somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার একুশে আমরি বাংলা ভাষা

০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলার হিস্টোরি শুধু কাগজে কলমেই । :(

আমার জার্মান দোস্ত তার ভাষারেই দুনিয়ার সেরা মন করে !

তারে যখন কইলাম দেখ শালা ভিকিপিডিয়ায় তোর ভাষার স্তর আর আমার মাতৃভাষা । :)

তার তো ছোখছানাবড়া ! B-)) B:-/

......


>>>তারপর যে কথা কইল আর আমি এর জবাব বা কিছু্ই কইতে পারলাম না ।

------- হে কয় সবই বুঝলাম তো সবই তো মানুষের মুখের মধ্যেই সীমাবদ্ধ ! আমি কইলাম কি কইলি? X(
হে কইল হ... তা নয়তি কি? তগ ভিকিপিডিয়ায় মানে উইকিপিডিয়া বাংলা ভাষার সংরক্ষন তো আমাদের জাতে না !
আমি কই কস কি মমিন?

তারপর কয়, তগ বইয়ের নাই কোন হিস্টোরী.. শেষ পর্যন্ত হেরে লইয়া লাইব্রেরীতে দৌড় পারলাম । আমি জানি বাংলা ভাষার বই থাকার সম্ভাবনা ১% , ১ টাও ধরসি সাহস কইরা ।

হ গিয়া পাইলাম, ভারতীয় বাংলা শিক্ষার ! হে কয় জার্মানীর জার্মান তো বাংলাদেশের বাংলা কই?

আমি কোন মতে বুঝাই যে ভারতীয় উপমহাদেশ থেকে উতপত্তি । তবুও হে মানতে নারাজ । কারণ বাংলাদেশের বাংলা না থাকায় ।

তারপর অনেক খুইজা রবীন্দ্রনাথের হিস্টোরী পাইলাম তাও জার্মান এ , হে কয় এ তো ভারতীয় !

আমি কই মোর জ্বালা । বাঙ্গালী তো ! হে কয় অস্ট্রিয়ান আর জার্মান যেমন এক না তেমনী বাংলাদেশী আর ভারতীয় এক না!

তারপর অনেক কষ্টে ফ্রেঞ্চ ও জার্মান অনুবাদের মেয়েবেলা ,, তসলিমা নাসরিনের বই পেলাম ।
হেইটা কিছুক্ষণ পইরা কইল , তগ এই অবস্থা ! আমার তো চক্ষুতে কান্দন আহে । :((

তারপর জার্মানীতেই ভাষা আন্দোলন, মুক্তিযোদ্ধার বর্ণনা দিলাম আর সাইট দেখাইলাম । পাকিদের নির্যাতনের কাহিনী ।

তারপর হে জিগাইল পাকিদের এম্বাসী আছে নাকি? আমি কইলাম আছে, হে কয় আমাদের নাকি লজ্জা নাইক্কা ? কয় কি হারামজা.... আমি কই কে?
হে কয় এত অত্যাচারের পরেও তাগ লগে সম্পর্ক ?

পরে ইন্টারনেট ঘাইট্টা এডাও বাহির করল যে ইসরাইলের লগে আমাদের কোন প্রকার সরাসরি বাণিজ্য নাই ।

কয় যে, ইসরাইল বাংলাদেশের কিছু করে নাই । কিন্তু পাকিস্তান এত কিছু করার পরও কি করে এম্বাসী খোলার সাহস পায় ?
কিন্তু ইসরাইল না করেও দোষ ! আমি কই ধর্মগত কারণে ... হ কয় নিকুচি করে তগ রাষ্ট্রের ...

আমি কইলাম খবরদার । আমরা স্বাধীনতা বিরোধীদের এখন ধইরা ধইরা ফাসি দিতাছি । তরেও দিমু । :)

হে কয়, এত কিছুর পরও কি পাকিস্তান তগ কাছে ক্ষমা চাইছে ? এত সব অত্যাচারের ?????????????????????

আমি আর কতা কইতে পারি না.........................................................................................................................................................................................................................................................................................................................................................................


তারপর হে বাগে পাইয়া ভাষন দেওয়া শুরু করে ...

ভাষার লাইগ্গা এত কিছু করলি কিন্তু ভাষার উন্নতি তো একটাও হয় নাই ।


আমি আমতা আমতা কইরা কইলাম ..............হইব কেমতে দেশে এখনও বিদ্যুতের একটু সমস্যা আছে ।..

হালায় মনে হয় আমারে আজকে বাগে পাইছে । :(

হে ইন্টারনেট গুতাইয়া পায় , আমাগো দেশ নেত্রী হাছিনা বাংলাদেশরে ডিজিটাল দেশ কয় ।

হে কয় ,, তগ কোন দিন দিয়া ডিজিটাল ?

আমি খুশি মনে কইলাম, অনেক মোবাইল ব্যবহারকারী , তারপরই ছাগলডা কয় , দেহী তো তগ ইন্টারনেট সেবা কেমন দেয় ।

এখনই কেরফাতে পরলাম :( আমি জানি আমাদের ইন্টারনেট সেবা ভাল না ।
সে খুইজ্জা কইল, আরে হালা তগ তো থ্রিজিই নাই .. !!!!!!

আমার মুখ তো পুরাই কালা ।
তারপর কয়, আরে তগ দেখি ইন্টারনেট ব্যবহারের সংখ্যা + স্পিড , আমার আব্বার টাইমের !!

হালার মশকরা আমার সহ্য হয় না, আবার বলতেও পারি না ।

.......

আমার মন খারাপ দেখে সে আইসক্রিম এনে দিয়ে বলল ,, খা ! আমি কইলাম খামু না । হে কয় , মাইন্ড করিস না । প্রত্যেকে নিজ দেশ লইয়া গর্ব করে । আমিও করি । কিন্তু তোদের দেশনেত্রী প্রাইমমিনিষ্টার যা নাই তা লইয়া গর্ব করে , সেটা কিন্তু ঠিক না ।

যেখানে ডিজিটালের ছিটাফুটা নাই । সেখানে ডিজিটাল বলে কেমনে??

আমারও প্রশ্ন ।

২১শে ফেব্রুয়ারী তগ না সারা বিশ্বেরই প্রতিকী দিন । সেইটারে আমিও সম্মান করি । ভাষার জন্য এত প্রান দিছে আমি জানতাম না । তগর ভাষা ফাইটারদের কাম শহীদদের সেলুট । ;) আর তগ বর্তমান বাংলাদেশীদের উষ্টা !!! :( কারণ তোদের আদি প্রবর্তকের ধারা ঠিকমত ধরে রাখতে পারস নাই । তগ কোন অধিকারই নাই এই ভাষা কওনের !! কারণ যারা কষ্ট কইরা এই ভাষার লাইগ্গা এত কষ্ট করল, তাদের অবদান টারে দুনিয়ার কাছে তুইলা ধরতে পারস নাই ।

আর যদিও কোনমতে ইন্টারনেশনাল ভাষা দিবসে নাম ঢুকাইছস কিন্তু এই ছাইপাস পাওয়া আর না পাওয়া একই হইল । নিজেরা যখন উন্নতি করতে পারবি হেই দিন কইছ । হেদিনই তগ ভাষা শিখতে ইনস্টিটিটিউট এ ভর্তি হমু । :)

তয় আবার ইন্ডিয়ান স্কুলের কতা কইছ না, নাকি তরা ইন্ডিয়ান ছাড়া অচল ।

আমি কইলাম আমার ভুল হইছেরে বাবা তর ভাষাই শ্রেষ্ঠ । হে হাসতে হাসতে কইল আরে ধুর মজা করলাম ।

আমাগ ভাষা প্রীতি থাকলেও তগ মত আবেগপ্রবণ হয়ে প্রাণ দেয় নাই । যদিও প্রয়োজনও পরে নাই ।

তগ ভাষা শহীদের মত বীর যদি প্রতিবছর ১ টা কইরা তগ দেশে জন্মাইত তাইলে তোদের বর্তমান কাহিল অবস্থা দেখতে হইত না । :|
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচীবদের সম্পর্কে এখন কিছুটা ধারণা পাচ্ছেন?

লিখেছেন সোনাগাজী, ২০ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:১৭



সামুর ব্লগারদের মাঝে ১ জন সচীব আছেন,(বর্তমানে কর্তব্যরত ) তিনি বর্তমানে লিখছেন; আধামৃত সামুতে তিনি বেশ পাঠক পচ্ছেন; উৎসাহের ব্যাপার! এরচেয়ে আরো উৎসাহের ব্যাপার যে, তিনি... ...বাকিটুকু পড়ুন

কোথাও ছিলো না কেউ ....

লিখেছেন আহমেদ জী এস, ২০ শে মে, ২০২৪ রাত ১০:১৯




কখনো কোথাও ছিলো না কেউ
না ছিলো উত্তরে, না দক্ষিনে
শুধু তুমি নক্ষত্র হয়ে ছিলে উর্দ্ধাকাশে।

আকাশে আর কোন নক্ষত্র ছিলো না
খাল-বিল-পুকুরে আকাশের ছবি ছিলো না
বাতাসে কারো গন্ধ ছিলোনা
ছিলোনা... ...বাকিটুকু পড়ুন

নারীবাদ, ইসলাম এবং আইয়ামে জাহেলিয়া: ঐতিহাসিক ও আধুনিক প্রেক্ষাপট

লিখেছেন মি. বিকেল, ২০ শে মে, ২০২৪ রাত ১১:৫৪



আইয়ামে জাহিলিয়াত (আরবি: ‏جَاهِلِيَّة‎) একটি ইসলামিক ধারণা যা ইসলামের নবী মুহাম্মদ (সাঃ) এর আবির্ভাবের পূর্ববর্তী আরবের যুগকে বোঝায়। ঐতিহাসিকদের মতে, এই সময়কাল ৬ষ্ঠ থেকে ৭ম শতাব্দী পর্যন্ত বিস্তৃত ছিল।... ...বাকিটুকু পড়ুন

#প্রিয়তম কী লিখি তোমায়

লিখেছেন নীল মনি, ২১ শে মে, ২০২৪ সকাল ৭:৫১


আমাদের শহর ছিল।
সে শহর ঘিরে গড়ে উঠেছিল অলৌকিক সংসার।
তুমি রোজ তাঁকে যে গল্প শোনাতে সেখানে ভিড় জমাতো বেলা বোস, বনলতা কিংবা রোদ্দুর নামের সেই মেয়েটি!
সে কেবল অভিমানে... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। VF 3 Mini: মাত্র 60 মিনিটে 27 হাজার বুকিং!

লিখেছেন শাহ আজিজ, ২১ শে মে, ২০২৪ দুপুর ১২:০৪



আমার ব্যাক্তিগত গাড়ি নেই কিন্তু কর্মসূত্রে বেঞ্জ , ক্যাডিলাক ইত্যাদি ব্যাবহার করার সুযোগ পেয়েছি । তাতেই আমার সুখ । আজ এই গাড়িটির ছবি দেখেই ভাল লাগলো তাই... ...বাকিটুকু পড়ুন

×