ব্লগার আসিফ ফের কারাগারে

তথ্য প্রযুক্তি আইনের মামলায় জামিনের মেয়াদ শেষ হওয়ার পর ব্লগার আসিফ মহীউদ্দিনকে আবার কারাগারে পাঠিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2013, 09:14 AM
Updated : 29 July 2013, 09:55 AM

সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আখতারুজ্জামান এই আদেশ দেন।

প্রায় তিন মাস কারাগারে কাটানোর পর গত ২৭ জুন একই আদালত থেকে জামিন পান আসিফ। তার জামিনের মেয়াদ শেষ হয় ২৭ জুলাই।

মেয়াদ শেষের দুই দিন পর সোমবার আদালতে হাজির হয়ে আসিফ আবারো জামিনের আবেদন করলে শর্ত ভঙ্গের কারণ দেখিয়ে আদালত তাকে কারাগারে পাঠায়।

আদালতের পেশকার ইফতেখার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়াদ শেষ হওয়ার আগেই আসিফের আদালতে হাজির হয়ে জামিন চাওয়া উচিত ছিল। তা না করে দুদিন পর হাজির হওয়ায় শর্ত ভঙ্গ হয়েছে।

ধর্ম নিয়ে ব্লগে আপত্তিকর লেখালেখির অভিযোগে গত এপ্রিলের শুরুর দিকে আসিফের পাশাপাশি মশিউর রহমান বিপ্লব, সুব্রত অধিকারী শুভ ও রাসেল পারভেজকে গ্রেপ্তার গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে দুটি মামলা করে পুলিশ। এর মধ্যে এক মামলায় শুভ, পারভেজ ও বিপ্লব এবং অন্য মামলায় আসিফকে আসামি করা হয়।

এদের মধ্যে রাসেল ও শুভ ১২ মে এবং বিপ্লব ২ জুন জামিন পান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ এর ২ ধারা অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উস্কানি দেয়ার অভিযোগের এ মামলায় গত ১৭ এপ্রিল অভিযোগপত্র দেয় পুলিশ।

আগামী ২৫ অগাস্ট আসিফের মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন রয়েছে।