somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুই দলের 'মন কষাকষিতে' মানুষ অতিষ্ঠ : মতিন

২১ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুই প্রধান রাজনৈতিক দলের 'মন কষাকষিতে' দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ভাষাসৈনিক আবদুল মতিন।

রোববার বিকালে রাজধানীতে প্রধান বিরোধী দল বিএনপির এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মতিন বলেন, "বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের রাজনীতিও আজ কঠিন সময় অতিক্রম করছে। আওয়ামী লীগ ও বিএনপি উভয়ই বুর্জোয়া দল। তাদের মন কষাকষি ও দর কষাকষিতে মানুষ আজ অতিষ্ঠ ও অস্থির হয়ে উঠেছে। এই দুই দল কোনো দিকনির্দেশনাই দিতে পারছে না।''

এই 'অস্থিরতার' অবসানে আগামী নির্বাচনে জনগণ একটি ভালো সরকার প্রতিষ্ঠায় রায় দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই ভাষা সৈনিক।

্িবকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির '২১ ফেব্র"য়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।

দলীয় আলোচনা সভায় একজন ভাষা সৈনিককে প্র্রধান অতিথি করার নজির এই প্রথম। সাধারণত এ ধরনের আলোচনা সভায় দলের মহাসচিবই প্রধান অতিথি থাকেন।

বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন অসুস্থ থাকায় তিনি আলোচনা সভায় যোগ দিতে পারেননি।

দেশের প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির উদ্দেশে আবদুল মতিন বলেন, এই দুটি বুর্জোয়া দল সাধারণ মানুষের কথা ভুলে গিয়ে সংকীর্ণ দলীয় স্বার্থকে প্রাধান্য দেয়। ফলে জনপ্রত্যাশা পূরণ হয় না।

তবে তিনি স্বীকার করেন যে, এ দুই দলের যেমন দোষ রয়েছে, তেমনি গুণও আছে।

মাটি-মানুষের রাজনীতির সঙ্গে নিজের নিজের দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা উল্লেখ করে মতিন বলেন,'' আমরাও আপনাদের মতো রাজনীতিতে আছি। তবে অদূরদর্শিতার কারণে আমরা জনগণ থেকে দূরে আছি। আপনারা জনগণের কাছাকাছি।''

শান্তি প্রতিষ্ঠায় রাজনৈতিক দলের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

শহীদ দিবস উপলক্ষে বিএনপি দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে।

একুশের প্রথম প্রহরে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলীয় নেতাদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে সোমবার সকাল ৭টার দিকে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ারের নেতৃত্বে নেতা-কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করবেন।

দিবসটি উপলক্ষে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত করা ও কালো পতাকা উত্তোলন করা হবে।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার গণতন্ত্রের লেবাসে একদলীয় বাকশালী ব্যবস্থায় দেশ পরিচালনা করছে। দেশে গণতন্ত্র নেই, আছে ফ্যাসিবাদী শাসন।

তিনি অভিযোগ করেন, সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন না করে 'বন্ধু-প্রভুদের এজেন্ডা' বাস্তবায়নে ব্যস্ত রয়েছে।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও পূঁজিবাজার নিয়ন্ত্রণে সরকার 'ব্যর্থ' হয়েছে দাবি করে খন্দকার মোশাররফ সরকারকে মধ্যবর্তী নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানান।

সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ বলেন, একুশ ও স্বাধীনতার চেতনা রক্ষায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেশ আজ সংকটাপন্ন।

সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান অবস্থা থেকে উত্তরণে জনগণকে একতাবদ্ধ হয়ে দেশ রক্ষার আন্দোলনে শরিক হতে হবে।

দলের সহসভাপতি ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সহসভাপতি সেলিমা রহমান, আবদুল্লাহ আল নোমান, বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, জাসাস সভাপতি এম এ মালেক, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান পরিচালনা করেন দলের প্রচার সস্পাদক জয়নুল আবদিন ফারুক।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজরুলের চিন্তার কাবা প্রাচ্য নাকি পাশ্চাত্য?

লিখেছেন আরেফিন৩৩৬, ২৬ শে মে, ২০২৪ ভোর ৫:০৫


কাজী নজরুলের বড় বিপত্তি তিনি, না গোঁড়া ধর্মীয় লোকের কবি আর অতিমাত্রায় বামের কবি, না হোদাই প্রগতিশীলের কবি। তিনি সরাসরি মধ্যপন্থীর। অনেককেই দেখি নজরুলের কিছু কথা উল্লেখ করে বলেন কাফের।... ...বাকিটুকু পড়ুন

ফিলিস্তিনিদের আত্মদান ধর্মযুদ্ধ নয়; এটি স্বাধীকারের যুদ্ধ

লিখেছেন সায়েমুজজ্জামান, ২৬ শে মে, ২০২৪ সকাল ৯:০৬

বিশ্বব্যাপী মুসলমানরা যেকোন বিষয়কে ধর্মীয় ফ্লেভার দিয়ে উপস্থাপন করে৷ ইসলামের সাথে কতটুকু সম্পৃক্ততা তার ভিত্তিতে কনভারজেন্স নির্ধারিত হয়৷ বাঙালি মুসলমানরা এক্ষেত্রে এক কাঠি ওপরে৷ পক্ষ বিপক্ষ বেছে নেবে... ...বাকিটুকু পড়ুন

ওহাবী বাতিল মতবাদের স্বরূপ উন্মোচন

লিখেছেন মীর সাখওয়াত হোসেন, ২৬ শে মে, ২০২৪ দুপুর ১২:৫৭

নজদী ওহাবীদের সম্পর্কে আলােচনা করার পূর্বে নজদ দেশ সম্পর্কে আলােকপাত করতে চাই। আরবের মক্কা নগরীর সােজা পূর্ব দিকের একটি প্রদেশের নাম নজদ । এখন উক্ত নজদ দেশটি সৌদি আরবের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

ঘূর্ণিঝড় রিমাল সর্তকতা।

লিখেছেন কাল্পনিক_ভালোবাসা, ২৬ শে মে, ২০২৪ দুপুর ১:০৩

প্রিয় ব্লগারবৃন্দ,
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রিমাল প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে এবং ইতিমধ্যে বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে। সংশ্লিষ্ট অঞ্চলগুলোর ব্লগারদের কাছে যদি স্থানীয় ঝড়ের অবস্থা এবং ক্ষয়ক্ষতি নিয়ে কোন... ...বাকিটুকু পড়ুন

বিংশ শতাব্দীতে পৃথিবীতে চিরতরে যুদ্ধ বন্ধের একটা সুযোগ এসেছিল!!

লিখেছেন শেরজা তপন, ২৬ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:০৩


মনে হয় শুধু মানুষের কল্পনাতেই এমন প্রস্তাবগুলো উপস্থাপন সম্ভব- যদি বাস্তবে হত তবে কেমন হত ভাবুন তো?
প্রত্যেকটি দেশের সমস্ত রকমের সৈন্যদল ভেঙে দেওয়া; সমস্ত অস্ত্র এবং সমর-সম্ভার, দুর্গ,... ...বাকিটুকু পড়ুন

×