somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলালায়ন নিয়ে বিস্তারিত

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিন কয়েক আগে ব্লগার ঊষা১২৩ এর এই পোস্টটা পড়ে বেশ ভাল লাগল। নিজে ঠকলেও অনেক মানুষকে উনি সচেতন করেছেন। আমি নিজে যেহেতু বাংলালায়ন ইউজার তাই আমার মনে হল আমিও বাংলালায়ন সম্পর্কে বিস্তারিত লিখলে অনেক গ্রাহক যারা ওয়াইম্যাক্স ইন্টারনেট ব্যবহার করতে চাচ্ছেন তাদের উপকার হবে। মূলতঃ সে উদ্দেশ্যেই এই লেখা।

বাংলালায়ন কমিউনিকেশন্স লিমিটেড ১৮ নভেম্বর ২০০৮ বি.টি.আর.সি-র কাছ থেকে ৩১ মিলিয়ন ইউ.এস ডলারের বিনিময়ে লাইন্সেস পায়। তাদের ওয়াইম্যাক্স টেকনোলজির IEEE (Institute of Electrical & Electronic Engineering) স্ট্যান্ডার্ড হল 802.16e. সূত্রঃ এখানে।

বি.টি.আর.সি-র কাছ থেকে বাংলালায়ন সহ সবগুলো কোম্পানি প্রতি মেগাবাইট ব্যান্ডউইডথ ক্রয় করে ১৮০০০ টাকা করে। (সূত্রঃ দৈনিক প্রথম আলো, তারিখ: ০৩-০৪-২০১০) অর্থাৎ বাংলালায়নের ১০০০ টাকায় ২৫৬ kbps(kilo bit per second) আনলিমিটেড কানেকশনের জন্য বাংলালায়নকে বি.টি.আর.সিকে দিতে হয় ৫৬২.৫০ টাকা দিতে হয়।

আমি বাংলালায়নের প্রিপেইড ৫১২ kbps (৬৪ কিলোবাইট) এর কানেকশন ব্যবহার করি। মাসে ৬০০ টাকার বিনিময়ে আমি ১.৮ গিগা বাইট ব্যবহার করতে পারি। আমি যখন কোন ফাইল ডাউনলোড করি তখন মোটামুটি ৬৪ কিলোবাইট স্পীড পাওয়া যায়। কিন্তু ফাইল আপলোড করতে গিয়ে দেখি স্পীড অনেক কম পাওয়া যাচ্ছে। বিষয়টা না বুঝতে পেরে আমি কল সেন্টারে কল দেই। তারা বলে আপনি আপলোড করতে গেলে ডাউনলোডের ৪ ভাগের একভাগ স্পীড পাবেন। মানে আপনার কানেকশনের আপলোড স্পীড হবে ১৬ কিলোবাইট!! আমি তো অবাক। কোন লিফলেট বা বিজ্ঞাপণেই তারা লিখে না যে আপলোড স্পীড ডাউনলোডের চার ভাগের এক ভাগ।

এরপর আসি ইউজেসের ব্যাপারটায়। আমি টাকা দিয়ে ১.৮ গিগা বাইট ডাটা ইউজ করার জন্য কিনলাম। ধরুন আমার ১ মাস পর এ থেকে ১০০ মেগা অব্যবহৃত রয়ে গেল। আপনি কিন্তু আর সেটা ব্যবহার করতে পারবেন না। মোবাইলে কিন্তু মেয়াদ শেষ হবার ৭ দিন পরও রিচার্জ করলে আপনি আগের ব্যালেন্স ইউজ করতে পারেন। এইখানে পারবেন না। শুধুমাত্র মেয়াদ শেষ হবার আগেই যদি আপনি আবারও রিচার্জ করেন তাহলেই আগের ডাটাটুকু ইউজ করতে পারবেন না। শুধু তাই নয় মোবাইলে ব্যালেন্স জানতে কোন টাকা লাগে না। এখানে আপানার ডাটা ইউজেজ জানতেও ওয়েব পেইজটি লোডের জন্য কিছুটা ডাটা ব্যয় হবে আপনার। আবার মোবাইলে কোন টাকা না থাকলেও রিচার্জ করা যায়। কিন্তু আমাদের অত্যাধুনিক ওয়াইম্যাক্স বাংলালায়নে ডাটা ইউজেজ শেষ হয়ে গেলে আপনি আর রিচার্জ করার জন্যও কানেক্ট করতে পারবেন না। বাংলালায়নের কোন সেলস পয়েন্ট কিংবা সাইবার ক্যাফেতে যেতে হবে রিচার্জ করতে। আমি তো প্রথম মাসে বেশ ঝামেলায় পরে গিয়েছিলাম। আমি বুঝি না মানুষের ইউজেস শেষ হলেই তো রিচার্জ করার দরকার হয়। নাকি রিচার্জ করার জন্য বাসায় আর একটা ইন্টারনেট কানেকশন লাগাতে হবে?

আপনারা অনেকেই হয়ত বাংলালায়ন মডেমের দাম বিভিন্ন বিজ্ঞাপণে দেখে থাকবেন। গত মাসে এই মডেমের দাম ছিল ১১০০ টাকা। এই মাসে এটা ২১২১ টাকা। তবে এর বাইরেও আরও কিছু ব্যাপার আছে। অনেক এলাকায়ই ফুল নেটওয়ার্ক না থাকায় ইউ.এস.বি কেবল কিনতে হচ্ছে। সেজন্য অতিরিক্ত ১০০-২০০ টাকা খরচ করা লাগতে পারে। সেটা তেমন কোন বিষয় না। কিন্তু অনেক এলেকায় নেটওয়ার্ক এতই দূর্বল যে ইউ.এস.বি মডেমে কানেকশন পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনাকে ২৯৫০ টাকায় ওয়াই ফাই মডেম কিনতে হবে। তাই আপনি কানেকশন লাগানোর আগে অবশ্যই কল সেন্টার অথবা সেলস সেন্টারে খোঁজ নিয়ে জেনে নিবেন আপনার এলাকায় ইউ.এস.বি মডেম দিয়ে কানেকশন পাবার মত নেটওয়ার্ক আছে কিনা। আমি যেমন কিনবার আগে দোকানে এসে স্পষ্ট করে বলে দিয়েছিলাম আমার বাসায় এসে যদি দেখেন ইউ.এস.বি মডেম দিয়ে কানেকশন নেয়া যাচ্ছে না তাহলে আমাকে ২৯৫০ টাকার মডেম কিনতে বলতে পারবেন না। আমি ইউ.এস.বি তে কানেক্ট হলে আপনাদের কানেকশন ব্যবহার করব নাহলে নয়।

বাংলালায়নের সব চেয়ে বিরক্তিকর দিক হল আপনি একবার একটা প্যাকেজ কিনলে পর আর কোনদিনই সেটা থেকে অন্য কোন প্যাকেজে মাইগ্রেট করতে পারবেন না। আমি যেমন প্রিপেইড থেকে কোনদিনই পোষ্টপেইডে মাইগ্রেট করতে পারব না তেমনি যিনি পোষ্টপেইড কানেকশন ব্যবহার করেন তিনিও প্রিপেইডে মাইগ্রেট করতে পারবেন না। করতে হলে আপনাকে ২১২১ টাকা দিয়ে আর একটা মডেম কেনা লাগবে। এই বিষয়টা এক ধরণের জোচ্চুরি মনে হয় আমার কাছে। জিপিসহ প্রায় সব মোবাইল অপারেটররাই আর যাই করুক মাইগ্রেশনের সুবিধা কিন্তু দিচ্ছে। ঊষার পোষ্টেও দেখলাম উনি একমাসের জন্য P6 হতে P2তে মাইগ্রেট করেছিলেন। আমি কানেকশন কেনার আগে একজন সেলস অফিসারের সাথে কথা বলেছিলাম। তখন আনলিমিটেড কানেকশনটা বিক্রি বন্ধ ছিল। ওই ভদ্রমহিলা বলেছিলেন আবার অনলিমিটেড চালু হলে আপনি সেটাতে মাইগ্রেট করতে পারবেন। কিন্তু এখন আনলিমিটেড কানেকশন আবার চালু হবার পর তিনি বলতেছেন না মাইগ্রেট করা যাবে না।

মজার (নাকি দুঃখের?) ব্যাপার হল অপর ওয়াইম্যাক্স সার্ভিস প্রোভাইডার কিউবিও IEEE স্ট্যান্ডার্ড 802.16e টেকনোলজিও ব্যবহার করলেও দুইটা কোম্পানির মডেম কিন্তু আলাদা। মানে এদের কোন সিম কিংবা রিম কার্ড নেই। আপনি একবার বাংলালায়ন ব্যবহার শুরু করলে এরপর আপনার কিউবি ইউজের ইচ্ছা হলে আপনাকে আবার কিউবির মডেম কিনতে হবে। আমি দুইটা কোম্পানির কল সেন্টারকেই জিজ্ঞেস করেছিলাম কেন আপনারা একটা কমন ইউ.এস.বি মডেম তৈরি করছেন না। কিন্তু দুইটা কোম্পানিই বিষয়টার কোন সদুত্তর দিতে পারেন নি। মোবাইলের মত একটা কমন ডিভাইস থাকলে আমাদের মত সাধারণ ইউজারদের অনেক সুবিধা হত।

আমার মনে হয় ব্লগারদের মধ্যে যারা কিউবি ইউজার কিংবা জুম আলট্রা ইউজার তারাও তাদের সুবিধা-অসুবিধা নিয়ে পোষ্ট দিতে পারেন। তাহলে অন্ত্যত সবাই কানেকশন কেনার অগে ভালমন্দ বুঝতে পারবেন। যদিও এইসব বিষয় সরকারের দেখা উচিত কিন্তু সরকার যখন কানা হয়ে আছে তখন আমাদের নিজেদের স্বার্থেই বিষয়গুলো জানা দরকার।

সবশেষে বলি বাংলায়নের সাথে কিন্তু আমার কোন শত্রুতা নেই। আমি কিন্তু বাংলালায়নকে ডাউনলোড স্পিড ঠিকমত দেয়ার জন্য আর স্থানীয় ব্রডব্যান্ড কানেকশনগুলোর মত যখন তখন ডিসকানেক্ট হয়ে না যাবার জন্য সাধুবাদ জানাই। এটা স্বীকার করতেও দ্বিধা নেই টাকা একটু বেশি খরচ হলেও আগের চেয়ে অনেক ভাল সার্ভিস আমি পাচ্ছি বাংলালায়নের কাছ থেকে। কিন্তু যে সমস্যাগুলোর কথা বললাম সেগুলোও কিন্তু একেবারে ফেলনা নয়। ব্লগে বাংলালায়নের সংশ্লিষ্ট কেউ থাকলে এ বিষয়ে আপনাদের বক্তব্য পোষ্টের কমেন্টে বলতে পারেন।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২৬
১৪টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। হরিন কিনবেন ??

লিখেছেন শাহ আজিজ, ১০ ই মে, ২০২৪ রাত ৮:৫৯



শখ করে বন্য প্রাণী পুষতে পছন্দ করেন অনেকেই। সেসকল পশু-পাখি প্রেমী সৌখিন মানুষদের শখ পূরণে বিশেষ আরো এক নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এবার মাত্র ৫০ হাজার টাকাতেই... ...বাকিটুকু পড়ুন

ঠিক কোন বিষয়টা মৌলবাদী পুরুষরা শান্তি মত মানতে পারে???"

লিখেছেন লেখার খাতা, ১০ ই মে, ২০২৪ রাত ১১:২৭


ছবি - গুগল।


ফেসবুক আর ইনস্টাগ্রাম এখন আর শুধু সামাজিক যোগাযোগের মাধ্যম নয়, রোজগার এর একটি চমৎকার প্ল্যাটফর্মও। একটু স্মার্ট এবং ব্রেন থাকলে ফেসবুক/ইনস্টাগ্রাম থেকে রোজগার করে... ...বাকিটুকু পড়ুন

আধখানা ভ্রমন গল্প!!

লিখেছেন শেরজা তপন, ১০ ই মে, ২০২৪ রাত ১১:৩৯


২০০২ সাল বান্দারবানের রিগ্রিখ্যাং-এর এই রিসোর্ট আজ সকালেই আমরা আবিস্কার করলাম! পাহাড়ের এত উপরে এই মোড়টাতে একেবারে প্রকৃতির মাঝে এমন একটা রিসোর্ট থাকতে পারে তা আমরা সপ্নেও কল্পনা করিনি।... ...বাকিটুকু পড়ুন

ব্যাড গাই গুড গাই

লিখেছেন সায়েমুজজ্জামান, ১১ ই মে, ২০২৪ সকাল ৯:০৩

নেগোশিয়েশনে একটা কৌশল আছে৷ ব্যাড গাই, গুড গাই৷ বিষয়টা কী বিস্তারিত বুঝিয়ে বলছি৷ ধরুন, কোন একজন আসামীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে৷ পারিপার্শ্বিক অবস্থায় বুঝা যায় তার কাছ থেকে তথ্য পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

টান

লিখেছেন বাকপ্রবাস, ১১ ই মে, ২০২৪ সকাল ১০:২২


কোথাও স্ব‌স্তি নেই আর
বিচ্যুতি ঠেকা‌তে ছু‌টির পাহাড়
দিগন্ত অদূর, ছ‌বি আঁকা মেঘ
হঠাৎ মৃদু হাওয়া বা‌ড়ে গ‌তি‌বেগ
ভাবনা‌দের ঘুরপাক শূণ্যতা তোমার..
কোথাও স্ব‌স্তি নেই আর।
:(
হাঁটুজ‌লে ঢেউ এ‌সে ভাসাইল বুক
সদ্যযাত্রা দম্প‌তি... ...বাকিটুকু পড়ুন

×