প্রযুক্তিনির্ভর হচ্ছে চীনের শিশুরা

চীনের ৫০ ভাগেরও বেশি শহুরে শিশু ইন্টারনেট ব্যবহারের আওতায় এসেছে।

ফজলে আজিমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2013, 12:08 PM
Updated : 29 July 2013, 12:08 PM

বদলে যাচ্ছে চীনের শিশুদের জীবনযাপনের চিত্র। চায়না ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশনের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, দেশটিতে শিশুদের মধ্যে ডিজিটাল তথ্যপ্রযুক্তি ব্যবহারের আগ্রহ ক্রমাগত বাড়ছে। ইতিমধ্যে চীনের শহুরে শিশুদের ৫০ ভাগেরও বেশি ইন্টারনেট ব্যবহারের আওতায় এসেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বেইজিং টাইমসের এক জরিপের ভিত্তিতে বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ের ১৩ থেকে ১৬ বছর বয়সের শিশুদের মধ্যে ৯৩.২ ভাগ শিশু ইন্টারনেট ব্যবহার করে।

বয়স অনুসারে শিশুদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে দেখা যায়, সাত থেকে নয় বছর বয়সের ৫৮.৬ ভাগ এবং ১০ থেকে ১২ বছর বয়সের ৭৭.১ ভাগ শিশু ইন্টারনেট ব্যবহার করে।

শিশুদের মধ্যে ৫৭.৫ ভাগ মোবাইল ফোন ব্যবহার করে। ২৬ ভাগ মাইক্রোব্লগিং সাইট টুইটারের মতো সাইট ব্যবহার করে। এ ছাড়াও ১৭.৯ ভাগ শিশু ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করে বলে জরিপে উঠে এসেছে।