somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আয় করুন নতুন একটি MicroFreelancing সাইট থেকে Microworkers.Com এর থেকেও বেশী…….. কি বিশাস হছে না ? নিজেই দেখুন না ।।

১৫ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুভেচ্ছা সবাইকে। আশা রাখি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার ৩য় টিউন শুরু করছি । এই টিউন টি করার জন্য আমাকে বেশ কস্ট করতে হয়েছে । অনেক খুজাখুজি এবং প্রায় ৬ দিনের গবেশনার পর আমি সফল হয়েছি । তবে কস্ট হওার প্রধান কারন হল এই নিয়ে ৪র্থ বার টিউন করতে বসেছি । জতবারি টিউন করতে বসেছি কন না কন সমসসার দরুন টিউন শেস করতে পারি নি একবার কারেন্ট চলে জায় ত আরেকবার নেট এর কানেকশন বন্ধ , তারপর জিপি দিয়া ছালাইলাম কিন্তু লগিন করতে পারলাম না । জাই হক এবার কাজের কথায় আসি ।

আজ আমি আপনাদের সবাইকে নতুন একটি MicroFreelancing সাইট এর সাথে পরিচয় করাইয়া দিব । টেকটিউনারদের Microworkers সাইট এ কাজ করার আগ্রহ দেখে আমি অনেক আনন্দিত এবং । তাই তাদের সকলকে আরও ভাল Earning ক্ষেত্র দেয়ার জন্য আমি নতুন একটি সাইট Easytask এর সাথে পরিচয় করিয়া দিতে চাই । এই সাইট টির দেখতে একেবারে Microworkers.Com এর মত । কাজ করার ধরন ও একই ।Microworker.Com এ যেমন এর খুশি মত এবং সে জেভাবে বলে সেই ভাবে কাজ করতে হয় এই সাইট এ অ একি কাজ করতে হই ।কাজ গুলো যেকেউ করতে পারে এর জন্য কোন দক্ষ লোকের প্রয়োজন হয়না। আর সবচেয়ে বড় পার্থক্য যেটি অন্যান্য ফ্রিল্যান্সিং সাইটের মত এখানে কোন বিড করতে হয় না এবং যখন রেজেস্ট্রেশন করবেন তখন থেকেই কাজ শুরু করতে পারবেন। আপনার জন্য কাজ সবসময়ই প্রস্তুত থাকে . যেহেতু কাজগুলো ক্ষুদ্র ক্ষুদ্র তাই এর পারিশ্রমিকও ক্ষুদ্র অর্থাৎ অল্প। এই সাইটের কাজের রেট $০.১০ থেকে $৩.০০ পর্যন্ত যদিও এর কোন লিমিট সাইট কতৃপক্ষ ধরে দেয়নি তবে কাজগুলো ধরনই এমন যে রেট বেশী হয় না। বেশীরভাগ কাজই $২ ডলারের নিচে পাবেন।এই সাইটটি খুব একটা পুরাতন নয় তবুও আমাদের দেশ থেকে অনেকেই এই সাইট থেকে আয় করেন। তবে একেবারে খারাপ না। আপনি যদি বুঝে রেগুলার এখানে কাজ করে থাকেন তাহলেও মাসে এই সাইট থেকেই $৫০ থেকে $২০০ আয় করতে পারবেন। আর যারা অনলাইন আয়ে একেবারে নতুন তারাও আয় করতে পারবেন।

Available jobs : আমি আগেই বলেছি সাইটটির আউটলুকিং সাদামাটা। আপনি এর সবকিছু সহজেই বুঝতে পারবেন। অনলাইন আর্নিংয়ে একদম নতুন যারা তারাও এখানে কাজ করতে পারে শুধুমাত্র এর সহজ উপস্থাপনার জন্য। কাজ শুরু করার জন্য Available jobs মেনুটিতে ক্লিক করুন। এখানে বর্তমানে চলতে থাকা আর আপনার জন্য প্রযোজ্য কাজের একটা লিস্ট আছে।
এখানে আপনি জেসব কাজ পাবেন সেগুল হল
* Sign-Up
* Download and Install
* Link
* Play Games
* Do a Survey
* Search and Click
* Download Games
* Write Review
* Like anything
* Vote anyones post
* Comment on blog or post
* Twitter Follow , Retwieet
* Bookmarking on Digg etc
* Yahoo answer
* Youtube Account Opening
* Forum Post
* Do a offer
* Create a Account
* Link to a Website and Write Article

Employer এর সুবিধা সমূহঃ
1. Post on Blog and Add make করানো
2. Blog site Page Rank বাড়ানো
3. Site Traffic Improve করা
4. Own Site Comment করানো
5. Facebook লাইক পাওয়া এবং Voting
6. Twitter Follow করানো
7. Own Site Digg করানো
And Other…………………….

Worker’s সুবিধাঃ
1. রেজিস্ট্রেশনে ফ্রী ১($) ডলার বোনাস
2. বিড ছাড়াই কাজ পাওয়া
3. টাকা পাওয়ার নিশ্চয়তা
4. অল্প সময়

Task I finished: আবার মেনুর দিকে দৃষ্টিপাত করি। Task I finished হচ্ছে মেনু লিস্টের দ্বিতীয় মেনু। যে কাজগুলোর টাকা এখনও Myeasytask থেকে আপনার অন্য কোন মাধ্যমে হস্তান্তর না হয়েছে সে কাজগুলো থেকে শুরু করে আপনার সদ্য করা কাজটির লিস্ট পাওয়া যাবে এই পৃষ্ঠার মধ্যে। আপনি কতটি কাজ করেছেন এবং তারমধ্যে কতটি কাজ ভালভাবে সম্পন্ন হয়েছে তার হিসেবটিও এখানে আছে। এই লিস্টে সাধারনত তিনধরনের কাজের লিস্ট আছে। সবুজ টিক চিহ্ন দেওয়া কাজগুলো বায়ার
গ্রহন করেছে। সেগুলোতে সেটিশফাইড মার্ক করা এবং এগুলোর জন্য বায়ারের একাউন্ট থেকে আপনার মাইক্রোওয়ার্কাসের একাউন্টে টাকা জমা হয়েছে। গ্রে মাইনাস মাক করা কাজগুলো হচ্ছে আপনি যেগুলো শেষ করেছেন এবং বায়ারের রিভিউ অর্থাৎ দেখার জন্য অপেক্ষা করতেছে। কি একটু চিন্তিত? কবে বায়ার এগুলো দেখবে? চিন্তার কারন নাই বায়ার যদি সাত দিনের মধ্যে কাজগুলো না দেখে তাহলে কাজ ঠিকমত হোক বা না হোক আপনার একাউন্টে উক্ত কাজের পারিশ্রমিক জমা হয়ে যাবে। কি মজা তাই না। তাহলে দোয়া করবেন যাতে বায়ার আপনার কাজ দেখার সময় না পায়। আর লাল এবং ক্রস মার্কা কাজগুলো হচ্ছে যেগুলো বায়ার গ্রহণ করে নাই এবং আপনি সেগুলোর জন্য কোন পারিশ্রমিক পান নাই। শুধু যে আপনি পারিশ্রমিক পাননি তাই নয়। এগুলো মাইনাস পয়েন্টও। এই সাইটে আপনার কাজের গতি নিয়ন্ত্রনের জন্য একটি সাকসেস রেট-এর ব্যবস্থা আছে। ঠিক মেনুবারের নিচে আপনার জমা হওয়া অর্থের পাশে এটি উল্লেখ করা থাকে।
সাকসেস রেট আবার দুধরনের। প্রথমটি হচ্ছে এক্চুয়াল সাকসেস রেট। এটি নির্ধারিত হয় শুধু মাত্র আপনার সেটিশফাইড এবং আনসেটিশফাইড কাজগুলোর মাসিক গড় হিসেব করে। আর পরের টি হচ্ছে টেম্পরারী সাকসেস রেট। এটি হিসেব করা হয় সেটিশফাইড কাজ বনাম ননশেটিশফাইড কাজ + ননরেটেড কাজ। এটিও মাসিক কাজের ভিত্তিতে নির্নয় করা হয়।
আপনার সাকসেস রেট যদি ৭৫% এর নিচে নেমে যায় তাহলে আপনি আপাতত মাইক্রোওয়ার্কাসের কোন কাজে অংশগ্রহণ করতে পারবেননা। আপনার সদ্য করা কাজগুলি যদি বায়ার দ্রুত দেখে সেটিশফাইড মার্ক করে দেয় তাহলে টেম্পরারী সেটিশফাইড মার্কটি দ্রুত বেড়ে যায় এবং আপনার কাজ করার পরিস্থিতি তৈরী হবে। কিন্তু এক্চুয়াল সেটিশফাইড মার্ক যদি ৭৫% এর নিচে নেমে যায় তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে আনসেটিশফাইড মার্কের কাজগুলির একমাস পার হলে তখন এক্চুয়াল সাকসেস রেট বাড়বে এবং আপনি কাজ করতে পারবেন। তাই বুঝে শুনে আপনি এখানে কাজ করুন। যে কাজগুলোর ব্যাপারে আপনি সন্দিহান সেগুলো এড়িয়ে যান।
এখানে ও আপনি রেফারেল এর মাধমে আয় করতে পারবেন । প্রতি রেফেরেল এর জন্য আপনি পাবেন .20$ ডলার । এছারাও আপ্নে Banner এর মাধমে আয় করতে পারবেন । Banner আপ্নে আপনার ওয়েবসাইটে ইউস করে রেফেরেল বারাতে পারবেন । আর জইন করলেই এর মত 1$ ডলার বনাস পাবেন জা কেম্পেইন এ খরচ করতে পারবেন ।
উইথড্র অপশনঃ
. Paypal
. E-gold
.Check
আর আপ্নের কাজের তাকা আপ্নে 10$ হলেই বের করতে পারবেন ।
তাই আর দেরি না করে এখনি Join করুন এবং মেতে উথুন নতুন অনলাইন Earning Site এর সাথে । আয় করুন আরও এক ধাপ এগিয়ে ।
কিভাবে Account খুলতে হয়ঃ
Join করার জন্য আপনার Browser এ টাইপ করুন । MyEasyTask করে যে page লেন সেই Registration ফর্মটি পূরণ করুন। (অবশ্যই আপনার ইমেইল পাসওয়ার্ডের চেয়ে ভিন্ন পাসওয়ার্ড দিবেন)। তারপর কান্ট্রি অব Country ঘরে Bangladesh সিলেক্ট করে Submit বাটনে ক্লিক করুন।
এখন আপনি যে Email Address ব্যাবহার করে Registration ফর্মটি পূরণ করেছেন আপনার সেই Email চেক করুন।Inbox Myeasytask.com এর কোন mail না এসে থাকলে spam চেক করুন।
প্রাপ্ত mail যে Activation Link আছে সেটি Click করুন।
Now You Are In Your Account
সকল্কে ধন্নবাদ আমার পস্ততি পরার জন্য। আমার চেশ্তা আপনাদের ভাল কিছু উপাহার দেয়ার । তাই যদি পস্ত তি আপনাদের এততুকু ভাল লেগে থাকে এবং আপনাদের উপকারে আসে তাতেই আমার চেশ্তা সাথক । আর যদি কন ভুল হয়ে থাকে তাহলে দয়া করে ক্ষমা করে দেবেন আসা করি । আম্নাদের মতামত ও মন্তব্ব আমাকে নতুন কিছু করতে উতসাহিত করবে । সকলে ভাল থাকবেন এই আশা নিয়ে আজ শেস করছি হইত আবার দেখা হবে নতুন কন Online Earning সাইট নিয়ে ।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

One lost eye will open thousands of Muslims' blind eyes

লিখেছেন জ্যাক স্মিথ, ১৫ ই মে, ২০২৪ রাত ২:২৭



শিরোনাম'টি একজনের কমেন্ট থেকে ধার করা। Mar Mari Emmanuel যিনি অস্ট্রেলীয়ার নিউ সাউথ ওয়েলসের একটি চার্চের একজন যাজক; খুবই নিরীহ এবং গোবেচারা টাইপের বয়স্ক এই লোকটি যে... ...বাকিটুকু পড়ুন

রাফসান দ্য ছোট ভাই এর এক আউডি গাড়ি আপনাদের হৃদয় অশান্ত কইরা ফেলল!

লিখেছেন ব্রাত্য রাইসু, ১৫ ই মে, ২০২৪ সকাল ১০:৫২

রাফসান দ্য ছোট ভাইয়ের প্রতি আপনাদের ঈর্ষার কোনো কারণ দেখি না।

আউডি গাড়ি কিনছে ইনফ্লুয়েন্সার হইয়া, তো তার বাবা ঋণখেলাপী কিনা এই লইয়া এখন আপনারা নিজেদের অক্ষমতারে জাস্টিফাই করতে নামছেন!

এই... ...বাকিটুকু পড়ুন

বাঁচতে হয় নিজের কাছে!

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৫ ই মে, ২০২৪ সকাল ১১:২৮

চলুন নৈতিকতা বিষয়ক দুইটি সমস্যা তুলে ধরি। দুটিই গল্প। প্রথম গল্পটি দি প্যারবল অব দ্যা সাধু।  লিখেছেন বোয়েন ম্যাককয়। এটি প্রথম প্রকাশিত হয় হার্ভার্ড বিজনেস রিভিউ জার্নালের ১৯৮৩ সালের সেপ্টেম্বর-অক্টোবর সংখ্যায়। গল্পটা সংক্ষেপে... ...বাকিটুকু পড়ুন

আমার অন্যরকম আমি এবং কিছু মুক্তকথা

লিখেছেন জানা, ১৫ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:০৬



২০১৯, ডিসেম্বরের একটি লেখা যা ড্রাফটে ছিল এতদিন। নানা কারণে যা পোস্ট করা হয়নি। আজ হঠাৎ চোখে পড়ায় প্রকাশ করতে ইচ্ছে হলো। আমার এই ভিডিওটাও ঐ বছরের মাঝামাঝি সময়ের।... ...বাকিটুকু পড়ুন

সামুতে আপনার হিট কত?

লিখেছেন অপু তানভীর, ১৫ ই মে, ২০২৪ রাত ৯:০৩



প্রথমে মনে হল বর্তমান ব্লগাদের হিটের সংখ্যা নিয়ে একটা পোস্ট করা যাক । তারপর মনে পড়ল আমাদের ব্লগের পরিসংখ্যানবিদ ব্লগার আমি তুমি আমরা এমন পোস্ট আগেই দিয়ে দিয়েছেন ।... ...বাকিটুকু পড়ুন

×