চার হাজার যুদ্ধযানের লড়াই

ইভিই অনলাইন মাল্টিপ্লেয়ার স্পেস ভিডিও গেইমে চার হাজার যুদ্ধযান অনলাইনে যোগ দিয়ে নতুন রেকর্ড গড়ল।

শামীমা নাসরিন রিমাবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2013, 11:39 AM
Updated : 1 August 2013, 01:08 PM

সম্প্রতি চার হাজারেরও বেশি যুদ্ধযান অংশ নিয়েছে ইভিই অনলাইন মাল্টিপ্লেয়ার স্পেস ভিডিও গেইমে। প্রযুক্তিবিষয়ক সংবাদসংস্থা ম্যাশএবল জানিয়েছে, অনলাইন গেইমের আগের রেকর্ড ভেঙেছে এটি।

গেইমটির নির্মাতা আইসল্যান্ডভিত্তিক সিসিপির সফটওয়্যার পরিচালক আরলেনডুর এস পরস্টেইনসনের তথ্যমতে, চার হাজার ৭০টি যান এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় ইভিই অনলাইন গেইম। এর আগের রেকর্ড ছিল প্রায় ৪০০ যানের।

গেইমটি শুরু হয় সিএফসি ও টিইএসটি নামে খেলোয়াড়দের দুটি বড় গ্রুপের ফাউন্টেইন নামে একটি এলাকার জন্য যুদ্ধের মাধ্যমে। সে এলাকায় গেইমের ডেভেলপাররা কিছু মূল্যবান চাঁদ রেখেছিলেন।

খেলার শেষে সিএফসি জয়লাভ করে। টিইএসটির যানগুলো ডেল্ভ নামে এলাকায় ফিরে যায়। টিইএসটির ফোরামের এক পোস্টে দেখা যায়, কেবল জয়লাভ করার জন্য তারা খেলেনি।