানতা নেহী (আমির, পূজা)---ইট হ্যাপেন্ড ওয়ান নাইট (ক্লাক গেবল) {শুধু গান বাদ দিলে কাহিনী, ডায়লগ, সেট, মেকআপ হুবহু এক}
৭/ এতরাজ (অক্ষয়, কারিনা, প্রিয়াংকা)---ডিসক্লোজার (মাইকেল ডগলাস, ডোম মূর) {হিন্দি সিনেমায় নায়িকার বেশ কিছূ কৃতিত্ব দেখানো হয়েছে যা ইংরেজি সিনেমায় ছিল না}
৮/ থোড়াসা রোমানী হো যায়ে (নানা পাটেকার)---দি রেইন মেকার (ডাস্টিন হফম্যান) {হিন্দিটা পাহাড়ী অঞ্চলের প্রেক্ষাপটে, ইংরাজিটা ১৮০০ শতকের টেক্সাসের প্রেক্ষাপটে নির্মিত। তবে কাহিনী একই}
৯/ চন্দ্রমুখী (সালমান, শ্রীদেবী)---বিগ(টম হ্যাঙ্কস){কাহিনীতে বেশ কিছূ পরিবর্তন আছে। তবে মূল বিষয়টা একই}
১০/ বাদশা (শাহরূখ, টুইংকেল)---নিক অফ টাইম (জনি ডেপ) {হিন্দি সিনেমার শুরুতে বেশ কিছু নাচা কুদা রয়েছে যার একটি গান জিম কেরীর মাস্ক সিনেমাটির সাথে মিলে যায়। বাকি কাহিনী এক}
১১/এক আজনবী (অমিতাভ, অর্জুন রামপাল)---ম্যান ইন ফায়ার (ড্যান্জ্যাল ওয়াশিংটন, ক্রিষ্টোফার ওয়াকইন) {হিন্দি সিনেমার সমাপ্তিতে বন্ধুকে শত্রু বানিয়ে ইংরেজি সিনেমার থেকে আলাদা করার চেষ্টা করা হয়েছে। বাকিটা একই}
১২/ কোই মিল গ্যায়া (ঋত্মিক, প্রীতি)---ই.টি এক্সট্রা টেরিস্টোরিয়াল (পরিচালক-স্পিলবাগ) {হিন্দি সিনেমায় বেশ কিছু বিষয় সংযোজিত হয়েছে}
১৩/ কেয়ামত (অজয় দেবগন, সুনীল শেঠী)---দি রক (শন কনারী, নিকোলাজ কেইজ) {কাহিনীকে ভারতীয় প্রেক্ষাপটে আনবার জন্যে কিছুটা পরিবর্তন করা হয়েছে}
১৪/ হাম কিসি সে কম নেহী (সঞ্জয় দত্ত, অমিতাভ, ঐশ্বরিয়া, অজয়)---এনালাইসিস দিস (রবার্ট ডি নিরো) {কাহিনীকে ভারতীয় প্রেক্ষাপটে আনবার জন্যে কিছুটা পরিবর্তন করা হয়েছে। সংযোজনও হয়েছে}
১৫/ আঁখে (অমিতাভ, অক্ষয়, অর্জুন, পরেশ রাওয়াল, সুসমিতা সেন)---পল রয় ওয়াজ নট দেয়ার {ব্যাংকার পল রয়এর চাকরী চলে যায় অন্যায় ভাবে। তাই সে তিনজন লোকের সাথে যুক্ত হয়ে ব্যাংকের টাকাবাহী গাড়ীর টাকা সুকৌশলে চুরি করে। তবে পালাতে গিয়ে শেষ পর্যন্ত ধরা পড়ে যায়। এবং অন্যরা সাক্ষী দেয় যে পল রয় তাদের সাথে চুরিতে ছিল না। এই হল ইংরেজী সিনেমার কাহিনী। হিন্দিতে এর সাথে অনেক অনেক কিছু যুক্ত করা হয়েছে}
১৬/ কর্মা (দিলিপ কুমার, নাসিরুদ্দিন শাহ, জ্যাকি শ্রভ, অনিল কাপুর)---ডার্টি ডজন {ইংরেজি সিনেমায় এক ডজন মৃত্যুদন্ড প্রাপ্ত সৈনিককে নিয়ে এক অফিসার জার্মানী এক ঘাঁটি আক্রমনের প্রস্তুতি নেয় ও সফল হয়। আর হিন্দিতে এক কল্পিত দেশের রাজা/প্রেসিডেন্ট জেলের কয়েদিদের গণহারে মেরে ফেলে, তাদের সাথে জেলারের ছেলেও ছিল। প্রতিশোধ নিতে তিন আসামীকে নিয়ে জেলার (দিলিপ কুমার) ওই দেশ কৌশলে আক্রমন করে}
১৭/ পার্টনার (সালমান, গোবিন্দ, লারা, ক্যাটরিনা) --- হিচ (উইল স্মিথ) {শুধু গান বাদ দিলে কাহিনী, এমন কি নায়ক নায়িকার চরিত্রের গঠন ডায়লগ, সেট, মেকআপ হুবহু এক}
১৮/ ম্যায়নে পেয়ার কিউ কিয়া (সালমান, সুসমিতা, ক্যাটরিনা)---ক্যাটটাস ফ্লাওয়ার (ইনগ্রিড বাগম্যান) {হিন্দিতে ইনগ্রিড বার্গম্যানের চরিত্রে সুস্মিতা সেন অভিনয় করেছে। নায়কের সন্তান ও মা এর প্রসংগটুকু হিন্দি সিনেমার বাড়তি সংযোজনা। তাছাড়া কাহিনীর মাঝে কোন অমিল নেই}
১৯/ গড তুসি গ্রেট হো (সালমান, অমিতাভ)---ব্রুস অল মাইটি (জিম কেরী, মরগান ফ্রিম্যান) {ভারতীয় করণ করবার জন্যে কিছূ পরিবর্তন এসেছে বটে তবে মূল কাটামো কোন পরিবর্তন আসেনি}
২০/ মার্ডার (ইমরান হাসমী, মল্লিকা শেরওয়াত)---আন ফেইথফুল {হিন্দিতে অবিশ্বাসী নায়িকার স্বামীকে খুনের দায় থেকে মুক্ত করবার জন্যে মৃত ইমরান হাশমীকে পরিবর্তীতে জীবিত দেখানো হয়। কিন্তু ইংরাজি সিনেমাতে এই খুনের ব্যাপারে কোন ব্যাখ্যাই দেয়া হয় না। এই বিষয়টা বাদে পুরা কপি।
২১/ আব বাস (সামিরা রেঠ্ঠি)---এনাফ (জেনিফার লোপেজ) {এটা জেনিফার লপেজ অভিনীত ২য় কি ৩য় ছবি। নকলটা সম্ববত তার পরের বছরই করা হয়। কাহিনীতে কোন পরিবর্তন নেই}
২২/ কিলার (ইরফান খান, ইমরান হাসমী)---কলাটরেল (টম ক্রজ, জিমি ফক্স) {ইংরেজি সিনেমাটা পুরোটা দেখলেও হিন্দিটা ব্যাস্ততার কারণে শেষ পর্যন্ত দেখতে পারিনি। তবে যতুদূর দেখেছি কাহিনী একই}
২৩/ চোর মাচায়ে শোর (ববি দেওল, বিপাশা, শিল্পা শেঠী)---ব্লু ট্রেক {এখানে হিন্দিটা পুরো দেখলেও ইংলিশ ছবিটা পুরোটা দেখা হয়নি। তবে যতদূর দেখেছি কাহিনী একই}
২৪/ আওয়ারা পাগল দিওয়ানা (অক্ষয় কুমার, সুনীল শেঠী, আফতাব)---হোল নাইন ইয়ার্ডস (ব্রুস উইলস) {হিন্দিতে নিরীহ নায়কের বউ ও শাশুড়ীর সাথে নিরীহ এক শশুরকেও (পরেশ রাওয়াল) সংযোজন করা হয়েছে। সেই সাথে কিছুটা কমেুি। বাকিটা এক}
২৫/ কিউ কি ম্যায় ঝুট নেহী বলতা (গোবিন্দ, সুসমিতা)---লায়ার লায়ার (জিম কেরী) {ইংরেজি সিনেমাটাতে নায়ক মোটামুটি মেয়ে ঘটিত ব্যাপারে সৎ ছিল। এছাড়া কাহিনীটাতে কোন আন্ডার ওয়ার্ল্ডের ছোঁয়া ছিল না। যা হিন্দি ছবিটাতে আছে। লায়ার লায়ার ¯্রফে একটি কমেডি সিনেমা যার মূলে রয়েছে পিতা পুত্রের সম্পর্ক}
২৬/ জড়ুয়া (সালমান খান)---দি টুইন ড্রাগন (জ্যাকি চ্যান) {ভারতীয়করণ ছাড়া কাহিনীর মাঝে কোন তফাৎ নাই}
২৭/ ব্লাক (অমিতাভ, রানী)---দি মিরাকেল ওয়ার্কার (বিখ্যাত হেলেন কিলারের জীবনী নিয়ে র্নিমিত ইংরেজি ছবিটি থেকে যে মূল পরিবর্তনটুকু আনা হয়েছে তা হল ইংরাজিতে হেলেন কিলারের শিক্ষক একজন নারী ছিল। আর এখানে অমিতাভ রানীর শিক্ষক}
২৮/ হেই বেবী (অক্ষয়, হৃতেশ, ফারদিন)---থ্রি মেন এন্ড এ বেবী {কাহিনীর প্রেক্ষাপট পরিবর্তনের কারণে যেটুকু পরিবর্তন প্রয়োজন তাছাড়া সবই এক। অবশ্য হিন্দিতে কিছুটা কমেডি যুক্ত করা হয়েছে}
পরের সিনেমাগুলোর নাম আমার মনে নেই। কারো জানা থাকলে জানাবেন প্লিস।
২৯/ ................. (সঞ্জয় দত্ত, মিনাক্ষী)--- নর্থ বাই নর্থ ওয়েস্ট (ক্যারী গ্রান্ট, পরিচালক-হিচকক) {হিন্দি সিনেমায় সঞ্জয় দত্ত শের শায়েরীতে এক্সপার্ট ছিল। তার নাম ছিল কমল মালহোত্রা। একজন সি বি আইএর এজেন্টের নামও ছিল তাই। একারণে সে শত্রুর রোষানলে পড়ে। শেষে জানা যায় সর্বক্ষণ ভিলেনের সংগে থাকা মিনাক্ষীই কমল মালহোত্রা। ইংরেজি সিনেমার ঘটনাও তাই তবে সময়টা ছিল ৬০/৭০ দশক}
৩০/ ................. (মিঠুন চক্রবর্তী)--- রকি (স্ট্যালোন) {কাহিনীকে ভারতীয় প্রেক্ষাপটে আনবার জন্যে কিছুটা পরিবর্তিত}

সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১১ রাত ১১:৩২
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গাজার যুদ্ধ কতদিন চলবে?

লিখেছেন সায়েমুজজ্জামান, ২৮ শে মে, ২০২৪ সকাল ১০:২৩

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার আগে মহাবিপদে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু৷ এক বছর ধরে ইসরায়েলিরা তার পদত্যাগের দাবিতে তীব্র বিক্ষোভে অংশ নিয়েছিলেন৷ আন্দোলনে তার সরকারের অবস্থা টালমাটাল... ...বাকিটুকু পড়ুন

স্যামুয়েল ব্যাকেট এর ‘এন্ডগেম’ | Endgame By Samuel Beckett নিয়ে বাংলা ভাষায় আলোচনা

লিখেছেন জাহিদ অনিক, ২৮ শে মে, ২০২৪ দুপুর ১২:৩৮



এন্ডগেম/ইন্ডগেইম/এন্ডগেইম- যে নামেই ডাকা হোক না কেনও, মূলত একটাই নাটক স্যামুয়েল ব্যাকেটের Endgame. একদম আক্ষরিক অনুবাদ করলে বাংলা অর্থ হয়- শেষ খেলা। এটি একটা এক অঙ্কের নাটক; অর্থাৎ... ...বাকিটুকু পড়ুন

প্রায় ১০ বছর পর হাতে নিলাম কলম

লিখেছেন হিমচরি, ২৮ শে মে, ২০২৪ দুপুর ১:৩১

জুলাই ২০১৪ সালে লাস্ট ব্লগ লিখেছিলাম!
প্রায় ১০ বছর পর আজ আপনাদের মাঝে আবার যোগ দিলাম। খুব মিস করেছি, এই সামুকে!! ইতিমধ্যে অনেক চড়াই উৎরায় পার হয়েছে! আশা করি, সামুর... ...বাকিটুকু পড়ুন

পজ থেকে প্লে : কুমিল্লা বিশ্ববিদ্যালয়

লিখেছেন বন্ধু শুভ, ২৮ শে মে, ২০২৪ রাত ১১:১৫


.
একটা বালক সর্বদা স্বপ্ন দেখতো সুন্দর একটা পৃথিবীর। একজন মানুষের জন্য একটা পৃথিবী কতটুকু? উত্তর হচ্ছে পুরো পৃথিবী; কিন্তু যতটা জুড়ে তার সরব উপস্থিতি ততটা- নির্দিষ্ট করে বললে। তো, বালক... ...বাকিটুকু পড়ুন

শিরোনামে ভুল থাকলে মেজাজ ঠিক থাকে?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৮ শে মে, ২০২৪ রাত ১১:৫৫


বেইলি রোডে এক রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে একজন একটা পোস্ট দিয়েছিলেন; পোস্টের শিরোনামঃ চুরান্ত অব্যবস্থাপনার কারনে সৃষ্ট অগ্নিকান্ডকে দূর্ঘটনা বলা যায় না। ভালোভাবে দেখুন চারটা বানান ভুল। যিনি পোস্ট দিয়েছেন... ...বাকিটুকু পড়ুন

×