somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলুন, ঘুরে আসি মুম্বাই

২৮ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুম্বাইয়ের ছত্রপতি-শিবাজী বিমানবন্দরে যখন জেটএয়ারওয়েজের ফ্লাইট ল্যাণ্ড করলো ঘড়িতে তখন স্থানীয় সময় বিকাল ৩ টা বেজে ১৫ মিনিট। ইমিগ্রেশনের ঝামেলা শেষ করে বাইরে বের হতে হতে ৪ টা বেজে গেলো। প্রি-পেইড ট্যাক্সির জন্য ২২০ রুপি দিয়ে টোকেন নিলাম। ট্যাক্সি আমাদের নামিয়ে দিল ইস্ট গোরেগাঁও সেন্ট পায়াস কলেজ ক্যাম্পাসে। আমরা বলতে আমি এবং শাহাদাত ভাই, যিনি বাংলাদেশের একটি শীর্ষ স্থানীয় এন.জি.ও তে কর্মরত আছেন। আমরা গিয়েছিলাম এ বছর জানুয়ারিতে, মুম্বাই বিশ্ববিদ্যালয়ের একটি পোস্ট গ্র্যাজুয়েট শর্ট কোর্সে অংশ নিতে।

দশদিন ব্যাপী এ কোর্সটিতে অংশ নিতে দেশ-বিদেশের অনেক অংশগ্রহণকারী এসেছিলেন। থাকা, খাওয়া, কোর্স ম্যাটেরিয়াল - এ সবকিছু আয়োজকরাই ব্যবস্থা করেছিলেন। নতুন একটা জায়গায় নতুন ব›ন্ধু পেতে বেশি সময় লাগলোনা, খাবার-দাবারও ছিল চমৎকার কিন্তু প্রতিদিনের সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ক্লাস শিডিউল দেখে আমরা সবাই আতঙ্কিত হলাম। তারপরেও প্রতিদিন ক্লাস শেষ হওয়া মাত্রই ছুটে গিয়েছি দর্শনীয় স্থানগুলো দেখার জন্যে।

মুম্বাই বিশ্ববিদ্যালয়

মুম্বাই বিশ্ববিদ্যালয়

ভেবেছিলাম, এবার ইণ্ডিয়ান মোবাইল কোম্পানীগুলোর যেকোন একটির সীম কার্ড তুলবো। বিদেশী হিসেবে নিজের পাসপোর্ট ব্যবহার করে সীমকার্ড তোলাটা কষ্টকর নয়, কিন্তু সেটা হবে স্বল্প সময়ের জন্যে, অর্থাৎ, যতদিন ভারতে অবস্থান করবো, শুধুমাত্র সেই সময়টুকুর জন্যেই, লাইফটাইম নয়। ভারতের ২৮ টা স্টেট বা রাজ্যের জন্য মোবাইল কোম্পানীগুলোর নিয়ম হলো, এক রাজ্যের অধিবাসী অন্য রাজ্য থেকে সীম কার্ড তুলতে পারবেনা। এক স্টেট থেকে অন্য স্টেটে রোমিং এর জন্য আউট গোইং এর মতো ইনকামিং চার্জও প্রযোজ্য হবে। আর এক স্টেটের মোবাইল নম্বরে রুপি রিচার্জ করতে হলে রিচার্জ কার্ড চলবেনা, বরং আমাদের বাংলাদেশের মতো ফ্লেক্সি করতে হবে, যেটা ওখানে ’রিচার্জ’ নামেই পরিচিত। সাথে করে নিয়ে যাওয়া বেনসনের প্যাকেট শেষ হয়ে গেল দু’দিনের মাথাতেই। দিল্লী থেকে আসা নিখিলের দেয়া ৪০ রুপির প্যাকেট ’নেভী কাট’-ই তারপর ভরসা হলো।

প্রতিদিন যে জায়গাগুলোতে ঘুরতে গিয়েছি, বেশিরভাগ ক্ষেত্রেই ট্রেনে গিয়েছি। ট্যাক্সিতে ভাড়াটা একটু বেশি, আর বিকেলে পুরো মুম্বাই যেন ঢাকা শহরের মতো জ্যামে আটকে যায়। এখানকার ট্রেন ব্যবস্থাটা অসাধারণ লেগেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই ট্রেনে করেই চলাচল করছে। একশো সত্তুর রুপির একটি টিকিট কিনলে আপনি প্রথম শ্রেণীতে যেকোন ট্রেনে যতখুশি সারাদিন ভ্রমণ করতে পারবেন। মহিলাদের জন্য আলাদা রিজার্ভ বগি। আর বাকী বগিগুলো আপামর জনসাধারনের জন্য, যার ভাড়া একেবারেই কম। যেমন, গোরেগাঁও থেকে চার্চগেট পর্যšত ’বোরিওয়ালি’ ট্রেনে ৪০ মিনিটের যাত্রাতে ৬ রুপি ভাড়া। ট্রেনের আবার রকমফের আছে, ফাস্ট ট্রেন, স্লো ট্রেন ইত্যাদি, আপনার প্রয়োজন মতো ট্রেন ধরে নিতে পারবেন। আর বাসে যদি ভ্রমণ করতে চান, সেক্ষেত্রেও ভাড়া একেবারেই কম। বাসে আরেকটি সুবিধা হলো, মাত্র ২৫ রুপি দিয়ে সারাদিন আপনি সেই বাসের নির্ধারিত রুটে ভ্রমণ করতে পারবেন।

ট্রেন যাত্রা

ট্রেন যাত্রা

প্রথম দিন দল বেঁধে আমরা ঘুরতে গেলাম ’গেটওয়ে অব ইণ্ডিয়া’ দেখতে। ট্রেনে গোরেগাঁও থেকে চার্চগেট নেমে ট্যাক্সিতে ৩০ রুপি নিলো। গেটওয়ে অব ইণ্ডিয়া-এর পিছনেই অ্যারাবিয়ান সি, আর সামনে বিখ্যাত তাজ হোটেল। আমরা পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেলো। চারিদিকে নিরাপত্তা কর্মীদের তৎপড়তায় কিছুটা অস্বস্তি বোধ করলাম। কাছেই বিখ্যাত চার্চ দেখে ফিরে গেলাম গোরেগাঁও।

গেটওয়ে অব ইণ্ডিয়া

তাজ হোটেল
গেটওয়ে অব ইণ্ডিয়া

গেটওয়ে অব ইণ্ডিয়া

চার্চগেট

চার্চগেট

হোটেল তাজ

জুহু বিচের নামটা অনেক শুনেছি, যেখানে বলিউড তারকা অমিতাভ বচ্চন, শর্মিলী ঠাকুর, রাজ বব্বর সহ আরও অনেকের বাড়ি। আর বলিউড তারকা শাহরুখ খানের বাড়ি রয়েছে বান্দ্রাতে, যেখানে কেনা-কাটার জন্য প্রচুর শপিং মল-ও রয়েছে। ট্যাক্সিতে জুহু বিচে যেতে ১৫০ রুপির মতো লাগলো। তবে ট্রেনে ভিলেপার্লে স্টেশন পর্যন্ত আসলে ভালো করতাম, কারণ বিকেলের দিকে প্রচণ্ড ট্র্যাফিক জ্যাম। জুহু বিচের কাছেই প্রচুর খাবারের দোকান। পাওভাজি, ভেলপুরী খেলাম পেট ভরে।

জুহু বীচ

জুহু বীচ

জুহু বীচ

জুহু বীচের খাবারের দোকান

জুহু বীচের খাবারের দোকান

পরদিন ট্রেনে জোগেশ্বরী স্টেশনে নেমে বাসে করে গেলাম হাজী আলীর মাজার দেখতে। এখানেই ’'বোম্বে' সিনেমার কিছু অংশের শ্যুটিং হয়েছিল। সন্ধ্যার আলোক ঝলমলে হাজীআলীতে মাগরিব-এর নামাজ-এর পর লাইভ কাওয়ালী শুনলাম বেশ কিছুক্ষণ। তারপর রওনা হলাম পাশেই অবস্থিত হিন্দু ধর্মবলম্বীদের বিখ্যাত ’মহালক্ষী মন্দির’ দেখতে। ফেরার পথে হিরা-পান্না শপিং মলে একটু ঘুরে এলাম।

হাজী আলী

হাজী আলী

হাজী আলী

হাজী আলী

হাজী আলী
হাজী আলী
হাজী আলী

হাজী আলী

হাজী আলীতে সন্ধ্যার পর লাইভ কাওয়ালী

মহালক্ষীমন্দিরের বাইরের দিক

তারপরদিন বিকেলে গোরেগাঁও থেকে মেরিনলাইন্স স্টেশনে নেমে মেরিনড্রাইভ ঘুরতে গেলাম। কাছেই 'চোপাটী বীচ'। আরব সাগরের পাশে আলোক ঝলমলে মেরিনড্রাইভে এসে মনে হলো, ইউরোপের কোন দেশে চলে এসেছি।

মেরিন ড্রাইভ

মুম্বাই ঘুরে একটা ব্যাপার লক্ষ করলাম, একদিকে ফুটপাথে হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে, কিংবা যতদূর চোখ যায়, বস্তি আর বস্তি, আবার সেন্ট্রাল মুম্বাই, বান্দ্রা, ভিলেপার্লে এলাকায় বিশালাকায় দামী অট্টালিকা, কোটি রুপির দামী হুন্দাই, মার্সিটিজ বেঞ্জ কিংবা ফক্স ওয়াগনে দামী পোষাক পড়া মানুষ-জন চলাফেরা করছে। রাতের মুম্বাইয়ের জমকালো রেস্টুরেন্ট, নাইটক্লাব, আর মদের বার গুলো দেখলে বোঝাই যায়না যে, এখানে দারিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষেরা কতটা কষ্টে আছে।

আলোক বর্ণিল মুম্বাই

আলোক বর্ণিল মুম্বাই

মুম্বাই-এর রাস্তায় এরকম হাজারো ভিখারী রয়েছে

মুম্বাই নিয়ে আরেকটি লেখা পড়তে এখানে দেখুন।

আরও একটি এ বিষয়ক লেখা।


সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১১ রাত ১১:০৭
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের কার কি করা উচিৎ আর কি করা উচিৎ না সেটাই আমারা জানি না।

লিখেছেন সেলিনা জাহান প্রিয়া, ২৭ শে এপ্রিল, ২০২৪ রাত ১:২৮




আমাদের কার কি করা উচিৎ আর কি করা উচিৎ না সেটাই আমারা জানি না। আমাদের দেশে মানুষ জন্ম নেয়ার সাথেই একটি গাছ লাগানো উচিৎ । আর... ...বাকিটুকু পড়ুন

মানবতার কাজে বিশ্বাসে বড় ধাক্কা মিল্টন সমাদ্দার

লিখেছেন আরেফিন৩৩৬, ২৭ শে এপ্রিল, ২০২৪ রাত ২:১৭


মানুষ মানুষের জন্যে, যুগে যুগে মানুষ মাজুর হয়েছে, মানুষই পাশে দাঁড়িয়েছে। অনেকে কাজের ব্যস্ততায় এবং নিজের সময়ের সীমাবদ্ধতায় মানুষের পাশে দাঁড়াতে পারে না। তখন তারা সাহায্যের হাত বাড়ান আর্থিক ভাবে।... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। আমের খাট্টা

লিখেছেন শাহ আজিজ, ২৭ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৫৪



তাতানো গরমে কাল দুপুরে কাচা আমের খাট্টা দেখে ব্যাপারটা স্বর্গীয় মনে হল । আহা কি স্বাদ তার । অন্যান্য জিনিসের মত কাচা আমের দাম বাড়াতে ভুল করেনি... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার ডেথঃ হ্যারল্ড শিপম্যান

লিখেছেন অপু তানভীর, ২৭ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:০৪



উপরওয়ালার পরে আমরা আমাদের জীবনের ডাক্তারদের উপর ভরশা করি । যারা অবিশ্বাসী তারা তো এক নম্বরেই ডাক্তারের ভরশা করে । এটা ছাড়া অবশ্য আমাদের আর কোন উপায়ই থাকে না... ...বাকিটুকু পড়ুন

আমার ইতং বিতং কিচ্ছার একটা দিন!!!

লিখেছেন ভুয়া মফিজ, ২৭ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:০৩



এলার্ম এর যন্ত্রণায় প্রতিদিন সকালে ঘুম ভাঙ্গে আমার। পুরাপুরি সজাগ হওয়ার আগেই আমার প্রথম কাজ হয় মোবাইলের এলার্ম বন্ধ করা, আর স্ক্রীণে এক ঝলক ব্লগের চেহারা দেখা। পরে কিছু মনে... ...বাকিটুকু পড়ুন

×