somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাইসব ঝালকাঠিতে উচ্চশিক্ষা বৈধ করনের মেশিন আছে

০৫ ই মার্চ, ২০১১ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কথায় আছে না- কয়লা ধুইলে ময়লা যায় না! এই কথাটির মতনই মনে অইছে আমাগো মান্যগন্য লোক জনাব সাংসদ আমির হোসেন আমুর সংবর্ধনার খবরডা পইড়া। যহন আমি খবরডা পড়তাছিলাম-

‘দারুল ইহসানের ঝালকাঠি শাখা
সাংসদকে সংবর্ধনা দিয়ে অবৈধ শাখা রক্ষার চেষ্টা!’( দৈনিক প্রথম আলো )

এর পেছনের এবং সামনের খবর অইলো গিয়া আরও চমৎকার! সাংসদ নিজ মুখে কইছেন- হ যামু এবং উনি গিয়াছেনও। জেলা প্রশাসক কইলো- হেরা অবৈধ, আমি যামু না আমারে ক্রেষ্ট দিলেও মানে হেরে বিশেষ অতিথি করবার চাইছিল। পত্রিকাওয়ালারা হেইডা লইয়া রিপোর্ট করলো- হেরা অবৈধ। সার্টিফিকেট বেচার ব্যাবসা করে এই বিশ্ববিদ্যালয়ের শাখা। জেলার আইনজীবিদের করা আবেদনের প্রেক্ষিতে, হুকুম পালনকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা সাত দিনের নোটিশ দিছেন হেগোরে কাগজপত্র দেহানোর লাইগা। এত্ত কিছু ঘইটা যাইবার পরও- সাংসদের ক্রেষ্ট পাওনের শখ পূরন করন লাগবোই! সাংসদ হইছেন এতেই মনে হয় শোকর নাই এই রাজনৈতিক নেতার। উনি আবার সরকারী সংসদ সদস্য!

আমাগো শিক্ষার ক্ষতিতে অসামান্য অবদান স্বরুপ, দুই ভরি স্বর্নসমৃদ্ধ নৌকা দারুল ইহসান বিশ্ববিদ্যালয় এর ঝালকাঠির অবৈধ শাখা কতৃক সাংসদ আমু’কে প্রদান।

এত কিছু লোকজন জানে এই বিষয়ডার উপর। তারপরও সাংসদের যাওনই লাগবো? এই প্রশ্নডার উত্তর যহন- হ্যা। তহন আর কি ভালা লাগে নিজের কাছেই। তার মানে অইলো গিয়া- আমাগো জনপ্রতিনিধি ইংরাজিতে কয়- ম্যানেজ। আর বাংলায় কয় অইলো গিয়া- ব্যাবস্থা। হেই ব্যাবস্থাই করতে পারছে উনারে অবৈধ লোকজনেরা। তয় আর চিন্তা কি? ঝালকাঠির সব অবৈধ ব্যাবসা যে বৈধ করন যায় অথবা যাইবো। তা বুঝবার লাইগা এই একটা ঘটনাই কি সহি না! আজায়গায় নিজের নাম ফুডানোর লাইগা সাংসদের মর্জির বাহার দেইখা আমার ১/১১ এর কথাডা চোখে ভাইসা উডে। আহা! কি ভালা দিনগুলান আছিলো। তার মানে হেগো রহম মাইনষের আসলে কোণ কালেই শিক্ষা হইবো না! নাইলে কি আর এমনডা করে! আমরাও কি বোকার বোকা দেহেন। আমরাই এই সাংসদরেরি সাংসদ বানাইছি। কি জানি আবারো বানাইবারও পারি!

সাংসদসাহেব তো ম্যানেজ হইয়া লাভ আর লোকসান হেয় হিসাব করবো। আমাগো কি হইবো হেই চিন্তা যহন করি। তহন একটা লাইন খালি ভাইসা উঠলো এই আমজনতার দুই চক্ষুতে- ব্যাটা নিজের চরকায় তৈল দে। এই কথাডা অবশ্য কইবার পারেন একই লগে তিনডা পক্ষ। সে বিষয়ে আসতাছি এহনই।

যা অবস্থা দেখতেয়াছি- কয়দিন পর পাড়ার অশিক্ষিত ধোপাও টাকার জোরে একখান বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট পাইবো। এর চেয়ে আর বড় উন্নয়ন কি হইবার পারে আমাগো এই দেশটার। সুশিক্ষিত পাইতেয়াছি। হাজার হইলেও- ‘পেয়াজ কি ভদ্রলোকেরা খায়’ টাইপের রাজনীতিবিদের দেশ বইলাই কি? আমরা হইয়া আছি এই রহম উন্নয়নশীল। তয় ভাই আর কেউ চাইলেও আমি চাই না এই উন্নয়ন।

এ তো গেলো সাংসদের কথা। এর চেয়েও বড় কথাডা হইলো গিয়া- একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এর শাখা এরকম অবৈধ ব্যাবসা করতেয়াছে। তা জাইনাও এর মুল শাখা অথবা বিশ্ববিদ্যালয় প্রশাসনও কিছুই কয় না। তার মানে হেরাও জানে তাগো শাখা অবৈধ বানিজ্য করতেয়াছে! এর মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনও ম্যানেজ! তয় আর চিল্লাইয়া শুধু রাজনীতিবিদ লোকটারে দোষ দিয়া লাভ কি। দোষ তো ঐ বিশ্ববিদ্যালয় এর পরিচালনা কমিটিরও। তার মানে সর্ষেতেই ভুত। এর ভুত তাড়ানোর আসলে কি কোণ উপায় আছে কি না? তা কি আমনেগো জানার সুযোগ আছে মাননীয় আমার কাতারের আমজনতাগো! নাই একদমেই নাই। মনের মধ্যে আর কোণ আশাই রইল না মনে অয়। তলে তলে সবই হয়। এর লাইগা- উচ্চশিক্ষার সার্টিফিকেটও!

এহনই দমে যায়েন না আমজনতা। আমনেগো লাইগা আরেকটু আশা মনে অয় আছে। হেইডা অইলো গিয়া- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। হেরা যদি কিছু করবার পারে এই অবৈধ বানিজ্য বন্ধ করবার লাইগ্যা। হেইখানেও মনে অয় সমস্যা। নাইলে কি আর এই বানিজ্য চলে। এই সহজ কথাডা বুঝবার লাইগা এহনও বইসা আছেন জনতাবৃন্দ। আমার কথা হইলো গিয়া- চলেন আমরা নাকে তেল দিয়া ঘুমাই। দেশ তো চালাইবো আর দেশের ভবিষ্যত প্রজন্ম তৈরী করবো যারা। হেরা সব একইকাতারের লোকজন ঠিক একখান রসুনের কোয়ার মতো। তয় রসুনের কোয়া আমনে-আমি হাত দিয়াই আলাদা করবার পারি। কিন্তু এই যে তিন পক্ষ-

১। দারুল ইহসান বিশ্ববিদ্যালয় এবং এর অবৈধ শাখা।

২।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন

৩। মাননীয় সাংসদ
হেগোরে আলাদা করবো কেডায়? হেইয়ার লাইগা আমরা হাত-পা গুটাইয়া বইয়া থাকি। হাজার হইলেও শিক্ষিত লোকজন আর সুশিল তো হেরাই। তয় আর জনগন চিল্লাইয়া লাভ কি? তয় আর এই অবৈধ মানুষ মানে শিক্কিত বানানোর মেশিন লইয়া কি করন। ছাড়া গরুর মতন চলুক এই সব।

হেই গরুর গাড়িতে চইরা আমরা তো আর বিয়া করবার পারুম না। তয় যারা অশিক্ষিত আছি আমরা। সবাই আহেন ট্যাহা-পয়সা জোগার কইরা হইয়া যাই-শিক্ষিত। টাকা দিলেই তো সনদ। হাজার হইলেও আমনের বই কেনোনের খরচটা তো বাচবো। সাথে মেধাবী না হইলেও চলবো। আহা! কি মজা! মজাই মজা!

আমার আর কইতেই ভালা লাগে না। এই রহম সন্মিলিত জালিয়াতি দেখলে। আমনেগো ভালা লাগে কি না। একটু জানতে ইচ্ছা হয়। হাজার হইলেও একই দেশের লোকজনই তো আমরা। চলেন তাইলে জোটবদ্ধ হই আর গলাফাটাইয়া বলতেই থাকি-

আমার ভাই তোমার ভাই
আমু ভাই আমি নাই।
কে বলেরে ব্যাবসা নাই
ব্যাবসা সারা বাংলায়।
দারুল ইহসান এগিয়ে চলো
অবৈধরা আছি তোমার সাথে।
কে বলেরে বিশ্ববিদ্যালয় নাই
বিশ্ববিদ্যালয় সারা বাংলায়………

শেষ কথাডা না কইলেই না- এই তিনপক্ষের উপরের সংশ্লিষ্ট সরকারী লোকজন কি বইসা বইসা নাকে তেল দিয়া ঘুমায়? অবৈধ অবৈধই। তয় কেন আর বুলডোজার চালানো হইবো না হেগো উপরে? এত কিছু দেখবার পরও! এই প্রশ্নখান খালি করবার মনে চায়। কারে করমু, হেইয়াই তো এহনও পরিস্কার করবার পারলাম না।

অশিক্ষিত জনতা কি আর শিক্ষিত চোরেগো লগে পারে। হাজার হইলেও শিক্ষিত আর অশিক্ষিত এর মধ্যে পার্থ্যক্য আছে না!

আমার কথাগুলান যে ভুল হইতেয়াছে- এইডা পরমান করবো কেডায় ! ?

এইরহম ঘটনা আরও আছে। হেইয়ার অবস্থা কি? ভাবলেই কান্দন আহে ক্ষোভে!

সরকার সাধু সাবধান!

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আবারও রাফসান দা ছোট ভাই প্রসঙ্গ।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১৮ ই মে, ২০২৪ ভোর ৬:২৬

আবারও রাফসান দা ছোট ভাই প্রসঙ্গ।
প্রথমত বলে দেই, না আমি তার ভক্ত, না ফলোয়ার, না মুরিদ, না হেটার। দেশি ফুড রিভিউয়ারদের ঘোড়ার আন্ডা রিভিউ দেখতে ভাল লাগেনা। তারপরে যখন... ...বাকিটুকু পড়ুন

মসজিদ না কী মার্কেট!

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৮ ই মে, ২০২৪ সকাল ১০:৩৯

চলুন প্রথমেই মেশকাত শরীফের একটা হাদীস শুনি৷

আবু উমামাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ইহুদীদের একজন বুদ্ধিজীবী রাসুল দ. -কে জিজ্ঞেস করলেন, কোন জায়গা সবচেয়ে উত্তম? রাসুল দ. নীরব রইলেন। বললেন,... ...বাকিটুকু পড়ুন

আকুতি

লিখেছেন অধীতি, ১৮ ই মে, ২০২৪ বিকাল ৪:৩০

দেবোলীনা!
হাত রাখো হাতে।
আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে বিষাদ নেমে আসুক।
ঝড়াপাতার গন্ধে বসন্ত পাখি ডেকে উঠুক।
বিকেলের কমলা রঙের রোদ তুলে নাও আঁচল জুড়ে।
সন্ধেবেলা শুকতারার সাথে কথা বলো,
অকৃত্রিম আলোয় মেশাও দেহ,
উষ্ণতা ছড়াও কোমল শরীরে,
বহুদিন... ...বাকিটুকু পড়ুন

ক- এর নুডুলস

লিখেছেন করুণাধারা, ১৮ ই মে, ২০২৪ রাত ৮:৫২



অনেকেই জানেন, তবু ক এর গল্পটা দিয়ে শুরু করলাম, কারণ আমার আজকের পোস্ট পুরোটাই ক বিষয়ক।


একজন পরীক্ষক এসএসসি পরীক্ষার অংক খাতা দেখতে গিয়ে একটা মোটাসোটা খাতা পেলেন । খুলে দেখলেন,... ...বাকিটুকু পড়ুন

স্প্রিং মোল্লার কোরআন পাঠ : সূরা নং - ২ : আল-বাকারা : আয়াত নং - ১

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৮ ই মে, ২০২৪ রাত ১০:১৬

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল্লাহর নামের সাথে যিনি একমাত্র দাতা একমাত্র দয়ালু

২-১ : আলিফ-লাম-মীম


আল-বাকারা (গাভী) সূরাটি কোরআনের দ্বিতীয় এবং বৃহত্তম সূরা। সূরাটি শুরু হয়েছে আলিফ, লাম, মীম হরফ তিনটি দিয়ে।
... ...বাকিটুকু পড়ুন

×