৮০০ পথশিশুর জন্য ঈদের পোশাক ‘স্বপ্নময় বাংলাদেশ’র

বন্দর নগরীর আটশ পথ শিশুর হাতে ঈদ উপলক্ষে নতুন কাপড় তুলে দিয়েছে ফেইসবুকভিত্তিক সংগঠন ‘স্বপ্নময় বাংলাদেশ’।

চট্টগ্রাম অফিসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2013, 03:37 PM
Updated : 6 August 2013, 03:37 PM

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর দুই নম্বর গেইট এলাকায় এসব পোশাক বিতরণ শুরু হয়।

এরপর নগরীর কাজীর দেউড়ি, জিইসি, ওয়াসা, রেলস্টেশন, নন্দনকানন ও মুরাদপুরসহ বিভিন্ন স্থানে পথ শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়।

স্বপ্নময় বাংলাদেশের সমন্বয়ক শুভাশীষ পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পথ শিশুদের ঈদ অন্যদের মত নয়। শুধু নতুন পোশাকের অভাবে পথ শিশুদের ঈদের আনন্দ অনেকটাই ম্লান হয়ে যায়।

“তাই পথ শিশুদের মুখে হাসি ফোটাতেই আমাদের উদ্যোগ,” বলেন তিনি।

শুভাশীষ জানান, ২০১১ সাল থেকেই নগরীর পথ শিশুদের মধ্যে ঈদের পোশাক বিতরণ করছে স্বপ্নময় বাংলাদেশ।