৬ বোর্ডেই শীর্ষে ক্যাডেট কলেজ

এইচএসসি পরীক্ষার ফলাফলে ছয় শিক্ষাবোর্ডে শীর্ষ স্থান নিয়েছে ক্যাডেট কলেজগুলো।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2013, 02:04 PM
Updated : 3 August 2013, 02:04 PM

১২টি ক্যাডেট কলেজ থেকে মোট ৫৪৪ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৫৩৮ জন। পাসের হার শতভাগ।

এ বছর চট্রগ্রাম বোর্ডে শীর্ষে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, যশোর বোর্ডে শীর্ষে ঝিনাইদহ ক্যাডেট কলেজ, সিলেট বোর্ডে শীর্ষে সিলেট ক্যাডেট কলেজ, দিনাজপুর বোর্ডে শীর্ষে রংপুর ক্যাডেট কলেজ, বরিশাল বোর্ডে শীর্ষে বরিশাল ক্যাডেট কলেজ এবং কুমিল্লা বোর্ডে শীর্ষে রয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ।

রাজশাহী বোর্ডে যৌথভাবে ২য় অবস্থানে রয়েছে রাজশাহী ক্যাডেট কলেজ ও পাবনা ক্যাডেট কলেজ এবং কুমিল্লা বোর্ডে ২য় কুমিল্লা ক্যাডেট কলেজ।

এছাড়া ঢাকা বোর্ডে ৮ম অবস্থানে রয়েছে মির্জাপুর ক্যাডেট কলেজ, ৫ম অবস্থানে ময়মনসিংহ ক্যাডেট কলেজ এবং রাজশাহী বোর্ডে ৩য় অবস্থানে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ।

এরমধ্যে জিপিএ-৫ পায়নি ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে দুইজন, কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে দুইজন এবং জয়পুরহাট গালস ক্যাডেট কলেজ থেকে দুই জন।

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা হয় শনিবার। পাসের হার ৭৪ শতাংশ।

১০ লাখ পরীক্ষার্থীর মধ্যে ৭ লাখ ৪৪ হাজার ৮৯১ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ১৯৭ জন।